08/07/2025
⚠️ কালো জাদুর ভয়ংকর পরিণতি
(একটি বাস্তব ঘটনা — রুকইয়াহ আশ-শরইয়্যাহ ভিত্তিক উপস্থাপন)
📺 ইক্বরা টিভির সরাসরি অনুষ্ঠান। উপস্থাপনায় আছেন শায়খ আবদুল্লাহ শাহাদাত। হঠাৎ এক মহিলা ফোন করলেন—
মহিলা:
“আসসালামু আলাইকুম, শায়খ! আমি খুব বড় গুনাহ করে ফেলেছি... আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?”
শায়খ:
“ওয়া ‘আলাইকুমুস সালাম। কেনো আল্লাহ ক্ষমা করবেন না? নিশ্চয়ই তিনি অতি দয়ালু, পরম ক্ষমাশীল।
আল্লাহ তায়ালা বলেন:
> "হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু."
(সূরা আয-যুমার: ৫৩)
মহিলা:
“কিন্তু আমার গুনাহ অনেক বড়। আমি সাতবার হজ করেছি, কিন্তু একবারও কা'বা শরীফ দেখতে পাইনি!”
শায়খ (আশ্চর্য হয়ে):
“সুবহানাল্লাহ! এ তো ভয়াবহ ব্যাপার! বলুন, কী এমন করেছেন?”
মহিলা (কান্নাভেজা কণ্ঠে):
“আমি একজন নার্স ছিলাম। গোপনে একদল কালোজাদুকরের সাথে জড়িয়ে পড়ি। তারা আমাকে ব্যবহার করতো হাসপাতালের হিমঘরে গোপনে গিয়ে শবদেহের মুখে ‘বিশেষ জাদুকর্ম’ করার জন্য। এরপর মুখ সেলাই করে সেই মৃতদেহগুলোকেই দাফন করা হতো। বহুবার এ অপকর্ম করেছি…”
🧿 শায়খ (ক্ষোভ ও কষ্টে):
“আস্তাগফিরুল্লাহ! জাদু তো কুফর ও শিরক।
আল্লাহ বলেন:
> "নিশ্চয়ই শিরক এক গুরুতর অপরাধ"
(সূরা লুকমান: ১৩)
আর বলেন:
"আল্লাহ তা'আলা শিরককে ক্ষমা করেন না; তবে যাকে ইচ্ছা অন্য সব গুনাহ ক্ষমা করে দেন।"
(সূরা নিসা: ১১৬)
---
🔥 দুই সপ্তাহ পর — ছেলের ফোনকল
“শায়খ, আমি সেই মহিলার ছেলে... যিনি ফোন করেছিলেন। আমার মা ইন্তিকাল করেছেন। কিন্তু দাফনের সময় ভয়ঙ্কর এক ঘটনা ঘটে — কবর তার লাশ গ্রহণ করছিল না। যতবার কবরের মধ্যে নামাই, কবর সংকুচিত হয়ে যায়! লাশ উঠিয়ে নিলে আবার ঠিক হয়ে যায়। শেষে সবাই পালিয়ে যায় ভয়ে।
আমি একা কাঁদছিলাম। হঠাৎ এক বৃদ্ধ লোক এসে বললেন:
‘তোমার মাকে যেভাবে আছে, রেখে চলে যাও। পেছনে ফিরে তাকিও না।’
কিছুদূর গিয়ে আমি পেছনে তাকালাম। হঠাৎ আকাশ থেকে আগুনের গোলা এসে পড়ে। খাটিয়াসহ আমার মায়ের দেহ ছাই হয়ে গেল। আগুনের উত্তাপ এত ছিল, আমার মুখ ঝলসে গেল — শুধু চোখ অক্ষত রইল...”
শায়খ বলেন:
“হে বৎস! হয়তো আল্লাহ তা'আলা তোমাকে হারাম উপার্জনের প্রভাব থেকে পবিত্র করতে চেয়েছেন। ভয় করো আল্লাহকে। তাঁর কাছে খাঁটি তাওবা করো।”
---
📌 এই ঘটনা থেকে আমাদের শিক্ষা:
🔸 কালোজাদু, শিরক, কবিরাজি, তাবিজ-কবচ, শবসাধনা ইত্যাদি শয়তানি কাজে জড়িত থাকা আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল।
🔸 এসব কাজ কেবল মানুষকে ধ্বংসই করে না, বরং মৃত্যুর পরেও আরাম দেয় না — কবর এমন ব্যক্তিকে গ্রহণ করে না।
🔸 তাওবা করার সুযোগ আছে, তবে জীবন থাকতে। মৃত্যু আসার পর আর কোনো সুযোগ থাকে না।
---
🛡 রুকইয়াহ আশ-শরইয়্যাহ বার্তা:
🔹 যারা জাদুকর, কবিরাজ, ভণ্ড হুজুরদের কাছে যাচ্ছেন, তা থেকে আজই ফিরে আসুন।
🔹 আপনার সমস্যা থাকলে কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক রুকইয়াহ করান।
🔹 তাওবা করুন। নিজেকে সংশোধন করুন। কুরআনের পথে ফিরে আসুন।
🔹 মৃত্যু খুব নিকটে — আর ফিরার সুযোগ নাও থাকতে পারে।
---
📖
> “যে ব্যক্তি জাদু করে, সে জান্নাতে প্রবেশ করবে না।”
— [সহীহ হাদীস]
✋ সতর্ক হোন — তাওবা করুন — আল্লাহর দিকে ফিরে আসুন।
📩 রুকইয়াহ আশ-শরইয়্যাহ সংক্রান্ত সহায়তার জন্য নির্ভরযোগ্য, কুরআন-সুন্নাহ ভিত্তিক রাকির সাথে যোগাযোগ করুন।
🔖 শেয়ার করে অন্যকেও সতর্ক করুন।
📝 লেখাটি প্রস্তুত করেছেন: Atik Ullah হাফিযাহুল্লাহ
🕋 رُقْيَة الشَّرْعِيَّة
Abu Muhammad Rashed