Student Nurse

Student Nurse Saving lives, easing pain, and spreading kindness—one shift at a time 💉💕

Everyone ready to exam in Diploma In Nursing Science And Midwifery & Diploma In Midwifery
25/09/2025

Everyone ready to exam in Diploma In Nursing Science And Midwifery & Diploma In Midwifery

21/09/2025

What is nursing?

নার্সিং একটি পেশাগত সেবামূলক পেশা, যেখানে নার্সরা রোগীদের শুশ্রূষা, মানসিক সহায়তা এবং স্বাস্থ্য সংক্রান্ত জ্ঞানের ভিত্তিতে সেবা প্রদান করে। এটি শুধুমাত্র চিকিৎসা নয়—এটি এক ধরনের মানবিক ও আবেগঘন কাজ যেখানে সহানুভূতি, ধৈর্য এবং নিষ্ঠা অপরিহার্য।



🩺 নার্সদের দায়িত্বসমূহ:
1. রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা।
2. ওষুধ প্রয়োগ ও সঠিক সময়ে দেওয়া।
3. ডাক্তারদের সহায়তা করা ও রোগীর তথ্য জানানো।
4. রোগীর ও তার পরিবারের সাথে যোগাযোগ রাখা।
5. স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ প্রদান।



🎓 নার্সিং পড়াশোনা:

বাংলাদেশে নার্সিং পড়ার জন্য নিচের কিছু কোর্স জনপ্রিয়:
• Diploma in Nursing Science and Midwifery (৩ বছর)
• BSc in Nursing (Basic) (৪ বছর)
• BSc in Nursing (Post Basic) (২ বছর – ডিপ্লোমা শেষে)



❤️ নার্সিং পেশার গুরুত্ব:
• একজন রোগীর সুস্থতার পেছনে নার্সদের অবদান অনেক বড়।
• তারা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও রোগীকে সাপোর্ট দেন।
• নার্স ছাড়া একটি হাসপাতাল অচল।
• মহামারী বা দুর্যোগের সময় নার্সরাই সম্মুখ সারির যোদ্ধা।

হরমোন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা শরীরের বিভিন্ন গ্রন্থি (gland) থেকে নিঃসৃত হয় এবং রক্তের মাধ্যমে শরীরের নির্দিষ্...
14/09/2025

হরমোন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা শরীরের বিভিন্ন গ্রন্থি (gland) থেকে নিঃসৃত হয় এবং রক্তের মাধ্যমে শরীরের নির্দিষ্ট অঙ্গ বা কোষে পৌঁছে তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।

🧪 হরমোন খুব সামান্য পরিমাণে কাজ করে, কিন্তু এর প্রভাব অনেক বেশি।



🧠 হরমোনের প্রধান উৎস (Endocrine Glands):

১. Pituitary gland (পিটুইটারি গ্রন্থি)
২. Thyroid gland (থাইরয়েড)
৩. Parathyroid gland (প্যারাথাইরয়েড)
৪. Adrenal gland (অ্যাডরিনাল)
৫. Pancreas (অগ্ন্যাশয়)
৬. Ovaries (মেয়েদের ডিম্বাশয়)
৭. Te**es (ছেলেদের অণ্ডকোষ)
৮. Hypothalamus (হাইপোথ্যালামাস)

🧪 হরমোন
🧬 গ্রন্থি
📌 কাজ
Growth Hormone (GH)
Pituitary
দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে
Thyroxine
Thyroid
মেটাবলিজম নিয়ন্ত্রণ করে
Insulin
Pancreas
রক্তে শর্করার পরিমাণ কমায়
Glucagon
Pancreas
রক্তে শর্করার পরিমাণ বাড়ায়
Adrenaline
Adrenal
বিপদে ‘fight or flight’ প্রতিক্রিয়া
Estrogen
O***y
মেয়েদের প্রজনন হরমোন
Testosterone
Te**es
ছেলেদের প্রজনন হরমোন
Oxytocin
Pituitary
বাচ্চা জন্ম ও দুধ নিঃসরণে সহায়তা করে

📚 নার্সিং পড়ার সময় মনে রাখার টিপস:
• প্রতিটি গ্রন্থির নাম ও সংশ্লিষ্ট হরমোন মুখস্থ করুন।
• হরমোনের কাজ সংক্ষেপে জানুন।
• যেসব রোগ হরমোন ভারসাম্যহীনতায় হয়, যেমন: ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম, অ্যাডিসন ডিজিজ — এগুলোর লক্ষণ ও নার্সিং কেয়ার আলাদাভাবে পড়ুন।

How to check BP (Blood pressure )🙂Using a Digital Blood Pressure Monitor (Automatic)This is the easiest and most common ...
12/09/2025

How to check BP (Blood pressure )

🙂Using a Digital Blood Pressure Monitor (Automatic)

This is the easiest and most common method for home use.

✅ Steps:
1. Sit calmly for 5 minutes before measuring.
2. Wrap the cuff around your upper arm (above the elbow), level with your heart.
3. Rest your arm on a table or armrest, palm up.
4. Press the start button on the device.
5. The cuff will inflate and then slowly deflate.
6. The screen will display your:
• Systolic pressure (top number)
• Diastolic pressure (bottom number)
• Pulse (heart rate)

📝 Example Reading:
• 120/80 mmHg = Normal



🔵 Using a Manual Blood Pressure Monitor

Used by trained professionals, but you can learn with practice.

You Need:
• A sphygmomanometer (manual BP cuff with gauge)
• A stethoscope

✅ Steps:
1. Sit quietly and rest your arm on a table.
2. Wrap the cuff snugly around your upper arm.
3. Place the stethoscope over the brachial artery (inside of elbow).
4. Inflate the cuff to about 180–200 mmHg.
5. Slowly release the pressure (~2 mmHg per second).
6. Listen:
• First “whoosh” or thump = Systolic
• When sound disappears = Diastolic



📌 Tips for Accuracy
• Don’t eat, smoke, or drink caffeine 30 mins before.
• Sit with feet flat on floor, back supported.
• Take 2–3 readings, 1–2 minutes apart.
• Measure at the same time each day if tracking.

✅ ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন দিয়ে রক্তচাপ মাপার নিয়ম (সবচেয়ে সহজ পদ্ধতি)

🟢 ধাপগুলো:
1. ৫ মিনিট শান্তভাবে বসে থাকুন – কোনো রকম চাপ বা ব্যস্ততা থেকে দূরে থাকুন।
2. আপনার বাহুর ওপরের অংশে কাফ (চাপ পরিমাপক বেল্টটি) জড়ান – কাঁধ ও কনুইয়ের মাঝামাঝি স্থানে।
3. হাতটি একটি টেবিলের ওপর রাখুন – যেন হার্টের সমান উচ্চতায় থাকে।
4. স্টার্ট বাটন চাপুন।
5. মেশিন নিজে নিজে কাফ ফুলিয়ে আবার বাতাস ছাড়বে।
6. স্ক্রিনে আপনার রক্তচাপ দেখাবে:
• সিস্টোলিক (উচ্চচাপ) – উপরের সংখ্যা
• ডায়াস্টোলিক (নিম্নচাপ) – নিচের সংখ্যা
• পালস রেট (হার্টবিট)

📝 উদাহরণ:
• ১২০/৮০ mmHg = স্বাভাবিক রক্তচাপ



🔵 ম্যানুয়াল পদ্ধতিতে রক্তচাপ মাপা (স্ফিগমোম্যানোমিটার ও স্টেথোস্কোপ ব্যবহার করে)

এই পদ্ধতিটি সাধারণত ডাক্তার বা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা ব্যবহার করেন, তবে শিখে নিলে বাসায়ও করা যায়।

প্রয়োজনীয় জিনিস:
• স্ফিগমোম্যানোমিটার (ম্যানুয়াল প্রেসার মেশিন)
• স্টেথোস্কোপ

✅ ধাপগুলো:
1. শান্তভাবে বসুন এবং হাতটি টেবিলের ওপর রাখুন।
2. কাফটি বাহুর ওপরের অংশে জড়ান।
3. স্টেথোস্কোপটি কনুইয়ের ভেতরের দিকে (ব্র্যাকিয়াল আর্টারির ওপর) বসান।
4. কাফটি ফোলান – প্রায় ১৮০-২০০ mmHg পর্যন্ত।
5. ধীরে ধীরে চাপ ছাড়ুন – প্রতি সেকেন্ডে ২ mmHg করে।
6. শোনার মাধ্যমে বুঝুন:
• প্রথম শব্দ শোনা গেলে – সিস্টোলিক চাপ (উচ্চচাপ)
• শব্দ বন্ধ হয়ে গেলে – ডায়াস্টোলিক চাপ (নিম্নচাপ)



📌 সঠিকভাবে রক্তচাপ মাপতে কিছু টিপস:
• মাপার আগে ৩০ মিনিট ধূমপান, চা/কফি পান বা খাওয়া থেকে বিরত থাকুন।
• পা ফ্লোরে সমানভাবে রাখুন, হেলান দিয়ে বসুন।
• একবারে একাধিক বার (২-৩ বার) মাপলে ভালো হয়।
• প্রতিদিন একই সময়ে মাপলে তুলনা করা সহজ হয়।

12/09/2025

Its To Easy bro 👊 • • • • (cross-platform) • • • • • •

01/05/2024

Alhamdulillah recently I'm free . Anyone need to rent house and any apartments buy & sell contact for me 😉 I mostly try I will be help you ..
Just I will help sylhet place in Bangladesh

16/02/2024

Today birthday. Sylhet real estate company group er admin A.H.Rabbani Bai r birthday.
Happy birthday to you brother..

21/12/2023

Our president hasina . She was in our Sylhet on 20/12/2023.

Address

Sylhet
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Student Nurse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram