Tahmid physiotherapy center

Tahmid physiotherapy center All I have are dreams. No one else would believe. No-one else can see. No one else but me.

অনেক সময় সকালে ঘুম থেকে ওঠার পরে পা মাটিতে ফেলতে গেলেই প্রচণ্ড ব্যথা অনুভব হয়। একে প্লান্টার ফ্যাসাইটিস নামেও অবহিত করা...
05/05/2025

অনেক সময় সকালে ঘুম থেকে ওঠার পরে পা মাটিতে ফেলতে গেলেই প্রচণ্ড ব্যথা অনুভব হয়। একে প্লান্টার ফ্যাসাইটিস নামেও অবহিত করা হয়।

এই ব্যথার কারণ হচ্ছে ক্যালকেনিয়াম স্পার (গোড়ালির নিচের হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি)। এর ফলে পায়ের তলার, বিশেষ করে হিল বা গোড়ালিতে সুচের মতো খোঁচা অনুভূত হয়। ৩৫ থেকে ৫৫ বছর বয়সী মানুষের এমনটা বেশি হয়ে থাকে।

গোড়ালির ব্যথা থেকে মুক্তি পেতে বিভিন্ন ধরনের চিকিৎসাপদ্ধতির প্রচলন রয়েছে। বর্তমান সময়ে গোড়ালির ব্যথা কমাতে ফিজিওথেরাপি ও শক ওয়েভ থেরাপি একটি জনপ্রিয় চিকিৎসাপদ্ধতি। 😊👍

☎𝐁𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐥𝐢𝐧𝐠: ০১৩১২ ৫১৫ ১০১

তাহমিদ ফিজিওথেরাপি সেন্টার।
ডক্টর‌`স প্লাজা, কালিগঞ্জ বাজার, জকিগঞ্জ, সিলেট।



তাহমিদ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে ডা.মোয়াজ্জেম ইসলাম স্যারকে "American College of Physicians (ইন্টারনাল মেডিসিন) এ...
15/12/2024

তাহমিদ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে ডা.মোয়াজ্জেম ইসলাম স্যারকে "American College of Physicians (ইন্টারনাল মেডিসিন) এর মেম্বারশিপ সার্টিফিকেট (MACP) অর্জন করায় সম্মাননা স্মারক প্রদান...

14/10/2024

এই বাচ্চা রুগিটা হাড় ভাঙ্গা এবং নার্ভ ইনজুরি নিয়ে আমাদের সেন্টারে এসেছিলো...৭-১০ দিন ফিজিওথেরাপি নিয়ে এখন সম্পূর্ন সুস্হ আল্লাহর রহমতে...

29/03/2024

উনি আমাদের সেন্টারে এসেছিলেন PLID সংক্রান্ত কোমরব্যথা নিয়ে।তিনি এসেছিলেন দুই জনের কাঁধে ভর করে আলহামদুলিল্লাহ এক মাস থেরাপি নিয়ে পুরোপুরি সুস্থ হয়েছেন।

ফ্রোজেন শোল্ডার, যাকে আঠালো ক্যাপসুলাইটিসও বলা হয়....এই চাচির কাঁধে প্রচুর ব্যাথা এবং হাত তুলতে পারে না...আমারা ফিজিওথে...
12/01/2024

ফ্রোজেন শোল্ডার, যাকে আঠালো ক্যাপসুলাইটিসও বলা হয়....এই চাচির কাঁধে প্রচুর ব্যাথা এবং হাত তুলতে পারে না...আমারা ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করেছি...আল্লাহর রহমতে এখন ভালো অনুভব করছে...আশা করি সম্পূর্ন সুস্হ হয়ে যাবে...

ঘাড় ব্যাথার কারন ও লক্ষনঃপেশিতে টান পড়ার কারণেও ঘাড়ে ব্যথা হয়। স্নায়ু সংকোচন, অর্থাৎ ঘাড়ের ভার্টিব্রায় হার্নিয়েটে...
07/10/2023

ঘাড় ব্যাথার কারন ও লক্ষনঃ

পেশিতে টান পড়ার কারণেও ঘাড়ে ব্যথা হয়। স্নায়ু সংকোচন, অর্থাৎ ঘাড়ের ভার্টিব্রায় হার্নিয়েটেড ডিস্ক বা হাড়ের উৎস মেরুদণ্ডের কর্ড থেকে বেরিয়ে আসা স্নায়ুর ওপর চাপ পড়ার কারণেও ব্যথা হয়। বিভিন্ন সময় আঘাতের কারণে এমনটা হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, মেনিনজাইটিস বা ক্যানসারের মতো কয়েকটি রোগেও হতে পারে ঘাড়ব্যথা।

আমাদের ঘাড় খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ঘাড়ের হাড়, পেশি এবং লিগামেন্টসমূহ আমাদের মাথার ভার বহন করে এবং তার চলন নিয়ন্ত্রণ করে। এই অংশগুলোতে যেকোনো অস্বাভাবিকতা, প্রদাহ বা আঘাত হয়ে উঠতে পারে ঘাড় ব্যথার কারণ।

ঘাড়ের ব্যথার লক্ষণগুলোর তীব্রতা এবং স্থায়িত্বকাল এক এক রকম। প্রায়শই, ঘাড়ের ব্যথা সহনশীল পর্যায়ের হয় এবং মাত্র কয়েক দিন বা সপ্তাহ স্থায়ী হয়। আবার এটি দীর্ঘস্থায়ীও হতে পারে। তবে ঘাড়ের ব্যথা হালকা বা তীব্র যাইহোক না কেন–তা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে।

ঘাড় ব্যথার নানা রকম লক্ষণ রয়েছে:

অনেকের ঘাড় ব্যথায় তাদের ঘাড় শক্ত বা আটকে যাওয়ার অনুভুতি হয়। এই অবস্থায় ঘাড়ের নড়াচড়াও সীমিত হয়।
অনেকের ক্ষেত্রে ব্যথাটি তীক্ষ্ণ বা “ছুরিকাঘাতের” ব্যথার মতো অনুভূত হয় ঘাড়ের যেকোনো একটি নির্দিষ্ট অংশে।
ঘাড়কে ওপরে নিচে, ডানে বায়ে ঘাড় নাড়াতে গেলে বা বাঁকালে ঘাড়ের ব্যথা তীব্রভাবে অনুভব হয়।
ঘাড়ের ব্যথা ছড়িয়ে যাওয়া অথবা অসাড়তা: ঘাড়ের ব্যথা আপনার মাথা, কাঁধ এবং বাহুতে ছড়িয়ে যেতে পারে। যদি আপনার ঘাড়ে ব্যথা কোনো স্নায়ুর জটিলতার জন্য হয় তাহলে আপনি বাহু বা হাতে অসাড়তা, শিহরণ বা দুর্বলতা অনুভব করতে পারেন। এক্ষেত্রে ঘাড়ে একটি জ্বলন্ত বা তীক্ষ্ণ ব্যথার মতো শুরু হয় যা হাত পর্যন্ত ছড়িয়ে যায়। আপনি যদি এই উপসর্গটি অনুভব করেন তবে একজন ডাক্তারের সাথে দ্রুত পরামর্শ করুন।
ঘাড়ে ব্যথা শুরু হলে তা সার্ভিকোজেনিক মাথাব্যথা নামক মাথাব্যথাও তৈরি করতে পারে। মাথা ব্যথার সাথে ঘাড়ে ব্যথা মাইগ্রেনের মাথাব্যথার লক্ষণ হতে পারে।
অনেক সময় ডাক্তারের কাছে মেরুদণ্ড পরীক্ষা করার কারণেও ঘাড়ের ব্যথা বাড়তে পারে।
যদি আপনার ঘাড়ে ব্যথা থাকে যা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে থাকে এবং গুরুতর হয় বা অন্যান্য উপসর্গের সাথে থাকে, তাহলে অবিলম্বে চিকিৎসার পরামর্শ নিন। এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিন...

★★★ফ্রোজেন শোল্ডার বা কাধে ব্যাথা কি?হাতের সাথে কাঁধের যে সন্ধি তার নাম শোল্ডার।এই সন্ধিতে একধরনের প্রদাহ হলে তাকে ফ্রোজ...
05/10/2023

★★★ফ্রোজেন শোল্ডার বা কাধে ব্যাথা কি?

হাতের সাথে কাঁধের যে সন্ধি তার নাম শোল্ডার।এই সন্ধিতে একধরনের প্রদাহ হলে তাকে ফ্রোজেন শোল্ডার বলে।এই সন্ধির ভেতরে সাইনোভিয়াল ক্যাপসুল থাকে।ক্যাপসুলের ভেতরে সাইমোভিয়াল ফ্লুইড নামক তরল ধীরে ধীরে কমে যায়।ফলে সাইনোভিয়াল ক্যাপসুল সংকুচিত হয়ে সন্ধি জমে যায় বা শক্ত হয়ে যায়।মুভ করানো যায় না।

★ফ্রোজেন শোল্ডার কেন হয়ঃ

এ রোগের নির্দিষ্ট কারণ জানা যায়নি,তবে কিছু কারণ প্রভাবক হিসেবে কাজ করে-

# কাঁধের সন্ধিতে কোন আঘাত

# ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি

# কোন কারণে দীর্ঘদিন সন্ধি যদি অকার্যকর থাকে যেমনঃ শয্যাশায়ী,বা পক্ষাঘাতগ্রস্ত রোগী

# ফুসফুস,হৃৎপিণ্ড বা হাতের অস্ত্রোপচারের পর

# থাইরয়েড সমস্যা

ফ্রোজেন শোল্ডার কাদের হয়ে থাকেঃ

বয়স্ক পুরুষ বা মহিলা যে কারো এ রোগ হতে পারে,বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে।

ফ্রোজেন শোল্ডার উপসর্গ সমূহ কি কি?

# কাঁধ শক্ত হয়ে যাওয়া

# কাঁধ থেকে হাত নাড়ানোর ক্ষমতা কমে যাওয়া

# হাতে দূর্বলতা

# পিঠ চুলকানো,জামায় হাত ডুকানো,চুল আছড়ানো ইত্যাদি কাজ করতে কষ্ট হওয়া

# আক্রান্ত পাশে কাত হয়ে শুতে বা ঘুমাতে কষ্ট হওয়া

ফ্রোজেন শোল্ডার রোগ নির্ণয়ঃ

সাধারণত রোগের ইতিহাস ও উপসর্গ থেকেই এ রোগ নির্ণয় করা যায়,তবে অন্য রোগ থেকে আলাদা করার জন্য কিছু রক্ত পরীক্ষা এবং হাড় ভাঙ্গার সন্দেহ মুক্ত হওয়ার জন্য কাঁধের এক্সরে করা প্রয়োজন।

এ রোগের চিকিৎসার জন্য কিছু ঔষধ এবং ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয়।

★ফিজিওথেরাপি নিন, সুস্হ জীবনযাপন করুন★স্ট্রোক হলো একটি রোগ যেখানে মস্তিষ্কের রক্ত সরবরাহের বিঘ্নতার জন্য কোষের মৃত্যু ঘট...
04/10/2023

★ফিজিওথেরাপি নিন, সুস্হ জীবনযাপন করুন★

স্ট্রোক হলো একটি রোগ যেখানে মস্তিষ্কের রক্ত সরবরাহের বিঘ্নতার জন্য কোষের মৃত্যু ঘটে। প্রধানত দুই ধরনের স্ট্রোক রয়েছে: মস্তিষ্কের রক্তসংরোধজনিত ও অন্তকরোটি রক্তক্ষরণজনিত স্ট্রোক। উভয় কারণেই মস্তিষ্কের কিছু অংশ ঠিকমতো কাজ করতে পারে না। স্ট্রোকের উপসর্গগুলোর মধ্যে রয়েছে অর্ধ-পক্ষাঘাত বা শরীরের একপাশ নড়াতে অক্ষম হওয়া বা অনুভূতিহীন হওয়া, কথা বুঝতে বা বলতে না পারা, মাথা বা গা ঝিমঝিম করা, একপাশের দৃষ্টিশক্তি নষ্ট হওয়া। স্ট্রোক ঘটার পরপরই সাধারণত উপসর্গগুলো প্রকাশ পায়। যদি উপসর্গ এক বা দুই ঘন্টার কম থাকে তাহলে একে ক্ষণস্থায়ী রক্তসংরোধজনিত আক্রমণ (TIA) বলে যা (মিনি স্ট্রোক) নামেও পরিচিত। রক্তক্ষরণজনিত স্ট্রোক বিশেষ করে উপ-অ্যারাকনয়েড রক্তক্ষরণে তীব্র মাথাব্যথা হয়। স্ট্রোকের লক্ষণসমূহ স্থায়ী হয়। দীর্ঘমেয়াদি জটিলতার মধ্যে অন্যতম হলো নিউমোনিয়া ও মূত্রথলির নিয়ন্ত্রণ হারানো।

★কারন: উচ্চ রক্তচাপ হলো স্ট্রোকের প্রধান ঝুঁকিপূর্ণ উপাদান। অন্যান্য ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো ধূমপান, অতিস্থূলতা, রক্তে কোলেস্টেরলের আধিক্য, বহুমূত্র, পূর্বের ক্ষণস্থায়ী রক্তসংরোধজনিত আক্রমণ, শেষ পর্যায়ের বৃক্কীয় রোগ, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ইস্কিমিক বা রক্তসংরোধজনিত স্ট্রোক হয় প্রধানত একটি রক্তবাহের সংরোধের ফলে, যদিও এর আরও অপেক্ষাকৃত কম প্রধান কারণও আছে। হিমোরেজিক বা রক্তক্ষরণজনিত স্ট্রোক ঘটে হয় অন্তকরোটি রক্তক্ষরণ অথবা উপ-অ্যারাকনয়েড স্থানে রক্তক্ষরণের ফলে। মস্তিষ্কের রক্তবাহের অ্যানিউরিজম বিদারণের ফলে রক্তক্ষরণ হয়।মূলত শারীরিক পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয় এবং সহায়ক হিসেবে সিটি স্ক্যান ও এম আর আই স্ক্যান করা হয়। সিটি স্ক্যানের সাহায্যে রক্তপাত হয়েছে কি না তা বুঝা যায় তবে রক্তসংরোধ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না কারণ শুরুর দিকে সিটি স্ক্যানে রক্তসংরোধের লক্ষণ সাধারণত দৃশ্যমান হয় না। অন্যান্য পরীক্ষা যেমন ইসিজি ও রক্ত পরীক্ষা করা হয় ঝুঁকিপূর্ণ উপাদান ও অন্যান্য সম্ভাব্য কারণ খুঁজে বের করার জন্য। রক্তে শর্করার পরিমাণ কমে গেলেও একই রকম লক্ষণ প্রকাশ পায়।।।

স্ট্রোকের লক্ষণঃ
মুখ, বাহু বা পায়ের হঠাৎ অসাড়তা বা দুর্বলতা, বিশেষ করে শরীরের একপাশে।
হঠাৎ বিভ্রান্তি, কথা বলতে বা বুঝতে সমস্যা।
হঠাৎ এক বা উভয় চোখে দেখতে অসুবিধা হওয়া।
হঠাৎ হাঁটতে সমস্যা, মাথা ঘোরা, ভারসাম্য বা সমন্বয় হারানো।
কোনো অজ্ঞাত কারণ ছাড়াই হঠাৎ তীব্র মাথাব্যথা।

অস্টিওআর্থারাইটিস (হাড়ের বাত) কি?হাঁটুর অস্থি ও তরুণাস্থির ক্ষয়ের কারণে গঠনগত পরিবর্তন হয়ে যে রোগ হয়, তাকেই বলে হাঁটু...
02/10/2023

অস্টিওআর্থারাইটিস (হাড়ের বাত) কি?

হাঁটুর অস্থি ও তরুণাস্থির ক্ষয়ের কারণে গঠনগত পরিবর্তন হয়ে যে রোগ হয়, তাকেই বলে হাঁটুর বয়সজনিত ক্ষয়বাত বা হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বলে। এর কারণে বয়স্কদের হাঁটুব্যথা ও হাঁটাচলায় কষ্ট হয়। চেয়ারে বসে নামাজ আদায় করতে কষ্ট হয়...

অস্থি সন্ধিস্থলে গড়ে ওঠা ধীরে ধীরে প্রগতিশীল একটি রোগ হল অস্টিওআর্থারাইটিস যার ফলে অস্থি সন্ধিস্থলগুলি বেদনাদায়ক ও শক্ত হয়ে যায়, এবং এই রোগে সাধারণত মাঝবয়সী থেকে বয়স্ক ব্যক্তিরাই বেশি আক্রান্ত হন। বাইরে থেকে পড়া চাপ এবং জৈবরাসায়নিক পরিবর্তনের কারণে ভারবহনকারী অস্থি সন্ধিস্থলগুলি আক্রান্ত হলে তরুণাস্থিতে ভাঙন দেখা যায়।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি ?

উপসর্গগুলি পর্যায়ক্রমিক, তার মধ্যে অন্তর্ভুক্ত হল:

*অস্থি সন্ধিস্থলে ব্যথা ও শক্তভাব।
*পেশীর ভরের ক্ষয়ের সাথে সাথে পেশীর দুর্বলতাও দেখা যায়।
*ক্ষতিগ্রস্থ অস্থি সন্ধিস্থলগুলি সঞ্চালনে সমস্যা, সীমিত দূরত্ব পর্যন্ত সঞ্চালনই সম্ভব হয়।
*অস্থি সন্ধিস্থলগুলিতে সংবেদনশীলতা বা ফোলাভাব পরিলক্ষিত হয় ফলে সন্ধিগুলি স্বাভাবিকের চেয়ে বেশি স্থুল দেখায়।
*অস্থি সন্ধিস্থলগুলিতে করকর শব্দ বা ভাব অথবা মৃদু, কর্কশ শব্দ অস্থি সন্ধিস্থলে।
*দৈনন্দিন কাজকর্ম করা কঠিন হয়ে ওঠে।
আঙ্গুলগুলি বেঁকে যায়।
*আক্রান্তস্থানে ব্যথাদায়ক ফোড়া বা তরলপূর্ণ ফোস্কা হতে পারে।
* উঠা বসা করতে হাটুতে ব্যাথা লাগবে এবং পা ফুলতেও পারে..

***ফিজিওথেরাপি নিন সুস্হ থাকুন.....
ডক্টর'স প্লাজা,কালিগঞ্জ, জকিগঞ্জ, সিলেট

আমাদের সেন্টারে সকল ধরনের উন্নত মানের মেশিন দ্বারা সু-সজ্জিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত...থেরাপি নিন সুস্হ থাকুন...সম্পূর্ণ প...
28/09/2023

আমাদের সেন্টারে সকল ধরনের উন্নত মানের মেশিন দ্বারা সু-সজ্জিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত...থেরাপি নিন সুস্হ থাকুন...সম্পূর্ণ পার্শপ্রতিক্রিয়া বিহীন চিকিৎসা...

আপনার প্রতিবন্ধি শিশুকে সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা করান...কারন সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আপনার প্রতিবন্ধি শি...
26/09/2023

আপনার প্রতিবন্ধি শিশুকে সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা করান...কারন সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আপনার প্রতিবন্ধি শিশুর সুন্দর এবং সুস্হ জীবন পাবেন...

Address

ডক্টর'স প্লাজা, কালিগঞ্জ, জকিগঞ্জ, সিলেট
Sylhet

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801321515695

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmid physiotherapy center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share