মেসার্স মা ফার্মেসী

মেসার্স মা ফার্মেসী Hi This is Mr Raton Chakraborty, im a vlogger i hve a YouTube Channel please follow me to get my videos every time.

ডাক্তারের পরামর্শ ছাড়াঅ্যান্টিবায়োটিক খাওয়াএখনই বন্ধ করুন!অন্যথায় জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবেসামান্য জ্বর, সর্দি বা...
15/08/2025

ডাক্তারের পরামর্শ ছাড়া
অ্যান্টিবায়োটিক খাওয়া
এখনই বন্ধ করুন!

অন্যথায় জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে

সামান্য জ্বর, সর্দি বা কাশিতে
অ্যান্টিবায়োটিকের দরকার নেই

ভাইরাল ইনফেকশন হলে
২–৩ দিনেই সেরে যায়

ক্ষতি

অপ্রয়োজনে বেশি খেলে
ওষুধ কাজ নাও করতে পারে

ভবিষ্যতে গুরুতর সংক্রমণ
নিয়ন্ত্রণে সমস্যা

জ্বর বা সর্দি হলে করণীয়

পর্যাপ্ত পানি পান করুন
পুষ্টিকর খাবার খান ও বিশ্রাম নিন

অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন
সাময়িক আরামের জন্য ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ক্ষতি করতে পারে।

©️ স্বাস্থ্য পরামর্শ

11/08/2025
আসুন জেনে নেই।বাঁচতে হলে জানতে হবে।মনে রাখবেন রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়।❤️
27/10/2024

আসুন জেনে নেই।বাঁচতে হলে জানতে হবে।মনে রাখবেন রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়।❤️

বর্তমান সময়ে প্রচুর যক্ষা রোগী পাওয়া যাচ্ছে। সঠিক সময়ে যক্ষা রোগ নির্ণয়ে ব্যর্থ হলে এবং চিকিৎসা গ্রহণে দেরী হলে যক্ষা রো...
17/06/2024

বর্তমান সময়ে প্রচুর যক্ষা রোগী পাওয়া যাচ্ছে। সঠিক সময়ে যক্ষা রোগ নির্ণয়ে ব্যর্থ হলে এবং চিকিৎসা গ্রহণে দেরী হলে যক্ষা রোগ জটিল আকার ধারণ করে। বুকে পানি জমা থেকে শুরু করে ব্রেইনে পর্যন্ত ইনফেকশন ছড়িয়ে যেতে পারে।

৩ সপ্তাহের বেশি কাশি, জ্বর জ্বর ভাব, খাবারে অরুচি, ওজন কমে যাওয়া, বুকে ব্যথা এগুলো যক্ষা রোগের অন্যতম লক্ষণ।এগুলোর মধ্যে কোন একটা থাকলেই আপনি অবশ্যই দ্রুত আপনার নিকটস্থ একজন বিশ্বস্ত ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

সৌজন্যে: মেসার্স মা ফার্মেসী

একই নামে দুই কোম্পানির ঔষুধ, বিষয় টি ক্লিয়ার করুন,কারা কারা অবগত আছেন?
15/12/2023

একই নামে দুই কোম্পানির ঔষুধ, বিষয় টি ক্লিয়ার করুন,কারা কারা অবগত আছেন?

রাজশাহীর বানেশ্বরের খাঁটি খেজুরের রসের গুড় দিয়ে সকালে বা সন্ধ্যায় রুটি-পরোটা চা, আহা কি স্বাদ।🌴🍺😋
26/11/2023

রাজশাহীর বানেশ্বরের খাঁটি খেজুরের রসের গুড় দিয়ে সকালে বা সন্ধ্যায় রুটি-পরোটা চা, আহা কি স্বাদ।🌴🍺😋

24/11/2023

╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▆▇█▓🚪▓█▇
এ ঘরটি সকল মোবাইলে কপি করা যায় না।যাদের মোবাইলে কপি তারা কমেন্ট করে দেখান।

এই গরমে লেবুর শরবত খেতে পারেন।
01/10/2023

এই গরমে লেবুর শরবত খেতে পারেন।

07/06/2023

আমাদের দেশে সবচেয়ে পরিচিত ফলগুলোর তালিকায় শীর্ষে কলা। সুস্বাদু ও পুষ্টিকর এ ফলটির অনেক গুণ রয়েছে।

এ ফলটির জনপ্রিয়তা রয়েছে পুরো বিশ্বব্যাপী। ফুড কেমিস্ট্রি জার্নালের তথ্যানুসারে— সারাবিশ্বে প্রায় ৩০০টিরও বেশি ধরনের কলা চাষ হয়ে থাকে।

কলাতে থাকা ক্যালরি ও চিনির বিষয়ে অনেকেরই ধারণা কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (এএইচএ) চিনি না খাওয়ার বিষয়ে কঠোর নির্দেশিকা দিলেও সেটি কেবল অতিরিক্ত চিনি বা প্রক্রিয়াজাত চিনির বিষয়ে বলেন। কিন্তু প্রাকৃতিকভাবে তাজা ও পুরো ফল থেকে যে চিনি শরীরে যায় তা আমাদের ক্ষতি করে না।

একটি মাঝারি আকৃতির কলায় প্রায় ১০০ ক্যালরি পর্যন্ত থাকে। এ ছাড়া কলার অনেক উপকারিতা রয়েছে। জানুন যে ৭ পুষ্টিগুণের কারণে খাবেন কলা—

১. পটাশিয়ামে পরিপূর্ণ
কলা পটাশিয়াম উপাদানের জন্য ব্যাপকভাবে পরিচিত। আর এই খনিজটি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মূলত পটাশিয়াম হলো এক ধরনের ইলেকট্রোলাইট, যা নিয়মিত হৃদস্পন্দন, স্নায়ুকে কাজ করতে এবং পেশিগুলোকে সংকোচন করতে সহায়তা করে। এটি পুষ্টিকে কোষে স্থানান্তর করতে এবং কোষের বাইরের বর্জ্য স্থানান্তর করতে সহায়তা করে।

এ ছাড়া কলার পুষ্টিগুণ একটি প্রাকৃতিক মূত্রবর্ধকের মতো কাজ করে, অতিরিক্ত সোডিয়াম এবং তরল শরীর থেকে বের করে দেয় আর শরীরে পানি ধরে রাখতে সহায়তা করে।

২. অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ
কলা পলিফেনিলিক নামে এক ধরনের পদার্থে সমৃদ্ধ; যেটির অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট প্রদাহ এবং কোষের ক্ষতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, ধমনী শক্ত হওয়া, বয়স-সংক্রান্ত ম্যাকুলার ডিজেনারেশন, নির্দিষ্ট ধরনের ক্যান্সার এবং অ্যালজেইমারস রোগে উপকারী ভূমিকা পালন করে।

এ ছাড়া কলায় থাকা বিভিন্ন যৌগগুলো জেনেটিক ক্ষতি বা ডিএনএ আপস, রোগের ঝুঁকি কমায় এবং স্নায়বিক কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে।

৩. অন্যান্য পুষ্টিগুণ
কলাতে থাকা প্রতিরোধী স্টার্চ আমাদের শরীরে একটি অনন্য ধরনের কার্বোহাইড্রেট সরবরাহ করে থাকে। আর জার্নাল অব অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রির তথ্যমতে, কলাতে পাওয়া আরেকটি প্রাকৃতিক পদার্থ ফ্রুক্টুলিগোস্যাকারাইডস প্রোবায়োটিক হিসেবে কাজ করে। এর কারণে কলা শরীরের ক্যালসিয়াম শোষণ করার ক্ষমতা বাড়ায় এবং ভালো প্রোবায়োটিক সরবরাহ করে, যা হজমের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে।

৪. শক্তি সরবরাহ করে
কলা আমাদের শরীরে শক্তি সরবরাহ করতে অনেক কার্যকরী। এ ছাড়া ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকিউলার সায়েন্সের তথ্যমতে, কলা টেকসই শক্তির জন্য অন্যতম সেরা খাবার। কারণ কলাতে থাকা ফাইবার এবং ভিটামিন বি-৬ রক্তে শর্করার পরিমাণ এবং ইনস্যুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।

তথ্যসূত্র: দি হেলদি ডটকম।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when মেসার্স মা ফার্মেসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মেসার্স মা ফার্মেসী:

Share