07/09/2025
#ব্রেকিং_নিউজ
✅এইচএসসি ২০২৪ ব্যাচ ২য় বর্ষে রেজিষ্ট্রেশন করার জন্য বাউবি সময় বৃদ্ধি করেছে। যাঁরা আগে করতে পারেন নাই তাদের জন্য।
🔷 রেজিষ্ট্রেশন চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১২ টা পর্যন্ত।
🔷 নিয়মিত ভাবে ২০২৪ ব্যাচ ২য় বর্ষে রেজিষ্ট্রেশন করতে হবে।
🔷 অনিয়মিত শিক্ষার্থী যারা আগে ২য় বর্ষে রেজিষ্ট্রেশন করেন নাই তারাও করতে পারবেন।
🔷 অনিয়মিত ২০১৯,২০২০,২০২১,২০২২,২০২৩ ব্যাচ শিক্ষার্থী ২য় বর্ষে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
🔷 ২০১৯,২০২০,২০২১,২০২২,২০২৩,২০২৪ ব্যাচ শিক্ষার্থী ইউজার পাসওয়ার্ড দিয়ে নিজের প্রোফাইলে লগ-ইন করে অনলাইনে বিকাশ থেকে টাকা জমা দিতে পারবেন।
🔷 যাদের ঐচ্ছিক বিষয় আছে তাদের টাকা বেশি নিবে, যাদের ঐচ্ছিক বিষয় নাই তাদের টাকা কম। কতো টাকা জমা দিতে হবে নিজের প্রোফাইলে লগইন করলে টাকার পরিমাণ দেখতে পাবেন।
✅এই রেজিষ্ট্রেশন এর ২য় বর্ষের ফাইনাল এইচএসসি পরীক্ষা ২০২৬ সালের মে, জুন মাসে নেওয়া হবে।
✅এখন ২য় বর্ষে রেজিষ্ট্রেশন না করলে ২০২৬ সালে এইচএসসি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না