MediTech

MediTech " মেডিটেক একটি ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম "🩺

মেডিটেক মানেই - " চিন্তামুক্ত সুস্থ জীবন " 😊❤️

🧠✨ প্রথম ৮ বছরেই তৈরি হয় শিশুর ভবিষ্যৎ – জানুন কেন?👶🏻 আপনি কি জানেন?শিশুর মস্তিষ্কের ৯০% বৃদ্ধি হয় জন্ম থেকে ৫ বছরেই। ...
15/07/2025

🧠✨ প্রথম ৮ বছরেই তৈরি হয় শিশুর ভবিষ্যৎ – জানুন কেন?

👶🏻 আপনি কি জানেন?

শিশুর মস্তিষ্কের ৯০% বৃদ্ধি হয় জন্ম থেকে ৫ বছরেই। এরপর ৮ বছর পর্যন্ত তৈরি হয় শেখার বুনিয়াদ, আত্মবিশ্বাস, এবং আচরণগত মানসিকতা।

🔬 গবেষণা বলছে –

✅ প্রথম ৫ বছরে শিশু শিখে কথা বলা, হাঁটা, সামাজিকতা, ভালোবাসা, নিরাপত্তা।
✅ পরের ৩ বছরে তাদের শেখার ধরন, যুক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা দৃঢ় হয়।

❤️ এই সময়ে কী করবেন?

🌱 শিশুদের কথা শুনুন
🌱 নিরাপদ ও ভালোবাসায় ভরা পরিবেশ দিন
🌱 নতুন কিছু শেখার সুযোগ দিন
🌱 অন্যদের সাথে মিশতে দিন
🌱 হাসিখুশি, ধৈর্যশীল এবং ইতিবাচক থাকুন

➡️ কারণ এই বছরগুলোতে আপনার ছোট্ট প্রিয় মানুষের মস্তিষ্ক গড়ে উঠছে একটি শক্ত ভিতের মতো, যা আজীবন তাকে দৃঢ় রাখবে।
--------------------------------------------------------------
এখন আসুন ধাপে ধাপে জেনে নিই...

🗓️ ০-১ বছর: শেখা ও মস্তিষ্ক বিকাশ

🍼 “জন্মের প্রথম বছরে কী শেখে শিশু?”

🔹 মুখ চেনা ও হাসি
🔹 শব্দ শুনে প্রতিক্রিয়া
🔹 বসা, হামাগুড়ি
🔹 ছোট খেলনা ধরতে পারা

❤️ টিপস: শিশুর সাথে কথা বলুন, চোখের দিকে তাকিয়ে হাসুন। এটাই তাদের মস্তিষ্কে নিরাপত্তা ও ভালোবাসার বার্তা পাঠায়।

🗓️ ১-৩ বছর: ভাষা ও সামাজিকতা

🗣️ “১-৩ বছরে শিশুর সবচেয়ে বড় অর্জন কী?”

🔹 একক শব্দ → বাক্য
🔹 হাঁটাহাঁটি ও দৌড়ানো
🔹 অন্যদের অনুকরণ
🔹 খেলার মাধ্যমে শেখা

❤️ টিপস: গল্প পড়ুন, ছড়া শুনান, এবং প্রতিদিন নতুন শব্দ শেখান। এই সময়েই ভাষার ভিত শক্ত হয়।

🗓️ ৩-৫ বছর: কল্পনা শক্তি ও আত্মনিয়ন্ত্রণ

🎨 “৩-৫ বছর বয়স: সৃজনশীলতার উন্মেষ”

🔹 কল্পনার খেলা (রোল-প্লে)
🔹 নিজে জামা পরা, খাওয়া
🔹 ছোট দুষ্টুমি ও যুক্তির চেষ্টা
🔹 বন্ধু তৈরি করা

❤️ টিপস: তাদের কল্পনাশক্তিকে উৎসাহ দিন। খেলাধুলা ও গল্পের মাধ্যমে শেখানো সবচেয়ে কার্যকর।

🗓️ ৫-৮ বছর: যুক্তি, গণনা ও সমস্যা সমাধান

🧩 “৫-৮ বছরে শেখে কীভাবে ভাবতে হয়”

🔹 পড়া ও লেখা শুরু
🔹 সহজ গণিত
🔹 নিয়ম বোঝা ও মানা
🔹 দায়িত্ববোধের শুরু

❤️ টিপস: প্রশ্নের উত্তর দিতে বিরক্ত হবেন না। বরং ওদের ভাবতে শেখান। যেমন – “তোমার কি মনে হয় কেন এমন হয়?”
--------------------------------------------------------------

📌 সুতরাং, শিশুর প্রথম ৮ বছরে দিন আপনার সর্বোচ্চ মনোযোগ।
🌱 এটাই তাদের স্বপ্ন পূরণের ভিত্তি।

🔖 আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আপনার শিশু প্রথমে কী শিখেছিল – হাঁটা, কথা বলা, নাকি গান গাওয়া? শুনতে আগ্রহী আমরা।

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°🔴CBC যে যে রোগে করা হয়ঃ"""''''''''""""""""""""""'"...
14/07/2025

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা
🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।
🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)
🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।
🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।
🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।
🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।
🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।
🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।
🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।
🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।
🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।
🔴ChestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।
©

♦️একটা মাত্র CBC টেস্ট করে কতো কিছু জানা যায়।অ্যানেমিয়া আছে কিনা জানা যায়-  HB% কমে যাবে।প্রাথমিক ইনফেকশন আছে কিনা বুঝা ...
10/07/2025

♦️একটা মাত্র CBC টেস্ট করে কতো কিছু জানা যায়।

অ্যানেমিয়া আছে কিনা জানা যায়- HB% কমে যাবে।

প্রাথমিক ইনফেকশন আছে কিনা বুঝা যায় - WBC Count (White Blood Cell Count): বেড়ে যেতে পারে বা কমেও যেতে পারে।

ব্যাকটেরিয়াল নাকি ভাইরাস জনিত ইনফেকশন তার প্রাথমিক ধারণা পাওয়া যায়-- ব্যাকটেরিয়াল হলে Neutrophils বাড়বে ভাইরাস জনিত হলে Lymphocytes বাড়বে।

রক্তে অ্যালার্জির সমস্যা আছে কিনা বুঝা যায় -Eosinophils বাড়বে।

পানি শুন্যতা আছে কিনা বুঝা যায় --Hematocrit (HCT) হাই থাকবে।

ব্লাড ক্যান্সার আছে কিনা জানা যায়--WBCঅনেক বেশি বেড়ে যেতে পারে বা অনেক বেশি কমেও যেতে পারে।

শরীরে রক্তপাতের ঝুঁকি আছে কিনা বুঝা যায়-- প্লাটিলেট কাউন্ট কমে যাবে।

পেটে কৃমি বা প্যারাসাইটিক ইনফেকশন আছে কিনা বুঝা যায়--Eosinophils কাউন্ট হাই হবে।

শরীরে কোথাও প্রদাহ বা ইনফ্লামেশন আছে কিনা জানা যায় -- ESR বেড়ে যাবে।

আয়রন ডেফিসিয়েন্সি বনাম থ্যালাসেমিয়ার মধ্যে প্রাথমিক ডিফারেন্স ধরা যায়--MCV,MCH,RDW দেখে সিদ্ধান্ত নিতে হয়।

CBC কে বলা হয় মাদার অব অল টেস্ট।।।
ধন্যবাদ
© from medical campus.

🧠 আপনার মানসিক সুস্থতাই আমাদের অগ্রাধিকার!মানসিক সমস্যা মানেই দুর্বলতা নয়, এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা।👉 আপনি কি নিয়মিত...
09/07/2025

🧠 আপনার মানসিক সুস্থতাই আমাদের অগ্রাধিকার!
মানসিক সমস্যা মানেই দুর্বলতা নয়, এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা।

👉 আপনি কি নিয়মিত মন খারাপ, একা লাগা, উদ্বিগ্নতা বা আচরণগত পরিবর্তনের শিকার?
👉 প্রিয়জন কি আচরণে অস্বাভাবিকতা দেখাচ্ছেন?

Meditech24 নিয়ে এসেছে অনলাইন ও অফলাইন সাইকিয়াট্রি সেবা, যেখানে আপনি নিরাপদ, গোপনীয় এবং বিজ্ঞানসম্মত সমাধান পাবেন নিচের সমস্যাগুলোর জন্য:

🔹 বাইপোলার ডিজঅর্ডার
🔹 ডিপ্রেশন
🔹 স্কিজোফ্রেনিয়া

💬 বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিন ঘরে বসেই।
📝 প্রেসক্রিপশন, কাউন্সেলিং ও ফলোআপ — সবই একসাথে!

🧠 ১. বাইপোলার ডিজঅর্ডার (Bipolar Disorder)

📌 কী এটি?

বাইপোলার ডিজঅর্ডার একটি মানসিক অসুস্থতা, যেখানে ব্যক্তির মুড বা আবেগ চরমভাবে ওঠানামা করে — কখনো খুব আনন্দিত বা উত্তেজিত (মানিয়া), আবার কখনো খুব বিষণ্ন বা হতাশ (ডিপ্রেশন) অনুভব করেন।

🔍 লক্ষণ:

ম্যানিক ফেজে:

খুব বেশি কথা বলা বা দ্রুত চিন্তা করা

অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া

ঘুম কমিয়ে দেওয়া

অর্থ বা সম্পর্ক নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়া

ডিপ্রেসিভ ফেজে:

হতাশা, দুঃখবোধ

আগ্রহ হারিয়ে ফেলা

ক্লান্তি ও নিদ্রাহীনতা

আত্মহত্যার চিন্তা

🎯 কারণ:

জিনগত (পারিবারিক ইতিহাস)

মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্যের সমস্যা

স্ট্রেসফুল জীবনঘটনা

💡 চিকিৎসা:

মেডিসিন (Mood stabilizers, Antipsychotics)

সাইকোথেরাপি বা CBT (Cognitive Behavioral Therapy)

জীবনধারা পরিবর্তন ও পারিবারিক সাপোর্ট

😞 ২. ডিপ্রেশন (Depression)

📌 কী এটি?

ডিপ্রেশন বা বিষণ্নতা একটি সাধারণ কিন্তু গুরুতর মানসিক অবস্থা, যেখানে ব্যক্তি দীর্ঘ সময় ধরে দুঃখ, শূন্যতা বা আগ্রহহীনতায় ভোগেন।

🔍 লক্ষণ:

সবকিছুতে অনাগ্রহ

মন খারাপ থাকা প্রায় প্রতিদিন

নিদ্রাহীনতা বা অতিরিক্ত ঘুম

ক্ষুধামান্দ্য বা অতিরিক্ত খাওয়া

আত্মহত্যার চিন্তা

🎯 কারণ:

জেনেটিক ফ্যাক্টর (পরিবারে ইতিহাস)

জীবনঘটনা (ভাঙা সম্পর্ক, চাকরি হারানো)

মস্তিষ্কে সেরোটোনিন/ডোপামিন ভারসাম্যহীনতা

দীর্ঘস্থায়ী ব্যথা বা শারীরিক অসুস্থতা

💡 চিকিৎসা:

অ্যান্টি-ডিপ্রেসেন্ট ওষুধ

কাউন্সেলিং ও থেরাপি (CBT, Talk Therapy)

সাপোর্ট গ্রুপ ও মেডিটেশন

নিয়মিত ঘুম, ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার

🌀 ৩. স্কিজোফ্রেনিয়া (Schizophrenia)

📌 কী এটি?

স্কিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ, যেখানে ব্যক্তি বাস্তবতা থেকে বিচ্যুতি অনুভব করেন। তারা বিভ্রান্তিকর চিন্তা, ভয়ানক কল্পনা বা কণ্ঠস্বর শুনতে পান যা বাস্তবে থাকে না।

🔍 লক্ষণ:

হ্যালুসিনেশন (বাস্তব নয় এমন কণ্ঠস্বর শোনা)

ডেলিউশন (মিথ্যা বিশ্বাস, যেমন: কেউ আমাকে মারতে চায়)

অসংলগ্ন কথা বলা

আবেগহীন বা চুপচাপ থাকা

আত্মনিয়ন্ত্রণের ঘাটতি

🎯 কারণ:

পারিবারিক ইতিহাস

গর্ভকালীন জটিলতা বা জন্ম-পরবর্তী সমস্যা

মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্যহীনতা (ডোপামিন)

মানসিক বা শারীরিক ট্রমা

💡 চিকিৎসা:

অ্যান্টিসাইকোটিক ওষুধ

নিয়মিত থেরাপি ও মনিটরিং

পরিবারের সহানুভূতি ও দীর্ঘমেয়াদি যত্ন

হসপিটাল কেয়ার (যদি প্রয়োজন হয়)

🔔 শেষ কথা:

এই মানসিক সমস্যাগুলো একটানা চলতে থাকলে ব্যক্তির স্বাভাবিক জীবন, সম্পর্ক ও কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। কিন্তু ভালো খবর হলো — এগুলোর সঠিক চিকিৎসা রয়েছে।

🏥 Meditech24 নিয়ে এসেছে:

✅ অনলাইন সাইকিয়াট্রি কনসালটেশন
✅ প্রেসক্রিপশন ও ওষুধ হোম ডেলিভারি
✅ মানসিক সাপোর্ট থেরাপি
✅ গোপনীয়তা ১০০% নিশ্চিত

📞 সাহায্য দরকার? কল করুন: 01741376447
🌐 ভিজিট করুন: www.meditech24.net
📍 ফলো করুন:

আপনার মানসিক সুস্থতা আমাদের অঙ্গীকার। আপনি একা নন — সাহায্য আছে, সমাধান আছে।

এটা কোনো শিল্পীর আঁকা ছবি না। এটা মানুষের শরীরের রক্তনালী (vascular system)!আপনি যা দেখছেন—তা হলো, একটি পূর্ণ মানবদেহের ...
05/07/2025

এটা কোনো শিল্পীর আঁকা ছবি না। এটা মানুষের শরীরের রক্তনালী (vascular system)!
আপনি যা দেখছেন—তা হলো, একটি পূর্ণ মানবদেহের শিরা-উপশিরার জটিল জাল। কোনো হাড় নেই, কোনো মাংস নেই, শুধু রক্ত সঞ্চালনার পথগুলো।

একবার কল্পনা করো, আল্লাহ তায়ালা মানুষের শরীরের ভিতরে কতো নিখুঁতভাবে প্রতিটি রগ, শিরা, উপশিরা, ধমনি বসিয়ে দিয়েছেন—যা প্রতিটি অঙ্গ পর্যন্ত রক্ত পৌঁছে দেয়।

কুরআনে আল্লাহ বলেন:

وَفِي أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ
"তোমাদের নিজেদের মধ্যেই রয়েছে নিদর্শন। তবুও কি তোমরা দেখো না?" সূরা আদ-ধারিয়াত: ২১

বিজ্ঞান এখনো প্রতিটি রক্তনালীর নাম জানে না। অথচ আল্লাহ এমন এক জটিল সিস্টেম সৃষ্টি করেছেন, যা প্রতি মুহূর্তে আমাদের রক্ত সঞ্চালনা করছে—একটি ভুল হলে মানুষ সাথে সাথেই মারা যেতে পারে।

আল্লাহ বলেন:

خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
"তিনি মানুষকে একটি ঝুলন্ত রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন।" (সূরা আলাকঃ ২)

এই ছবি শুধু একটি ছোট নিদর্শন, যা আমাদের মনে করিয়ে দেয়—
আমরা কোনো সাধারণ মেশিন না, আমরা আল্লাহর সৃষ্টি।
তিনি আমাদের প্রতিটি শিরা-উপশিরা জানেন,
প্রতিটি ধমনির রক্ত প্রবাহ জানেন,
প্রতিটি দেহাংশের কাজ তিনিই নির্ধারণ করেছেন।

এটা দেখে কি মনে পড়ে না, তিনি কত মহান?
কেমন করে আমরা তাকে অস্বীকার করি, অথচ তাঁর সৃষ্টি নিজের চোখে দেখি।

হে আমার প্রভু, তুমি কতই না কুদরতওয়ালা, নিখুঁত কারিগর। আমাদের অন্তর তোমার ভয় ও ভালোবাসায় সিক্ত করো। আমিন!💖💝❤

Copy post

রাত ২:৩০ মিনিট পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে উঠে গেলাম দেখতে,  দেখি পাশের বাড়ির আঙ্কেল অবস্থা যায় যায় অক্সিজেন কমে ...
04/07/2025

রাত ২:৩০ মিনিট পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে উঠে গেলাম দেখতে, দেখি পাশের বাড়ির আঙ্কেল অবস্থা যায় যায় অক্সিজেন কমে গেছে, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতেছেন, এই মুহুর্তে উনাকে হাসপাতাল নিয়ে না গেলে কিংবা অক্সিজেন না দেওয়া গেলে বিপদ হতে পারে।
আমি এম্বুলেন্স কল করছি বার বার কিন্তু কোন রেসপন্স নাই.....
পরিস্থিতি আরো করুন হচ্ছে কান্নার আওয়াজ আরো বৃদ্ধি পাচ্ছে... 🥺

আরেকদিন বাড়ির চাচাতো বোনটার হঠাৎ প্রচন্ড প্রসব বেদনায় চিৎকার, পরিস্থিতি একই তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে, এম্বুলেন্স কল করো, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও নয়তো বিপদ হতে পারে........

আবার পাশের গ্রামের রহিম চাচার ছোট্ট ছেলেটা, বয়স মাত্র ৭ মাস কিংবা ৮ মাস হবে। প্রচন্ড জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, বুকটা ধপাস ধপাস করে উঠা না নামা করছে। সাথেই সাথেই নেবুলাইজার দিলাম. ৩ দিন আগে হাসপাতাল থেকে ভর্তি হয়ে আসলেন হাতে ক্যানুলা ছিল এন্টিবায়োটিক ডোস ও চলছিলো, বাচ্চার হাত নাড়াচাড়ায় ক্যানুলাটা ও ছোট গেছে এখন আবার হাসপাতালে যাও ক্যানুলা সেট করো তারপর ইনজেকশন পুশ করো......

উপরের এই সীনারিও গুলো প্রতিদিন আমাদের এলাকায় ঘটছে, কারো যদি কোন ডাক্তার রিলেটিভ না হন বেশির ভাগ সময় আমাকে কল করেন, ভাই একটা এম্বুলেন্স এর ব্যবসা করে দিন, ভাতিজা এই মুহুর্তে অক্সিজেন কোথায় দেওয়া যাবে অথবা এই বাচ্চাটার ক্যানুলা সেট বা নেবুলাইজার কোথায় দিতে পারি?

সাধ্যমত যতটুকু পারি আমি আমার প্লাটফর্ম MediTech থেকে একটু উপকার করার চেষ্টা করি কিন্তু সব সময় টাইমলী সবকিছু হয়ে উঠেনা। তখন ঐ রোগীর পরিবারের দিকে তাকাই কতটা অসহায়, কতটা আর্তনাদ আর আহাজারি, আহ্ 🥺

তার পরক্ষণেই চিন্তা করি ঈশ যদি আমাদের বৈরাগী বাজারে একটা কমিউনিটি হাসপাতাল থাকতো? একটা এম্বুলেন্স থাকতো অথবা একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকতো তাহলে এই বিপদের সময় মানুষের কতই না উপকার হতো, পেরেশানি কমতো আর মানুষের একটা দোয়ার দরজা খুলতো। আর এটা যে শুধু সাহায্য - সেবার মধ্যেই থাকতো না। একটা ব্যবসায়িক অবকাঠামো তৈরি হতো। গ্রামের সবাই বিপদকালাীন সুবিধা পাশাপাশি এলাকার ছেলেমেয়েদের একটা কর্মসংস্থানের জায়গা হতো আর একটা দক্ষতা আর অভিজ্ঞতা শিখার মাধ্যম হতো।

আচ্চা একটা কমিউনিটি হাসপাতাল করতে হলে সবচেয়ে বেশি কি প্রয়োজন?
প্রচুর টাকা পয়সা, একদল ডাক্তার আর নার্স, টেকনিশিয়ান, আয়া-বুয়া সহ একটা দক্ষ ম্যানেজমেনন্ট প্যানেল তাইতো?
আপনার কি মনে হয়, বৈরাগীবাজারে যে সকল মানুষ দেশের বাইরে আছে আমেরিকা, কানাডা, ইউরোপ কিংবা মিডলইস্টে তাদের একটা হাসপাতালে করার সার্মথ্য নাই? আমার তো মনে এ রকম শতশত আছে যিনি কিনা একাই একটা হাসপাতাল দেওয়ার সার্মথ্য রাখেন। তারপরে বৃহৎ এলাকায় স্বার্থে আমরা সবাই যদি দলবদ্ধ হয়ে এই রকম কমিউনিটি হাসপাতাল করে অন্তত এলাকায় মানুষের সেবা করতে পারি তাহলেই বুঝি জীবন স্বার্থক হতো।
সত্য বলতে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে এলাকায় এতো এতো মানুষ বিদেশ, প্রচুর টাকা ইনকাম করছে কিন্তু এতো বড় একটা এলাকায় জন্য ছোট্ট করে হলেও একটা ক্লিনিক কিংবা হাসপাতাল নাই আমাদের দ্বারস্থ হয়ে হয়ে বিয়ানীবাজার কিংবা সিলেটে। এটা সত্যিই আমাদের জন্য বেদনাদায়ক 🥺
কিছুদিন আগেও যখন নুরুল ভাইর মেয়েকে ঢাকা হাসপাতালে ভর্তি ছিলাম তখন ইউকে থাকা একজন বড় ভাইয়ের সাথে কথা হয়েছিল। উনাকে আমি বললাম ভাই আমরা আসলে Blessed যে আল্লাহ আমাদের বৈরাগী বাজার এলাকায় জন্ম দিয়েছিলেন, উনি বললেন কিভাবে। বললাম ভাই আপনি নিজে থেকে চিন্তা করেন এ পর্যন্ত আপনি কতজন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য কত লক্ষ টাকা দিয়েছেন আর সংগ্রহ করেছেন? বিশ্বাস করেন এই এগুলো মানুষের এগুলো টাকা চিকিৎসার জন্য এভাবে আর কোন এলাকায় দেন বলে আমার জানা নেই। সে জন্যই ইউ আর ব্রেলেসড আলহামদুলিল্লাহ। 🤲

হাসপাতালের জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো দক্ষ আর অভিজ্ঞ ডাক্তারগণ।
আপনার কি মনে হয়ে আমাদের বৃহত্তর এলাকায় ডাক্তারের সংখ্যা কম আছে?
আপনি মনে হয় জানেন না যেখানে পুরো বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের ভারপাপ্ত মহাপরিচালক ছিলেন এক সময় তিনি আমাদের এলাকারই কৃতী সন্তান ডাক্তার আসাদ স্যার (বকুল ডাক্তার নামে পরিচিত) আর আমার শ্রদ্ধেয় দাদা😊।
হ্যাঁ যদি উনার বয়স হয়ে গেছে রিটায়ার্ডে চলে গেছেন কিন্তু উনার মতো অভিভাবক তো এখন আমাদের দিকনির্দেশনা দিতে পারেন, এছাড়া উনার সুযোগ্য ছেলে ডা. ইমতিয়াজ তিলক স্যার, উনাদের বাড়ির ডা. মেহেদি হাসান মুন্না স্যার, আমাদের ডা.আব্দুর রহমান স্যার, ডা. আনোয়ার স্যার, ডা. শাহনেওয়াজ সারোয়ার, ডা. আমিন সারোয়ার আরো অনেকে।
এছাড়া বিভিন্ন হাসপাতালে কাজ করা আমাদের মিডওয়াইফাই আর নার্সের সংখ্যা ও কম নাই আলহামদুলিল্লাহ।
এই সবগুলো হিসাব করলে আমার মনে একটা পরিপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন একদল হেলথকেয়ার প্রফেশনাল টিম নিয়ে সুন্দর ভাবে বৈরাগীবাজারে একটা কমিউনিটি হাসপাতাল করা সম্ভব।

এত্তসব অপরচুনিটি থাকার পরও কেন আমরা আমাদের এলাকায় একটা হাসপাতালের পরিকল্পনা করতে পারছি না?
এ প্রশ্নটা আমার থেকেই গেল? তবে
আমি যা মনে করি তা হলো সমন্বয়ের অভাব, একতাবদ্ধ আর একটা সহিহ নিয়্যাতের অভাব যে নিয়্যাত আমার সংঘবদ্ধভাবে একটা ভালো কাজের ভিত্তিস্থাপন করতে সাহায্য করে।
আমি বিশ্বাস করি এই সংঘবদ্ধতা শুধু আমাদেরকে দুনিয়া না আখিরাতে ও উত্তম প্রতিদান পেতে সাহায্য করবে। আর এখানে তো আপনি শুধু ইনভেস্ট ই করবেন না। বরং একটা প্রপার বিসনেস মানুষকে সাহায্যের পাশাপাশি একটা বার্ষিক রেভিনিউ জেনারেট করতে ও সাহায্য করবে। আর এলাকায় কর্মসংস্থানের কথা তো আছেই। 😊

আমি জানি আমাদের এলাকায় অনেকেই এই উদ্যোগ এর মাথায় আছে হয়তো প্রপার এক্সিকিউশন এর অভাবে অথবা একটা দলবদ্ধতায় বা সমন্বয়ের অভাবে অথবা প্রথম স্টেপে একটা সাহসিকতার অভাবে একশন নিতে দেরি হচ্ছে।
কিন্তু আমি একজন নাদান আমার ১০/১২ বছরে এই সেক্টরের অভিজ্ঞতা থেকে এটা উপলব্ধি করতে পারি যে এই কাজটা যত তাড়াতাড়ি করা সম্ভব হতে পারে তত তাড়াতাড়ি আমাদের পেরেশানি, আহাজারি আর আর্তনাদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

আমার এ ও বিশ্বাস যে একবার এই উদোগ টা নিতে পারলে আমাদের এলাকায় ছোট বড় সবাই যার যার সাধ্যমত পরিশ্রম, দোয়া ভালোবাসা আর অভিজ্ঞতা দিয়ে সাহায্য করবেন কারন এই মুহুর্তে এ রকম একটা কমিউনিটি হাসপাতাল আমাদের চাই ই চাই। ✊

আরেকটা কথা আমরা সবাই পজিটিভ থাকবো না। সবাই পজিটিভ থাকার কথা ও না কিন্তু আপনি কি জানেন সব সময় পজেটিভ চিন্তার মানুষরা জিতে যায় আর নেগেটিভ চিন্তার মানুষরা হেরে যায় 😊

✒️ময়নুল হক

🦴 অর্থোপেডিক্স - হাড় ও অস্থিরোগ বিভাগ🔹 একটি সুস্থ জীবনযাত্রার জন্য হাড় ও অস্থির সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স বাড়া...
03/07/2025

🦴 অর্থোপেডিক্স - হাড় ও অস্থিরোগ বিভাগ
🔹 একটি সুস্থ জীবনযাত্রার জন্য হাড় ও অস্থির সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সাথে সাথে বা দুর্ঘটনা কিংবা দীর্ঘ সময় বসে কাজ করার ফলে অনেকেই বিভিন্ন ধরনের অস্থিরোগে আক্রান্ত হন। MediTech24 আপনার পাশে আছে এসব সমস্যার সঠিক সমাধান দিতে।

আমাদের অর্থোপেডিক সেবা অন্তর্ভুক্ত করে:

✅ আর্থ্রাইটিস (Arthritis):
এই রোগটি হাড়ের সন্ধিস্থলে প্রদাহ সৃষ্টি করে। এতে জয়েন্টে ব্যথা, ফোলাভাব ও চলাফেরায় সমস্যা হয়। বিশেষ করে বৃদ্ধ বয়সে এটি সাধারণ, তবে অল্প বয়সীদের মধ্যেও দেখা যেতে পারে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না নিলে এটি স্থায়ী পঙ্গুত্বের কারণ হতে পারে।

✅ হাড় ভাঙা (Bone Fracture):
দুর্ঘটনা, হঠাৎ পড়ে যাওয়া বা হাড় দুর্বল হলে ফ্র্যাকচার হতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের অভাবে এটি বড় জটিলতা সৃষ্টি করতে পারে। আমাদের অভিজ্ঞ অর্থোপেডিক চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা ও সেবা প্রদান করেন।

✅ স্লিপ ডিস্ক (Slip Disc):
মেরুদণ্ডের ডিস্ক সরে গিয়ে নার্ভে চাপ সৃষ্টি করলে পিঠে ও কোমরে তীব্র ব্যথা হয়। অনেকসময় তা পায়ে ঝিঝি ধরা, দুর্বলতা বা চলাচলে অসুবিধার কারণ হতে পারে। দ্রুত নির্ণয় ও চিকিৎসা ছাড়া এটি দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে।

🏥 কেন Meditech24 বেছে নেবেন?

🔹 অভিজ্ঞ ও দক্ষ অর্থোপেডিক বিশেষজ্ঞ
🔹 বাসায় বসেই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট
🔹 প্রয়োজন হলে বাসায় গিয়ে হেলথ চেকআপ ও ফলোআপ
🔹 উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন পরামর্শ
🔹 মেডিসিন হোম ডেলিভারি সাপোর্ট

📞 আজই যোগাযোগ করুন – আপনার হাড় ও অস্থির সুস্থ জীবনের জন্য
📲 ইনবক্স করুন আমাদের পেজে বা কল করুন
🌐 ফলো করুন আমাদের ফেসবুক পেজ:

💬 “মেডিটেক” মানেই চিন্তামুক্ত সুস্থ জীবন!

02/07/2025

নীরবে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা।
সবাই সর্তক হোন।

🌍 বিশ্ব ডাক্তার দিবসের শুভেচ্ছা – মেডিটেকের পক্ষ থেকে 🌿পৃথিবীর প্রতিটি কোণে যে সব ডাক্তার মানবতার সেবায় নিজেদের নিয়োজি...
01/07/2025

🌍 বিশ্ব ডাক্তার দিবসের শুভেচ্ছা – মেডিটেকের পক্ষ থেকে 🌿

পৃথিবীর প্রতিটি কোণে যে সব ডাক্তার মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন, তাদের প্রতি মেডিটেকের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা, অভিনন্দন ও আন্তরিক কৃতজ্ঞতা।

আপনাদের নিঃস্বার্থ সেবা, অদম্য সাহস ও নিরলস প্রচেষ্টায় প্রতিদিন অসংখ্য জীবন আলোকিত হচ্ছে।
আপনারাই আমাদের সত্যিকারের বীর।

শুভ বিশ্ব ডাক্তার দিবস!
– মেডিটেক পরিবার
আপনার ডিজিটাল হেলথকেয়ার পার্টনার

সিলেটের সকল হাসপাতালের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার। ১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালনিউ মেডিকেল রোড, কাজলশ...
29/06/2025

সিলেটের সকল হাসপাতালের নাম,
ঠিকানা ও মোবাইল নাম্বার।

১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল
নিউ মেডিকেল রোড, কাজলশাহ, সিলেট।
✆ +88 0821717055, +88 0821717051

(২) সদর হাসপাতাল
চৌহাট্টা, সিলেট।
✆ +88 0821713506

(৩) সিলেট ডায়বেটিক হাসপাতাল
মধুবন সুপার মার্কেট, বন্দরবাজার, সিলেট।
✆ +88 0821713632, +88 08212830383

(৪) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
সুনামগঞ্জ রোড, পাঠানটুলা সিলেট।
✆ +88 0821719096

(৫) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
মিরবক্সটুলা, সিলেট।
✆ +8808212830040

(৬) নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল
দক্ষিণ সুরমা, গহরপুর রোড, সিলেট।
✆ +880821-728587

(৭) পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল
ভিআইপি রোড, তালতলা, সিলেট -৩১০০
✆+880821-728878

(৮) মাতৃমঙ্গল রেড ক্রিসেন্ট হাসপাতাল
চৌহাট্টা, সিলেট-৩১০০।
✆ 0821-724098

(৯) ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ
সোবহানীঘাট পয়েন্ট, সিলেট।
✆ +88 08212832735

(১০) মাউন্ট এডোরা হসপিটাল
আখালিয়া, সিলেট-৩১০০
✆ +8801707079716

(১১) মাউন্ট এডোরা হসপিটাল
নয়াসড়ক, সিলেট-৩১০০
✆ +8801786637476

(১২) আল হারামাইন হাসপাতাল প্রাঃ লিঃ
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +880821729981

(১৩) ওয়েসিস হসপিটাল
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +8801611-99 0000

(১৪) সেবা পলি ক্লিনিক
দরগাহগেইট, সিলেট।
✆ +88 0821713900

(১৫) রয়েল হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821714850, +88 0821723362

(১৬) ইউনাইটেড পলি ক্লিনিক
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821717476

(১৭) নিরাময় পলি ক্লিনিক
নবাবরোড, সিলেট।
+88 0821716258

(১৮) হেলথ কেয়ার হাসপাতাল
৯৮ কাজলশাহ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 08212830792

(১৯) মা-মনি ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713211

(২০) মেট্রোপলিটন পলি ক্লিনিক
রিকাবীবাজার, সিলেট।
✆ +88 0821712311

(২১) মডার্ণ জেনারেল হাসপাতাল
সুবিদবাজার, সিলেট।
✆ +88 0821723633

(২২) মহানগর হাসপাতাল
দরগা মহল্লা, সিলেট।
✆ +88 0821720431, +88 0821720432

(২৩) জালালাবাদ ক্লিনিক
মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712460

(২৪) মাদার কেয়ার ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713131

(২৫) নূরজাহান হাসপাতাল
দরগা গেইট, সিলেট।
✆ +88 0821714123

(২৬) সেন্ট্রাল পলি ক্লিনিক
হাওয়াপাড়া, সিলেট।
✆ +88 0821713838, +88 0821714849

(২৭) সিটি পলি ক্লিনিক
পুরাতন মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821715433

(২৮) আল-নুর চক্ষু ক্লিনিক
হাউস-৭, রোড- ৮, ব্লক- এ, উপশহর, সিলেট।
✆ +880821 715620, +8801716753657

(২৯) আল-বান্না জেনারেল হাসপাতাল
দরগাহ গেইট, আম্বরখানা, সিলেট।
✆ +88 0821725441

(৩০) আরোগ্য পলি ক্লিনিক
১০, মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712311, +88 0821714744

(৩১) আয়েশা মেডিকেয়ার
লামাবাজার, সিলেট।
✆ +88 0821717222

শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিন, কাজে লাগতে পারে।
"আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা"
Alo Roktodan Somaj Kallan Shongstha

#সিলেট

28/06/2025

বিয়ানীবাজারের এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার দুপরে এ তথ্যটি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে করোনার আক্রমন শুরুর পর সিলেটে প্রথম এই কোন রোগী মারা গেলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনায় আক্রান্ত ৬৯ বছর বয়েসি পুরুষ ১৯ জুন শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. মিজানুর রহমান জানান, নিহত ব‍্যক্তি করোনা ছাড়াও আরও অন‍্যান‍্য জটিল রোগে আক্রান্ত ছিলেন।


বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার কিট সংকট রয়েছে। অবস্থা খারাপ হলে আমরা হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি হওয়ার পরামর্শ দেই।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when MediTech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MediTech:

Share