Mahmud's Life & Times

Mahmud's Life & Times Nature Lover & Explorer. Sharing my journey through daily life and travel, with a focus on nature’s beauty.

Join me as I explore new landscapes, capture moments of serenity, and embrace the outdoors.

03/08/2024

আল্লাহ তওবা কারি কে ভালোবাসেন।

তওবা করে আওয়ামী কুত্তালীগ প্রশাসনের সকল সেক্টর থেকে ফিরে আসেন।

আমরা বিদায় হজের মতো ইনশাআল্লাহ মহানুভবতা দেখাবো।

আর যদি ফিরে না আসেন ইনশাআল্লাহ শেষ পরিণতি খুবই ভয়াবহ হবে।

31/07/2024

ওরা মানুষ হত্যাকে সহজ করার জন্য তাদের মতের বিরুদ্ধে গেলেই।

তুমি রাজাকার..
তুমি জঙ্গি
নয় তুমি ছাত্রশিবির বা জামাতে ইসলাম।

তখন আর মারতে কে আটকায়।
এই দিন আর নেই পিও।

29/07/2024

বিমানবন্দর থেকে শুরু করে দেশে সব জায়গায় চরম অবহেলার শিকার হওয়া কোটি প্রবাসীদের গুরুত্ব সরকার এখন বুঝতে শুরু করবে।

প্রবাসীরা আন্দোলন চালিয়ে যান দয়া করে।

সরকার এখন রেমিট্যান্স পাওয়ার জন্য প্রবাসীদের আলগা পিরীতি দেখানো শুরু করবে।

এই সরকারের আর কোনো মায়ার জালে পা দিবেন না।

একটানা ১৭ বছর শাসন করে একটা শহরকে কুত্তালীগের মিথ্যুক হাসিনা উন্নয়ন করতে পারে নি।কী পারে..?উত্তর - আমার ভাইদের শহীদ করতে...
28/07/2024

একটানা ১৭ বছর শাসন করে একটা শহরকে কুত্তালীগের মিথ্যুক হাসিনা উন্নয়ন করতে পারে নি।

কী পারে..?
উত্তর - আমার ভাইদের শহীদ করতে।

27/07/2024

নাচ, গান ও অভিনয় যারা করে এরা সেলিব্রিটি না ওরা ডিজিটাল নর্তকী টাকার জন্য কাজ করে।

ব্যাট বল দিয়ে যারা খেলে ওরাও সেলেব্রিটি না ওরা ১০০% টাকার জন্য খেলে আমরা বিনোদন পাই।ওখানে দেশপ্রেম বলতে কিছুই নাই।

দেশপ্রেম বা দেশপ্রেমিক হলো আমাদের সাধারণ মানুষ ও ছাত্ররা যারা ইতিহাসে দেশের জন্য অনেক বার নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছে এবং এবার দিয়ে দেশকে জালিম শাসকের হাত থেকে মুক্ত করবে।

27/07/2024

যখন বাচ্চা ছিলাম স্কুলে পড়তাম শিক্ষক থেকে শুরু করে বাপ মা সবাই খালি বলতো মিথ্যা কথা বলা মহাপাপ।

এখন আশেপাশে সবাই খালি বলে সত্যি কম বলবি কারণ বিপদ হতে পারে।

সময় কোন দিকে যাচ্ছে কিসের ইশারা দিচ্ছে সবাই আশাকরি বুঝতে পেরেছেন।

পৃথিবীর শেষ সময়ের দিকে সত্যি কথা বলা যাবে না এমন কথাও রয়েছে কিন্তু।

Abdullah Al Jaber

27/07/2024

প্রবাসীদের কষ্টে উপার্জিত ডলার রেমিট্যান্স পাওয়ার জন্য হাসিনা প্রবাসীদের নিয়ে সুন্দর সুন্দর কথা বলা শুরু করবে দেখবেন।

অস্কার জয়ী মিথ্যুক হাসিনার কথায় আর না গলি।

শহিদ সৈকত বয়সঃ১৯মৃত্যুর সময়ঃ ১৯ শে জুলাই (শুক্রবার)মৃত্যুর কারণঃ মাথায় পুলিশের গুলিসৈকতকে নিয়ে তার বড় বোনের স্ট্যাটাসঃ"ছ...
24/07/2024

শহিদ সৈকত
বয়সঃ১৯
মৃত্যুর সময়ঃ ১৯ শে জুলাই (শুক্রবার)
মৃত্যুর কারণঃ মাথায় পুলিশের গুলি

সৈকতকে নিয়ে তার বড় বোনের স্ট্যাটাসঃ

"ছবির ছেলেটা আমার ভাই,আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই।আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলা-ই হবেনা,সুযোগ কই?
যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায়,এসেই সে আমাদের দুই বোনের গায়ে স্ব-সম্মানে হিসু করে ভালোবাসার জানান দেয়।আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম,ভালোবাসার ডাক আরকি।ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইলো,কিন্তু টুনা ই রয়ে গেলো আমাদের কাছে,সৈকত হইতে পারলোনা।কি রাগ তার!!! "আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবানা তো সেবন্তি আপু"।
১১ই সেপ্টেম্বর এ তার ২০ বছর হওয়ার কথা ছিলো।জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করতো ,"সেবন্তি আপু,কি কেক বানাবা তুমি?"
কত হাসিখুশি ছিলাম আমরা।এখন বুকে খালি হাহাকার,কি যেন নাই,নাই তো নাইইইইইইইই!!!!!!!!!!
আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে।আমার ফুলের মত ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে।বাবার কাধে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে?
বিচার কাকে দিবো?আল্লাহর কাছে দিলাম।আমার আল্লাহ কক্ষনো কারোর সাথে অবিচার করতে পারেনা।হাশরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ।
আমি জানিনা আমরা আর কক্ষনো মন খুলে হাসতে পারবো কিনা,ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা,কক্ষনো সত্যিকারের ভালো থাকবো কিনা।কিচ্ছু জানিনা।শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ,সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মত বন্ধুকে বাচাতে গিয়েছিলো,কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাওকে বিপদে দেখে সাহায্য করতে হয়।
কক্ষনো আর ভাইকে দেখতে পাবোনা,জড়িয়ে ধরতে পারবোনা,গালে-কপালে জোড় করে চুমু দিতে পারবোনা,আর কক্ষনো বলতে পারবোনা,"টুনা কয়েল ধরায়ে দে","টুনা পানি দে"।

আমার ভাই শহিদ,শুক্রবার দিন,দুপুর ৩:৩৭ এ আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে।মুসলমান দের জন্য শুক্রবার এ মৃত্যু হচ্ছে স্বপ্ন,আর তার উপর মুহাররম মাস!!জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা।আমরাও অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার!
বিদ্র-সবাইকে জানাতে চাই আমার ভাই শহিদ,ও নিষ্পাপ।সবাইকে জানাতে চাই সে কক্ষনো কারোর ক্ষতি করেনি।"



Sabrina Shabinti(নিহতের বোন)

Address

Sylhet

Telephone

+8801731611218

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud's Life & Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mahmud's Life & Times:

Share