রাজকন্যা

15/09/2024

আমি শূ'ন্য আকাশের বাধন হারা ঘুড়ি🪁
সময়ে অসময়ে শূ'ন্যতাই উড়ি 🙂💫

বাংলাদেশের কয়েকটিভোট কেন্দ্রের বর্তমান পরিস্থিতি। জনগণ কে নির্বাচনকে বয়কট করেছে এর চূড়ান্ত উদাহরণ আজ বাংলার জনগণ দেখি...
07/01/2024

বাংলাদেশের কয়েকটি
ভোট কেন্দ্রের বর্তমান পরিস্থিতি। জনগণ কে নির্বাচনকে বয়কট করেছে এর চূড়ান্ত উদাহরণ
আজ বাংলার জনগণ দেখিয়েছে
ভোট কেন্দ্রে যাব না
জালিম সরকারকে ভোট দিতে যাবো না
পতন চাই পতন চাই শেখ হাসিনার পতন চাই।

16/09/2023
প্রেমিক হতে গেলে 'অভিমানের ভাষা' বুঝা লাগে, হালকা বে'হা'য়া হওয়া লাগে, বি'র'ক্তিকর হওয়া লাগে,জো'কার হওয়া লাগে,গায়ক হওয়া ল...
28/01/2023

প্রেমিক হতে গেলে
'অভিমানের ভাষা' বুঝা লাগে,
হালকা বে'হা'য়া হওয়া লাগে,
বি'র'ক্তিকর হওয়া লাগে,
জো'কার হওয়া লাগে,
গায়ক হওয়া লাগে।
মেয়েরা চায়;
তাদের মানুষটা সবসময়
তাদেরকে মাতিয়ে রাখুক,
তাদের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো
খেয়াল করুক! ❤️

একটা তুমি গোটা আমিটাকে শুধরে দিতে পারতে, শুধু একটু ভালোবাসা দিয়েই।
12/11/2022

একটা তুমি গোটা আমিটাকে শুধরে দিতে পারতে,
শুধু একটু ভালোবাসা দিয়েই।

Nver stop believingBecause miracle happens evryday..
30/10/2022

Nver stop believing
Because miracle
happens evryday..

13/10/2022

জীবনে আসা অস্থায়ী মানুষগুলোই জীবনের সেরা শিক্ষাটা দিয়ে যায়!'🖤

মনের মাঝে আছি বলে করিস অবহেলা।আমি যখন হারিয়ে যাবো কাঁদবি সারাবেলা।তবু যদি হারিয়ে যাই তোর অজান্তে।স্মৃতিগুলো যত্নে রাখি...
29/09/2022

মনের মাঝে আছি বলে করিস অবহেলা।
আমি যখন হারিয়ে যাবো কাঁদবি সারাবেলা।
তবু যদি হারিয়ে যাই তোর অজান্তে।
স্মৃতিগুলো যত্নে রাখিস মনের সীমান্তে....

এই যে একটু একটু করে ভুলে যাচ্ছি! নিশ্চিত বলে যাচ্ছি ভালো আছি! সবটা'ই নিয়ম রক্ষা।আমি নিয়মের সাথে সংসার বেঁধেছি।রোজ কতশত র...
27/09/2022

এই যে একটু একটু করে ভুলে যাচ্ছি!
নিশ্চিত বলে যাচ্ছি ভালো আছি!
সবটা'ই নিয়ম রক্ষা।

আমি নিয়মের সাথে সংসার বেঁধেছি।
রোজ কতশত রঙমেখে নিজেকে সাজাচ্ছি,
নিয়ম করে খাচ্ছি, ঘুরছি,তবু রোজ পুরছি,!
অজানা এক কষ্টে ;
একটু একটু করে ফুরিয়ে যাচ্ছি।
তোমরা দেখছো না?
যত্নহীনতার অভাবে ঝড়ে পড়ছি,
বসন্তের ঝড়া পাতার মতো,
অন্তত পুড়া দগদগে ক্ষত লুকিয়ে,
নিঃসীমের আঁধারে হারিয়ে যাচ্ছি।

তোমরা শুনছো না?
বিশ্বাস ভাঙার শব্দদূষণে,
সুখের পায়রা গুলো,
কিভাবে দীর্ঘশ্বাস চেপে চিৎকার করছে !
অজানা কষ্টে অনুভূতি গুলো হারিয়ে যাচ্ছে।
জমানো কথা গুলো বলা হচ্ছে না ফুরিয়ে যাচ্ছে।
এভাবে একটু একটু করে ভুলে যাচ্ছি
অমানিশার অন্ধকারে হারিয়ে যাচ্ছি।
কেউ দেখছে না,কেউ খুঁজছে না।

জীবনে সবকিছু পেতে কি লাগে??
25/09/2022

জীবনে সবকিছু পেতে কি লাগে??

একজন মানুষ দুটি কারনে changeহয়-"হয় তার জীবনে বিশেষ কেউআসেঅথবা"তার জীবন থেকে বিশেষকেউহারিয়ে যায়" ।
22/09/2022

একজন মানুষ দুটি কারনে change
হয়-
"হয় তার জীবনে বিশেষ কেউ
আসে
অথবা
"তার জীবন থেকে বিশেষ
কেউ
হারিয়ে যায়" ।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজকন্যা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share