Apollo Diagnostic Centre, Kanaighat

Apollo Diagnostic Centre, Kanaighat 01328-343143
A trusted medical service
যে কোন প্রয়োজনে আমাদের সেবা নিন।
সকল প্রকার রক্ত পরীক্ষা।

17/06/2024

সবাইকে ঈদ-উল-আযজার শুভেচ্ছা 🥰 17 june 2024

আগামী কাল  শুক্রবার সারাদিন রোগী দেখবেন  ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷  🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧মেডিসিন, শিশু, বাতরোগ, চর্ম, যৌন ও অ্যালার্জি রো...
29/06/2023

আগামী কাল শুক্রবার সারাদিন রোগী দেখবেন ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ 🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧

মেডিসিন, শিশু, বাতরোগ, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগে অভিজ্ঞ
ডাক্তার শেখ শামসুর রহমান রাহেল
এম বি বি এস,
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ
পিজিটি
সি এম ইউ
🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧
প্রসুতি, ও স্ত্রী রোগ, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগে অভিজ্ঞ
ডাক্তার সৈয়দা ইফতেসাম আইরিন
এম বি বি এস
গ্রীন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা
সি এম ইউ
পিজিটি
সিরিয়ালের জন্য : 0 1328-343143

29/04/2023
27/04/2023

⛔⛔ #মহিলা_ডাক্তার দ্বারা #আল্ট্রাসনোগ্রাম করা হয়।

⛔⛔ #ইমারজেন্সি_রোগীর_জন্য সর্বোচ্চ প্রায়োরিটি দেয়া হয়
এবং #দ্রুততার সাথে রিপোর্ট ডেলিভারি করা হয়

⛔⛔ #অত্যাধুনিক_যন্ত্রপাতি ও সম্পূর্ণ #ডিজিটাল_ল্যাব।

⛔⛔ #নির্ভুল_রক্ত_পরীক্ষার (প্যাথলজি রিপোর্ট)নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

মোবাইল 01715-259423

 #গর্ভাবস্থায় কোন খাবার গুলো  #এড়িয়ে  চলবেনঃ১)  #প্যাকেট-করা এবং  #প্রক্রিয়াজাত খাবার: যেমন জ্যুস, মাইক্রোওয়েভ-প্রস্তু...
26/04/2023

#গর্ভাবস্থায় কোন খাবার গুলো #এড়িয়ে চলবেনঃ

১) #প্যাকেট-করা এবং #প্রক্রিয়াজাত খাবার: যেমন জ্যুস, মাইক্রোওয়েভ-প্রস্তুত খাবার, কেক এবং বিস্কুট, কনডেন্সড দুধ ইত্যাদি সংযোজন, প্রিজারভেটিভ, উচ্চ মাত্রার চিনি ও সোডিয়াম এবং ০ ক্যালোরি; প্যাকেটযুক্ত খাবারে ব্যাকটেরিয়া থাকতে পারে, যা খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে ।

২) #সী #ফুডঃ সীফুড বা সামুদ্রিক খাবারে পারদের উচ্চ স্তর থাকে, যা ভ্রূণের মস্তিষ্কের ক্ষতি এবং বিকাশের বিলম্বের সাথে যুক্ত ।

৩) #পেঁপে ও #আনারসঃ

কাঁচা এবং আধা-পাকা পেঁপেতে ল্যাটেক্স থাকে, যা গর্ভাশয়ের সংকোচন শুরু করে দেয় এবং অকাল প্রসব, এমনকি গর্ভপাতের কারণ হতে পারে ।

আনারসে ব্রোমেলাইন নামে একটি পদার্থ রয়েছে, যা সার্ভিক্সকে নরম করে তুলতে পারে

৪) #কাঁচা বা #আধ-সিদ্ধ #মাংস, #মাছ,যে কোন খাবার ব্যাকটেরিয়াঃসালমেনেলা, লিস্টারিয়া ইত্যাদি দ্বারা দূষিত হতে পারে, যা গুরুতর রোগ সৃষ্টি করতে পারে, যা গর্ভজাত শিশুর বিকাশকে প্রভাবিত করে।

৫) #ফাস্ট #ফুডঃগর্ভাবস্থায় প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া ডিপ্রেশন, উদ্বেগ, এবং মনোযোগ-ঘাটতি, হাইপারএকটিভিটি ডিসঅর্ডারের মতো মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির সাথে যুক্ত ।

৬) অতিরিকত #ক্যাফিন( চা/ কফি)

গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ক্যাফিনের মাত্রা অনেক কমাতে গবে। কারণ এটি স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং অত্যধিক হারে গ্রহণ করা হলে অনিদ্রা, বিরক্তিকরতা এবং স্নায়বিক দুর্বলতা বা ভয় সৃষ্টি করে । এতে গর্ভপাতের ঝুঁকি বাড়ে ।

৭) #অ্যালকোহলঃঅ্যালকোহল ভ্রূণের বিকাশের জন্য খুব ঝুঁকিপৃন এবং গুরুতর জন্মগত ত্রুটি হতে পারে । গর্ভাবস্থায় মদ্যপান করা উচিত নয়

৮) #চিনিযুক্ত খাবার:প্রচুর পরিমাণে মিষ্টি খাবার খেলে ওজন বৃদ্ধি এবং গর্ভাবস্থা ডায়াবেটিস হতে পারে।

আজ রোজ বুধবার  সারাদিন রোগী দেখবেন  ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷  🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧মেডিসিন, শিশু, বাতরোগ, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগে অভ...
25/04/2023

আজ রোজ বুধবার সারাদিন রোগী দেখবেন ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ 🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧

মেডিসিন, শিশু, বাতরোগ, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগে অভিজ্ঞ
ডাক্তার শেখ শামসুর রহমান রাহেল
এম বি বি এস,
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ
পিজিটি
সি এম ইউ
🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧
প্রসুতি, ও স্ত্রী রোগ, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগে অভিজ্ঞ
ডাক্তার সৈয়দা ইফতেসাম আইরিন
এম বি বি এস
গ্রীন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা
সি এম ইউ
পিজিটি
সিরিয়ালের জন্য : 0 1328-343143

Welcome to Apollo Diagnostic centre Kanaighat. We Are here to serve you our best with Confident.We have the best Lab sup...
25/04/2023

Welcome to Apollo Diagnostic centre Kanaighat. We Are here to serve you our best with Confident.We have the best Lab support that you need.... Contact with us for any quarry

ইউরিন ইনফেকশন কী?মূত্রতন্ত্রের ৪টি অংশের যেকোনও অংশ যদি জীবাণু দিয়ে সংক্রমিত হয়, তবে সেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ব...
24/04/2023

ইউরিন ইনফেকশন কী?

মূত্রতন্ত্রের ৪টি অংশের যেকোনও অংশ যদি জীবাণু দিয়ে সংক্রমিত হয়, তবে সেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন বলে। এটি নারী-পুরুষ সবার হতে পারে। তবে নারীদের মধ্যে সংক্রমণের হার বেশি। কারণ তাদের মূত্রনালী পায়ুপথের খুব কাছাকাছি থাকে। তাই জীবাণু প্রবেশ করে ইনফেকশনের আশঙ্কা বাড়ায়।



ইউরিন ইনফেকশনের উপসর্গ

১। প্রস্রাবের সময় মূথনালীতে জ্বালাপোড়া করবে কিংবা ব্যথা করবে।

২। গায়ে গায়ে জ্বর থাকবে। কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। কিডনিতে ইনফেকশন হলে কাঁপুনি দিয়ে জ্বর আসবে। মূত্রতন্ত্রের অন্যান্য অংশে ইনফেকশন হলে জ্বর এলেও সাধারণত কাঁপুনি হয় না। অনেক নারী বলে থাকেন, তাদের দীর্ঘদিন গায়ে জ্বর লেগে থাকে। প্রস্রাবেও জ্বালাপোড়া করে। এ ক্ষেত্রে পরীক্ষা করলে দেখা যায়, তাদের ইউরিন ইনফেকশন রয়েছে।

৩। তলপেটে ব্যথা কিংবা প্রস্রাবের সময় ব্যথা হবে।

৪। প্রস্রাবের রঙ বদলে যাবে।

৫। কিছুক্ষণ পরপর প্রস্রাবের বেগ হবে এবং প্রস্রাব করার পরও মনে হবে আবার হবে।

৬। বমি বমি ভাব হবে। বমিও হতে পারে। খাওয়ার রুচি কমে যাবে। শরীর দুর্বল লাগবে।

৭। প্রস্রাবে অস্বাভাবিক দুর্গ

প্রতিরোধ:::

১। টয়লেট টিস্যু ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। পানি ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।

২। দিনে ৩-৪ লিটার পানি পান করতে হবে। বেশি পানি পান করলে প্রস্রাব বাড়বে। তাতে জীবাণু শরীর থেকে বেরিয়ে যাবে। ইনফেকশনের ঝুঁকি কমবে।

৩। কুসুম গরম পানিতে গোসল করলে ইনফেকশনের ঝুঁকি অনেক কমে।

৪। যাদের বারবার ইনফেকশন হয়, তারা পুকুরের পানি বা অপরিষ্কার পানিতে গোসল করা থেকে বিরত থাকবেন।

৫। বেশিক্ষণ প্রস্রাব আটকে রাখা যাবে না।

৬। শারীরিক সম্পর্কের আগে-পরে প্রস্রাব করে নেওয়া উত্তম। এক্ষেত্রে পরিচ্ছন্নতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

৭। ঢিলেঢালা সুতির কাপড় পরতে হবে। টাইট জামা পরলে ইউরেথ্রা ও সেটার আশপাশ বেশি ঘামতে পারে।

৮। নিয়মিত গোসল করতে হবে এবং নারীদের ক্ষেত্রে মাসিকের সময় সঠিকভাবে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে।

৯। যাদের বার বার ইনফেকশন হয়, তারা ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেতে পারেন।

১০। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

১১। প্রচুর ভিটামিন এ, ই, সি সমৃদ্ধ খাবার খেতে হবে। টক ফল, আমড়া, পেয়ারা, শসা এবং প্রচুর শাকসবজি খেতে হবে।

ইউরিন ইনফেকশনের চিকিৎসা

যেহেতু ইউরিনারি ইনফেকশন একটা ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগ, তাই এটি দেখা দিলে দ্রুত ডাক্তার দেখাতে হবে। চিকিৎসায় দেরি করলে কিডনিতেও ছড়িয়ে পড়তে পারে ইনফেকশন।

ইউরিন মাইক্রোসকোপিক ও ইউরিন কালচার সেনসিটিভিটি পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা আবশ্যক। বারবার ইনফেকশন হলে দীর্ঘমেয়াদি অ্যান্টিবায়োটিক লাগতে পারে।

টনসিলাইটিস এর উপসর্গ কী কী?যে সমস্ত টনসিলে প্রদাহ হচ্ছে, সেগুলি ফোলা এবং লালচে দেখাবে এবং একটি হলুদ সাদা আস্তরণ দ্বারা ঢ...
23/04/2023

টনসিলাইটিস এর উপসর্গ কী কী?

যে সমস্ত টনসিলে প্রদাহ হচ্ছে, সেগুলি ফোলা এবং লালচে দেখাবে এবং একটি হলুদ সাদা আস্তরণ দ্বারা ঢাকা থাকতে পারে। টনসিলাইটিস অন্যান্য লক্ষণ এবং উপসর্গ গুলি হল:

গলাব্যথা
খ্যাসখেসে গলা
জ্বর
গলায় লসিকা গ্রন্থি স্ফীত হওয়া
মুখে দুর্গন্ধ
পেটে ব্যথা
ঘাড়ে ব্যথা
মাথা ব্যথা
খাবার গেলায় সমস্যা বা যন্ত্রণা
লালা পড়া

টনসিলাইটিসের কারণগুলি কী কী?

যেমনটা আগে বলা হয়েছে টনসিলাইটিস ভাইরাস এবং ব্যাকটেরিয়াগত সংক্রমণের কারণে হয়ে থাকে। স্ট্রেপ গলার জন্য দায়ী সবচেয়ে সাধারণ ব্যাকটেরিয়ার নাম হল স্ট্রেপটোকক্কাস পায়োজেনাস। স্ট্রেপ্টোকক্কির অন্যান্য ভ্যারিয়ান্ট এবং অন্যান্য ব্যাকটেরিয়ার কারণেও টন্সিল গ্রন্থির প্রদাহ হতে পারে।

টনসিলের ব্যথার চিকিৎসা বিকল্পগুলি কী কী?
চিকিৎসার বিকল্পগুলির মধ্যে কিছু কিছু হল:

অ্যান্টিবায়োটিক। যদি ব্যাকটেরিয়াগত সংক্রমণের কারণে আপনার টনসিলের ব্যথা হয়ে থাকে, তবে আপনার ডাক্তার আপনাকে একটি অ্যান্টিবায়োটিকের কোর্স দেবেন। সংক্রমণের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়া এবং দেহের অন্যান্য অংশে ছড়িয়ে যাওয়া আটকানোর জন্য ওষুধের কোর্সটি সম্পূর্ণ করার সুপারিশ করা হয়।
সার্জারি। যে সমস্ত পুনরাবৃত্তিমূলক সংক্রমণ বা ব্যাকটেরিয়া ঘটিত টনসিলাইটিস সাধারণ অ্যান্টিবায়োটিকের চিকিৎসায় কোন সাড়া দেয় না, সেক্ষেত্রে টন্সিলেক্টমি করা হয়। এই পদ্ধতিতে সার্জিক্যাল উপায়ে টন্সিলগুলিকে অপসারণ করা হয়।

বাচ্চাদের ক্ষেত্রে টনসিলাইটিসের উপসর্গগুলি কী কী?

যদি শিশু এবং বাচ্চারা হঠাৎ করে ঘ্যানঘ্যান করতে থাকে এবং খেতে বা কিছু পান করতে বললে স্রেফ নাকোচ করে দেয়, তবে এটি তাদের গলা ব্যথার একটি নিদর্শন হতে পারে, যার জন্য তাদের গিলতে কষ্ট হচ্ছে। অন্য উপসর্গগুলির মধ্যে আছে, নাক ডাকা, শুষ্ক মুখ এবং মুখে দুর্গন্ধ। খিদে কমে যাওয়া, ক্লান্তি এবং ঘাড়ের গ্রন্থি ফুলে যাওয়াও সাধারণ উপসর্গের মধ্যে অন্যতম।

22/04/2023
আগামীকাল রোজ রবিবার  থেকে রোগী দেখবেন    🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧মেডিসিন, শিশু, বাতরোগ, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগে অভিজ্ঞডাক্তার...
22/04/2023

আগামীকাল রোজ রবিবার থেকে রোগী দেখবেন 🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧

মেডিসিন, শিশু, বাতরোগ, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগে অভিজ্ঞ
ডাক্তার শেখ শামসুর রহমান রাহেল
এম বি বি এস,
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ
পিজিটি
সি এম ইউ
🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧
প্রসুতি, ও স্ত্রী রোগ, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগে অভিজ্ঞ
ডাক্তার সৈয়দা ইফতেসাম আইরিন
এম বি বি এস
গ্রীন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা
সি এম ইউ
পিজিটি
সিরিয়ালের জন্য : 0 1328-343143

Address

উপজেলা মসজিদের বিপরীতে, হাসপাতাল রোড, কানাইঘাট, সিলেট
Sylhet

Telephone

+8801328343143

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apollo Diagnostic Centre, Kanaighat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Apollo Diagnostic Centre, Kanaighat:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram