Zaman pathology

Zaman pathology Nirala abasiq Khulna

গাজী মেডিকেল কলেজের এক যুগ উদযাপন উপলক্ষে গাজী মেডিকেল কলেজ থেকে প্রকাশিত ম্যাগাজিন নক্ষত্রের 12 তম মোড়োক উন্মোচন ।এ সং...
12/02/2025

গাজী মেডিকেল কলেজের এক যুগ উদযাপন উপলক্ষে গাজী মেডিকেল কলেজ থেকে প্রকাশিত ম্যাগাজিন নক্ষত্রের 12 তম
মোড়োক উন্মোচন ।
এ সংখ্যায় প্রকৃত দেশপ্রেম নিয়ে একটি লেখা
প্রকৃত দেশপ্রেম
"দেশ নিয়ে ভালো ভাবব, ভালো বলব, ভালো করব’"
দেশ নিয়ে এই ভালো ভাবা, ভালো বলা, ভালো করার মধ্য দিয়ে আমরা এক বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সমমর্মী, মানবিক মহাসমাজ নির্মাণ করতে পারব। গড়ে তুলতে পারব স্বপ্নের বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ, আত্মনির্ভরশীল বাংলাদেশ। যেখানে আমরা সবাই মিলে খুব ভালো থাকব।
আমরা কেমন বাংলাদেশ চাই? কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি? এই চাওয়া, এই ভাবনা, এই স্বপ্ন যত বড় হবে, ভালো হবে, স্বচ্ছ হবে, সুস্পষ্ট হবে, সুনির্দিষ্ট হবে, সামগ্রিক হবে, সম্মিলিত হবে আমাদের প্রিয় জন্মভূমি তত দ্রুত সোনার বাংলায় পরিণত হবে।

সমাজ–সভ্যতার যা কিছু আমরা দেখছি, উপভোগ করছি, তার শুরুটা হয়েছিল ভাবনার মধ্য দিয়ে। আবার যেসব দুর্ভোগ আমরা ভোগ করছি, তা–ও আমাদের ভাবনারই ফল।

ভাবনাই বাস্তবতাকে আকৃষ্ট করে। ভালো ভাবনা, ইতিবাচক ভাবনা ভালো বাস্তবতা নির্মাণ করে; আর খারাপ ভাবনা, দুর্বল ভাবনা, নেতিবাচক ভাবনা খারাপ বাস্তবতা নিয়ে আসে। আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনকে যেমন দেখতে চাই, তা নির্ভর করছে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশ সম্পর্কে আমাদের আজকের ভাবনা কেমন তার ওপর।

আমরা নিজেদের সম্পর্কে কী ভাবি? আমি কি আত্মবিশ্বাসী? আমি কি সাহসী? আমি কি নির্ভিক? আমি কি দক্ষ? উত্তরগুলো যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে নিজের সম্পর্কে এই ভালো ভাবনা আমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আর এ ভাবনায় যদি কোনো দুর্বলতা থাকে, দ্বিধা থাকে, তবে সাফল্য অর্জন হবে বেশ কঠিন। তাই ভালো কিছু ভাবতে হবে, ভালো ভাবার চর্চা শুরু করতে হবে।

ঠিক একইভাবে পরিবার নিয়ে আমাদের ভালো ভাবনা আদর্শ পরিবার গড়তে সহায়ক হবে। সমাজ নিয়ে আমাদের ভালো ভাবনা মানবিক মহাসমাজ নির্মাণে সাহায্য করবে। দেশ নিয়ে আমাদের ভালো ভাবনা দেশের সমৃদ্ধির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভালো ভাবা ও ভালো বলার সঙ্গে সঙ্গে সব থেকে জরুরি হলো ভালো করা। ভালো কাজ করা, কল্যাণকর কাজ করা। অকল্যাণ ও অন্যায় কাজে বাধা দেওয়া। কর্ম ছাড়া ভাবনা বাস্তবায়ন হয় না, স্বপ্নপূরণ হয় না, প্রত্যাশা হতাশায় পরিণত হয়। তাই কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। পরিকল্পিতভাবে, সুশৃঙ্খলভাবে ভাবনার অনুকূলে, লক্ষ্যের অনুকূলে কাজ করতে হবে।

নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করতে হবে। এটাই প্রকৃত দেশপ্রেম। নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি এবং দেশের প্রতি আমাদের যার যে দায়িত্ব, তা সবচেয়ে আন্তরিকতার সঙ্গে, দক্ষতার সঙ্গে, সততার সঙ্গে পালন করতে হবে।

আর এ সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশের তরুণ প্রজন্ম। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। তারুণ্যের শক্তিই এ দেশের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের তরুণেরা পৃথিবীর সবচেয়ে মেধাবী, সবচেয়ে সাহসী, সবচেয়ে আশাবাদী। তারুণ্যের হাত ধরেই বাস্তবায়িত হবে স্বর্গভূমি বাংলাদেশের স্বপ্ন l

10/02/2025
পারস্পরিক সম্পর্কের কারণে গাজী মেডিকেল কলেজ যেন একটা বিশাল যৌথ পরিবার, সেই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে  খুবই গু...
02/02/2025

পারস্পরিক সম্পর্কের কারণে গাজী মেডিকেল কলেজ যেন একটা বিশাল যৌথ পরিবার, সেই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্যাথলজি ডিপার্টমেন্ট, গুরুত্বপূর্ণ প্যাথলজি ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাথলজিস্ট :-
ডাক্তার নুরজাহান করিম অন্যা (সহযোগী অধ্যাপক, এমডি ,প্যাথলজি।) আপুর জন্মদিনে আমাদের খুবই সাধারণ আয়োজন
কিন্তু গুরুত্বপূর্ণ , ভালোলাগার দিক থেকে ।

শুভ জন্মদিন আপু

50 years male, cacexic Gallbladder mass and Multiple SOL in liver (usg finding ),USG guided FNAC of Liver Dx : metastati...
11/02/2024

50 years male, cacexic

Gallbladder mass and
Multiple SOL in liver (usg finding ),
USG guided FNAC of Liver
Dx : metastatic carcinoma ( adenocarcinoma) ?????

32 years female 1.5x1.0 cm  wart's like  mass back of  left knee.,Dx: ????
30/01/2024

32 years female
1.5x1.0 cm wart's like mass back of left knee.,
Dx: ????

Address

Sylhet
345237

Telephone

+8801712003031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zaman pathology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Zaman pathology:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram