Ahmed Homoeo Lodge

Ahmed Homoeo Lodge এখানে পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতিতে জটিল রোগীর চিকিৎসা করা হয়।

পবিত্র মাহে রমজানে রোগী দেখার সময় সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত...Ahmed Homoeo Lodge
03/03/2025

পবিত্র মাহে রমজানে রোগী দেখার সময় সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত...

Ahmed Homoeo Lodge

সম্মানিত গ্রাহক! আপনাদের প্রিয় প্রতিষ্ঠান "আহমদ হোমিও লজ" এ নিয়মিত রোগী দেখছেন প্রবীণ চিকিৎসক ডা. সরওয়ার আহমদ স্যারচেম্...
01/12/2024

সম্মানিত গ্রাহক!
আপনাদের প্রিয় প্রতিষ্ঠান "আহমদ হোমিও লজ" এ নিয়মিত রোগী দেখছেন প্রবীণ চিকিৎসক
ডা. সরওয়ার আহমদ স্যার

চেম্বারের লোকেশন জানতে গুগল ম্যাপে Ahmed Homoeo Lodge লিখে সার্চ করুন।
https://maps.app.goo.gl/afEateGww3tpjdt46

রমজান মাসে রোগী দেখার সময়- সকাল ১১টা থেকে বিকাল ৫টা
11/03/2024

রমজান মাসে রোগী দেখার সময়-

সকাল ১১টা থেকে বিকাল ৫টা

আলহামদুলিল্লাহ! ধন্যবাদ বাংলাদেশ ব্রাইট সোসাইটি ❤️
20/02/2024

আলহামদুলিল্লাহ!

ধন্যবাদ বাংলাদেশ ব্রাইট সোসাইটি ❤️

অমর একুশে স্মৃতি পদক -২০২৪ এ ভূষিত হলেন ডা. সারওয়ার আহমেদ!হোমিও চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ ডা. সারওয়...
18/02/2024

অমর একুশে স্মৃতি পদক -২০২৪ এ ভূষিত হলেন ডা. সারওয়ার আহমেদ!

হোমিও চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ ডা. সারওয়ার আহমেদ বাংলাদেশ ব্রাইট সোসাইটি কর্তৃক "অমর একুশে স্মৃতি পদক -২০২৪" এ ভূষিত হয়েছেন। আলহামদুলিল্লাহ।

হোমিওপ্যাথির উৎপত্তি জার্মানিতে, প্রায় দু'শ বছর আগে। যদিও ভারতীয় উপমহাদেশে এর ব্যবহার শুরু হয় প্রায় আশি বছর আগে; অর্...
06/02/2024

হোমিওপ্যাথির উৎপত্তি জার্মানিতে, প্রায় দু'শ বছর আগে। যদিও ভারতীয় উপমহাদেশে এর ব্যবহার শুরু হয় প্রায় আশি বছর আগে; অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর। এই চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিমেন।

বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসার জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এর জনপ্রিয়তা অনেক। ফলে দেশটির অনেক শিক্ষার্থীই এখন পেশা হিসেবে হোমিওপ্যাথিকে বেছে নিচ্ছেন।

আলহামদুলিল্লাহ! হোমিও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্দিরা গান্ধী স্মৃতিপদক-২০২৩ অর্জন!ক্যাম্পাস টুডে'র ১৫...
17/11/2023

আলহামদুলিল্লাহ!

হোমিও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্দিরা গান্ধী স্মৃতিপদক-২০২৩ অর্জন!

ক্যাম্পাস টুডে'র ১৫ তম বর্ষে পদার্পন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের অকৃত্রিম বন্ধু শ্রীমতি ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আহমদ হোমিও লজ এর প্রতিষ্ঠাতা ডা. সরওয়ার আহমদ-কে হোমিও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ "ইন্দিরা গান্ধী স্মৃতিপদক-২০২৩" এ ভূষিত করা হয়। আজ ১৭.১১.২০২৩ইং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সম্মাননা পদক গ্রহণ করেন।

আমরা স্যারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

13/07/2023

🚻হোমিওপ্যাথি নিয়ে রোগিদের মনোভাব ঃ-এলোপ্যাথি ঔষুধ যুগযুগ ধরে খাবে, আর বলবে হোমিও ঔষুধ ধীরে ধীরে কাজ করে। 🚶🚶 অনেকে চেম্বারে এসে বলবে..যে আমি তো দীর্ঘদিন এলোপ্যাথি ঔষধ খাই তাই আমাকে হোমিওপ্যাথিতে ধরবে না...

ভাই আমাদের কাছে রোগী কখন আসে জানেন???
চিকিৎসা করাইতে করাইতে ফতুর,রোগ আর সারছে না,,
তখন রোগী মনে মনে ভাবে জীবনে তো অনেক ঔষধ খাইছি এখন একটু হোমিও খাইয়া দেখি....

আজ পর্যন্ত আমি কোনো রোগী দেখলাম না যে রোগের শুরুতে হোমিও চিকিৎসা নিতে আসছে...(কিছু থাকবে হোমিওপ্রেমিক সেটা এক্সেপশনাল)

টাইফয়েড হয়েছে,৭ /১০/১৪ টা দিয়েছে বাট কয়েকদিন পর আবার জ্বর হয়েছে....আবার গেল ডাক্তার বললো আবার টাইফয়েড ওর শরীর থেকে টাইফয়েডের জার্ম সরে নাই....তাকে আবার ইনজেকশন....

এরপর যখন টাইফয়েড হয় তখন বিরক্ত হয়ে আসে হোমিওপ্যাথির কাছে....আমাদের কাছে এমন রোগী আল্লাহ সুস্থ করছে যে ২ বছরের বাচ্চাকে ২৮ টা ইনজেকশন দিয়েছে ৬ মাসের মধ্য কিন্তু সারে নাই,,,

এই রোগীর জ্বর সারানোর জন্য একমাত্রা ক্যামোমিলা যথেষ্ট ছিলো...

তো যে কথা বলতেছিলাম কোনো রোগী শুরুতেই হোমিওপ্যাথি খেতে আসে না,,কারণ তাদের মাথায় একটা জিনিস গেথে আছে যে হোমিওতে ধীরে ধীরে কাজ করে...দ্রুত কাজ করার আশায় এরা এলো বাবুর কাছে যায়,,,যখন এলো তার রোগ খ্যাদাইতে পারলো না তখন ঐ রোগীর আবার পিছনে ফিরে এসে...
হতাশা নিয়ে বলে দেখি হোমিও খেয়ে...

রোগী সাহেব আসলেন এবং আপনাকে বলতে শুরু করলেন এই রোগের কি চিকিৎসা আছে??
আপনি মাথা নাড়ালেন হ্যা
তিনি বললো কতদিনের মধ্য ভালো হবে???
আপনি যখন তাকে বুঝাতে যাবেন বুঝানোর মধ্য তিনি বলবেন আমি জানি হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ করে...(বিশ্বাস করেন এই কথাটি আমার বিষ)

তাদের কাছে প্রশ্ন রাখবেন?

প্রশ্ন ১ঃআচ্ছা ভাই আপনি কত বছর রোগে ভুগছেন?
রোগীঃপ্রায় ৯ বছর যাবৎ
প্রশ্ন ২ঃআচ্ছা..তাতো অনেক কম সময়ই😂😂,,,ভাই হোমিওপ্যাথি কি রকম ধীরে ধীরে কাজ করে??
রোগীঃধরুন আমার জ্বর হয়েছে,একটা এন্টিবায়োটিক খেলে দু ঘন্টার মধ্য সেরে গেল কিন্তু হোমিওতে ২-৪ দিন লেগে যায়...

ওহ আচ্ছা রাইট

রোগী সাহেব বলতে লাগলো "আমি কিন্তু এই রোগের জন্য বাংলাদেশের এমন কোনো নামকরা ডাক্তার নাই যা তিনি দেখান নাই,,,,এমন ভাবে বলতে লাগলো যে আপনি ওখানে বসে মাছি তাড়াচ্ছেন

কেসটেকিং করে ঔষধ দিলেন...

রোগীঃ কতদিন খেতে হবে?

ডাক্তার:কত দিন নয় বরং বলুন কত বছর??

রোগীঃএটা কি রকমের কথা??(রাগান্বিত হয়ে)

ডাক্তারঃআমি তো আপনার কথাটাই আপনাকে বলছি রাগ করার কি আছে??

রোগী:বিষয়টা বুঝলাম নাহ,,,

ডাঃআপনি বলছেন হোমিও ধীরে ধীরে কাজ করে,,২ ঘন্টা এলোতে লাগলে-হোমিওতে ৪ বছর..

রোগীঃকথা তো সত্য..আমি কি মিথ্যা বলছি??

ডাঃ তাহলে আপনি হিসাব মিলিয়ে নিন..৯ বছরের রোগ ভালো হতে কি দিনের প্রয়োজন নাকি কয়েক যুগের???

রোগী মাথা নত করে ভুল বুঝতে পারলো...

আল্লাহর রহমতে এই ৯ বছরের ভোগা রোগীগে ৯ মাস চিকিৎসার প্রয়োজন হয় না...
তারপরও এরা বলবে হোমিও ধীরে ধীরে কাজ করে.???

ডাঃসরওয়ার আহমদ হোমিওপ্যাথ।সিলেটের প্রবিন ও অবিজ্ঞ চিকিৎসক। এখানে জটিল ও কঠিন সহ সকল রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।শুক্রবা...
21/06/2023

ডাঃসরওয়ার আহমদ হোমিওপ্যাথ।সিলেটের প্রবিন ও অবিজ্ঞ চিকিৎসক। এখানে জটিল ও কঠিন সহ সকল রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।শুক্রবার বাদে প্রতিদিন খোলা থাকে। হোমিও রিসার্চ সেন্টার চারখাই। চারখাই জকিগঞ্জ রোড কৃষি ব্যাংক এর পিছনে। মোবাইল, ডাঃসরওয়ার আহমদ ০১৭২৬০১৫৮৯৮,ডাঃশাব্বির আহমদ ০১৭৩২৭৩৪৪১৭,ফার্মাসিস্ট মুনির আহমদ ০১৮১৩০০৭২৫৫।

আলহামদুলিল্লাহ 🥰🥰
28/05/2023

আলহামদুলিল্লাহ 🥰🥰

""চারখাই এর প্রখ্যাত হোমিও চিকিৎসক জনাব ডাঃসরওয়ার আহমদ ""প্রখর মেধাবী, হোমিও দর্শনের উপর অগাধ পাণ্ডিত্যের অধিকারী ডাঃসরও...
23/12/2022

""চারখাই এর প্রখ্যাত হোমিও চিকিৎসক জনাব ডাঃসরওয়ার আহমদ ""
প্রখর মেধাবী, হোমিও দর্শনের উপর অগাধ পাণ্ডিত্যের অধিকারী ডাঃসরওয়ার প্রায় ৪০ বছরের ও অধিক সময় ধরে চারখাই বাজারে হোমিও চিকিৎসা সুনামের সাথে করে যাচ্ছেন। তিনি প্রথমে ভারতে লেখাপড়া করে দেশে এসে ১৯৭৮ সনে এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহণ করেন এবং গনিতে ১০০ নম্বর পান। এর পর ডি,এইচ,এম এস ডিগ্রী অর্জন করে, চারখাই এ হোমিও চিকিৎসা শুরু করেন। বর্তমানে সিলেটের বিভিন্ন এলাকা থেকে জটিল রোগে ভোগা রোগী চিকিৎসা নিতে আসেন। চারখাই এ সোমবার ও বৃহসপতিবার চেম্বার করেন,বাকী ৫ দিন সিলেট কুমার পাড়ায় চেম্বার করেন, দুজাগাই প্রচুর রোগীর সমাগম ঘটে। আমি মনে করি তিনি উপমহাদেশের প্রখ্যাত হোমিও চিকিৎসক জনাব হোসেন রাজা ফারুক্কী এবং শ্রী বকুল মজুমদার এর যোগ্যউত্তরসূরী। তিনি ২০১৫ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ হোমিও চিকিৎসক হিসাবে "হানিম্যান স্বর্ণপদক" লাভ করেন। তাঁর সব ভাই বোন উচ্চ শিক্ষিত,এক ভাই ঘোড়াশাল সারকারখানার সাবেক প্রকৌশলী,আরেক ভাই বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সহকারী পরিচালক, এক বোন ছিলেন চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,ছোট বোন ছিলেন মদনমোহন কলেজের বাংলার প্রভাষক(বর্তমানে আমেরিকা প্রবাসী)। জনাব সরওয়ার আহমদ সুনামের সাথে চিকিৎসা পেশায় নিজেকে আত্মনিয়োগ করে চারখাই এর মুখ উজ্জ্বল করেছেন। তিনি প্রথমে কয়েক বছর সুনামের সাথে শিক্ষকতা করেন, তিনি একজন ভালো শিক্ষক ছিলেন, তাঁর ছাত্ররা আজও তাঁকে শ্রদ্ধা করেন। পরিশেষে তাঁর দীর্ঘায়ু কামনা করি।কপি আব্দুদ দাইয়্যান স্যার

Address

Ahmed Homoeo Lodge
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Homoeo Lodge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ahmed Homoeo Lodge:

Share

Category