
08/07/2025
SuMC 🌻great work
(Sunamganj medical college Dawah Society)
আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে আজ আমরা আমাদের Bones Bank Distribution Programme সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল ডা. মো. মোস্তাক আহম্মদ ভুইয়া স্যার এবং বিভাগীয় প্রধানগণ যথাক্রমে:
• ডা. প্রাণ কৃষ্ণ বসাক স্যার (অ্যানাটমি)
• ডা. মো. বাহাউদ্দিন স্যার (ফিজিওলজি)
• ডা. বীণাপাণি ম্যাম (ফার্মাকোলজি)
• ডা. মো. শাহরিয়ার স্যার (অপথালমোলজি )
. ডা. মো কাশেম স্যার(মেডিসিন)
. ডা. মো সাইফুর রহমান( নেফ্রোলজি)
. ডা. জেইন ফাতেমা( প্যাথলজি)
এছাড়াও অন্যান্য বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ৫ম এবং ৪র্থ বর্ষের শিক্ষার্থী যথাক্রমে ফয়সাল আহমেদ এবং হারুনুর রশিদ।
প্রারম্ভে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মো. রসিদ।
এরপর বক্তব্য প্রদান করেন SuMC Dawah Society-এর সভাপতি ও পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. শাহ আলম। তিনি Bones Bank-এর গুরুত্ব, কার্যপ্রণালি ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে কেন হাড় বেচাকেনা হারাম—তা স্পষ্টভাবে ব্যাখ্যা করেন।
পরবর্তীতে সম্মানিত প্রিন্সিপাল স্যারসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী মূল্যবান বক্তব্য রাখেন। তাঁরা এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও ধর্মীয় দৃষ্টিকোণ সমন্বিত উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে, সম্মানিত প্রিন্সিপাল স্যার ও অন্যান্য শিক্ষকবৃন্দ প্রথম বর্ষের শিক্ষার্থীদের হাতে Bones Set তুলে দেন।
এ বছর আমরা মোট ১০ সেট বোন্স ডোনেশন পেয়েছি।
এর মধ্যে ১ সেট Anatomy Department-এ হস্তান্তর করা হয়েছে এবং বাকি ৯ সেট ১৫ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, এই গুরুত্বপূর্ণ উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা কৃতজ্ঞ।
SuMC Dawah Society ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও সহায়ক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।