JOKP Blood Centre

JOKP Blood Centre জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদের অন্যতম আরেকটি প্রজেক্ট।

আলহামদুলিল্লাহ,  জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর JOKP Blood Centre এ আমাদের গ্রামের Amdad Ahmed Ripu ইমার্জেন্সি ওনার ভাইয়...
14/11/2025

আলহামদুলিল্লাহ, জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর JOKP Blood Centre এ আমাদের গ্রামের Amdad Ahmed Ripu ইমার্জেন্সি ওনার ভাইয়ের অপারেশনের জন্য ব্লাডের প্রয়োজন হওয়ায় যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের শুভাকাঙ্ক্ষী এই ভাই সাথে সাথে ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত হন। আল্লাহ যেন এই নি:স্বার্থ ভালোবাসা কবুল করেন...

"রক্ত দান শুধু দান নয়, এটি একটি জীবন বাঁচানোর অঙ্গীকার।”আলহামদুলিল্লাহ ❤️আমাদের সংগঠন জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর সিন...
03/10/2025

"রক্ত দান শুধু দান নয়, এটি একটি জীবন বাঁচানোর অঙ্গীকার।”
আলহামদুলিল্লাহ ❤️
আমাদের সংগঠন জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর সিনিয়র সদস্য ও কোষাধ্যক্ষ এবং JOKP Blood Centre এর সদস্য এমদাদুর রহমান আজও তিনি রক্ত দাণ করার ধারাবাহিকতায় বজায় রেখেছেন। এই বয়সে এসেও ভালো কাজ করার আগ্রহ দেখে আমাদের তরুণদের ভালো কাজের প্রতি আগ্রহ আরো কয়েকগুণ বেড়ে গেলো। এই নিয়ে সংগঠনের পক্ষ থেকে ৩৯৮তম রক্তদান ❤️🩸🩸আল্লাহ যেন এই ভালোবাসা কবুল করেন।

আলহামদুলিল্লাহ! আদর্শ গ্রাম গড়তে যুব সমাজ থেকে শুরু করে আমাদের মুরুব্বিরাও এক সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সংগঠন জগদীশপুর ...
08/09/2025

আলহামদুলিল্লাহ!
আদর্শ গ্রাম গড়তে যুব সমাজ থেকে শুরু করে আমাদের মুরুব্বিরাও এক সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সংগঠন জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ কিছু দিন পূর্বে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ লেখালেখি বন্ধ করার জন্য সংগঠনের প্রতিটি সদস্যদের মতামতের ভিত্তিতে প্রতিবাদ জানানো হয়। অত:পর আমরা সংগঠনের দায়িত্বশীল হিসেবে গ্রামের প্রতিনিধিত্বকারীদের সাথে বসে আলোচনার মাধ্যমে সকলেই সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বন্ধের বিষয়ে একমত পোষণ করেন। বিশেষ করে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্ররা সহ গ্রামের বালক, যুবক, মুরুব্বিরা সকলেই একাত্মতা ও এই উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানান। আমরা গ্রামের মুরুব্বিদের নিয়ে যে মতবিনিময়ের আয়োজন করি, সেখানে উপস্থিত সকলের মতামত ও সুপরামর্শের ফলস্বরূপ আমরা সুন্দর একটি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। আমাদের গ্রামের (এলাকার) সুনাম নষ্ট হয় বা ছোট হয় এমন কিছু আর যেনো সোশ্যাল মিডিয়ায় না দেওয়া হয় এবং কাউকে পোস্টের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আক্রমণ করা না হয়। ইসলাম মনে করে শান্তি কেবল ব্যক্তিগত মানসিক শান্তি নয়, বরং তা সামাজিক ও অন্যদের প্রতি আচরণের মধ্যেও বিস্তৃত হওয়া উচিত।
আসুন ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেই,ভালোবাসায় পরিপূর্ণ হোক আমাদের গ্রাম।

জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ ❤️
JOKP Dreamy Education
JOKP বিয়ে উৎসব
JOKP Blood Centre
JOKP Human Nature
JOKP Sports Centre
FoodBank of JOKP

আলহামদুলিল্লাহ ❤️আমাদের জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর JOKP Blood Centre এর সদস্য সংগঠনের সর্বোচ্চ বিনামূল্যে রক্তদাতা sm...
26/07/2025

আলহামদুলিল্লাহ ❤️
আমাদের জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর JOKP Blood Centre এর সদস্য সংগঠনের সর্বোচ্চ বিনামূল্যে রক্তদাতা sm nazmulএকজন বোনকে লাল ভালোবাসা দিয়ে সহায়তা করেন। এই নিয়ে সংগঠনের পক্ষ থেকে ৩৯৭তম রক্তদান ❤️🩸🩸আল্লাহ যেন এই ভালোবাসা কবুল করেন।

আসসালামু আলাইকুম জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে দেশ বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল আদ্বহার শুভেচ্ছা এবং ঈদ মুবারা...
05/06/2025

আসসালামু আলাইকুম জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে দেশ বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল আদ্বহার শুভেচ্ছা এবং ঈদ মুবারাক ❤️🌙
জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ
JOKP Dreamy Education
JOKP বিয়ে উৎসব
FoodBank of JOKP
JOKP Sports Centre
JOKP Blood Centre
JOKP Human Nature

আলহামদুলিল্লাহ ❤️পবিত্র রামাদ্বানের মাগফিরাতের প্রথম দিনে JOKP Blood Centre   রক্ত শূন্যতায় আক্রান্ত এক বোনের জন্য আবেদন...
14/03/2025

আলহামদুলিল্লাহ ❤️
পবিত্র রামাদ্বানের মাগফিরাতের প্রথম দিনে JOKP Blood Centre রক্ত শূন্যতায় আক্রান্ত এক বোনের জন্য আবেদন আসে। তারই সাথে সাথে সংগঠনের সর্বোচ্চ বিনামূল্যে রক্তদাতা sm nazmul রক্তশূন্যতায় আক্তান্ত বোনকে লাল ভালোবাসা দিয়ে সহায়তা করেন। আল্লাহ যেন এই নি:স্বার্থ লাল ভালোবাসা রামাদ্বান মাসের উছিলায় কবুল করেন।

আলহামদুলিল্লাহ রামাদ্বানের রহমতের ৮ম দিনে আমাদের জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর JOKP Blood Centre এ যোগাযোগ করা হয় এক বোন...
11/03/2025

আলহামদুলিল্লাহ রামাদ্বানের রহমতের ৮ম দিনে আমাদের জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর JOKP Blood Centre এ যোগাযোগ করা হয় এক বোনের ব্লাডের জন্য। তারই সাথে সাথে আমাদের সদস্য Adnan Sami Talukdar লাল ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহ যেন পবিত্র রামাদ্বান মাসের উছিলায় এই লাল ভালোবাসা কবুল করেন।

Address

Jagadish Pur, Jagannathpur
Sunamganj
3060

Website

Alerts

Be the first to know and let us send you an email when JOKP Blood Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram