Raqi Abu Muhammad Rashed

Raqi Abu Muhammad Rashed জিন-জাদু শারীরিক-মানসিক প্যারানরমাল সমস্যার জন্য কুরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা।
রুকইয়াহ আশ শারিয়্যাহ

রুকইয়াহ আশ শরিয়্যাহ!!! পূর্ণরূপে কুরআন, সহীহ হাদীস, দুআ ও যিকিরের উপর ভিত্তি করে।🚫 আর কবিরাজি অনেক সময় ভিত্তিহীন কিতাব, ...
05/08/2025

রুকইয়াহ আশ শরিয়্যাহ!!!
পূর্ণরূপে কুরআন, সহীহ হাদীস, দুআ ও যিকিরের উপর ভিত্তি করে।

🚫 আর কবিরাজি
অনেক সময় ভিত্তিহীন কিতাব, তান্ত্রিক গ্রন্থ, শয়তান ও জিনের সহায়তা, কুফরি বা শিরকি আমল।

বাহ্যিক কোনো রোগ না থাকা সত্ত্বেও পায়ের গোড়ালিতে ব্যথা?বিশেষ করে নামাযে দাঁড়ানো, কুরআন তিলাওয়াত, ভালো কোনো দ্বীনি কাজ বা...
04/08/2025

বাহ্যিক কোনো রোগ না থাকা সত্ত্বেও পায়ের গোড়ালিতে ব্যথা?
বিশেষ করে নামাযে দাঁড়ানো, কুরআন তিলাওয়াত, ভালো কোনো দ্বীনি কাজ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া অথবা কাজ করার সময়ই যদি এই ব্যথা শুরু হয় — তাহলে এটি হতে পারে আইনাত (হিংসাত্মক দৃষ্টি), তাফরিকে (বিভেদ সৃষ্টি) অথবা বাধাগ্রস্ততার জাদুর প্রভাব।

🔍 অনেক সময় রোগ নির্ণয়ের জন্য ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো শারীরিক সমস্যা ধরা পড়ে না।
তখন আমাদের বোঝা দরকার — বিষয়টা হতে পারে আধ্যাত্মিক (স্পিরিচুয়াল) আঘাত।

📖 রুকইয়াহ হচ্ছে কুরআন ও হাদীস নির্ভর একটি চিকিৎসা পদ্ধতি, যা দিয়ে জিন, যাদু, বদনজর ও শয়তানী প্রভাব থেকে মুক্তি লাভ করা যায় ইনশাআল্লাহ।

📌 লক্ষণগুলো যদি একসাথে দেখা যায়, তবে একজন অভিজ্ঞ রাকির কাছ থেকে সঠিক রুকইয়াহ করানো জরুরি।

✒️ আল্লাহর কিতাবই সবচেয়ে বড় প্রতিরক্ষা।

> "কুরআনের মধ্যেই আছে মু’মিনদের জন্য শিফা ও রহমত…"
— সূরা বনি ইসরাঈল : ৮২

📥 inbox করুন রুকইয়াহ সম্পর্কে জানতে বা রুকইয়াহ সেশন বুক করতে।

23/07/2025

শেখ হাসিনা সরকারের অবস্থা যখনই নড়বরে উঠে উঠতো দেশের যেকোনো অস্থিরতার জন্য জামাত শিবিরকে দায়ী করে সমমনা মুক্তিযুদ্ধ ব্যবসায়ী সকল পক্ষকে একপতাকা তলে নিয়ে আসতো।

চতুর ইউনুস কি সেই পথে। দীর্ঘ এক বছর অনেক সময়। এই এক বছরে পরাজিত শক্তিকে বিচারিক কার্যক্রমে আনতে সে সম্পূর্ণ ব্যর্থ। অনেকটা ইচ্ছা করেই এদিকে সে মনোযোগী না। তার মনোযোগ অন্যদিকে।

মজার ব্যাপার হলো সে যখনই কোন সংকটের সম্মুখীন হয় সে হয় ঠিক তখনই জুলাই বিপ্লবীদের ডেকে একটি বৈঠক করে। সে খুব আনন্দিত হয় আমরা সবাই এক আছি। আমাদেরকে আর থাকতে হবে। আমরা বিভক্ত হলেই পরাজিত শক্তি চলে আসবে। এই ভয় দেখিয়ে আতঙ্কগ্রস্ত করে সবাই ঐক্যবদ্ধ রাখা তার একটি কৌশল। সে বিচার চায় না সে চায় ক্ষমতা।

তার অন্যতম দায়িত্ব ছিল জুলাই গণহত্যার বিচার। বিচার হয়ে গেলে তার জিম্মাদারি শেষ এজন্যই কি বিচারের পথে যাওয়া হচ্ছে না। সংস্কার কমিশন কিছুদিন পর পর রাজনৈতিক দলগুলোকে একসাথে করে নতুন নতুন বিতর্কিত বিষয় উপস্থাপন করে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোকে বিভক্ত করে দেয়। এটা আর একটি মজার বিষয়। তারপর ঘটনা দুর্ঘটনায় পরাজিত শক্তির উত্থানের ভয়ে আবার সবাই এক হয়ে যায়। এভাবেই চলছে দেশ রাজনীতি। আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। এই দেখার কবে শেষ হয় জানা নেই।

ডক্টর ইউনুস যদি বাংলাদেশ পন্থা নিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে সামনে রেখে অগ্রসর হতো আমরা জনগণ তার পক্ষে ছিলাম। কিন্তু একের পর এক চোখ বন্ধ করে যেভাবে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে সে তৎপর এতে করে আমরা আতঙ্কিত।

ডক্টর ইউনুস জুলাই বিপ্লবকে ধারণ করে না। জুলাই আহতরা চিকিৎসা পায়নি। নিহতরা যথাযথ মর্যাদা পায়নি। জুলাই বিপ্লবের অন্যতম দাবি জুলাই ঘোষণা পত্র দেয়া হয়নি। জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের বন্দোবস্ত করা হয়েছে। এই কমিশনের অন্যতম চিন্তাধারা তারা যে কোন অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিরোধী। অথচ জুলাই গণহত্যার বিচার হিসেবে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। এ কমিশন আমাদের চাওয়া ও অধিকার কে ব্যাহত করবে।

ডক্টর ইউনুস কে কেন্দ্র করে আমরা আশায় বুক বেঁধেছিলাম ২৪ পরবর্তী বাংলাদেশ পূর্ণ স্বাধীন রাষ্ট্র হবে। আমরা দিল্লির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি পশ্চিমাদের পতাকা তলে অধীনতা গ্রহণের জন্য নয়। কিন্তু ডক্টর ইউনুস চাচ্ছে পশ্চিমাদের অধীনতা। এটা আমরা মেনে নিব না।

জুলাই এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে। তাদের রক্তের উপর প্রতিষ্ঠিত বিপ্লব ব্যর্থ হয়েছে। এখানেই আমরা থেমে থাকবো না। আবারো বিপ্লব হবে দেশের মানুষ আবারো জেগে উঠবে। বিজয় অবশ্যই হবে।

আজ কাল পরশু হোক আসবেরে বিজয় একদিন আসবেরে বিজয়।

M***i Saeed Ahmad

22/07/2025

স্ত্রীর কাছে গেলে শরীর জ্বালা পোড়া সৃষ্টি হয়,
এমনকি স্ত্রীর উপস্থিতি তে শরীরে এক অস্থিরতা তৈরি হয়...!!
এইটা কিসের লক্ষন? বিস্তারিত কমেন্টে..

13/07/2025

প্রেম, প্রতারণা, আর কালো জাদুর আঘাত...
একটা বাস্তব গল্প,

সব কিছু শুরু হয়েছিল এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে। সম্পর্কটা ছিল বিশ্বাস আর আবেগে গড়া। কিন্তু হঠাৎ করেই মেয়েটির জীবনে নেমে এলো অদ্ভুত সব বিপর্যয়...

🌑 প্রথম লক্ষণ:
সন্ধ্যার সময় পেটে তীব্র ব্যথা শুরু। ডাক্তার দেখিয়ে বোঝা গেল—এপেন্ডিসাইটিস! অথচ এর আগে কোনো লক্ষণই ছিল না! অপ্রত্যাশিতভাবে তার অপারেশন করা হয়।

💥 এরপর:
প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, এমন যন্ত্রণাদায়ক যেটা কোনো ঔষধেও কমে না।

🌙 রাতের বেলা:
ভয়ংকর সব স্বপ্ন—
👩‍🦰 এক মহিলা ভয়ানক রূপে এসে গলা টিপে ধরে,
✂️ কেউ যেন চুল ছিঁড়ে ফেলতে চায়,
😨 ঘুমের মধ্যে হঠাৎ দম বন্ধ হয়ে আসে, শরীর অবশ হয়ে যায়।
🧁সপ্নে খাবার খেতে দেখা,আর বাস্তবে পেট ফুলে যাওয়া,বমির ভাব থাকা
🙍‍♂️ স্বামিকে এমনকি মা এবং নিকটস্থত সবাইকে অপছন্দ করা
আরও অনেক সমস্যা যা আগে ছিলো না

📌 এতকিছুর পেছনে ছিল জাদু!
প্রেমের সম্পর্ক ভাঙার পর প্রতিহিংসার বসে করা হয়েছিল সিহর (জাদু)।
এই ধরণের জাদু অনেক সময় খাবার, পানীয়, কিংবা ব্যক্তিগত কিছু জিনিসের মাধ্যমে করা হয়।

🔍 সমাধান কোথায়?
রুকইয়াহ শরইয়্যাহ—পবিত্র কুরআন ও সহীহ হাদীস দ্বারা চিকিৎসাই এর একমাত্র নিরাপদ ও হালাল পথ।
❌ জাদুকর নয়
❌ তাবিজ-কবচ নয়
✅ বরং তাওহীদের উপর অটল থেকে কুরআনের আয়াতের মাধ্যমে শিফা চাওয়া।

🕋 “ও আমরা কুরআনে এমন কিছু নাযিল করি যা মু’মিনদের জন্য শিফা ও রহমত।”
— (সূরা বনি ইসরাঈল ১৭:৮২)

📢 যদি আপনি বা আপনার কেউ এমন কিছু অনুভব করেন, দেরি না করে রুকইয়াহ শুরু করুন।
সময় গেলে ক্ষতি বাড়তে পারে!

🕋 এডভান্স লেভেল রুকিয়াহ কোর্স📖 কুরআন-সুন্নাহভিত্তিক পদ্ধতিতে জিন, জাদু ও নজর সমস্যার গভীর জ্ঞান অর্জনের সুযোগ🎓 কোর্স পর...
10/07/2025

🕋 এডভান্স লেভেল রুকিয়াহ কোর্স
📖 কুরআন-সুন্নাহভিত্তিক পদ্ধতিতে জিন, জাদু ও নজর সমস্যার গভীর জ্ঞান অর্জনের সুযোগ

🎓 কোর্স পরিচিতি:

“এডভান্স লেভেল রুকইয়াহ কোর্স” একটি পূর্ণাঙ্গ, প্রাঞ্জল ও প্রমাণিত ইসলামি পদ্ধতির ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। যারা ইতোমধ্যে প্রাথমিক রুকিয়াহ ধারণা বা কোর্স সম্পন্ন করেছেন এবং আরও গভীরভাবে শিখতে চান—তাদের জন্য এই কোর্স উপযুক্ত। এখানে রুকিয়াহর শারঈ বিধান, দায়িত্বশীলতা, বাস্তব কেস এনালাইসিস এবং রুগীর মানসিক ও আত্মিক চিকিৎসা নিয়ে গভীরভাবে আলোচনা করা হবে।

---

📚 যা যা শিখানো হবে:

✅ জিন ও শয়তানের প্রকৃতি ও কার্যক্রম
✅ জাদুর বিভিন্ন প্রকারভেদ ও লক্ষণ
✅ নজর লাগা ও হসাদ (হিংসা) চিহ্নিতকরণ
✅ শরয়ি রুকইয়াহ বনাম বিদআত ঝাড়ফুঁকের পার্থক্য
✅ রুকইয়াহর মাধ্যমে চিকিৎসার ফিকহি বিধান
✅ সত্যিকারের ‘রাকি’ হওয়ার জন্য আত্মিক প্রস্তুতি
✅ বাস্তব রুগীর উপর রুকইয়াহ প্র্যাকটিস ও কেস স্টাডি
✅ আত্মরক্ষা ও রাকির নিরাপত্তা নির্দেশিকা
✅ রুকিয়াহকে কেন্দ্র করে জালিয়াতির ফাঁদ চিনে রাখার কৌশল
✅ রোগী ব্যবস্থাপনা, কাউন্সেলিং এবং পরামর্শ প্রদান

---

🛑 কোর্সটি কাদের জন্য?

🔹 যারা ইসলামী রূহানী চিকিৎসায় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে আগ্রহী
🔹 যারা পূর্বে রুকইয়াহর বেসিক ধারণা বা প্রাথমিক কোর্স করেছেন
🔹 যারা নিজের বা পরিবারের সমস্যার সমাধানে গভীরভাবে জানতে চান
🔹 যারা রুকইয়াহ বিষয়ক বিভ্রান্তি, বিদআত ও ব্যবসা-ভিত্তিক প্রতারণা থেকে দূরে থাকতে চান

---

🕰️ কোর্সের সময়সীমা ও কাঠামো:

মেয়াদ: ৪ সপ্তাহ (সাপ্তাহিক ২ ক্লাস)

মাধ্যম: অনলাইন /অফলাইন লাইভ/সশরীরে (লোকেশনভিত্তিক)

নোটস ও সাপোর্ট: আরবি ও বাংলা রেফারেন্সসহ হ্যান্ডনোট

---

🎤 কে নিবেন কোর্সটি?

👤 রাকি Abu Muhammad Rashed

- অভিজ্ঞ রুকিয়াহ থেরাপিস্ট

- বহু রুগীর বাস্তব কেস হ্যান্ডলিং এর অভিজ্ঞতা

- কুরআন-সুন্নাহভিত্তিক শরঈ রুকিয়াহ প্রচারে নিবেদিত

🎙️কোর্স শুরুর তারিখ - আগষ্ট ২০২৫
(নির্ধারিত তারিখ পরবর্তীতে জানানো হবে)

🖋️রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৫শে জুলাই ২০২৫

---

📞 যোগাযোগ ও রেজিস্ট্রেশন:

📲 WhatsApp: 01790481516

🌐 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/CgsTK8q3QrMZQ2Tm7

📝 আসন সংখ্যা সীমিত — আগ্রহীদের অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

---

📌 বিশেষ দ্রষ্টব্য:
এটি কোনও ব্যবসায়িক বা তাবিজ-কবচ নির্ভর কোর্স নয়। শুধুমাত্র কুরআন-সুন্নাহভিত্তিক সহীহ পদ্ধতির রুকইয়াহ শেখানো হবে ইনশাআল্লাহ।

---

আল্লাহর রহমতে নিজের পরিবার ও সমাজকে শয়তানী প্রভাব থেকে রক্ষা করুন। জ্ঞান অর্জন করুন, আমল করুন, আল্লাহর সাহায্য আশা করুন।

🕋 “وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ”
📖 (সূরা ইসরা, আয়াত ৮২)
"আমি কুরআনে এমন কিছু নাযিল করি, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত"

Abu Muhammad Rashed
01785-838385

10/07/2025

🕋 এডভান্স লেভেল রুকিয়াহ কোর্স
📖 কুরআন-সুন্নাহভিত্তিক পদ্ধতিতে জিন, জাদু ও নজর সমস্যার গভীর জ্ঞান অর্জনের সুযোগ

🎓 কোর্স পরিচিতি:

“এডভান্স লেভেল রুকইয়াহ কোর্স” একটি পূর্ণাঙ্গ, প্রাঞ্জল ও প্রমাণিত ইসলামি পদ্ধতির ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। যারা ইতোমধ্যে প্রাথমিক রুকিয়াহ ধারণা বা কোর্স সম্পন্ন করেছেন এবং আরও গভীরভাবে শিখতে চান—তাদের জন্য এই কোর্স উপযুক্ত। এখানে রুকিয়াহর শারঈ বিধান, দায়িত্বশীলতা, বাস্তব কেস এনালাইসিস এবং রুগীর মানসিক ও আত্মিক চিকিৎসা নিয়ে গভীরভাবে আলোচনা করা হবে।

---

📚 যা যা শিখানো হবে:

✅ জিন ও শয়তানের প্রকৃতি ও কার্যক্রম
✅ জাদুর বিভিন্ন প্রকারভেদ ও লক্ষণ
✅ নজর লাগা ও হসাদ (হিংসা) চিহ্নিতকরণ
✅ শরয়ি রুকইয়াহ বনাম বিদআত ঝাড়ফুঁকের পার্থক্য
✅ রুকইয়াহর মাধ্যমে চিকিৎসার ফিকহি বিধান
✅ সত্যিকারের ‘রাকি’ হওয়ার জন্য আত্মিক প্রস্তুতি
✅ বাস্তব রুগীর উপর রুকইয়াহ প্র্যাকটিস ও কেস স্টাডি
✅ আত্মরক্ষা ও রাকির নিরাপত্তা নির্দেশিকা
✅ রুকিয়াহকে কেন্দ্র করে জালিয়াতির ফাঁদ চিনে রাখার কৌশল
✅ রোগী ব্যবস্থাপনা, কাউন্সেলিং এবং পরামর্শ প্রদান

---

🛑 কোর্সটি কাদের জন্য?

🔹 যারা ইসলামী রূহানী চিকিৎসায় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে আগ্রহী
🔹 যারা পূর্বে রুকইয়াহর বেসিক ধারণা বা প্রাথমিক কোর্স করেছেন
🔹 যারা নিজের বা পরিবারের সমস্যার সমাধানে গভীরভাবে জানতে চান
🔹 যারা রুকইয়াহ বিষয়ক বিভ্রান্তি, বিদআত ও ব্যবসা-ভিত্তিক প্রতারণা থেকে দূরে থাকতে চান

---

🕰️ কোর্সের সময়সীমা ও কাঠামো:

মেয়াদ: ৪ সপ্তাহ (সাপ্তাহিক ২ ক্লাস)

মাধ্যম: অনলাইন /অফলাইন লাইভ/সশরীরে (লোকেশনভিত্তিক)

নোটস ও সাপোর্ট: আরবি ও বাংলা রেফারেন্সসহ হ্যান্ডনোট

---
💰 কোর্স ফিস - ৫০০০ ( পাচ হাজার টাকা)
-----
🎤 কে নিবেন কোর্সটি?

👤 রাকি Abu Muhammad Rashed

- অভিজ্ঞ রুকিয়াহ থেরাপিস্ট

- বহু রুগীর বাস্তব কেস হ্যান্ডলিং এর অভিজ্ঞতা

- কুরআন-সুন্নাহভিত্তিক শরঈ রুকিয়াহ প্রচারে নিবেদিত

🎙️কোর্স শুরুর তারিখ - আগষ্ট ২০২৫
(নির্ধারিত তারিখ পরবর্তীতে জানানো হবে)

🖋️রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৫শে জুলাই ২০২৫

---

📞 যোগাযোগ ও রেজিস্ট্রেশন:

📲 WhatsApp: 01790481516

🌐 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/CgsTK8q3QrMZQ2Tm7

📝 আসন সংখ্যা সীমিত — আগ্রহীদের অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

---

📌 বিশেষ দ্রষ্টব্য:
এটি কোনও ব্যবসায়িক বা তাবিজ-কবচ নির্ভর কোর্স নয়। শুধুমাত্র কুরআন-সুন্নাহভিত্তিক সহীহ পদ্ধতির রুকইয়াহ শেখানো হবে ইনশাআল্লাহ।

---

আল্লাহর রহমতে নিজের পরিবার ও সমাজকে শয়তানী প্রভাব থেকে রক্ষা করুন। জ্ঞান অর্জন করুন, আমল করুন, আল্লাহর সাহায্য আশা করুন।

🕋 “وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ”
📖 (সূরা ইসরা, আয়াত ৮২)
"আমি কুরআনে এমন কিছু নাযিল করি, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত"

🕯 বিয়ে ভাঙার যাদু: এক শয়তানি ছায়া... 🕯সব কিছু ঠিকঠাক!পাত্র পছন্দ, মেয়ে পছন্দ, পরিবার রাজি, কথাবার্তা চলছে...কিন্তু হঠাৎ ...
09/07/2025

🕯 বিয়ে ভাঙার যাদু: এক শয়তানি ছায়া... 🕯

সব কিছু ঠিকঠাক!
পাত্র পছন্দ, মেয়ে পছন্দ, পরিবার রাজি, কথাবার্তা চলছে...
কিন্তু হঠাৎ করেই সব ভেঙে যায়।

❌ মেয়ে বলে – "কেন জানি ভালো লাগছে না ছেলেটাকে…"
❌ ছেলে বলে – "মনটা আর চায় না…"
❌ কেউ কেউ আসে, কথাও হয়, তারপর কিছু অজানা অস্থিরতায় ফিরে যায় চুপচাপ…

এটা কি কেবল কাকতালীয়?
নাকি সত্যিই কেউ চায় না আপনি সুখী হোন?

⚠️ আমাদের সমাজে একটা ভয়ানক বাস্তবতা হলো –
বিয়ে ভাঙার যাদু বা তাবীজ!
হিংসা, হজম না হওয়া, পুরোনো শত্রুতা কিংবা অশুভ ঈর্ষা থেকে অনেকেই সাহায্য নেয় জিন ও শয়তানের।

📌 লক্ষণ গুলো কীভাবে ধরা পড়ে? – মাথা ব্যথা, ঘুমের সমস্যা
– হুটহাট রেগে যাওয়া
– বিয়ের কথা উঠলেই অকারণ ভয় বা অসুস্থতা
– ভালো ছেলে/মেয়েকে হঠাৎ অপছন্দ হয়ে যাওয়া
– কোনো কারণ ছাড়াই সম্পর্ক ভেঙে যাওয়া

😢 কেউ কেউ তো বিবাহিত অবস্থায়ও এমন যাদুর শিকার হন —
তাদের সংসার ভাঙতে শুরু করে এক অদৃশ্য অশান্তিতে…

🔮 যদি এমন কিছু লক্ষণ আপনার বা পরিচিত কারো জীবনে দেখা দেয়, অবহেলা করবেন না!
👉 রুকইয়াহ করুন, আত্মিক চিকিৎসা নিন, আল্লাহর কাছে ফিরে যান।
কারণ, ডাক্তারি ঔষধ সবসময় শয়তানি জাদুর মোকাবিলা করতে পারে না।

🛐 আল্লাহ আমাদের ও আমাদের প্রিয়জনদের এই যাদুর কুপ্রভাব থেকে হেফাজত করুন।

"তারা জাদু করেছিল, কিন্তু আল্লাহ তো সেরা পরিকল্পনাকারী…"
📖 [সূরা আল-বাকারা: ১০২]

#রুকইয়াহ #জাদুবিষয়কপোস্ট #বিয়ে #কালোজাদু

⚠️ কালো জাদুর ভয়ংকর পরিণতি(একটি বাস্তব ঘটনা — রুকইয়াহ আশ-শরইয়্যাহ ভিত্তিক উপস্থাপন)📺 ইক্বরা টিভির সরাসরি অনুষ্ঠান। উপস্থ...
08/07/2025

⚠️ কালো জাদুর ভয়ংকর পরিণতি

(একটি বাস্তব ঘটনা — রুকইয়াহ আশ-শরইয়্যাহ ভিত্তিক উপস্থাপন)

📺 ইক্বরা টিভির সরাসরি অনুষ্ঠান। উপস্থাপনায় আছেন শায়খ আবদুল্লাহ শাহাদাত। হঠাৎ এক মহিলা ফোন করলেন—

মহিলা:
“আসসালামু আলাইকুম, শায়খ! আমি খুব বড় গুনাহ করে ফেলেছি... আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?”
শায়খ:
“ওয়া ‘আলাইকুমুস সালাম। কেনো আল্লাহ ক্ষমা করবেন না? নিশ্চয়ই তিনি অতি দয়ালু, পরম ক্ষমাশীল।
আল্লাহ তায়ালা বলেন:

> "হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু."
(সূরা আয-যুমার: ৫৩)

মহিলা:
“কিন্তু আমার গুনাহ অনেক বড়। আমি সাতবার হজ করেছি, কিন্তু একবারও কা'বা শরীফ দেখতে পাইনি!”
শায়খ (আশ্চর্য হয়ে):
“সুবহানাল্লাহ! এ তো ভয়াবহ ব্যাপার! বলুন, কী এমন করেছেন?”
মহিলা (কান্নাভেজা কণ্ঠে):
“আমি একজন নার্স ছিলাম। গোপনে একদল কালোজাদুকরের সাথে জড়িয়ে পড়ি। তারা আমাকে ব্যবহার করতো হাসপাতালের হিমঘরে গোপনে গিয়ে শবদেহের মুখে ‘বিশেষ জাদুকর্ম’ করার জন্য। এরপর মুখ সেলাই করে সেই মৃতদেহগুলোকেই দাফন করা হতো। বহুবার এ অপকর্ম করেছি…”

🧿 শায়খ (ক্ষোভ ও কষ্টে):
“আস্তাগফিরুল্লাহ! জাদু তো কুফর ও শিরক।
আল্লাহ বলেন:

> "নিশ্চয়ই শিরক এক গুরুতর অপরাধ"
(সূরা লুকমান: ১৩)
আর বলেন:
"আল্লাহ তা'আলা শিরককে ক্ষমা করেন না; তবে যাকে ইচ্ছা অন্য সব গুনাহ ক্ষমা করে দেন।"
(সূরা নিসা: ১১৬)

---

🔥 দুই সপ্তাহ পর — ছেলের ফোনকল

“শায়খ, আমি সেই মহিলার ছেলে... যিনি ফোন করেছিলেন। আমার মা ইন্তিকাল করেছেন। কিন্তু দাফনের সময় ভয়ঙ্কর এক ঘটনা ঘটে — কবর তার লাশ গ্রহণ করছিল না। যতবার কবরের মধ্যে নামাই, কবর সংকুচিত হয়ে যায়! লাশ উঠিয়ে নিলে আবার ঠিক হয়ে যায়। শেষে সবাই পালিয়ে যায় ভয়ে।

আমি একা কাঁদছিলাম। হঠাৎ এক বৃদ্ধ লোক এসে বললেন:
‘তোমার মাকে যেভাবে আছে, রেখে চলে যাও। পেছনে ফিরে তাকিও না।’
কিছুদূর গিয়ে আমি পেছনে তাকালাম। হঠাৎ আকাশ থেকে আগুনের গোলা এসে পড়ে। খাটিয়াসহ আমার মায়ের দেহ ছাই হয়ে গেল। আগুনের উত্তাপ এত ছিল, আমার মুখ ঝলসে গেল — শুধু চোখ অক্ষত রইল...”

শায়খ বলেন:
“হে বৎস! হয়তো আল্লাহ তা'আলা তোমাকে হারাম উপার্জনের প্রভাব থেকে পবিত্র করতে চেয়েছেন। ভয় করো আল্লাহকে। তাঁর কাছে খাঁটি তাওবা করো।”
---

📌 এই ঘটনা থেকে আমাদের শিক্ষা:

🔸 কালোজাদু, শিরক, কবিরাজি, তাবিজ-কবচ, শবসাধনা ইত্যাদি শয়তানি কাজে জড়িত থাকা আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল।
🔸 এসব কাজ কেবল মানুষকে ধ্বংসই করে না, বরং মৃত্যুর পরেও আরাম দেয় না — কবর এমন ব্যক্তিকে গ্রহণ করে না।
🔸 তাওবা করার সুযোগ আছে, তবে জীবন থাকতে। মৃত্যু আসার পর আর কোনো সুযোগ থাকে না।
---

🛡 রুকইয়াহ আশ-শরইয়্যাহ বার্তা:

🔹 যারা জাদুকর, কবিরাজ, ভণ্ড হুজুরদের কাছে যাচ্ছেন, তা থেকে আজই ফিরে আসুন।
🔹 আপনার সমস্যা থাকলে কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক রুকইয়াহ করান।
🔹 তাওবা করুন। নিজেকে সংশোধন করুন। কুরআনের পথে ফিরে আসুন।
🔹 মৃত্যু খুব নিকটে — আর ফিরার সুযোগ নাও থাকতে পারে।
---

📖

> “যে ব্যক্তি জাদু করে, সে জান্নাতে প্রবেশ করবে না।”
— [সহীহ হাদীস]

✋ সতর্ক হোন — তাওবা করুন — আল্লাহর দিকে ফিরে আসুন।

📩 রুকইয়াহ আশ-শরইয়্যাহ সংক্রান্ত সহায়তার জন্য নির্ভরযোগ্য, কুরআন-সুন্নাহ ভিত্তিক রাকির সাথে যোগাযোগ করুন।

🔖 শেয়ার করে অন্যকেও সতর্ক করুন।

📝 লেখাটি প্রস্তুত করেছেন: Atik Ullah হাফিযাহুল্লাহ
🕋 رُقْيَة الشَّرْعِيَّة

Abu Muhammad Rashed

আজকে অনলাইনে লন্ডন প্রবাসী এক রোগীর রুকইয়াহ করার পর আলহামদুলিল্লাহ 😇মাশা-আল্লাহ 💚Abu Muhammad Rashed
22/06/2025

আজকে অনলাইনে লন্ডন প্রবাসী এক রোগীর রুকইয়াহ করার পর
আলহামদুলিল্লাহ 😇
মাশা-আল্লাহ 💚

Abu Muhammad Rashed

Address

Mejortila Sylhet
Sylhet
3100

Telephone

+8801701018133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Abu Muhammad Rashed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Abu Muhammad Rashed:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram