13/07/2023
🚻হোমিওপ্যাথি নিয়ে রোগিদের মনোভাব ঃ-এলোপ্যাথি ঔষুধ যুগযুগ ধরে খাবে, আর বলবে হোমিও ঔষুধ ধীরে ধীরে কাজ করে। 🚶🚶 অনেকে চেম্বারে এসে বলবে..যে আমি তো দীর্ঘদিন এলোপ্যাথি ঔষধ খাই তাই আমাকে হোমিওপ্যাথিতে ধরবে না...
ভাই আমাদের কাছে রোগী কখন আসে জানেন???
চিকিৎসা করাইতে করাইতে ফতুর,রোগ আর সারছে না,,
তখন রোগী মনে মনে ভাবে জীবনে তো অনেক ঔষধ খাইছি এখন একটু হোমিও খাইয়া দেখি....
আজ পর্যন্ত আমি কোনো রোগী দেখলাম না যে রোগের শুরুতে হোমিও চিকিৎসা নিতে আসছে...(কিছু থাকবে হোমিওপ্রেমিক সেটা এক্সেপশনাল)
টাইফয়েড হয়েছে,৭ /১০/১৪ টা দিয়েছে বাট কয়েকদিন পর আবার জ্বর হয়েছে....আবার গেল ডাক্তার বললো আবার টাইফয়েড ওর শরীর থেকে টাইফয়েডের জার্ম সরে নাই....তাকে আবার ইনজেকশন....
এরপর যখন টাইফয়েড হয় তখন বিরক্ত হয়ে আসে হোমিওপ্যাথির কাছে....আমাদের কাছে এমন রোগী আল্লাহ সুস্থ করছে যে ২ বছরের বাচ্চাকে ২৮ টা ইনজেকশন দিয়েছে ৬ মাসের মধ্য কিন্তু সারে নাই,,,
এই রোগীর জ্বর সারানোর জন্য একমাত্রা ক্যামোমিলা যথেষ্ট ছিলো...
তো যে কথা বলতেছিলাম কোনো রোগী শুরুতেই হোমিওপ্যাথি খেতে আসে না,,কারণ তাদের মাথায় একটা জিনিস গেথে আছে যে হোমিওতে ধীরে ধীরে কাজ করে...দ্রুত কাজ করার আশায় এরা এলো বাবুর কাছে যায়,,,যখন এলো তার রোগ খ্যাদাইতে পারলো না তখন ঐ রোগীর আবার পিছনে ফিরে এসে...
হতাশা নিয়ে বলে দেখি হোমিও খেয়ে...
রোগী সাহেব আসলেন এবং আপনাকে বলতে শুরু করলেন এই রোগের কি চিকিৎসা আছে??
আপনি মাথা নাড়ালেন হ্যা
তিনি বললো কতদিনের মধ্য ভালো হবে???
আপনি যখন তাকে বুঝাতে যাবেন বুঝানোর মধ্য তিনি বলবেন আমি জানি হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ করে...(বিশ্বাস করেন এই কথাটি আমার বিষ)
তাদের কাছে প্রশ্ন রাখবেন?
প্রশ্ন ১ঃআচ্ছা ভাই আপনি কত বছর রোগে ভুগছেন?
রোগীঃপ্রায় ৯ বছর যাবৎ
প্রশ্ন ২ঃআচ্ছা..তাতো অনেক কম সময়ই😂😂,,,ভাই হোমিওপ্যাথি কি রকম ধীরে ধীরে কাজ করে??
রোগীঃধরুন আমার জ্বর হয়েছে,একটা এন্টিবায়োটিক খেলে দু ঘন্টার মধ্য সেরে গেল কিন্তু হোমিওতে ২-৪ দিন লেগে যায়...
ওহ আচ্ছা রাইট
রোগী সাহেব বলতে লাগলো "আমি কিন্তু এই রোগের জন্য বাংলাদেশের এমন কোনো নামকরা ডাক্তার নাই যা তিনি দেখান নাই,,,,এমন ভাবে বলতে লাগলো যে আপনি ওখানে বসে মাছি তাড়াচ্ছেন
কেসটেকিং করে ঔষধ দিলেন...
রোগীঃ কতদিন খেতে হবে?
ডাক্তার:কত দিন নয় বরং বলুন কত বছর??
রোগীঃএটা কি রকমের কথা??(রাগান্বিত হয়ে)
ডাক্তারঃআমি তো আপনার কথাটাই আপনাকে বলছি রাগ করার কি আছে??
রোগী:বিষয়টা বুঝলাম নাহ,,,
ডাঃআপনি বলছেন হোমিও ধীরে ধীরে কাজ করে,,২ ঘন্টা এলোতে লাগলে-হোমিওতে ৪ বছর..
রোগীঃকথা তো সত্য..আমি কি মিথ্যা বলছি??
ডাঃ তাহলে আপনি হিসাব মিলিয়ে নিন..৯ বছরের রোগ ভালো হতে কি দিনের প্রয়োজন নাকি কয়েক যুগের???
রোগী মাথা নত করে ভুল বুঝতে পারলো...
আল্লাহর রহমতে এই ৯ বছরের ভোগা রোগীগে ৯ মাস চিকিৎসার প্রয়োজন হয় না...
তারপরও এরা বলবে হোমিও ধীরে ধীরে কাজ করে.???