Al-Fatiha Foundation

Al-Fatiha Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Fatiha Foundation, Medical and health, Sylhet.
(1)

রুক্বইয়াহ কেন করবেন❓======================জিনের আসর, উপড়ি, যাদু, কালো যাদু, বান মারা, বদনজর, স্বামি-স্ত্রীর অমিল, পারিবা...
12/05/2024

রুক্বইয়াহ কেন করবেন❓
======================
জিনের আসর, উপড়ি, যাদু, কালো যাদু, বান মারা, বদনজর, স্বামি-স্ত্রীর অমিল, পারিবারিক অশান্তি, বিয়ে না হওয়া, বিয়ের প্রস্তাব না আসা, ওয়াসয়াসা ও ইবাদতে অনাগ্রহ, ব্যবসায় বা চাকুরিতে জটিলতা, চিকিৎসার পরও রোগ না সারা ইত্যাদি শারিরীক ও মানসিক ইত্যাদি সমস্যায় শারইয়্যাহ সম্মত একমাত্র চিকিৎসা রুক্বইয়াহ করাতে পারেন।

রুক্বইয়াহ কিভাবে করা হয়❓
======================
কোরআনের আয়াত, আল্লাহর নামের যিকর, হাদিসে রাসূল ﷺ অথবা সালাফে সালেহীন থেকে বর্ণিত দোয়া পাঠ করার মাধ্যমে সম্পূর্ণ শারইয়্যাহ মেনে রুক্বইয়াহ করা হয়।

☎️অভিজ্ঞ রাক্বির মাধ্যমে রুক্বইয়াহ সেবা যোগাযোগ
📱কল/হোয়াটসঅ্যাপ করুন: 01737-912781

"রুক্বইয়াহ সাপোর্ট সিলেট"
🔸সমগ্র সিলেট বিভাগে রুক্বইয়াহ হোম সার্ভিসের ব্যবস্থা রয়েছে🔸

আপনি জ্বীন, যাদু, বদনজর ইত্যাদিতে আক্রান্ত কিনা দেখে নিন ‼️👉কোন কোন লক্ষণগুলো আপনার সাথে মিলে আমাদের কমেন্টে জানান- ১) স...
18/01/2024

আপনি জ্বীন, যাদু, বদনজর ইত্যাদিতে আক্রান্ত কিনা দেখে নিন ‼️
👉কোন কোন লক্ষণগুলো আপনার সাথে মিলে আমাদের কমেন্টে জানান-

১) সবকিছু অবনতির দিকে যাওয়া
২) নিদ্রাহীনতা, বার বার ঘুম ভাঙা
৩) বোবায়ধরা, ঘুমের মধ্যে চিৎকার করা
৪) ভয়ঙ্কর স্বপ্ন দেখা
৫) স্বপ্নে কোনো কিছু খাওয়া
৬) স্বপ্নে কোনো কিছুতে ধাওয়া করা (হিংস্র প্রাণী, সরীসৃপ ইত্যাদি)
৭) স্বপ্নে বিয়ে হচ্ছে দেখা (নিজের/অন্যের)
৮) স্বপ্নে কবরস্থান/নির্জন যায়গা/মরুভূমিতে নিজেকে দেখা
৯) স্বপ্নে নিজেকে পুকুর, খাল, নদী, সমুদ্র ইত্যাদিতে নামতে দেখা
১০) ঘুমের মধ্যে শরিরে কারও স্পর্শ অনুভব হওয়া
১১) আশেপাশে ছায়ার মত কেউ আছে মনে হওয়া
১২) বিবাহের আগ্রহ হারিয়ে যাওয়া
১৩) বিবাহের কোন প্রস্তাব না আসা
১৪) বিবাহের প্রস্তাব আসলে, অজানা কারনে আর অগ্রসর না হওয়া
১৫) শরীরের বিভিন্ন স্থানে ব্যথা (ঘাড়ে, পিঠে, কোমরে)
১৬) চোখের অবস্থার অস্বাভাবিকতা
১৭) পেটে বিভিন্ন সমস্যা লেগেই থাকে, টেস্টে ধরা পড়ে না
১৮) তীব্র মাথা যন্ত্রণা, ঔষধে কাজ হয় না
১৯) রুচি ও ক্ষুধা কমে যাওয়া, সর্বদা পেট ভরাভরা অনুভব
২০) প্রস্রাবে সমস্যা (Infection)
২১)ঋতুস্রাবের অস্বাভাবিকতা (কম/বেশি, প্রচন্ড যন্ত্রণা ইত্যাদি)
২২)স্বামী/স্ত্রী/পরিবার/সমাজের প্রতি প্রচন্ড বিতৃষ্ণা/বিরক্তি অনুভব
২৩)বিকেলে/সন্ধ্যার দিকে প্রচন্ড বিষন্নতা, মেজাজ খারাপ থাকা
২৪)মাথা, শরীর সবসময় ভারী হয়ে থাকা
২৫)প্রচন্ডভাবে ওয়াসওয়াসা বেড়ে যাওয়া
২৬)ইবাদত বন্দেগীতে প্রচন্ড অনীহা, অস্বস্তি
২৭)কোনো রোগ দীর্ঘ্য-চিকিৎসায় ভালো না হওয়া
২৮)একা একা থাকতে পছন্দ করা
২৯)মনে আত্মহত্যা করার ইচ্ছা জাগা
৩০)চিন্তা ও মননে দুশ্চিন্তা, হতাশা, অস্থিরতা ও আতঙ্কভাব বিরাজ করা।

☎️অভিজ্ঞ রাক্বির মাধ্যমে রুক্বইয়াহ সেবা নিতে কল করুন 01737-912781

রুক্বইয়াহ কি❓
======================
রুক্বইয়াহ একটি কুরআন-সুন্নাহভিত্তিক চিকিৎসা।

রুক্বইয়াহ কেন করবেন❓
======================
জিনের আসর, উপড়ি, যাদু, কালো যাদু, বান মারা, বদনজর, বিয়ে না হওয়া, বিয়ের প্রস্তাব না আসা, ওয়াসয়াসা ও ইবাদতে অনাগ্রহ, ব্যবসায় বা চাকুরিতে জটিলতা, স্বামি-স্ত্রীর অমিল, পারিবারিক অশান্তি, চিকিৎসার পরও রোগ না সারা ইত্যাদি শারিরীক ও মানসিক ইত্যাদি সমস্যায় শারইয়্যাহ সম্মত একমাত্র চিকিৎসা রুক্বইয়াহ করাতে পারেন।

রুক্বইয়াহ কিভাবে করা হয়❓
======================
কোরআনের আয়াত, আল্লাহর নামের যিকর, হাদিসে রাসূল ﷺ অথবা সালাফে সালেহীন থেকে বর্ণিত দোয়া পাঠ করার মাধ্যমে সম্পূর্ণ শারইয়্যাহ মেনে রুক্বইয়াহ করা হয়।

আল্লাহ সুবহানা-আল্লাহু তা'আলা আমাদের সবাইকে বদনজর, জ্বিন, যাদু ও যাদুকরদের হাত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।

ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইলম অর্জনের উদ্দেশ্যে তাবেয়ীদেরকে খুঁজে বের করতেন, বিশেষ করে সেসব তাবেয়ীদের যারা সাহাবীদের ...
01/01/2024

ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইলম অর্জনের উদ্দেশ্যে তাবেয়ীদেরকে খুঁজে বের করতেন, বিশেষ করে সেসব তাবেয়ীদের যারা সাহাবীদের সান্নিধ্যে থেকে ফিকহ শাস্ত্র ও ইজতিহাদের জ্ঞান অর্জন করেছিলেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘উমার, ইবনে মাসউদ ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমদের ছাত্রদের কাছ থেকে আমি তাদের ফিকহী জ্ঞান গ্রহণ করেছি।”

ফিকহের জ্ঞান অর্জনের আগে আবু হানিফা রহিমাহুল্লাহ কুরআনুল কারীম মুখস্থ করেন। হাদীস অধ্যয়ন, আরবী ব্যাকরণ, সাহিত্য ও কাব্যের ওপরেও তিনি প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেন।

গভীরভাবে পড়াশুনার জন্য তিনি ফিকহশাস্ত্রকে কেনো বেছে নিয়েছেন সে সম্পর্কে তাঁর একটি চমৎকার উক্তি রয়েছে। তিনি বলেন, “আমি এ ইলম নিয়ে যতবেশী পড়াশোনা করি এর মর্যাদা ততবেশী স্পষ্টভাবে ফুটে ওঠে… আর আমি দেখতে পাচ্ছি- এ জ্ঞান ছাড়া ফরয ইবাদত আদায় করা সম্ভব নয়, ইসলাম কায়েম করা সম্ভব নয়, ইবাদত-বন্দেগী করা সম্ভব নয়। এমনকি এই জ্ঞান ছাড়া দুনিয়া-আখিরাত কোনোটাই পাওয়া সম্ভব নয়।”

বেশি বেশি হজ্জে আসা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর অন্যতম অভ্যাস ছিল। হজ্জের সুবাদে তিনি মক্কা, মদীনার অনেক ফকীহ-মুহাদ্দিসদের নিকট হাদিস গ্রহণ করতেন এবং ফিকহ নিয়ে আলোচনা করতেন। এভাবে তিনি সে যামানার বড় বড় আলেমদের সান্নিধ্যে থেকে ‘ফতোয়া’ নিয়ে গবেষণাকর্ম চালিয়েছেন।

২২ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত তিনি তাঁর ওস্তাদ হাম্মাদ ইবন আবু সুলাইমান রহিমাহুল্লাহ এর সান্নিধ্যে থাকেন। উস্তায মারা গেলে তিনি কূফার মসজিদে তাঁর স্থলাভিষিক্ত হন। তাঁর কাছে যেসব ‘ফতোয়া’ ও ‘বিচার’ আসত তিনি ছাত্রদের কাছে সেসব মাসআলার বিশ্লেষণপূর্ণ সমাধান করতেন। তীক্ষ্ণ বুদ্ধি ও যুক্তির আলোকে প্রত্যেকটি মাস‘আলাকে তাঁর সাদৃশ্যপূর্ণ অন্য মাস‘আলার সাথে তুলনা করতেন। এভাবেই তিনি ফিকহ শাস্ত্রের বিধি-বিধান নির্ণয়ের একটি পদ্ধতি দাঁড় করাতে সক্ষম হন।

🎉 Facebook recognised me as a reels superstar this week!
30/11/2023

🎉 Facebook recognised me as a reels superstar this week!

I've received 500 reactions to my posts in the past days. Jazaka-Allahu khairan all for your support. 🙏🤗🎉
24/11/2023

I've received 500 reactions to my posts in the past days. Jazaka-Allahu khairan all for your support. 🙏🤗🎉

02/11/2023

আপনি জ্বীন, যাদু, বদনজর, হিংসা ইত্যাদিতে আক্রান্ত কিনা কিভাবে বুঝবেন❓

👉যদি আপনার সাথে নিম্নোক্ত লক্ষণসমূহ মিলে যায় তাহলে বুঝবেন আপনার জ্বীন, যাদু, বদনজর ইত্যাদি প্যারানরমাল সমস্যা রয়েছেঃ

(০১) ঘাড়ে, পিঠের উপরের অংশে ব্যথা।
(০২) মেরুদন্ডের নিচের দিকে ব্যথা।
(০৩) চোখের অবস্থার অস্বাভাবিকতা।
(০৪) পেটে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
(০৫) ঋতুস্রাবের অস্বাভাবিকতা (কম/বেশি, প্রচন্ড যন্ত্রণা ইত্যাদি)।
(০৬) পুরুষদের প্রস্রাবে সমস্যা (Infection)।
(০৭) তীব্র মাথা যন্ত্রণা, ঔষধে তেমন কাজ হয় না।
(০৮) শরীরের বিভিন্ন স্থানে ব্যথা।
(০৯) রুচি ও ক্ষুধা কমে যাওয়া, সর্বদা পেট ভরাভরা অনুভব।
(১০) পেটে কোনো সমস্যা/অসুখ আছে, টেস্টে ধরা পড়ে না।
(১১) স্বামী/স্ত্রী/পরিবার/সমাজের প্রতি প্রচন্ড বিতৃষ্ণা/বিরক্তি অনুভব।
(১২) বিকেলে/সন্ধ্যার দিকে প্রচন্ড বিষন্নতা, মেজাজ খারাপ থাকা।
(১৩) মাথা সবসময় ভারী হয়ে থাকা।
(১৪) মাথায় প্রচন্ড উত্তাপ অনুভব।
(১৫) প্রচন্ডভাবে ওয়াসওয়াসা বেড়ে যাওয়া।
(১৬) ইবাদত বন্দেগীতে প্রচন্ড অনীহা, অস্বস্তি।
(১৭) ইবাদত বন্দেগীতে সমস্যার বৃদ্ধি।
(১৮) কোনো রোগ দীর্ঘ্য-চিকিৎসায় ভালো না হওয়া।
(১৯) শরীরে (ঘামে) পোড়া-পোড়া গন্ধ।
(২০) ঠিকভাবে ঘুম না হওয়া।
(২১) ভয়ঙ্কর স্বপ্ন দেখা।
(২২) স্বপ্নে কোনো কিছু খাওয়া।
(২৩) স্বপ্নে কোনো কিছুতে ধাওয়া করা (হিংস্র প্রাণী, সরীসৃপ ইত্যাদি)।
(২৪) স্বপ্নে গোরস্থান বা কোনো নির্জন স্থানে নিজেকে বারবার দেখা।
(২৫) স্বপ্নে নিজেকে পুকুর, খাল, নদী, সমুদ্র ইত্যাদিতে নামতে দেখা।

☎️অভিজ্ঞ রাক্বির মাধ্যমে রুক্বইয়াহ সেবা নিতে কল করুন 01737-912781

আল্লাহ সুবহানা-আল্লাহু তা'আলা আমাদের সবাইকে বদনজর, জ্বিন, যাদু ও যাদুকরদের হাত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।

‼️সাবধান‼️‼️সাবধান‼️‼️সাবধান‼️আবূ হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ অন্ধ...
03/09/2023

‼️সাবধান‼️‼️সাবধান‼️‼️সাবধান‼️
আবূ হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ অন্ধকার রাতের মত ফিতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রভি অগ্রসর হও। সে সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে। বিকালে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দ্বীন বিক্রি করে বসবে। (সহীহ মুসলিম ১১৮, ইফা- ২১৪)

এভাবেই মানুষ ধীরে ধীরে শিরক-কুফর এর মধ্যে নিপাতিত হয়ে যায়‼️

Address

Sylhet

Telephone

+8801580447407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Fatiha Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al-Fatiha Foundation:

Share