
01/05/2022
তারিখঃ ৩০/০৪/২০২২খ্রিঃ।
সম্মানিত এটোমি সিলেট এর সদস্যবৃন্দ।
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সাউথ কোরীয়ান এটোমি কর্পোরেশন এর সিলেট টিমের উদ্দোগে, নানাবিধ সীমাবদ্ধতা সত্বেও, আপনাদের সকলের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহন/ সহযোগীতায়, গত ২৮/০৪/২০২২খ্রীঃ রোজ বৃহস্পতিবার, সিলেট সিটির ওয়েষ্টার্ন কমপ্লেক্স, এটোমি অফিসে “এটোমি প্রডাক্ট পরিচিতি, এটোমি বিজনেস প্ল্যান ও এটোমি পে-আউট পদ্ধতি” বিষয়ক স্পেশালিষ্ট, প্রধান অতিথি, এটোমি
ঢাকার ডায়মন্ড মাষ্টার, আনিসুর বহমান সাহেবের উপস্থিতিতে এক "আলোচনা সভা ও ইফতার মাহফিল" অনুষ্টিত হয়।
অংশগ্রহনকারী ও সহযোগীতা প্রদানকারী- গনের তালিকাঃ
১) প্রঃ ডাঃ ইসমাঈল পাটোয়ারী ২) ডাঃ মোঃ ইদরীস ৩) জনাব নাসির উদ্দীন ৪) ডাঃ আখতার উদ্দীন মোল্লা
৫) জনাব মাহবুবুর রহমান লস্কর ৬) জনাব বদরুল ইসলাম লস্কর (রাজু ভাই)
৭) জনাব মাহমুদুর রহমান
৮) ডাঃ মামুন পারভেজ
৯) জনাব মোঃ শফিকুর রহমান
১০) জনাব নজরুল ইসলাম ১১) জনাব জাকির হোসেন
১২) জনাব মোঃ আব্দুল মুকিত ১৩) জনাব মোঃ শামিম ১৪) জনাব মোঃ আকামত আলি ১৫) জাবির ১৬) মিঃ অজিত গোস্বামী
১৭) ইন্জিঃ মোঃ আব্দুল্লাহ ১৯) জনাব মোঃ নওশাদ
২০) মোঃ সিজান ২১) মাওঃ কামরুল ২২) মোঃ মিহাদ
২৩) মোঃ আবু তাহের
২৪) মোঃ আঃ বাসিত
২৫) জনাব সৈয়দ মোঃ ফযেজ
২৬) জনাব মোঃ মাহবুব হোসেন সোনামনিসহ আরো অনেকে...
উক্ত সভার ০৪টি অধিবেশনের কার্য-বিবরনী আপনাদের অবগতির জন্য দেওয়া হলোঃ
** ১ম অধিবেশনঃ বাদ যোহর-আসর (কোরআন তেলাওয়াত, স্বাগত বক্তব্য, কোম্পানী পরিচিতি, প্রডাক্ট ইউজারদের অভিজ্ঞতা শেয়ার করা হয়।
** ২য় অধিবেশনঃ বাদ আসর-মাগরিব (গ্লোবালি স্বীকৃত KAERI/KOLMAR BNH/ATOMY এটোমি প্রডাক্ট পরিচিতি/এটোমি বিজনেস প্ল্যান/এটোমি পে-আউট এর সংক্ষিপ্ত আলোচনা ও প্রশ্নোত্তর/মূক্ত আলোচনা ও ইফতার
পরিবেশন করা হয়।
*** ৩য় অধিবেশনঃ বাদ মাগরিব-এশা(মসজিদে এলাহীর কমিটির গুরুত্বপূর্ন সদস্যদের সাথে এটোমি প্রডাক্ট বিষয়ক অভিজ্ঞতা
শেয়ার করা হয়।
*** ৪র্থ ও সমাপনি অধিবেশন ও অতিথিদের বিদায়ী পর্বঃ
এই পর্বে প্রধান অতিথি ডায়মন্ড মাষ্টার, আনিসুর রহমান সাহেব, এটোমি সিলেটের সম্ভাবনাময় বিজনেস
মাইন্ডেড/ প্রডাক্ট ইউজারদের শর্ট লিষ্ট তৈরী করতে অনুরোধ করেন, যাহারা আগামী জুনের মধ্যে এটোমির ১ম রেংক অর্জন করতে সংকল্পবদ্ধ। সেই লিষ্ট হয়ে গেলে উনাদের জন্য