23/09/2021                                                                            
                                    
                                                                            
                                            উনার আসল নাম ডোয়াইন ডগলাস জনসন (Dwayne Douglas 
 Johnson)
 উনাকে সবাই  দ্য রক (therock) নামে সবাই  চিনে। উনি একজন এমেরিকান 
 বাসিন্দা।
হলিউড অভিনেতা এবং প্রাক্তন কুস্তিগীর ডোয়াইন 'দ্য রক' জনসন তার শরীরের যত্ন নেওয়ার একটি নতুন উপায় খুঁজে পেয়েছেন,সেটি হচ্ছে কাপিং থেরাপির।
  এখনকার সমায়ে উনাকে চিনে না এমন  যুবক পাওয়া কষ্ট সাধ্য! উনি উনার এই ছবিটি পোস্ট করে লিখেসেন, প্রথমবারের মতো কাপার 🙋🏽♂️
এটি যতটা অনুভূত হয় তার চেয়ে বেশি অস্বাভাবিক দেখায়, তবে সামগ্রিকভাবে আমি থেরাপিটি উপভোগ করেছি।
এবং আরও অনেক কিছু, 
যাই হোক, কাজের কখায় আসি ,বর্তামান এই হজরবল সমেয়ে দেহ ভালো রাখার কুনো বিকল্প নেই!!!
হিজামা নিন দেহ সচল রাখুন!!
দ্য রক (therock) সর্বশেষ লাইন লিখেসেন
  আমরা কেবল একটি দেহ পাই, তাই আমাদের এটির যত্ন নিতে হবে। (We only get one body, so we gotta take care of it.)
 ➡️(নিশ্চয় হিজামার মধ্যে রয়েছে নিরাময়) 
      সহীহ বুখারীঃহাদীস নং ৫৬৯৭।
হিজামা (শিঙ্গা/CUPPING) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
    ১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
   ২। রক্তদূষণ
   ৩। উচ্চরক্তচাপ
   ৪। ঘুমের ব্যাঘাত (insomnia)
   ৫। স্মৃতিভ্রষ্টতা (perkinson’s disease)
   ৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
   ৭। ব্যাক পেইন
  ৮। হাঁটু ব্যাথা
  ৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
  ১০। ঘাড়ে ব্যাথা
  ১১। কোমর ব্যাথা
  ১২। পায়ে ব্যাথা
  ১৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain)
  ১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা ! ইত্যাদি!
  আমাদের সেবা সমূহ সম্পর্কে  
আরো কিছু জানার থাকলে সরকারি কথা বলতে পারেন হিজামা 
          স্পেশালিষ্ট হাকিম মোঃ ফরিদ উদ্দিন!✔
                ফোনঃ০১৭৬৬৩৫৭১৩২
    অথবা, মেসেজ করুন আমাদের পেইজে!!
                       ধন্যবাদ!!☺