
18/03/2025
মাড়ি দিয়ে রক্ত পড়া একটি কমন সমস্যা আমাদের দেশের মানুষের। যার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে।
মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণসমূহ:
মুখের পরিচ্ছন্নতা না রাখা: দাঁত ও মাড়ি ঠিকভাবে পরিষ্কার না করায় প্লাক ও ক্যালকুলাস জমে। এগুলো সংক্রমণের কারণ হয়ে মাড়ি ফুলে যায় এবং রক্ত পড়ে।
স্কার্ভি: ভিটামিন সি-এর অভাব স্কার্ভি রোগের কারণ হয়। এই রোগে মাড়ি ফুলে যায় এবং রক্ত পড়ে।
হরমোনজনিত সমস্যা: গর্ভাবস্থা, মাসিকের সময়, কিশোর বয়সে হরমোনের পরিবর্তনের কারণে মাড়ি সংবেদনশীল হয়ে পড়ে এবং রক্ত পড়তে পারে।
দাঁতের প্রোথেসিস: ভুলভাবে বসানো বা খুব টাইট প্রোথেসিস মাড়িকে আঘাত করে এবং রক্তপাত ঘটায়।
দাঁতের রোগ: পিরিয়ডন্টাল রোগ, দাঁতের ফোড়া ইত্যাদি রোগে মাড়ি থেকে রক্ত পড়তে পারে।
ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া: কিছু ধরনের ঔষধ (যেমন: রক্ত পাতলা করার ওষুধ) সেবনের ফলে মাড়ি থেকে রক্ত পড়তে পারে।
রক্ত জমাট বাঁধার সমস্যা: হিমোফিলিয়া বা অন্যান্য রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলে সামান্য আঘাতেও মাড়ি থেকে রক্ত পড়তে পারে।
ক্যান্সার: খুব কম ক্ষেত্রে মাড়ি থেকে রক্ত পড়ার কারণ ক্যান্সার হতে পারে।
মাড়ি দিয়ে রক্ত পড়ার চিকিৎসা:
মাড়ি থেকে রক্ত পড়ার চিকিৎসা কারণের উপর নির্ভর করে। সাধারণত নিম্নলিখিত চিকিৎসা করা হয়:
মুখের পরিচ্ছন্নতা রাখা: দিনে দুবার সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করা, ডেন্টাল ফ্লস ব্যবহার করা এবং নিয়মিত ডেন্টিস্টের পরামর্শ নেওয়া।
ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া: লেবু, কমলা, আমলা ইত্যাদি খাবার খেয়ে ভিটামিন সি-এর অভাব দূর করা।
স্কেলিং করে দাতের পাথর পরিষ্কার করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ঔষধ সেবন করা।
কখন ডাক্তারের পরামর্শ নেবেন:
যদি মাড়ি থেকে দীর্ঘদিন ধরে রক্ত পড়ে।
যদি মাড়ি ফুলে যায় এবং ব্যথা হয়।
যদি দাঁত ঢিলে হয়ে যায়।
যদি মুখে দুর্গন্ধ হয়।
ঠিকানাঃ নুসাইফা ডেন্টাল কেয়ার
৩নং স্টেডিয়াম মার্কেট(২য় তলা), সিলেট।
সিয়িয়ালের জন্য যোগাযোগ করুন ঃ- ০১৭৫২১৯৫৯৫৪