
04/07/2025
হৃদরোগ নাকি গ্যাস্ট্রিকের ব্যাথা?
একজন হাটলে, সিড়ি ব্যাবহার করলে বা সামান্য পরিশ্রম করলে বুকে ব্যাথা হয় এবং এই ব্যাথা বাম হাতে যায়।
আরেকজন হাটলে পরিশ্রম করলে বা ভারি খাবার খেলে বুক জালাপোড়া করে সাথে সাথে গলায় চাপ চাপ লাগে।
দুজনই গ্যাস্ট্রিকের ব্যাথা মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন এবং ব্যাথাও চলে যাচ্ছে।
প্রকৃতপক্ষে উপরের দুইজনেরই হৃদরোগ। মেডিকেলর ভাষায় এটাকে stable angina বা স্থিতিশীল বুকের ব্যাথা বলে। এই ব্যাথার ধর্ম হলো পরিশ্রম করলে ব্যাথা হবে এবং পাচঁ দশ মিনিট বিশ্রাম নিলে ব্যাথা চলে যাবে।
তাই গ্যাস্ট্রিকের ওষুধ খেলে বা না খেলে একটু বিশ্রাম নিলে এই ব্যাথা চলে যাবে।
গ্যাস্ট্রিকের ওষুধ খেলে যেহেতু এই ব্যাথা চলে যায় তাই অনেকে এটাকে গ্যাস্ট্রিকের ব্যাথা ভাবেন।
গ্যাস্ট্রিকের ব্যাথা পরিশ্রম করলে হয় না বা হাত বা গলার দিকে ছড়ায় না।
আবার কারো কারো হঠাৎ করে বুকে প্রচণ্ড ব্যাথা বা বুকে জালাপোড়া হয় সাথে ঘাম, বমি, মাথা ঘুরানো বা হাত ব্যাথা বা অবশ অবশ লাগে। এটা হার্ট এ্যাটাক । গ্যাস্ট্রিকের ব্যাথা সাধারনত এতো তীব্র হয় না। এটাকেও অনেকে গ্যাস্ট্রিকের ব্যাথা ভেবে গ্যাস্ট্রিকের ওষুধ খান এতে হার্ট এ্যার্টাকের চিকিৎসা নিতে দেরি হয় ফলে হার্টের ক্ষতি হয়।
আপনার যদি এই রকমের বুক ব্যাথা হয় এবং আপনার ডায়াবেটিকস, হাইপ্রেসার থাকে, ধুমপায়ী হোন, আপনার পারিবারিক হৃদরোগের ইতিহাস থাকে তাহলে আপনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ নিন।