OMPHD Bangladesh

OMPHD Bangladesh Prevention, Awareness, Health,

শুধুমাত্র প্রেসক্রিপশন  লিখে দেওয়ায় না বরং সুস্থ বাংলাদেশ গড়তে চায় রোগের ব্যাপারে যথাযথ সতর্কতা এবং রোগ প্রতিরোধ করতে যথ...
25/09/2024

শুধুমাত্র প্রেসক্রিপশন লিখে দেওয়ায় না বরং সুস্থ বাংলাদেশ গড়তে চায় রোগের ব্যাপারে যথাযথ সতর্কতা এবং রোগ প্রতিরোধ করতে যথাযথ ভূমিকা ।
তাই OMPHD Bangladesh প্রতি সেশন শেষে ঐ শিক্ষা প্রতিষ্ঠানে কোন রোগ বেশি পাওয়া গেলো এবং সেটা প্রতিরোধে ভূমিকা কি হবে তা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার এর ব্যবস্থা করে থাকে। আমাদের এবারের সেমিনার ছিলো মাদরাসা এ নুরুল কুরআন সিলেট এ। বিষয় ছিল "স্ক্যাবিস প্রতিরোধে করণীয়"

মাদরাসা এ নুরুল কুরআন এর প্রশাসনিক বিভাগ সহ সবাইকে ধন্যবাদ এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য।


শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সুপরিকল্পিত চিকিৎসা ব্যবস্থা থাকা অত্যন্ত জরূরী। সুস্বাস্থ্য ন...
19/09/2024

শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সুপরিকল্পিত চিকিৎসা ব্যবস্থা থাকা অত্যন্ত জরূরী। সুস্বাস্থ্য নিশ্চিতকরণের পাশাপাশি শিক্ষার গুনগত মান রক্ষায় ও মাদ্রাসা হেলথ প্রোগ্রাম এর গুরুত্ব অপরিসীম। তাই নিজের মাদ্রাসার শতভাগ শিক্ষার্থীদের জন্য OMPHD Bangladesh এর মাদ্রসা হেলথ প্রোগ্রাম কে বেছে নিলেন "মদীনাতুল উলুম কওমী মাদরাসা, পইলগ্রাম" এর সম্মানিত মুহতামিম হযরত জুনেদ সাব ও তার কমিটি।
অভিনন্দন আপনাদের কে। ইনশা আল্লাহ সুস্থ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একসাথে কাজ করে যাবো আমরা।

ছবি: আলোচনা সভা
আলোচক: ডা: মোঃ সানজিদুল আলম, চেয়ারম্যান, OMPHD

সিলেটের অত্যন্ত প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা উত্তর মুহাম্মাদপুর জামিয়া দ্বীনিয়া আস'আদুল উলূম রামধা । ৭৫ বছর বয়সী এই বিদ্যাপীঠে...
19/09/2024

সিলেটের অত্যন্ত প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা উত্তর মুহাম্মাদপুর জামিয়া দ্বীনিয়া আস'আদুল উলূম রামধা । ৭৫ বছর বয়সী এই বিদ্যাপীঠের সুনাম দেশ বিদেশ সর্বত্র। মুহতামিম হযরত মাওলানা ইউসুফ আহমেদ খাদিমানী সাহেব মাশা আল্লাহ্‌ একজন ডায়নামিক প্রিন্সিপাল। উনিও নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আস্থা রাখলেন OMPHD এর উপর । উনি সহ বেশ কিছু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ্‌। ইনশা আল্লাহ্‌ অতি শীঘ্রই সমস্ত ছাত্র শিক্ষক আমাদের সেবার আওতায় চলে আসবেন। ওরিয়েন্টশন প্রোগ্রামে ছিলেন আমাদের সম্মানিত Chief Technology Officer (CTO) মোঃ হাসিবুল হাসান শান্ত স্যার

ছবিঃ ওরিয়েন্টশন প্রোগ্রাম ২০২৪
স্থানঃ ঢাকা উত্তর মুহাম্মাদপুর জামিয়া দ্বীনিয়া আস'আদুল উলূম রামধা

15/09/2024

জামিয়া মাদানিয়া আংগুরা মোহাম্মাদপুর, সিলেট

CHAIRMAN'S QUALITY ASSURING VISIT 2024
10/09/2024

CHAIRMAN'S QUALITY ASSURING VISIT 2024

রুটিন হেলথ চেক আপ করার গুরুত্ব অপরিসীম। এটি স্বাস্থ্য সমস্যা শুরুর আগে শনাক্ত করতে সাহায্য করে, যা প্রাথমিক অবস্থায় চিক...
10/09/2024

রুটিন হেলথ চেক আপ করার গুরুত্ব অপরিসীম। এটি স্বাস্থ্য সমস্যা শুরুর আগে শনাক্ত করতে সাহায্য করে, যা প্রাথমিক অবস্থায় চিকিৎসার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ দেয়। নিয়মিত চেক আপ করলে বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, এবং ক্যান্সার। এছাড়া, এটি স্বাস্থ্যসম্বন্ধীয় বিষয়গুলি পর্যবেক্ষণ করে স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে সহায়ক হয়। এছাড়াও, এটি আপনার স্বাস্থ্য সম্পর্কে অবহিত থাকতে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করে।

মাদ্রাসার শতভাগ শিক্ষার্থীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের মাদ্রাসা হেলথ প্রোগ্রাম নিয়ে এসেছে বছরে তিনটি রুটিন চেক আপ। এছাড়াও মাসিক ফলোআপ সহ বছরে মোট ১২ টি চেক আপ এর সুবিধা। তাই দেরী না করে আজই আপনার মাদ্রাসাতে চালু করতে যোগাযোগ করুন।

আমাদের আজকের প্রোগ্রাম ছিলো মোশাহিদিয়া হাফিজিয়া মাদ্রাসা, চারখাই তে

আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় ২ মাসের এক লম্বা সময় পরে আবারও আপনাদের মাঝে আমরা ফিরে আসছি বেশ কিছু আকর্ষণ নিয়ে। এবার আমাদ...
23/06/2024

আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় ২ মাসের এক লম্বা সময় পরে আবারও আপনাদের মাঝে আমরা ফিরে আসছি বেশ কিছু আকর্ষণ নিয়ে। এবার আমাদের স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন ভিডিও এবং আমাদের কাজ নিয়ে ২/৩ টা সিরিজ আসবে আপনাদের সামনে। এতদিন আপনাদের থেকে বিরতি তে থাকার জন্য আমরা OMPHD Bangladesh পরিবার থেকে দুঃখ প্রকাশ করছি। আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন যেন বরাবরের মত আমরা দেশের মাঝে যে অনন্য স্বাস্থ্যসেবা দিয়ে আসছি, তা যেন অব্যাহত রাখতে পারি।

22/04/2024

"OMPHD থেকে বিশ্ব পৃথিবী দিবসে শুভেচ্ছা! আসুন আমাদের পৃথিবীর সৌন্দর্য উৎসব উদযাপন করি এবং পরিবেশ প্রণালীর দায়িত্বশীলতা নতুন করে চেষ্টা করি। একসঙ্গে, স্বাস্থ্যকে স্বাস্থ্যসমত জীবনধারার জন্য পৃথিবীকে আরো সবুজ করার দিকে নিয়ে যাই। 🌍💚 #বিশ্বপৃথিবীদিবস

19/04/2024

"Cheers to World Liver Day! Let's raise awareness about liver health and celebrate our body's powerhouse. Stay mindful, stay healthy.stay with OMPHD Bangladesh 🌟"

OMPHD পরিবারের পক্ষ থেকে সবাই কে ঈদ মুবারক।
10/04/2024

OMPHD পরিবারের পক্ষ থেকে সবাই কে ঈদ মুবারক।

Address

Kanishail Road
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when OMPHD Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to OMPHD Bangladesh:

Share