সোনাইমুড়ী চক্ষু হাসপাতাল দাতব্য

সোনাইমুড়ী  চক্ষু হাসপাতাল দাতব্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সোনাইমুড়ী চক্ষু হাসপাতাল দাতব্য, Hospital, Maijdee Court.

চোখের যাবতীয় চিকিৎসা ও জাপানের অত্যাধুনিক মাইক্রোস্কোপের সাহায্যে ব্যথা মুক্ত সেলাইবিহীন ছানী অপারেশন করা হয়।

শুক্রবার ও সরকারী ছুটির দিন সহ প্রতিদিন খোলা থাকে। সকাল৮.০০ - রাত ৮.০০

জরুরী সেবা ২৪ ঘন্টা খোলা ০১৮৯০১৪৭২৭১

23/08/2025
গত দুই দিন আগে আমরা  গ্লকোমা নিয়ে একটা পোস্ট করে ছিলাম সেখানে আমরা বলে ছিলাম যে চোখের পাওয়ারের সমস্যা বা মাওপিয়া থাকলেও ...
22/08/2025

গত দুই দিন আগে আমরা গ্লকোমা নিয়ে একটা পোস্ট করে ছিলাম সেখানে আমরা বলে ছিলাম যে চোখের পাওয়ারের সমস্যা বা মাওপিয়া থাকলেও চোখে গ্লকোমা হতে পারে।
আজকে ঠিক এমন একটা রুগী আমার কাছে এসেছে সুদুর হাতিয়া থেকে।

এজন্য আপনার বাচ্চার চশমার পাওয়ার বেশি হলে অবহেলা করবেন না। চিকিৎসা নিন সুস্থ থাকুন।

 #গ্লকোমা :গ্লকোমা চোখের একটি রোগ যা অপটিক স্নায়ুর ক্ষয় করে এবং দৃষ্টির পরিসীমাকে ক্ষতি করে। বিভিন্ন ধরনের গ্লকোমা আছে।য...
20/08/2025

#গ্লকোমা :
গ্লকোমা চোখের একটি রোগ যা অপটিক স্নায়ুর ক্ষয় করে এবং দৃষ্টির পরিসীমাকে ক্ষতি করে।

বিভিন্ন ধরনের গ্লকোমা আছে।
যেমন:
angle glaucoma,
#.Angle closure glaucoma,
pressure glaucoma

এদের মধ্যে থেকে open angle glaucoma এবং Normal pressure glaucoma সবচেয়ে বেশি খারাপ।

কারণ এই দুই প্রকার গ্লকোমা রুগীর চোখের দৃষ্টির সীমা নিরবে ক্ষয় করে আর রগী সেটা বুঝতে পারেনা।কারণ তার কোনো সমস্যা অনুভব হয় না।

তবে একটা সমস্যা হয় সেটা ঘন ঘন চশমার পাওয়ার পরিবর্তন হয় যেটাকে রুগী খুব একটা আমলে নেন না।

যার ফলে এই দুই প্রকার গ্লকোমা বেশিরভাগ সময় ডাক্তার দেখাতে আসলে ধরা পড়ে অথচ রুগী কিন্ত এই সমস্যার জন্য ডাক্তারের কাছে যেয়ে থাকেন না।

closure glaucoma টা সহজেই নির্ণয় হয়ে যায় কারণ এ জাতিয় গ্লকোমা রুগীদের
মাথা ব্যথা ,কপাল ব্যথা,চোখে ব্যথা,চোখ লাল হওয়া হঠাৎ একদিন রাতের বেলা প্রচন্ড ব্যথা আর বমি সমস্যা এগুলো নিয়ে চক্ষু ডাক্তারের স্মরণাপন্ন হয়।

#গ্লকোমার কারণ :

#জেনেটিক কারণ কে এক নম্বর কারণ ধারণা করা হয়।
এছাড়াও বিভিন্ন কারণ আছে,

#বয়স:সাধারনত ৪০ উর্ধ বয়সী মানুষকে গ্লকোমার ঝুকি হিসেবে ধরা হয়।(এজন্য আমরা ৪০বছরের উর্ধের রুগী চেম্বারে আসলে তার চোখের কাপ ডিস্ক রেসিও দেখে থাকি)

#ওওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

.

.

সব থেকে খুসির বিষয় হলো আধুনিক প্রযুক্তির সাহায্যে রোগ নির্নয় করা যায় চিকিৎসা সুস্থ থাকাযায়।

সবচেয়ে দুখের বিষয় হলো যে পরিমাণ দৃষ্টি ক্ষয় হয়ে যায় চিকিৎসার দ্বারা সেটা ফিরিয়ে আনা সম্ভব না।

করনীয় :৪০ উর্ধ বয়সী মানুষগুলো বছরে অন্তত একবার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত।

আগামী শুক্রবার ২২/০৮/২০২৫ সোনাইমুড়ী চক্ষু হাসপাতাল দাতব্যে রুগী দেখবেন। চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন
ডা আমিনুর রহমান
এম বি বি এস
এম এস(চক্ষু)
বি সি এস (স্বাস্থ্য)
শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ
জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ঢাকা
01890147271

16/08/2025

Excellent surgery.অপারেশনের এক সপ্তাহ পরে চোখের দৃষ্টি ৬/৬. অপারেশন করেছেন। শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা:আমিনুর রহমান। MBBS,MS(চক্ষু).কনসালটেন্ট জাতীয় চক্ষু বিজ্ঞান ইইন্সটিটিউট ,ঢাকা।রুগী দেখেন ও অপারেশন করেন সোনাইমুড়ী চক্ষু হাসপাতাল দাতব্যে।শুক্রবার বিকাল ৪ থেকে রাত ৮. ০০পর্যন্ত।

জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ,ফ্যাকো সার্জন ও শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ। বৃহত্তর নোয়াখালীর একমাত্র শিশু চক...
11/08/2025

জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ,ফ্যাকো সার্জন ও শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ।
বৃহত্তর নোয়াখালীর একমাত্র শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন,(রুগী দেখেন)

ডা:আমিনুর রহমান
এম বি বি এস,
এম এস(চক্ষু)
লং-টার্ম ফেলো(শিশু চক্ষু রোগ)
বি সি এস(স্বাস্থ)
রে জি নম্বর:A-62997
এখন রুগী দেখেন এবং অপারেশন করেন
সোনাইমুড়ী চক্ষু হাসপাতাল দাতব্যে।

সাক্ষাৎ :শুক্রবার (এক সপ্তাহ পর পর)
বিকাল :৪.০০থেকে রাত :৮.০০ পর্যন্ত।

সিরিয়াল :০১৮৯০১৪৭২৭১

এই জাতিকে চিকিৎসা করা বড়ই কঠিন। একটা বাচ্চার ট্যারা চোখ নিয়ে তার চাচা  চেম্বারে আসলো। বাচ্চার বয়স ৮বছর।ডাক্তার দেখে বললে...
30/07/2025

এই জাতিকে চিকিৎসা করা বড়ই কঠিন।
একটা বাচ্চার ট্যারা চোখ নিয়ে তার চাচা চেম্বারে আসলো। বাচ্চার বয়স ৮বছর।ডাক্তার দেখে বললেন বাচ্চাটার চোখে চশমার প্রয়োজন হতে পারে বিশেষ একধরনের ড্রপ দিয়ে চোখের পাওয়ার নির্ননয় করতে হবে কিছু সময় অপেক্ষা করুণ।
বাচ্চার চাচা কিছু সময় পরে এসে বলে ডাক্তার সাহেব ওর বাবা বিদেশ থেকে আসবে দুই মাস পরে তারপর চশমা নিবো।
এই জাতিকে কেমনে চিকিৎসা করবেন।

👁‍🗨 চোখের স্ট্রোক (Eye Stroke): (সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন - CRAO ও রেটিনাল ভেইন অক্লুশন - RVO)▄█ 🔍 লক্ষণ (Sympt...
29/07/2025

👁‍🗨 চোখের স্ট্রোক (Eye Stroke):
(সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন - CRAO ও রেটিনাল ভেইন অক্লুশন - RVO)

▄█ 🔍 লক্ষণ (Symptoms):
CRAO:
-হঠাৎ এক চোখে সম্পূর্ণ দৃষ্টিহানি (৯০ সেকেন্ডের মধ্যে)
ব্যথাহীন
-রেটিনার সাদা/চকচকে প্যালর, চেরি-রেড স্পট
একে "চোখের হার্ট অ্যাটাক" বলা হয়

RVO:
-ধীরে ধীরে দৃষ্টির অবনতি
-ঝাপসা দেখা, ফ্লোটার্স
-রেটিনায় রক্তক্ষরণ ও ম্যাকুলার শোথ
-মাঝেমধ্যে চোখ ব্যথা অনুভূত হতে পারে

▄█ ⚠ ঝুঁকির কারণ (Risk Factors):
-উচ্চ রক্তচাপ (Hypertension):
-RVO ঝুঁকি ৪.১১ গুণ বাড়ায়
-ডায়াবেটিস ও ক্রনিক কিডনি ডিজিজ (CKD):
-RVO ঝুঁকি ৪.১৪ গুণ বাড়ায়
-বয়স ৫০ বছরের বেশি:

CRAO ও RVO উভয়ের প্রকোপ বাড়ে
-হোমোসিস্টেইন বাড়া:
-রেটিনাল ভেইন থ্রম্বোসিসের সাথে যুক্ত (OR=0.87)

▄█ 🧠 স্ট্রোকের পূর্বাভাস ও হৃদরোগ সম্পর্ক (Systemic Implications):

RVO রোগীর মধ্যে:
-৩৭.৫% রোগীর স্ট্রোক হওয়ার সম্ভাবনা
-৬৯% পর্যন্ত দীর্ঘমেয়াদী মৃত্যুহার

▄█ 🚨 জরুরি চিকিৎসা (Emergency Treatment):
CRAO:
-৪–৬ ঘণ্টার মধ্যে দ্রুত ব্যবস্থা:
-হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি
-আই-ম্যাসাজ বা অ্যান্টেরিয়র চেম্বার প্যারাসেন্টেসিস
-কার্বন ডাইঅক্সাইড ইনহেলেশন/অ্যাসিটাজোলামাইড
RVO:
-অ্যান্টি-VEGF ইনজেকশন (Bevacizumab, Ranibizumab)
-স্টেরয়েড ইমপ্লান্ট (Ozurdex)

▄█ 🛡 প্রতিরোধ ও সচেতনতা (Prevention):
-নিয়মিত স্বাস্থ্য নিয়ন্ত্রণ:
-রক্তচাপ

Address

Maijdee Court

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+8801822784721

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোনাইমুড়ী চক্ষু হাসপাতাল দাতব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সোনাইমুড়ী চক্ষু হাসপাতাল দাতব্য:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category