আদনান তাসিন হত্যার বিচার চাই
#want_justice_for_my_son
আমার ছেলে সেন্ট যোসেফ কলেজের ইংলিশ ভার্সন সায়েন্স এর প্রথম বর্ষের ছাত্র ছিল, গত ১১ই ফেব্রুয়ারিতে কলেজ থেকে বাসায় ফেরার পথে বিমান বন্দর সড়কে শেওড়া বাস ষ্টেন্ডে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবার সময়ে দুরপাল্লার দ্রুত গামী ভ্রাম্মনবাড়িয়ার বাস তাকে চাপা দিয়ে চলে যায়, আমি গত ২ বছর যাবৎ জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ, তথাপি আমার সন্তানের জাষ্টিজ এর জন্যে আমি সবার দারে দারে আহাজারি করছি কিন্তু এখনো বিষয়টি কে আমলে নেয়া হচ্ছে না কারন ঘটনা টি আলোচিত নয় , মিডিয়ায় আসেনি, তার অধ্যায়নরত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থী অভিভাবক প্রতিবাদ বা আন্দোলন করেনি, আমি সন্তানকে কবরে শূইয়ে এসে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী নিয়ে মানববন্ধন করি, তার কলেজে আমি নিজে গিয়েছি, সমর্থন চেয়েছিলাম পাইনি, কলেজের শিক্ষার্থী রা এই মাসের এপ্রিল ১৩ তারিখে প্রতিবাদ করবে বলে ফেইসবুকে একটি ইভেন্ট দেখেছি কিন্তু অজানা কারনে তাও বন্ধ হয়ে যায়, আমি মেয়র মহোদয় এর সাথে ২ দিন দেখা করেছি, কলেজের প্রিন্সিপাল ও সে স্কুলে ১৩ বছর পড়েছে তাদের প্রিন্সিপাল সাথে কথা বলেছি তাদের সমর্থন, সহায়তা, সহানুভূতি পেলাম না, আমি সন্তান তুল্য আবরার হত্যা কান্ডের বিচারের দাবিতে একাত্বতা প্রকাশ করে-অসুস্থ শরীর নিয়ে শিক্ষার্থীদের সাথে রাজপথে ছিলাম, আবরার এর বাবার সাথে ফোনে কথা বলে সহানুভূতি জানাই, আমি আমার প্রানপ্রিয় আদরের সন্তানের নির্মম হত্যার বিচারে দেশের সকল জনগন, সাংবাদিক, পেশাজীবী সহ সকলের সহযোগিতা প্রার্থনা করছি ও সকল শিক্ষা প্রতিষ্ঠান যেমন DU, CU, RU, IUB, DHAKA COLLEGE, TIUMIR COLLEGE, TEJGON COLLEGE, CITI COLLEGE, BUP, NSU, AIUB , GULSHAN COLLEGE, RAMIJUDDIN, ইত্যাদি সহ দেশের সকল স্কুল কলেজ শিক্ষার্থীদের সমর্থন, সহানুভূতি, সহায়তা কামনা করছি, আমি আমার সন্তান ফিরে পাবোনা, কিন্তু আমি এই নির্মম হত্যা কান্ডের বিচার চাই,, শিশু ফাইজা র হত্যার বিচার হলে, আমার সন্তান আদনান তাসিন খুন হতোনা, আদনান তাসিন হত্যার বিচার হলে আবরার খুন হতো না, বিচারহীনতা অপরাধিদের উৎসাহিত করে, আমি চাইনা #ঘাতকরা আমার সন্তানের মত সড়কে আর কারো প্রান কেড়ে নেয়, ঘাতকদের উৎসাহ দিলে তারা আরো বেশি খুন করবে, এমনিতেই তাদের আক্রমণের বেশিরভাগ শিকার শিক্ষার্থী, স্কুল বা কলেজ ড্রেস পরা দেখলেই মনে হয় তাদের উপর ঝাপিয়ে পড়ে, এখনও সময় আছে, @সড়কে হত্যা থামাও