Dr. Md. Azizur Rahman Roman

Dr. Md. Azizur Rahman Roman Interventional Cardiologist
Assistant Professor, Department of Cardiology
Sylhet MAG Osmani Medical College. Mobile No 01761666912

Angiogram ( Coronary and peripheral), Angioplasty (Stenting), Pacemaker and other device insertion specialist.

হৃদরোগ নাকি গ্যাস্ট্রিকের ব্যাথা?একজন  হাটলে,  সিড়ি ব্যাবহার করলে বা সামান্য পরিশ্রম করলে বুকে ব্যাথা হয় এবং এই ব্যাথা  ...
04/07/2025

হৃদরোগ নাকি গ্যাস্ট্রিকের ব্যাথা?

একজন হাটলে, সিড়ি ব্যাবহার করলে বা সামান্য পরিশ্রম করলে বুকে ব্যাথা হয় এবং এই ব্যাথা বাম হাতে যায়।
আরেকজন হাটলে পরিশ্রম করলে বা ভারি খাবার খেলে বুক জালাপোড়া করে সাথে সাথে গলায় চাপ চাপ লাগে।
দুজনই গ্যাস্ট্রিকের ব্যাথা মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন এবং ব্যাথাও চলে যাচ্ছে।
প্রকৃতপক্ষে উপরের দুইজনেরই হৃদরোগ। মেডিকেলর ভাষায় এটাকে stable angina বা স্থিতিশীল বুকের ব্যাথা বলে। এই ব্যাথার ধর্ম হলো পরিশ্রম করলে ব্যাথা হবে এবং পাচঁ দশ মিনিট বিশ্রাম নিলে ব্যাথা চলে যাবে।

তাই গ্যাস্ট্রিকের ওষুধ খেলে বা না খেলে একটু বিশ্রাম নিলে এই ব্যাথা চলে যাবে।
গ্যাস্ট্রিকের ওষুধ খেলে যেহেতু এই ব্যাথা চলে যায় তাই অনেকে এটাকে গ্যাস্ট্রিকের ব্যাথা ভাবেন।
গ্যাস্ট্রিকের ব্যাথা পরিশ্রম করলে হয় না বা হাত বা গলার দিকে ছড়ায় না।

আবার কারো কারো হঠাৎ করে বুকে প্রচণ্ড ব্যাথা বা বুকে জালাপোড়া হয় সাথে ঘাম, বমি, মাথা ঘুরানো বা হাত ব্যাথা বা অবশ অবশ লাগে। এটা হার্ট এ্যাটাক । গ্যাস্ট্রিকের ব্যাথা সাধারনত এতো তীব্র হয় না। এটাকেও অনেকে গ্যাস্ট্রিকের ব্যাথা ভেবে গ্যাস্ট্রিকের ওষুধ খান এতে হার্ট এ্যার্টাকের চিকিৎসা নিতে দেরি হয় ফলে হার্টের ক্ষতি হয়।

আপনার যদি এই রকমের বুক ব্যাথা হয় এবং আপনার ডায়াবেটিকস, হাইপ্রেসার থাকে, ধুমপায়ী হোন, আপনার পারিবারিক হৃদরোগের ইতিহাস থাকে তাহলে আপনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ নিন।

এনজিওগ্রাম পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি হবে?  রোগীদের কিছু প্রশ্ন ও বিভ্রান্তি!এনজিওগ্রাম করার পর আপনার হার্টের রক্তনালী নর...
26/06/2025

এনজিওগ্রাম পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি হবে? রোগীদের কিছু প্রশ্ন ও বিভ্রান্তি!
এনজিওগ্রাম করার পর আপনার হার্টের রক্তনালী নরমাল হতে পারে অথবা ব্লক থাকতে পারে।
ব্লক ধরা পড়লে চিকিৎসক আপনাকে ওষুধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যেতে অথবা রিং লাগাতে অথবা বাইপাস অপারেশন করাতে বলতে পারেন। আবার কিছু রোগীর ব্লকের ধরন এমন থাকে সেখানে রিং বা বাইপাস করা সম্ভব হয় না তখন ওষুধের মাধ্যমে চিকিৎসা নিতে হয়।
কোন চিকিৎসা আপনার জন্য প্রযোজ্য তা নির্ভর করে আপনার উপসর্গ আছে কিনা, আপনার হার্টের কার্যকারিতা কত শতাংশ আছে, ডায়াবেটিস, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, আপনার বয়স, আপনার কয়টা রক্তনালীতে ব্লক, ব্লক কতটুকু জটিল সর্বোপরি রোগী কোন চিকিৎসা নিতে চান তার উপর।
অনেক সময় রোগীরা চিন্তা করেন অথবা অন্যান্য রোগীদের সাথে নিজের ব্লকের তুলনা করেন। ভাবেন উনার পরিচিত একজন চার পাঁচটা ব্লক নিয়ে ওষুধ খেয়ে ভালো আছেন,আরেকজন দুইটা ব্লক নিয়ে বাইপাস করিয়েছেন আবার আরেকজন তিন চারটা ব্লক নিয়ে রিং লাগিয়েছেন।
উদাহরণ হিসাবে একজন রোগীর রক্তনালীর শেষের দিকে বা ছোট ছোট শাখায় চার পাঁচটা ব্লক আছে তিনি ওষুধের মাধ্যমে ভালো থাকতে পারেন আবার কারো মেইন বা বড় রক্তনালীর গোড়ায় এক দুইটা ব্লক থাকলে বাইপাস করা লাগতে পারে। কারো কারো রক্ত নালীর সুবিধাজনক জায়গায় তিন চারটা ব্লক থাকলেও রিং লাগানো যেতে পারে।
তাই সকল রোগীর চিকিৎসাপদ্ধতি এক হবেনা।
আপনার চিকিৎসক সার্বিক দিক বিবেচনা করে আপনার চিকিৎসাপদ্ধতি নির্ধারন করবেন।

এনজিওগ্রাম কি ? কখন করাবেন? কেন করাবেন? কিভাবে করা হয় এবং এই পরীক্ষায় কোন জটিলতা আছে কিনা? এনজিওগ্রাম হার্টের রক্তনালীতে...
11/06/2025

এনজিওগ্রাম কি ? কখন করাবেন? কেন করাবেন? কিভাবে করা হয় এবং এই পরীক্ষায় কোন জটিলতা আছে কিনা?

এনজিওগ্রাম হার্টের রক্তনালীতে কোন ব্লক আছে কিনা তা নির্ণয়ের জন্য একটি পরীক্ষা।
পরিশ্রম করলে, হাটলে অথবা সিড়ি দিয়ে উপরে উঠলে যদি বুকে ব্যাথা অথবা বুকে জালাপোড়া হয় বা বুকে চাপ লাগে তাহলে আপনার এনজিওগ্রাম প্রয়োজন হতে পারে।
ইকোকার্ডিওগ্রাম, ইটিটি, সিটি এনজিওগ্রাম পরীক্ষায় সমস্যা থাকলে এনজিওগ্রাম করা লাগতে পারে।
হার্ট অ্যাটাকের পর পর এনজিওগ্রাম করে প্রয়োজন হলে রিং লাগানো হয়।
আরোও কিছু বিশেষ কারনে এনজিওগ্রাম করা হয়।
এনজিওগ্রাম করে ব্লক থাকলে ব্লকের পরিমান ও ব্যাপকতা দেখে চিকিৎসক সিদ্ধান্ত নিবেন ঔষধের মাধ্যমে চিকিৎসা হবে নাকি রিং বা বাইপাস অপারেশন লাগবে।
হাত বা পায়ের রক্তনালীর মাধ্যমে একটু জায়গা অবশ করে একটি সরু নল দিয়ে ঔষধ দিয়ে হার্টের রক্তনালীর ছবি তোলা হয়। এই পরীক্ষয় অজ্ঞান করা হয় না।
দক্ষ চিকিৎসক করলে এটি সাধারণত্ব নিরাপদ পরীক্ষা। সাধারণ কিছু জটিলতা হতে পারে।

মুসলিম হৃদরোগীদের অনেকে জানতে চান কুরবানির গরুর মাংস খাওয়া যাবে কিনা?   এই প্রস্নের উত্তর এক কথায় দেওয়া কঠিন। সাধারণভাবে...
06/06/2025

মুসলিম হৃদরোগীদের অনেকে জানতে চান কুরবানির গরুর মাংস খাওয়া যাবে কিনা?
এই প্রস্নের উত্তর এক কথায় দেওয়া কঠিন।
সাধারণভাবে যে সব হৃদরোগী গরু মাংস খেতে পারবেননা
* যাদের ৬ - ৮ সপ্তাহের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে বা রিং লাগানো হয়েছে বা বাইপাস অপারেশন হয়েছে।
* যাদের হৃদরোগের কারণে শ্বাসকস্ট হচ্ছে বা অল্প পরিশ্রমে শ্বাসকস্ট হয়।
* যাদের অল্প পরিশ্রমে বুকে ব্যথা হয়।
অর্থাৎ যাদের হৃদরোগ জনিত উপসর্গ আছে তাদের গরু মাংস খাওয়া উচিত হবে না।
যাদের হৃদরোগ আছে কিন্তু কোন উপসর্গ নাই তারা পরিমিত আকারে মাংস খেতে পারবেন।

20/02/2025

09/12/2024
26/11/2024


22/12/2023

প্রাইমারী পিসিআই (হার্ট অ্যাটাকের পর পর এনজিওগ্রাম করে প্রয়োজনে হার্টের রক্তনালীতে রিং পরানো) অথবা ঔষধ দিয়ে চিকিৎসা করে ২৪ ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করে হার্টের রক্তনালীতে রিং পরানো অথবা হার্ট অ্যাটাকের কারণে জটিলতা দেখা দিলে এনজিওগ্রাম করে হার্টের চিকিৎসা দেওয়া সারাবিশ্বে হার্ট অ্যাটাকের সবচেয়ে আধুনিক চিকিৎসা। এতে রোগীর মৃত্যুহার কমে এবং সল্প ও দীর্ঘমেয়াদী জটিলতা কম হয়।
এই জরুরি চিকিৎসা সেবা সিলেটে নিয়মিত হচ্ছে।

Legendary interventional  cardiologists from home and abroad. SCAI Bangladesh.
27/03/2022

Legendary interventional cardiologists from home and abroad. SCAI Bangladesh.

Legendary interventional  cardiologists from home and abroad.
26/03/2022

Legendary interventional cardiologists from home and abroad.

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Azizur Rahman Roman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share