Shahjalal Homeo Hall

Shahjalal Homeo Hall Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shahjalal Homeo Hall, Medical and health, Purkasto Bazar (paharline), Golopgonj, Sylhet.

25/12/2021

দাতের ব‍্যাথার হোমিওপ্যাথিক চিকিৎসায় ব‍্যবহৃত সদৃশ ঔষধ নির্বাচন কৌশল।
লক্ষন ভেদে ঔষধ নির্বাচন করুন।

এন্টিম ক্রুড

পোকায় ধরা দাঁতের গর্তে খাবার আটকালে বা ঠান্ডা পানি দাতে লাগলে যন্ত্রনা বাড়ে। সেই জন্য রোগী হা করিয়া গলার ভিতর পানি ঢেলে পান করে। জিহ্বায় সাদা প্রলেপ যুক্ত রোগীর জন্য এই ঔষধ অধিক উপকারি।

Ø কফিয়া

দাঁত বেদনায় চমৎকার ঔষধ, ঠান্ডা পানি মুখে রাখলে ব্যাথা কমে।মুখের ভেতর পানি গরম হলে যন্ত্রনা বাড়ে। তাই রোগী বারবার ঠান্ডা পানি মুখে দেয়।এই লক্ষনে কফিয়া অব্যার্থ।

Ø হেকলা লাভা

মাড়ী ফোলা, শূলনী ব্যাথা, মাড়িতে ক্ষত, পোকায়ধরা দাঁত, দাঁত আস্তে আস্তে ভাঙ্গিয়া যায়।দাঁত তোলার পর যন্ত্রনার উপসর্গে দাঁতের নালীর ঘায়ে এটি অব্যার্থ।

Ø এসিড ফ্লোর

পায়োরিয়া রোগের শ্রেষ্ঠ ঔষধ। দাঁতের মাড়িতে ঘা,পুঁজ পড়ে, মুখ দিয়া পঁচা দুর্গন্ধ বের হয়। ঠান্ডা পানি মুখে নিলে আরাম লাগে। গরমে যন্ত্রনা বৃদ্ধিতে এটি অমোঘ।

Ø কার্ডুয়াস মেরী

এটি পায়োরিয়া রোগের শ্রেষ্ঠ ঔষধ। মাড়ি ফুলে,মাড়ি থেকে রক্ত পড়ে, দাতের গোড়া আলগা হইয়া যায়। মাড়ি থেকে দুর্গন্ধ পুঁজ বাহির হয়।

Ø ক্যামোমিলা

খিটখিটে বদমেজাজী রাগী।সামান্য কারনেই গালমন্দ করে। ঝগরাঝাটি লাগিয়ে বসে। এই ধরনের ধাতুর রোগীদের দাঁতের ব্যাথায় ক্যামোমিলা অব্যার্থ।

Ø ক্রিয়জোট

শিশুদের দাঁত উঠিবার পরেই দাত গুলো আস্তে আস্তে কালো হতে থাকে।ভেঙ্গে পড়ে,পোকায় ধরে,মাড়ি ফুলে রক্ত পড়ে,পোকায় ধরা দাঁতে ভীষন ব্যাথা প্রভৃতি লক্ষনে ইহা উপকারী।

Ø ষ্ট্যাফিসেগ্রিয়া

ক্রোধ স্বভাব অপমানিত হলেও আত্মসন্মানের ভয়ে ঝগড়া করে না। সর্বদা কাম ভাবের চিন্তা । শীত কাতর এই ধাতুর রোগীদের দাঁতে পোকা,মাড়ী ফোলা,রক্ত পড়া ইত্যাদি লক্ষনে এটি উপকারি।

Ø ম্যাগনেশিয়া কার্ব

গর্ভবতি মহিলাদের দাঁত ব্যাথা, রাতে বৃদ্ধি।পায়চারি করিলে বা ঠান্ডা পানিতে উপশমে ইহা উপকারী।

Ø র‌্যাটানহিয়া

গর্ভাবস্থার প্রথম দিকে ভয়ানক দাঁতে ব্যাথা।ব্যাথা শুইলে বাড়ে, চলিয়া বেড়াইলে ব্যাথা কমলে এটি উপকারী। দাঁতের মাড়িতে রক্ত পড়ায়ও এটি ভাল ঔষধ।

Ø কার্বোভেজ

দাঁত মাজতে বা কুলি করতে রক্ত পড়ে। মাড়ি থেকে দাতের গোড়া বের হয়ে যায়, ব্যাথা করে।

Ø এসিড নাইট

ঠোঁটের কোনায় ঘা, দাঁতের মাড়িতে ক্ষত,রক্ত পড়ে মুখ থেকে পঁচা দুর্গন্ধ বের হয়। লালা পড়ে, প্রস্রাবে কটু দর্গন্ধ ইত্যাদি লক্ষনে এটি উপকারি।

Ø ট্রিলিয়াম

দাঁত তোলার পর রক্ত পড়তে থাকলে।

Address

Purkasto Bazar (paharline), Golopgonj
Sylhet

Telephone

+8801727363401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahjalal Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram