08/09/2025
আলহামদুলিল্লাহ!
আদর্শ গ্রাম গড়তে যুব সমাজ থেকে শুরু করে আমাদের মুরুব্বিরাও এক সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সংগঠন জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ কিছু দিন পূর্বে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ লেখালেখি বন্ধ করার জন্য সংগঠনের প্রতিটি সদস্যদের মতামতের ভিত্তিতে প্রতিবাদ জানানো হয়। অত:পর আমরা সংগঠনের দায়িত্বশীল হিসেবে গ্রামের প্রতিনিধিত্বকারীদের সাথে বসে আলোচনার মাধ্যমে সকলেই সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বন্ধের বিষয়ে একমত পোষণ করেন। বিশেষ করে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্ররা সহ গ্রামের বালক, যুবক, মুরুব্বিরা সকলেই একাত্মতা ও এই উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানান। আমরা গ্রামের মুরুব্বিদের নিয়ে যে মতবিনিময়ের আয়োজন করি, সেখানে উপস্থিত সকলের মতামত ও সুপরামর্শের ফলস্বরূপ আমরা সুন্দর একটি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। আমাদের গ্রামের (এলাকার) সুনাম নষ্ট হয় বা ছোট হয় এমন কিছু আর যেনো সোশ্যাল মিডিয়ায় না দেওয়া হয় এবং কাউকে পোস্টের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আক্রমণ করা না হয়। ইসলাম মনে করে শান্তি কেবল ব্যক্তিগত মানসিক শান্তি নয়, বরং তা সামাজিক ও অন্যদের প্রতি আচরণের মধ্যেও বিস্তৃত হওয়া উচিত।
আসুন ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেই,ভালোবাসায় পরিপূর্ণ হোক আমাদের গ্রাম।
জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ ❤️
JOKP Dreamy Education
JOKP বিয়ে উৎসব
JOKP Blood Centre
JOKP Human Nature
JOKP Sports Centre
FoodBank of JOKP