08/05/2025
⚠️ রেট্রোমোলার ট্রাইগনের ক্যান্সার (SCC): মুখের এক নীরব ঘাতক! ⚠️
– সচেতন হোন, জীবন বাঁচান –
📍 রেট্রোমোলার ট্রাইগন কী?
➡️ এটি দাঁতের শেষ দিকের পেছনে, গালের ভেতরের দিকে থাকা একটি ছোট ত্রিভুজাকৃতি এলাকা।
➡️ অনেকেই এই অংশটিকে অবহেলা করেন, অথচ এটি মুখের সবচেয়ে জটিল ও স্পর্শকাতর স্থানগুলোর একটি।
---
❗ যদি এখানে ক্যান্সার হয় (Squamous Cell Carcinoma – SCC), তবে লক্ষণগুলো হতে পারে:
🔴 চিবাতে কষ্ট
🔴 মুখ পুরোপুরি খুলতে না পারা
🔴 গালে বা গলার দিকে ব্যথা ছড়ানো
🔴 দীর্ঘস্থায়ী ক্ষত বা ফোলা যা সহজে সারে না
🔴 মাঝে মাঝে রক্তপাত বা পুঁজ হওয়া
---
🔍 কেন হয় SCC?
☑️ দীর্ঘদিন জর্দা, গুল, খৈনি, বা তামাক ব্যবহার
☑️ ধূমপান
☑️ অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ
☑️ অবহেলিত মুখের ক্ষত বা সংক্রমণ
☑️ কিছু ক্ষেত্রে HPV ভাইরাসের সংক্রমণ
---
⚠️ এই ক্যান্সার কেন বেশি বিপজ্জনক?
➡️ দ্রুত গলার হাড় ও লিম্ফনোডে ছড়িয়ে পড়তে পারে
➡️ প্রাথমিক অবস্থায় লক্ষণগুলো অনেক সময় বুঝে ওঠা কঠিন
➡️ মুখ, গলা ও হাড় একসাথে আক্রান্ত হতে পারে
---
🛠️ চিকিৎসা কী?
✅ সার্জারি — প্রধান চিকিৎসা, প্রয়োজনে আশেপাশের হাড়ও অপসারণ করতে হতে পারে এবং
নেক ডিসেকশন
✅ রেডিওথেরাপি ও কেমোথেরাপি — নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ
✅ আগে ধরা পড়লে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি!
---
✅ করণীয় কী?
✔️ মুখে কোনো অস্বাভাবিক ফোলা, ক্ষত বা ব্যথাকে অবহেলা করবেন না
✔️ দীর্ঘদিন তামাক ব্যবহারকারীদের নিয়মিত মুখ পরীক্ষা করানো প্রয়োজন
✔️ নিজে সচেতন হোন, পরিবার ও প্রিয়জনকেও সচেতন করুন
---
‼️ মনে রাখুন: রেট্রোমোলার ট্রাইগনের ক্যান্সার প্রতিরোধযোগ্য, যদি সময়মতো ধরা পড়ে!‼️
🦷🦷ওরাল এন্ড ডেন্টাল সার্জন
👩⚕️ ডাঃ পৃথা প্রজ্ঞা সিনহা (অনন্যা)
কনসালটেন্ট (বিডিএস)
সীমান্তিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন।
রোগী দেখার সময়:
প্রতিদিন বিকাল ২টা - ৬টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)
অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুনঃ ০১৩১১০৬৬১১১ নাম্বারে।
কল করার সময়ঃ প্রতিদিন সকাল ১০টা- দুপুর ২টা (শুক্রবার ব্যতীত)
🏥 সীমান্তিক হাসপাতাল
📌 Dr. Ahmed Al Kabir- Complex, Uposhohor point , Sylhet, Bangladesh
🌐 shimantikhospital@gmail.com
👩⚕️
Shimantik Hospital & Diagnostic Center