27/10/2024
েচ্ছাসেবী
প্রশ্নকর্তাঃ কি করেন?
আমিঃ ডোনারদের লিস্ট তৈরি করি,রোগীকে ডোনার ম্যানেজ করে দেই।
প্রশ্নকর্তাঃ এসব করে আপনার লাভ?
আমিঃ লাভক্ষতির হিসেব করি না।আল্লাহর সন্তুষ্টি কামনা করি আর কারো বিপদে সাহায্য করতে পেরে অন্তরে প্রশান্তি অনুভব করি।কোনো মুমূর্ষু রোগীর রক্ত লাগবে শুনলে তার আর্তনাদ হৃদয়ে বাজে।তাই চেষ্টা করি ম্যানেজ করে দেওয়ার।
প্রশ্নকর্তাঃ সারাদিন এত ডোনার ম্যানেজ করে দেন,উৎসাহ সৃষ্টি করেন , বিরক্তি হন না?
আমিঃ না, বিরক্ত হই না।যে কাজে ভালোবাসা থাকে সেই কাজে তো কেউ বিরক্ত হয় না।
প্রশ্নকর্তাঃ আপনার পরিবার কি বাধা দেয় না এসবে?
আমিঃ-যখন ব্লাডের রিকুয়েস্ট আসলে খাওয়া,ঘুম বাদ দিয়ে সেটার পিছনে ছুটি,এই সব এর জন্য কিছুব শুনি।মাথায় তাকে না।✈️ উপর দিয়া চলে যায়।
প্রশ্নকর্তাঃ কখনো কষ্ট লাগে না?সবাই কি এই শ্রমটা বুঝে?
আমিঃ মাঝে মাঝে কিছু আচরণ কষ্ট দেয় কিন্তু কিছু মানুষ তো এক আকাশ পরিমাণ দোয়া করে,রোগীর মুখে হাসি ফুটে।তখনই নিজেকে ধন্য মনে হয়।😍😍
"মানুষের সেবার আত্নতৃপ্তি পেতে
স্বেচ্ছাসেবীরা সব বাধা অতিক্রম করে রক্তদাতা খোজে
আমরা হবো রক্তদাতা জয় করব মানবতা
collected