07/10/2022
Shoraikhana - সরাইখানা প্রজেক্টের আজ ৯৮ সপ্তাহ! আলহামদুলিল্লাহ।
একবার চিন্তা করুন! আপনার খুব বেশি ক্ষিধে লেগেছে এবং আপনাকে কেউ মজাদার খাবার দাওয়াত দিয়ে খাওয়ালো! কেমন লাগবে? অবশ্যই আপনার মন থেকে সেই ব্যাক্তির জন্য দোয়া বের হবে! এই দোয়ার লোভেই মূলত আমাদের Save Sylhet পরিবারের সরাইখানার মতো অসাধারণ প্রজেক্ট শুরু করা। যাতে অসহায় মানুষেরা বিনামূল্যে পেটপুরে খেতে পারেন।
Shoraikhana - সরাইখানা প্রজেক্ট শুরু করার একটাই উদ্দেশ্য ছিলো অসহায়রা যেন সাপ্তাহিক ঈদের দিনে ভালো খাবার খেতে পারে। সিলেটের বেশিরভাগ বিয়ের অনুষ্ঠানই শুক্রবারে হয়। যার কারণে ধনী বা, মধ্যবিত্ত প্রায় সবাই সেসব বিয়েতে গিয়ে ভালো খাবার খেতে পারেন। এমনকি ধনী মধ্যবিত্ত সবার বাসায়-ই সপ্তাহের বাকিদিনগুলো থেকে মজাদার খাবারের ব্যবস্থা করা হয় শুক্রবারে। অপরদিকে, এই দিনে অসহায়র মানুষগুলো না পায় বিয়েতে খাওয়ার সুযোগ, আর না পায় নিজের বাসায় ভালো খাবার খাওয়ার সুযোগ। তাই আমাদের সেভ সিলেট পরিবারের এই প্রয়াস। যাতে কিছু অসহায় মানুষ হলেও তৃপ্তি ভরে একবেলা মজাদার খাবার পেটপুরে খেতে পারেন।
আজকের সরাইখানা প্রজেক্টের খাবারগুলো দান করেছেন নগরীর খাঁরপাড়া এলাকার লন্ডন প্রবাসী জাহিদ উদ্দিন। উনি এই আয়োজন করার মাধ্যমে খাঁরপাড়া এলাকার সকল মুর্দেগানের জন্য দোয়া কামনা করেছেন। তাই আজকের সরাইখানার শুরুতে আমরা জাহিদ ভাইয়ার ও সকলের মুর্দেগানের জন্য দোয়া কামনা করি। যাতে পুরো বিশ্বের সবাই ভালো থাকেন। আল্লাহ পুরো বিশ্বের সবাইকে নেক হায়াত ও শান্তির জীবন দান করুন এবং দাতাদের হালাল রোজগারে বরকত দান করুন। আমিন 🤲
*** আজকে Save Habiganj পরিবারের গভর্নর সৈয়দ কাওসার ভাইর জন্মদিন উপলক্ষে উনার পক্ষ থেকে সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়। আল্লাহ ভাইয়াকে একটা সফল জীবন দান করুন। আমিন 🤲