Debopriyo Dhar

Debopriyo Dhar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Debopriyo Dhar, Doctor, Sreepur.

ডা: দেবপ্রিয় ধর তাতন
সহকারী রেজিস্ট্রার
কিডনি ও নিউরোলজি বিভাগ।
চেম্বার: আল আরাফ হাসপাতাল,
শ্রীপুর, গাজীপুর।
(প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত)
সিরিয়াল: 01711443899

**** মূত্রনালী সংক্রমণ বা 'Urinary Tract Infection' ****মূত্রনালীর সংক্রমণ (Urinary Tract Infection - UTI) হলো মূত্রনালী...
11/07/2025

**** মূত্রনালী সংক্রমণ বা 'Urinary Tract Infection' ****

মূত্রনালীর সংক্রমণ (Urinary Tract Infection - UTI) হলো মূত্রনালীর যেকোনো অংশে (কিডনি, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী) জীবাণু দ্বারা সংক্রমণ। এটি সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে।

মূত্রনালীর সংক্রমণের ধরন:
১. নিচের অংশে সংক্রমণ (Lower UTI)
• সিস্টাইটিস (মূত্রথলির সংক্রমণ)
• ইউরেথ্রাইটিস (মূত্রনালীর সংক্রমণ)

২. উপরের অংশে সংক্রমণ (Upper UTI)
• পাইলোনেফ্রাইটিস (কিডনির সংক্রমণ) — বেশি জটিল ও বিপজ্জনক, এটা থেকে রক্তে ইনফেকশন হওয়ার প্রবণতা খুব বেশি থাকে।

কাদের বেশি হয়?
মহিলা এবং পুরুষ দুজনেরই হয়, তবে মহিলাদের তুলনামূলকভাবে বেশি হয়।

সাধারণ কারণসমূহ:
• অস্বাস্থ্যকর যৌন আচরণ।
• পর্যাপ্ত পানি না খাওয়া।
• প্রস্রাব আটকে রাখা।
• ডায়াবেটিস।
• গর্ভাবস্থা।

লক্ষণসমূহ:
• বারবার প্রস্রাবের চাপ।
• প্রস্রাব করার সময় জ্বালা পোড়ার অনুভূতি।
• প্রস্রাবে দুর্গন্ধ হওয়া বা ঘোলা রঙ।
• পেটের নিচে ব্যথা।
• জ্বর ও কাঁপুনি হওয়া।
• কোমরের পাশে তীব্র ব্যথা হওয়া।
• বমি ভাব বা বমি হওয়া।
• ক্লান্তি ভাব থাকা।

প্রতিরোধমূলক ব্যবস্থা:
• পর্যাপ্ত পানি পান করুন।
• প্রস্রাব আটকে রাখবেন না।
• যৌন মিলনের আগে এবং পরে প্রস্রাব করুন।
• গোপনাঙ্গ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

উপরোক্ত লক্ষণগুলো দেখা দিলে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক শুরু করবেন না।

ডা: দেবপ্রিয় ধর তাতন
সহকারী রেজিস্ট্রার
কিডনি ও নিউরো মেডিসিন বিভাগ
চেম্বার: আল আরাফ হাসপাতাল,
শ্রীপুর গাজীপুর।
প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত
সিরিয়াল: 01711443899

কিডনি ভালো রাখতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচে উল্লেখ করা হলো:• পর্যাপ্ত পানি পান করুন।• লবণ কম খান ।• প্রসেসড ও ঝাল খা...
28/06/2025

কিডনি ভালো রাখতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচে উল্লেখ করা হলো:

• পর্যাপ্ত পানি পান করুন।
• লবণ কম খান ।
• প্রসেসড ও ঝাল খাবার এড়িয়ে চলুন।
• প্রোটিন সঠিকভাবে খান ।
• নিয়মিত ব্যায়াম করুন।
• ধূমপান পরিহার করুন।
• ওজন নিয়ন্ত্রণে রাখুন ।
• অনিয়ন্ত্রিত ওষুধ সেবন করবেন না – ব্যথানাশক ওষুধ, অ্যান্টিবায়োটিক ইত্যাদি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না।
• ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করুন – এই দুটি কিডনি রোগের প্রধান কারণ।

-ডা: দেবপ্রিয় ধর তাতন।

হৃদরোগের ব্যথা, যা এনজাইনা বা হার্ট অ্যাটাকের ইঙ্গিত হতে পারে, তার লক্ষণগুলো হলো:১. বুকের মাঝখানে চাপ বা ব্যথাভারি বস্তু...
27/06/2025

হৃদরোগের ব্যথা, যা এনজাইনা বা হার্ট অ্যাটাকের ইঙ্গিত হতে পারে, তার লক্ষণগুলো হলো:

১. বুকের মাঝখানে চাপ বা ব্যথাভারি বস্তু চাপা দেওয়ার
মতো অনুভূতি
২. বুকে জ্বালাপোড়া বা চেপে ধরা অনুভব
৩. ব্যথা ঘাড়, গলা, কাঁধ, বাহু (বিশেষ করে বাম বাহু),
পিঠ বা চোয়ালে ছড়িয়ে পড়া
৪. দম বন্ধ হওয়ার অনুভব বা শ্বাসকষ্ট
৫. ঠান্ডা ঘাম হওয়া
৬. বমি বমি ভাব বা বমি হওয়া
৭. হঠাৎ দুর্বল লাগা বা মাথা ঘোরা
৮. হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা অনিয়মিত হওয়া
৯. হঠাৎ অজ্ঞান হওয়া

উপরোক্ত উপসর্গগুলি দেখা দিলে, অনুগ্রহ করে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করুন।

ডা: দেবপ্রিয় ধর তাতন
সহকারী রেজিস্ট্রার
কিডনি ও স্নায়ুরোগ বিভাগ
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।

আমি আছি আপনাদের সেবায়,প্রতি শুক্রবার সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত।আল আরাফ হাসপাতাল,শ্রীপুর,গাজীপুর।সিরিয়াল : 0171144...
26/06/2025

আমি আছি আপনাদের সেবায়,
প্রতি শুক্রবার সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত।

আল আরাফ হাসপাতাল,
শ্রীপুর,গাজীপুর।
সিরিয়াল : 01711443899

হার্ট অ্যাটাক বলতে অনেকেই মনে করেন যে বুকে ব্যথা হবে।কিন্তু প্রকৃতপক্ষে হার্ট অ্যাটাকের সময় বুকে ব্যথা হতে পারে, বুকে ভ...
24/03/2025

হার্ট অ্যাটাক বলতে অনেকেই মনে করেন যে বুকে ব্যথা হবে।কিন্তু প্রকৃতপক্ষে হার্ট অ্যাটাকের সময় বুকে ব্যথা হতে পারে, বুকে ভারী লাগা বা চাপ অনুভব হতে পারে, বুকে অস্বস্তি ভাব হতে পারে।সেই অনুভূতি গলা, চোয়াল বা হাতের দিকে যেতে পারে।
সুতরাং বুকের মাঝে বেশ বড় জায়গা জুড়ে কোন উপসর্গ সাথে যদি ঘাম, শ্বাসকষ্ট, বমি, রক্তচাপ কমা, অনিয়মিত হৃদস্পন্দন ইত‍্যাদি হয় তাহলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাবেন।
অনেক গ‍্যাস্ট্রিকের সমস্যা ভেবে ভুল করেন....

একদিনের জ্বর,দ্বিতীয় দিনে ঠোঁট,মুখ ও চোখে এরকম অবস্থা।সাসপেক্টেড ড্রাগ রিএকশন কিন্তু সাড়াশি অভিযানের পরেও "জ্বর উঠছে তাই...
03/05/2024

একদিনের জ্বর,দ্বিতীয় দিনে ঠোঁট,মুখ ও চোখে এরকম অবস্থা।সাসপেক্টেড ড্রাগ রিএকশন কিন্তু সাড়াশি অভিযানের পরেও "জ্বর উঠছে তাই একটা নাপা খাইছে" বাদে কোনো ড্রাগের হিষ্ট্রি পাওয়া গেলো না।

আমরা পেশেন্ট ভর্তি নিলাম এবং পরের দিন অবস্থা আরও খারাপ হতে শুরু করলো।শরীরের বিভিন্ন জায়গায় বুলাস লেশন(Bullous lesion-অনেকে ফুসকুড়ি বলে থাকেন) দেখা গেলো।এ ধরনের লেশন ড্রাগ রিএকশনেও হয় আবার ইমিউন হাইপারসেন্সিটিভিটিতেও হতে পারে।

যেহেতু সিগনিফিক্যান্ট ড্রাগ খাওয়ার হিষ্ট্রি নাই এবং বুলাস লেশন হতে পারে ইমিউন বুলাস ডিজিজগুলোতে।কিন্তু বয়স এবং অন্যান্য লক্ষনের সাথে সে রোগও প্রমাণ করা যাচ্ছে না।

কনফার্মেশনের জন্য স্কিন ডিপার্টমেন্টের শরনাপন্ন হলাম।উনারা বায়োপসি ফর হিস্টোপ্যাথলজি এবং DIF(Direct Immunofluorescence) দিলেন।

ফাইনালি,বায়োপসিতে আসলো ড্রাগ রিএকশনের কারনেই হইছে।এবং সেই একটা ড্রাগের নাম "নাপা"।

যেহেতু নাপা মানুষ মুড়ির মত খায় এবং এটা একটা OTC(drugs you can buy without a prescription) ড্রাগ। তাই নাপার কারনে এমন হতে পারে আমাদের চিন্তাতেও ছিলো না।

"নিরীহ নাপা"ও মারনঘাতি হতে পারে এরকম কপাল হয়তো খুবই অল্পকিছু মানুষের আছে।পৃথিবীর বুকে এই ছেলেটাও সেই বিরল কিছু মানুষের একজন।

Hossain Sagor

ইদানীং কিছু রুগি দেখছি ব্যাথার ঔষধ হরহামেশাই খেয়ে আসছে ৫/৭ বছর ধরে। এই ব্যাথার ঔষধ আপনার জন্য কতোটা খারাপ বয়ে আনতে পার...
05/04/2024

ইদানীং কিছু রুগি দেখছি ব্যাথার ঔষধ হরহামেশাই খেয়ে আসছে ৫/৭ বছর ধরে।
এই ব্যাথার ঔষধ আপনার জন্য কতোটা খারাপ বয়ে আনতে পারে সেটা বুঝা যায় পরে। দীর্ঘদিন ব্যাথার ঔষধ খাওয়ার ফলে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে,তাছাড়াও আপনার গ্যাস্ট্রিক আলসার করতে পারে,যাদের শ্বাসকষ্ট(Asthma) আছে তাদের শ্বাসকষ্ট আরও বাড়িয়ে দিতে পারে ,ব্লাড প্রেসার বাড়িয়ে দিতে পারে। তাছাড়াও আরও নানাবিধ সমস্যা তৈরি করতে পারে।
যদি ব্যাথা দীর্ঘদিন থাকে, অযথা দীর্ঘদিন ব্যাথার ঔষধ না খেয়ে একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিন ।
সুস্থ থাকুন ।

Dr.Debopriyo Dhar
MBBS (DU)

🚨🚨 Important post  🚨🚨 আপন ভাই/বোন, বাবা /মা, ছেলে/ মেয়ে, ভাতিজা/ভাতিজি,  ভাগিনা/ভাগিনী  থেকে রক্ত নেয়া থেকে বিরত থাকুন। ...
24/08/2023

🚨🚨 Important post 🚨🚨

আপন ভাই/বোন, বাবা /মা, ছেলে/ মেয়ে, ভাতিজা/ভাতিজি, ভাগিনা/ভাগিনী থেকে রক্ত নেয়া থেকে বিরত থাকুন। আপন ভাতিজা থেকে রক্ত নিয়ে TA-GVHD হয়ে মারা গেছেন এমন case ও আছে।
যদি emergency situation এ কোনো donor খুঁজে না পাওয়া যায় তখন নিকটাত্মীয় থেকেও বাধ্য হয়ে blood নিতে হয়, তবে সেক্ষেত্রে donor এর blood "Irradiation" করে গ্রহীতার শরীরে দেওয়া হয়।

Address

Sreepur
1740

Telephone

+8801711209360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Debopriyo Dhar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category