
07/06/2025
👉শিশুদের ওষুধের ডোজ👇
.Flagas (67mg/1ml)
#অর্থাৎ:
1ml বা 15 ফোটাতে থাকে 67 mg simethicone
#ডোজ বা মাত্রা:
একদম সহজ পদ্ধতিতে বাচ্চার বয়স একমাসের কম হলে, বচ্চার ওজন যত কেজি তত ফোঁটা দিতে হবে।
দিনে ৩ বার ( চার বারও দেওয়া যায়)১০-১৫ দিন।
মনে করি, একটা বাচ্চার বয়স ২৫ দিন এবং ওজন ৩ কেজি।
বাচ্চাটি পাবে ৩ ফোঁটা করে দিনে তিনবার।
১০-১৫ দিন বাচ্চার বয়স একমাসের বেশি হলে,
বাচ্চার ওজন যত কেজি তত কেজিকে ২দিয়ে গুণ করে যত আসে তত ফোঁটা দিতে হবে।
মনেকরি, একটা বাচ্চার বয়স ২ মাস এবং ওজন ৫ কেজি
সে ক্ষেত্রে বাচ্চাটি পাবে 5kg×2drops=10drops
বাচ্চাটি পাবে ১০ ফোঁটা করে দিনে তিনবার। ১০-১৫ দিন
নোটঃ সর্বোচ্চ ডোজ 1ml এর বেশি না দেওয়ায় ভালো।
#কার্যকারীতা:
পেট ফাঁপা, অন্ত্রের ফোলাভাব, পেট ভার, অতিরিক্ত গ্যাস এবং গ্যাসের কারণে সৃষ্টি পেট ব্যথা, বিষক্রিয়া,
শিশু রাতে অকারণে কান্না করে (ইনফেনটাইল কলিক) ইত্যাদি ক্ষেত্রে এটি দেওয়া হয়।
#পার্শ্বপ্রতিক্রিয়া:
তেমন কোনো সাইড ইফেক্ট নাই তবে কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে।
#এটি আর কি কি নামে পাওয়া যায়।
Flacol/Flatunil/Flatulex/Lefoam/Neodrop/Simet
ইত্যাদি নামে পাওয়া যায়।
#পোস্টের উদ্দেশ্য:
এই পোস্টের উদ্দেশ্য হলো এই ড্রপটির সব তথ্য তুলে ধরা এর অর্থ এই নয় যে এটা আপনি নিজে নিজে আপনার বাচ্চাকে সেবন করাবেন তাতে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে তাই একজন রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী আপনার বাচ্চাকে সেবন করাবেন।
#বিঃদ্রঃ আমার পোষ্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি লিখতে কষ্ট হয় তাহলে সংক্ষেপে।
T=Thanks
G=Good,
V=Very Good
E=Excellent
T, G, V কিংবা E লিখে কমেন্টস করবেন।
নিয়মিত স্বাস্থ্যতথ্য পেতে পেইজের লাইক কমেন্ট ফোলো দিন "
ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানান।
゚viralvideo ゚viralシ #বৈজ্ঞানিক #যেসব #ভালো #নামটা