Kanaighat Blood Center

Kanaighat Blood Center Official page of Kanaighat Blood Center

আলহামদুলিল্লাহ 🥰 “রক্তের অভাবে প্রিয়জনকে যেনো হারাতে না হয়  লক্ষ্যে সিলেট বিভাগের সকল রক্ত রিলেটেড সমস্যা দূর করার চেষ্ট...
03/09/2023

আলহামদুলিল্লাহ 🥰

“রক্তের অভাবে প্রিয়জনকে যেনো হারাতে না হয় লক্ষ্যে সিলেট বিভাগের সকল রক্ত রিলেটেড সমস্যা দূর করার চেষ্টা করে যাচ্ছি আমরা Save Sylhet পরিবার”

Abu Taher ভাইয়া একজন মুমূর্ষ রোগীকে O পজিটিভ লাল ভালোবাসা উপহার দিলেন এবং একটি জীবন বাঁচাতে সহায়তা করলেন। এভাবেই সবাই এগিয়ে আসলে সকল ব্লাড রিলেটেড সমস্যা দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ।

* নিজে রক্ত দিন।
* অন্যকে রক্তদানে উৎসাহিত করুন।

#শুভ_রক্তদান
📑 ডোনেট নং : ২৩০৯ ১০০৫
🙎‍♂️ রক্তদাতা : Abu Taher
🩸 রক্তের গ্রুপঃ O পজিটিভ
📅 রক্তদানের তারিখঃ ৩১ আগস্ট ২০২৩
❤️ জনস্বার্থেঃ Sylhet Blood Center

আল্লাহ সকল রক্ত দাতাকে নেক ও শান্তির জীবন দান করুন। আমিন 🤲

Sylhet Blood Center এর পক্ষ থেকে ভাইয়াকে জানাই রক্তিম শুভেচ্ছা।

Shoraikhana - সরাইখানা  প্রজেক্টের আজ ৯৮ সপ্তাহ! আলহামদুলিল্লাহ। একবার চিন্তা করুন! আপনার খুব বেশি ক্ষিধে লেগেছে এবং আপন...
07/10/2022

Shoraikhana - সরাইখানা প্রজেক্টের আজ ৯৮ সপ্তাহ! আলহামদুলিল্লাহ।

একবার চিন্তা করুন! আপনার খুব বেশি ক্ষিধে লেগেছে এবং আপনাকে কেউ মজাদার খাবার দাওয়াত দিয়ে খাওয়ালো! কেমন লাগবে? অবশ্যই আপনার মন থেকে সেই ব্যাক্তির জন্য দোয়া বের হবে! এই দোয়ার লোভেই মূলত আমাদের Save Sylhet পরিবারের সরাইখানার মতো অসাধারণ প্রজেক্ট শুরু করা। যাতে অসহায় মানুষেরা বিনামূল্যে পেটপুরে খেতে পারেন।

Shoraikhana - সরাইখানা প্রজেক্ট শুরু করার একটাই উদ্দেশ্য ছিলো অসহায়রা যেন সাপ্তাহিক ঈদের দিনে ভালো খাবার খেতে পারে। সিলেটের বেশিরভাগ বিয়ের অনুষ্ঠানই শুক্রবারে হয়। যার কারণে ধনী বা, মধ্যবিত্ত প্রায় সবাই সেসব বিয়েতে গিয়ে ভালো খাবার খেতে পারেন। এমনকি ধনী মধ্যবিত্ত সবার বাসায়-ই সপ্তাহের বাকিদিনগুলো থেকে মজাদার খাবারের ব্যবস্থা করা হয় শুক্রবারে। অপরদিকে, এই দিনে অসহায়র মানুষগুলো না পায় বিয়েতে খাওয়ার সুযোগ, আর না পায় নিজের বাসায় ভালো খাবার খাওয়ার সুযোগ। তাই আমাদের সেভ সিলেট পরিবারের এই প্রয়াস। যাতে কিছু অসহায় মানুষ হলেও তৃপ্তি ভরে একবেলা মজাদার খাবার পেটপুরে খেতে পারেন।

আজকের সরাইখানা প্রজেক্টের খাবারগুলো দান করেছেন নগরীর খাঁরপাড়া এলাকার লন্ডন প্রবাসী জাহিদ উদ্দিন। উনি এই আয়োজন করার মাধ্যমে খাঁরপাড়া এলাকার সকল মুর্দেগানের জন্য দোয়া কামনা করেছেন। তাই আজকের সরাইখানার শুরুতে আমরা জাহিদ ভাইয়ার ও সকলের মুর্দেগানের জন্য দোয়া কামনা করি। যাতে পুরো বিশ্বের সবাই ভালো থাকেন। আল্লাহ পুরো বিশ্বের সবাইকে নেক হায়াত ও শান্তির জীবন দান করুন এবং দাতাদের হালাল রোজগারে বরকত দান করুন। আমিন 🤲

*** আজকে Save Habiganj পরিবারের গভর্নর সৈয়দ কাওসার ভাইর জন্মদিন উপলক্ষে উনার পক্ষ থেকে সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়। আল্লাহ ভাইয়াকে একটা সফল জীবন দান করুন। আমিন 🤲

ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কানাইঘাট উপজেলার পাত্রমাটি নিবাসী আমাদের সেইভ কানাইঘাট পরিবারের উপদেষ্টা পরিষদের...
30/09/2022

ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কানাইঘাট উপজেলার পাত্রমাটি নিবাসী আমাদের সেইভ কানাইঘাট পরিবারের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব, শাহাবুদ্দীন সাহেব ইন্তেকাল করিয়াছেন।
আল্লাহ তা'য়লা চাচার সকল ভুল ত্রুটি ক্ষমা করুন এবং চির সুখের স্থান জান্নাতুল ফেরদৌস দান করুন।
(চলার পথে উনার সকল মানুষের সাথে সম্পর্ক ছিল যদি কারো মনে আঘাত দিয়ে উনাকে মাফ করে দিবেন।)
সেইভ কানাইঘাট পরিবার উনার সকল কৃতিত্ব গভীর শ্রদ্ধার সাথে সারাজীবন স্বরণ করবে। আল্লাহ চাচাকে জান্নাত নসিব করুন। আমিন।



30/09/2022


Startup Sylhet ?

অনেকের মনের প্রশ্ন হচ্ছে যে স্টার্টআপ সিলেট প্রজেক্টটি কি এবং এটার মূল উদ্দেশ্য কি? আমরা Save Sylhet পরিবার এই প্রজেক্টের মাধ্যমে কি করতে চাই? এসব প্রশ্নের উত্তর দেয়ার জন্য এই অক্টোবর মাসের শেষের দিকে একটি ট্রেনিং সেশনের আয়োজন করতে যাচ্ছি। প্রতিমাসের ট্রেনিং সেশন এর মতো এবারের ট্রেনিং সেশনও নগরের যেকোনো একটা অডিটোরিয়ামে হবে ইনশাআল্লাহ।

এই ট্রেনিং সেশনে আমরা স্টার্টআপ সিলেট সম্পর্কিত এসব প্রশ্নের উত্তর দিবো এবং এই ট্রেনিং সেশনে ৫০০ জন পার্টিসিপ্যান্ট অংশ নেয়ার সুযোগ দিবো। যাদেরকে ১০০টি টিমে ভাগ করে ১০০টি আইডিয়া পিচ দেওয়ানো শেখাবো এবং ট্রেনিং সেশনের দিন এসব আইডিয়া পিচগুলো শুনবো। কিভাবে আইডিয়া পিচ করতে হবে, তার জন্য আমরা অনলাইনে আলাদা সেশনের আয়োজন করবো। আমাদের স্টার্টআপ সিলেট প্রজেক্টের সকল ট্রেনিং সেশনে আমার সাথে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাবসা প্রশাসনের অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম স্যার।

আমাদের একটাই চাওয়া সিলেট বিভাগের তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং সিলেট বিভাগের সকল তরুণ তরুণীকে বেকারত্বের অভিশাপ থেকে রক্ষা করা। এটা করার লক্ষ্যেই আমরা সিলেটকে বাংলাদেশের সিলিকন ভ্যালি বানাতে চাই। যার জন্য আমরা রাত দিন কাজ করে যাচ্ছি। কষ্ট হবে জানি, তারপরও আমরা স্বপ্নের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনারা যেকেউ আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আল্লাহ সবাইকে সাহায্য করুন। আমিন

30/09/2022


30/09/2022
আলহামদুলিল্লাহ Save Sylhet   ও  Tasrif Squad  এর সহযোগিতায় কানাইঘাট  উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দিনমজুর, বিধবা মহ...
21/08/2022

আলহামদুলিল্লাহ
Save Sylhet ও Tasrif Squad এর সহযোগিতায় কানাইঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দিনমজুর, বিধবা মহিলা সহ ১০ টি পরিবারকে ঘর বানিয়ে দিতে Save Kanaighat পরিবার সক্ষম হয়েছে।
আল্লাহ সকল দাতাদের দান এবং ভলান্টিয়ার ভাইদের পরিশ্রম কবুল করুন। আমিন 🤲





আলহামদুলিল্লাহSave Sylhet   এর ভলান্টিয়াররা  Tasrif Squad এর সহযোগিতায় কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন ও ৮...
10/08/2022

আলহামদুলিল্লাহ
Save Sylhet এর ভলান্টিয়াররা Tasrif Squad
এর সহযোগিতায় কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন ও ৮ নং ঝিংগাবাড়ি ইউনিয়নের ৫টি অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে।
কর্মব্যস্ত সময় পার করছেন Save Kanaighat
পরিবারের ভলেন্টিয়ার ভাইরা
আল্লাহ সকল দাতাদের দান এবং ভলান্টিয়ার ভাইদের পরিশ্রম কবুল করুন। আমিন 🤲


ও বাবা আমরার ইবায়দিয়া কেউ ইতা লইয়া আয়না আফনারা ওতো কষ্ট করিয়া লইয়া আইছন..............বন্যা কবলিত মানুষের জন্য Save Sylhe...
05/07/2022

ও বাবা আমরার ইবায়দিয়া কেউ ইতা লইয়া আয়না আফনারা ওতো কষ্ট করিয়া লইয়া আইছন..............

বন্যা কবলিত মানুষের জন্য Save Sylhet এর ধারাবাহিক কার্যক্রমে Save Kanaighat টিমের খাদ্য সহায়তা প্রদানেে মুহূর্তের অভিজ্ঞতা ❤️
স্থানঃফাগু ঝিংগারখাল মাতলাউল উলুম দাখিল মাদ্রাসা।



03/06/2022

জরুরী (A+) রক্তের প্রয়োজন

১. রোগীর নামঃ তাহমিনা বেগম
২. রোগীর সমস্যাঃ অপারেশন

৩. রক্তের গ্রুপঃ O-
৪. রক্তের পরিমাণঃ ১ ব্যাগ

৫. রক্তদানের সময়ঃ আজকের মধ্যে (৩ জুন)
৬. রক্তদানের স্থানঃ পপুলার মেডিকেল কলেজ।সোবহানীঘাট

৭. যোগাযোগকারীঃ রোগীর আত্মীয়
৮. মোবাইলঃ +8801713771830


Address

811 West World Shopping City, Zindabazar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanaighat Blood Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kanaighat Blood Center:

Share

Category