29/11/2025
আলহামদুলিল্লাহ 🥰
রক্তের অভাবে প্রিয়জনকে যেনো হারাতে না হয়। সেই লক্ষ্যে সিলেট বিভাগের সকল রক্ত রিলেটেড সমস্যা দূর করার চেষ্টা করে যাচ্ছি আমরা Save Sylhet পরিবার।
🩸Abdul Mumin ভাই একজন মুমূর্ষু রোগীকে O পজেটিভ লাল ভালোবাসা উপহার দিলেন এবং একটি জীবন বাঁচাতে সহায়তা করলেন। এভাবেই সবাই এগিয়ে আসলে সকল ব্লাড রিলেটেড সমস্যা দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ।
* নিজে রক্ত দিন।
* অন্যকে রক্তদানে উৎসাহিত করুন।
#শুভ_রক্তদান
📑 ডোনেট নং : ২৫১১ ১০০৭
🙎♂️ রক্তদাতা : Abdul Mumin
🩸 রক্তের গ্রুপঃ O পজেটিভ
📅 রক্তদানের তারিখঃ 28 -11-2025
❤️ জনস্বার্থেঃ Sylhet Blood Center
আল্লাহ সকল রক্ত দাতাকে নেক ও শান্তির জীবন দান করুন। আমিন 🤲
Sylhet Blood Center এর পক্ষ থেকে ভাইকে জানাই রক্তিম শুভেচ্ছা।