
25/09/2024
শুধুমাত্র প্রেসক্রিপশন লিখে দেওয়ায় না বরং সুস্থ বাংলাদেশ গড়তে চায় রোগের ব্যাপারে যথাযথ সতর্কতা এবং রোগ প্রতিরোধ করতে যথাযথ ভূমিকা ।
তাই OMPHD Bangladesh প্রতি সেশন শেষে ঐ শিক্ষা প্রতিষ্ঠানে কোন রোগ বেশি পাওয়া গেলো এবং সেটা প্রতিরোধে ভূমিকা কি হবে তা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার এর ব্যবস্থা করে থাকে। আমাদের এবারের সেমিনার ছিলো মাদরাসা এ নুরুল কুরআন সিলেট এ। বিষয় ছিল "স্ক্যাবিস প্রতিরোধে করণীয়"
মাদরাসা এ নুরুল কুরআন এর প্রশাসনিক বিভাগ সহ সবাইকে ধন্যবাদ এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য।