Hakim Jamil Ahmad

Hakim Jamil Ahmad মানব সেবাই সর্বোত্তম ব্যস্ততা

📅 ৩০ দিনের হোমিওপ্যাথি শেখার টেক্সট প্ল্যান  ───────────────১ম সপ্তাহ (ভিত্তি তৈরি)───────────────দিন ১: হোমিওপ্যাথির ইত...
09/09/2025

📅 ৩০ দিনের হোমিওপ্যাথি শেখার টেক্সট প্ল্যান

───────────────
১ম সপ্তাহ (ভিত্তি তৈরি)
───────────────
দিন ১: হোমিওপ্যাথির ইতিহাস (Hahnemann, Organon পরিচিতি)
দিন ২: নীতি: “Similia Similibus Curentur” (উদাহরণ লিখুন)
দিন ৩: পোটেন্সি (6, 30, 200, 1M – প্রতিটির ব্যবহার লিখুন)
দিন ৪: ডোজ ও রিপিটেশনের নিয়ম (২–৩ উদাহরণ লিখুন)
দিন ৫: Materia Medica ও Repertory কী – সংক্ষেপ নোট
দিন ৬: নোটবুক তৈরি (ওষুধভিত্তিক + রোগভিত্তিক)
দিন ৭: রিভিশন + ছোট কুইজ

───────────────
২য় সপ্তাহ (১২টি প্রধান ওষুধ)
───────────────
দিন ৮: Aconite, Belladonna → Keynote লিখুন
দিন ৯: Arnica, Nux Vomica → Keynote লিখুন
দিন ১০: Bryonia, Rhus Tox → Keynote লিখুন
দিন ১১: Pulsatilla, Sulphur → Keynote লিখুন
দিন ১২: Calcarea Carb, Hepar Sulph → Keynote লিখুন
দিন ১৩: Gelsemium, Chamomilla → Keynote লিখুন
দিন ১৪: সবগুলো রিভিশন + টেস্ট নিন

───────────────
৩য় সপ্তাহ (রোগভিত্তিক ওষুধ)
───────────────
দিন ১৫: সর্দি-কাশি → Aconite, Belladonna, Bryonia, Pulsatilla
দিন ১৬: জ্বর → Aconite, Belladonna, Gelsemium
দিন ১৭: আঘাত → Arnica, Rhus Tox
দিন ১৮: বদহজম → Nux Vomica, Carbo Veg, China
দিন ১৯: চর্মরোগ → Sulphur, Graphites, Rhus Tox
দিন ২০: দাঁতের ব্যথা ও শিশু সমস্যা → Chamomilla, Calcarea Carb
দিন ২১: সব রোগভিত্তিক নোট রিভিশন

───────────────
৪র্থ সপ্তাহ (প্র্যাকটিস + Repertory)
───────────────
দিন ২২: Repertory পরিচিতি (উপসর্গ দেখে ওষুধ খোঁজা শিখুন)
দিন ২৩: কেস স্টাডি ১ → সর্দি-কাশি (লিখে প্র্যাকটিস করুন)
দিন ২৪: কেস স্টাডি ২ → জ্বর
দিন ২৫: কেস স্টাডি ৩ → আঘাত
দিন ২৬: কেস স্টাডি ৪ → বদহজম
দিন ২৭: বাস্তব কেস নোট করুন (নিজে বা পরিচিত কারো ছোট সমস্যা)
দিন ২৮: Organon এর কিছু Aphorism পড়ুন + নোট করুন
দিন ২৯: পুরো মাসের সব নোট রিভিশন
দিন ৩০: নিজেকে পরীক্ষা (কুইজ বা টেস্ট)

───────────────

09/09/2025
08/09/2025

📖 القانون في الطب – الكتاب الأول (كليّات الطب)

আল-ক্বানুন ফিত্-তিব্ব – প্রথম খণ্ড (কুল্লিয়াতুত্-তিব্ব)

১. قول الشيخ الرئيس

النصّ العربي:

بسم الله الرحمن الرحيم
الحمد لله الذي علّم الإنسان ما لم يعلم، وسهّل له طريق النظر والفهم، ووفّقه لاكتساب العلوم بقوّة الفكر، وميّزه بالعقل على سائر الحيوان، والصلاة على سيدنا محمد المصطفى، الذي أرسله بالهدى ودين الحقّ ليُظهره على الدين كلّه ولو كره المشركون.

বাংলা অনুবাদ:
আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি মানুষকে শিখিয়েছেন যা সে জানত না, চিন্তা ও বোধের পথ সহজ করেছেন, মননের শক্তির মাধ্যমে জ্ঞান অর্জনের তাওফিক দিয়েছেন, এবং অন্য সব প্রাণীর উপর মানুষকে বুদ্ধি দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর শান্তি ও দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ এর উপর, যাকে হিদায়াত ও সত্য ধর্মসহ পাঠানো হয়েছে, যাতে তিনি সমগ্র দ্বীনের উপর এটিকে প্রমাণিত করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।

২. تعريف الطبّ

النصّ العربي:

الطبّ علمٌ يُعرَف منه أحوال بدن الإنسان، من جهة ما يَعرض له من الصحة والمرض، لحفظ الصحة إذا حصلت، واستعادتها إذا فُقدت، بقدر الطاقة.

বাংলা অনুবাদ:
চিকিৎসাশাস্ত্র এমন একটি জ্ঞান যার মাধ্যমে মানবদেহের অবস্থা বোঝা যায়, স্বাস্থ্য ও রোগের দিক থেকে; যাতে স্বাস্থ্য লাভ হলে তা রক্ষা করা যায় এবং হারালে তা পুনরুদ্ধার করা যায়—সক্ষমতার সীমার মধ্যে।

৩. موضوع الطبّ وغايته

النصّ العربي:

موضوعه: بدن الإنسان من حيث الصحة والمرض.
وغايته: أن يحفظ الصحة على الأصحاء، ويردّها إلى المرضى بحسب الإمكان.

বাংলা অনুবাদ:
চিকিৎসাশাস্ত্রের বিষয়বস্তু: মানবদেহ, স্বাস্থ্য ও রোগের দিক থেকে।
চিকিৎসাশাস্ত্রের উদ্দেশ্য: সুস্থদের স্বাস্থ্য রক্ষা করা এবং রোগীদের স্বাস্থ্য ফিরিয়ে আনা, সামর্থ্য অনুযায়ী।

৪. أقسام الطبّ

النصّ العربي:

والطبّ ينقسم إلى قسمين: نظريٌّ وعمليّ.
فالنظري: معرفة قوانين الطبّ الكلية.
والعملي: استعمال تلك القوانين فيما يخصّ بدن الإنسان من حفظ الصحة وإزالة ا

07/09/2025

ইসলাম ও স্বাস্থ্য

অধ্যায় ১ : খাদ্য

খাদ্যের গুরুত্ব

চিকিৎসা বিজ্ঞান বলে খাদ্য দেহে শক্তি যোগায়, দেহ বৃদ্ধি করে, ক্ষয়পূরণ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। তবে অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
ইসলামও খাদ্যকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং অতিরিক্ত খাওয়া থেকে বারন করেছে ।

কুরআনের দলিল:

> يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا
“হে মানুষ! তোমরা যা কিছু পৃথিবীতে রয়েছে তার হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ কর।”
(সূরা আল-বাকারা ২:১৬৮)

হাদিসের দলিল:

> مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٍ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لا مَحَالَةَ، فَثُلُثٌ لِطَعَامِهِ، وَثُلُثٌ لِشَرَابِهِ، وَثُلُثٌ لِنَفَسِهِ
“আদম সন্তানের জন্য কিছু মুখভর্তি খাদ্যের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র নেই... এক-তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক-তৃতীয়াংশ পানির জন্য, এবং এক-তৃতীয়াংশ নিঃশ্বাসের জন্য রাখুক।”
(তিরমিজি, হাদিস ২৩৮০)

অধ্যায় ২ : প্রাথমিক চিকিৎসা ও খাদ্যাভ্যাস

পরিমিত আহার

কুরআনের দলিল:

> وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
“তোমরা খাও ও পান করো, তবে অপব্যয় করো না। নিশ্চয়ই তিনি অপব্যয়কারীদের পছন্দ করেন না।”
(সূরা আল-আ’রাফ ৭:৩১)

প্রোটিনের ধরন

প্রাণিজ প্রোটিন : মাছ, মাংস, ডিম, দুধ – ইসলাম হালাল ঘোষণা করেছে।

উদ্ভিজ্জ প্রোটিন : ডাল, ছোলা, মুগ, মসুর – রাসূল ﷺ এগুলো খেতেন।

হাদিসের দলিল:

> أَكْرِمُوا الْعَدَسَ فَإِنَّهُ بَرَكَةٌ وَقَدْ أَكَلَهُ سَبْعُونَ نَبِيًّا
“তোমরা মসুর ডালকে সম্মান কর, কারণ এটি বরকতময় এবং সত্তর জন নবী এটি খেয়েছেন।”
(ইবনে মাজাহ, হাদিস ৩৩২৪ – দুর্বল সনদ)

অধ্যায় ৩ : প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা

স্বাস্থ্য রক্ষার উপায়

কুরআনের দলিল:

> إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
“আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।”
(সূরা আল-বাকারা ২:২২২)

হাদিসের দলিল:

> الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ
“মুমিন শক্তিশালী হওয়া দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে উত্তম ও প্রিয়।”
(সহিহ মুসলিম, হাদিস ২৬৬৪)

উপসংহার

ইসলাম খাদ্য ও স্বাস্থ্যর প্রতিটি দিকেই ভারসাম্য, পরিমিতি ও হালাল জিনিস গ্রহণের নির্দেশ দিয়েছে।

হালাল ও পবিত্র খাদ্য খাওয়া

অতিভোজন থেকে বিরত থাকা

স্বাস্থ্য রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা

পরিমিত পানাহার ও বৈচিত্র্যময় খাদ্য গ্রহণ করা

এভাবেই ইসলাম আমাদেরকে শারীরিক ও আত্মিক উভয় স্বাস্থ্য রক্ষার শিক্ষা দিয়েছে।

06/09/2025
04/09/2025

ইসলামের দৃষ্টিতে ইলমে হেফযানে সিহহাত ও

আসবাবে সিত্তায়ে জরুরীয়া।

ভূমিকা

ইলমে হেফযানে সিহহাত (علم حفظ الصحة) বা প্রতিরোধমূলক চিকিৎসাশাস্ত্র ইউনানি তিব্বের একটি গুরুত্বপূর্ণ শাখা। এর উদ্দেশ্য হলো —

দেহকে সুস্থ রাখা,

রোগ প্রতিরোধ করা,

শরীর ও মনের সামঞ্জস্য বজায় রাখা।

এ শাস্ত্রের মূল ভিত্তি হলো আসবাবে সিত্তায়ে জরুরীয়া (الأسباب الستة الضرورية) বা ছয়টি অপরিহার্য উপাদান। আশ্চর্যের বিষয় হলো, ইসলামের কুরআন ও হাদীসে এসব স্বাস্থ্যনীতি অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে।

الأسباب الستة الضرورية

আসবাবে সিত্তায়ে জরুরীয়া ইসলামের আলোকে

আরবি নাম বাংলা অর্থ কুরআনের দলীল হাদীসের দলীল

هواء محيط(হাওয়ায়ে মুহিত) পরিবেষ্টিত বাতাস 1. “আমি বাতাস প্রেরণ করেছি গর্ভবতী করে, তারপর আকাশ থেকে পানি বর্ষণ করেছি।” (হিজর, 15:22)2. “তিনিই রহমতের পূর্বাভাস হিসেবে বাতাস প্রেরণ করেন।” (আ‘রাফ, 7:57) 1. রাসূল ﷺ দোয়া করতেন: “হে আল্লাহ! এটিকে রহমত করো, শাস্তি করো না।” (আবু দাউদ)2. “পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।” (মুসলিম)
مأكولات و مشروبات(মাকুলাত ওয়া মাসরুবাত) খাদ্য ও পানীয় 1. “খাও ও পান কর, কিন্তু অপচয় করো না।” (আ‘রাফ, 7:31)2. “হে মানুষ! জমিনে যা আছে তার হালাল ও পবিত্র জিনিস খাও।” (বাকারা, 2:168)3. “হালাল ও পবিত্র খাদ্য খাও।” (মায়িদা, 5:88) 1. “মুমিন এক অন্ত্রে খায়, কাফির সাত অন্ত্রে খায়।” (বুখারী, মুসলিম)2. “আদম সন্তান পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না।” (তিরমিজি)
نوم و يقظة(নাওম ওয়া ইয়াক্বযাহ) নিদ্রা ও জাগরণ 1. “তিনি রাতকে করেছেন আবরণ, ঘুমকে বিশ্রাম, আর দিনকে করেছেন জীবিকা অর্জনের সময়।” (ফুরকান, 25:47)2. “তোমাদের রাত ও দিনে নিদ্রা গ্রহণ তাঁর নিদর্শন।” (রূম, 30:23) 1. রাসূল ﷺ বলতেন: “হে আল্লাহ! আমার উম্মতের সকালকে বরকতময় করুন।” (তিরমিজি)2. “তোমার শরীরেরও তোমার উপর হক রয়েছে।” (বুখারী)
استفراغ و احتباس(ইস্থেফরাগ ওয়া ইহতেবাস) বর্জ্য নির্গমন ও ধারণ 1. “আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা পবিত্র থাকতে ভালোবাসে।” (তাওবা, 9:108)2. “আল্লাহ ভালোবাসেন যারা বারবার তওবা করে ও পবিত্রতা অর্জন করে।” (বাকারা, 2:222) 1. “মূত্র থেকে বাঁচো, অধিকাংশ কবরের আজাব এর কারণ।” (দারাকুতনি)2. রাসূল ﷺ প্রস্রাব-পায়খানার পর পানি দিয়ে পরিশুদ্ধ হতেন। (মুসলিম)
بدني حركات و سكون(বদনী হরাকাত ওয়া সুকুন) দেহগত গতি ও স্থিরতা 1. “বল, তোমরা কাজ কর; আল্লাহ অবশ্যই তোমাদের কাজ দেখবেন।” (তাওবা, 9:105)2. “আমি আকাশ ও পৃথিবীর সবকিছু তোমাদের কাজে লাগিয়েছি।” (জাসিয়া, 45:13) 1. “শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও প্রিয়।” (মুসলিম)2. রাসূল ﷺ সাহাবীদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছেন। (সহীহ হাদীস)
نفسانى حركات و سكون(নফসানি হরাকাত ওয়া সুকুন) মানসিক গতি ও স্থিরতা 1. “নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়।” (রা‘দ, 13:28)2. “ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও।” (বাকারা, 2:45)3. “দুঃখিত হয়ো না, দুর্বল হয়ো না; তোমরাই শ্রেষ্ঠ।” (আলে ইমরান, 3:139) 1. “বলবান সেই ব্যক্তি নয়, যে কুস্তিতে জেতে; বরং সে-ই শক্তিশালী, যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে।” (বুখারী, মুসলিম)2. “তোমার ভাইয়ের মুখে হাসিমুখে তাকানোও সদকা।” (তিরমিজি)

উপসংহার

আসবাবে সিত্তায়ে জরুরীয়া মানবদেহের স্বাস্থ্যরক্ষার ছয়টি অপরিহার্য উপাদান। কুরআন-সুন্নাহতে এগুলোর প্রতিটির ব্যাপারে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। বিশুদ্ধ বাতাস, হালাল খাদ্য, যথাযথ নিদ্রা, পরিচ্ছন্নতা, শরীরচর্চা ও মানসিক প্রশান্তি — এগুলো শুধু শারীরিক স্বাস্থ্যের জন্যই নয়, বরং আধ্যাত্মিক উন্নতির জন্যও অপরিহার্য।
অতএব, ইসলাম শুধু আখেরাত নয় বরং দুনিয়ার সুস্থ ও কল্যাণময় জীবনের দিকেও সমান গুরুত্ব দিয়েছে।

পরিপাকতন্ত্রের অঙ্গসমূহের বিস্তারিত বিবরণমুখগহ্বর (Mouth Cavity)মুখগহ্বর হলো পরিপাকতন্ত্রের প্রাথমিক অঙ্গ। এটি বিভিন্ন অ...
04/09/2025

পরিপাকতন্ত্রের অঙ্গসমূহের বিস্তারিত বিবরণ

মুখগহ্বর (Mouth Cavity)

মুখগহ্বর হলো পরিপাকতন্ত্রের প্রাথমিক অঙ্গ। এটি বিভিন্ন অংশ নিয়ে গঠিত—

১। দাঁত (Teeth)

দাঁত খাদ্য কেটে, চর্বণ করে ও গলাধঃকরণে সাহায্য করে।

মানুষ জীবনে দু’বার দাঁত পায়—

দুধ দাঁত (Milk teeth)

স্থায়ী দাঁত (Permanent teeth)

দাঁতের গঠন—এনামেল, ডেন্টিন, পাল্প, সিমেন্টাম।

২। জিহ্বা (Tongue)

জিহ্বা খাদ্যের স্বাদ গ্রহণ করে।

খাদ্যকে পাকস্থলীর দিকে ঠেলে দেয়।

ভাষা প্রকাশের জন্যও অপরিহার্য।

৩। লালাগ্রন্থি (Salivary glands)

মুখগহ্বরে তিন জোড়া প্রধান লালাগ্রন্থি থাকে—
১। প্যারোটিড গ্রন্থি (Parotid gland)
২। সাবম্যান্ডিবুলার গ্রন্থি (Submandibular gland)
৩। সাবলিঙ্গুয়াল গ্রন্থি (Sublingual gland)

এদের নিঃসৃত লালা খাদ্যের শর্করা ভাঙতে সাহায্য করে।

গলগহ্বর (Pharynx)

গলগহ্বর হলো মুখগহ্বর ও খাদ্যনালীর মধ্যবর্তী অংশ। এটি তিনটি ভাগে বিভক্ত—
১। ন্যাসোফ্যারিঙ্কস (Nasopharynx) – নাকের সাথে যুক্ত।
২। অরোফ্যারিঙ্কস (Oropharynx) – মুখের সাথে যুক্ত।
৩। ল্যারিঙ্গোফ্যারিঙ্কস (Laryngopharynx) – খাদ্যনালী ও শ্বাসনালীর সাথে যুক্ত।

এটি খাদ্যকে খাদ্যনালীতে প্রবেশ করায় এবং শ্বাস-প্রশ্বাসেও ভূমিকা রাখে।

খাদ্যনালী (Esophagus)

খাদ্যনালী একটি পেশীবহুল নল, দৈর্ঘ্য প্রায় ১০ ইঞ্চি। এটি তিনটি ভাগে বিভক্ত—

১। সার্ভাইক্যাল অংশ (Cervical part)
২। থোরাসিক অংশ (Thoracic part)
৩। অ্যাবডোমিনাল অংশ (Abdominal part)

খাদ্যনালীর প্রাচীর চার স্তর বিশিষ্ট—
১। মিউকোসা (Mucosa)
২। সাবমিউকোসা (Submucosa)
৩। মাংসপেশি স্তর (Muscular layer)
৪। অ্যাডভেন্টিশিয়া (Adventitia)

এর কাজ হলো—পেরিস্টালসিসের মাধ্যমে খাদ্যকে পাকস্থলীতে পৌঁছে দেওয়া।

পাকস্থলী (Stomach)

পাকস্থলী হলো J-আকৃতির থলির মতো অঙ্গ। এটি চারটি অংশ নিয়ে গঠিত—

১। কার্ডিয়াক অংশ (Cardia) – খাদ্যনালীর সাথে যুক্ত।
২। ফান্ডাস (Fundus) – উপরের গোলাকার অংশ।
৩। বডি (Body) – মধ্যবর্তী বৃহৎ অংশ।
৪। পাইরোরিক অংশ (Pylorus) – ক্ষুদ্রান্ত্রের সাথে যুক্ত।

প্রাচীরের স্তর—
১। মিউকোসা
২। সাবমিউকোসা
৩। মাংসপেশি স্তর
৪। সেরোসা

এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও পেপসিন নিঃসৃত হয়, যা প্রোটিন হজম করে।

ক্ষুদ্রান্ত্র (Small Intestine)

দৈর্ঘ্য প্রায় ২০ ফুট। এটি তিন ভাগে বিভক্ত—

১। ডুডেনাম (Duodenum) – পাকস্থলীর পাইরোরিক অংশের সাথে যুক্ত। এখানে অগ্ন্যাশয় ও লিভার থেকে নিঃসৃত রস মিশে যায়।
২। জেজুনাম (Jejunum) – খাদ্যের অধিকাংশ হজম ও শোষণ ঘটে।
৩। ইলিয়াম (Ileum) – ভিটামিন, খনিজ লবণ ও পানি শোষিত হয়।

প্রাচীরের ভেতরে অসংখ্য ভিলাই (Villi) ও মাইক্রোভিলাই থাকে, যেগুলো শোষণক্ষমতা বৃদ্ধি করে।

বৃহদান্ত্র (Large Intestine)

দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। এটি কয়েকটি অংশ নিয়ে গঠিত—

১। সিকাম (Cecum) – ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম এর সাথে যুক্ত, এর সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে।
২। আরোহী কোলন (Ascending colon)
৩। অনুবর্তী কোলন (Transverse colon)
৪। অবরোহী কোলন (Descending colon)
৫। সিগময়েড কোলন (Sigmoid colon)

এখানে খাদ্যের পানি ও লবণ শোষিত হয়ে মল তৈরি হয়।

মলাশয় ও পায়ুনালী (Re**um & A**l Canal)

মলাশয় (Re**um) : বৃহদান্ত্রের শেষাংশ। এখানে মল জমা থাকে।

পায়ুনালী (A**l canal) : দেহ থেকে মল নির্গমনের পথ।

এখানে দুটি স্ফিঙ্কটার পেশি থাকে—অভ্যন্তরীণ ও বহিঃস্থ, যেগুলো মলত্যাগ নিয়ন্ত্রণ করে।

(ধারাবাহিক চলবে)


হাকীম জামিল আহমদ
৪সেপ্টেম্বর ২০২৫ খৃষ্টাব্দ

25/08/2025

ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপের প্রতিবাদ

আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম দেশে প্রশাসন কর্তৃক দাড়ি রাখার জন্য অনুমতির প্রয়োজনীয়তা আরোপ করা হয়েছে এবং দাড়ি রাখার কারণে দণ্ড প্রদানের বিধান জারি করা হয়েছে। এ ধরনের পদক্ষেপ মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার এবং মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

দাড়ি রাখা ইসলাম ধর্মে কোনো ঐচ্ছিক আমল নয়; বরং এটি শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব। মুসলমানদের ধর্মীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ এই দাড়ি রাখা। সুতরাং প্রশাসনের এ ধরনের প্রজ্ঞাপন কেবল মুসলিম সম্প্রদায়কে অস্থির করার জন্য সাম্প্রদায়িক উস্কানি প্রদানের শামিল। এ ধরনের সিদ্ধান্ত সামাজিক সম্প্রীতি নষ্ট করবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও নেতিবাচক প্রভাব ফেলবে।

আমরা এ বৈষম্যমূলক ও অযৌক্তিক পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—

1️⃣ অবিলম্বে এ ধরনের প্রজ্ঞাপন ও দণ্ডনীতির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
2️⃣ ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করতে হবে।
3️⃣ সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ধর্মীয় স্বাধীনতা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কোনো প্রশাসন বা কর্তৃপক্ষের ক্ষমতা নেই তা খর্ব করার। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সংশোধন করবে এবং শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবাধিকারের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।

✒️ আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি করছি।

হাকীম জামিল আহমদ
দি হলিস্টিক হেলথ কেয়ার এন্ড হিজামা সেন্টার
সুরইঘাট বাজার, কানাইঘাট, সিলেট।

📞 CALL: 01728375075
01974375075

20/08/2025

এই টা এমন দেখায় কেন

একটি হ্যান্ড নোট হিসেবে হোমিও চিকিৎসক গন ব্যবহার করতে পারবেন। C/C  ​শিশুদের বমি (VOMITING OF MILK OF CHILDREN) হোমিওপ্যা...
20/08/2025

একটি হ্যান্ড নোট হিসেবে হোমিও চিকিৎসক গন ব্যবহার করতে পারবেন।

C/C
​শিশুদের বমি (VOMITING OF MILK OF CHILDREN)

হোমিওপ্যাথিক চিকিৎসা

​কারণ: দুধ হজম না হওয়া, অতিরিক্ত খাওয়া, পেটে বায়ু জমে যাওয়া।
​চিকিৎসা:
​IPECAC 30 - বমির পরিমাণ বেশি হলে।
​AETHUSA 30 - দুধ খেলেই বমি হলে।
​NUXVOMICA 30 - পেট ভার, কোষ্ঠকাঠিন্য, জিহ্বায় সাদা আস্তরণ থাকলে।
​CHAMOMILA 30 - খিটখিটে মেজাজ, কান্নাকাটি, পেটে বায়ু হলে।

C/C​
শিশুদের কলেরা (INFANT’S CHOLERA)

​কারণ: গরম আবহাওয়া, দুধ হজম না হওয়া, দাঁত ওঠার সময়।
​চিকিৎসা:
​CROTON TIGLIUM 30 - পাতলা পায়খানা, হঠাৎ করে হওয়া, পেট ব্যথা।
​CHAMOMILA 30 - পেট ব্যথা, বমি, সবুজ পায়খানা।

C/C​
শিশুদের বিছানায় প্রস্রাব করা (WETTING OF CHILDREN)

​কারণ: দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, মূত্রথলির দুর্বলতা।
​চিকিৎসা:

​LYCOPODIUM 30 - ঘুমের মধ্যে প্রস্রাব হলে।
​CAUSTICUM 30 - রাতে বিছানায় প্রস্রাব হলে।
​NATRUM MURIATICUM 30 - কাশি, হাঁচি, হাসলে প্রস্রাব বেরিয়ে গেলে।


C/C
​শিশুদের কোষ্ঠকাঠিন্য (CONSTIPATION OF CHILDREN)

​কারণ: হজমের সমস্যা, অতিরিক্ত খাওয়া, অস্বাস্থ্যকর খাবার।
​চিকিৎসা:
​BRYONIA 30 - পায়খানা শুষ্ক, শক্ত, পরিমাণে কম।
​PULSATILLA 30 - কোষ্ঠকাঠিন্যের সাথে পেট ব্যথা।
​NUXVOMICA 30 - বদহজম, কোষ্ঠকাঠিন্য, জিহ্বা সাদা।
​ALOES 30 - পায়খানা করতে কষ্ট হলে।
​GRAPHITES 30 - মলদ্বারে জ্বালা, রক্তপাত।
​ACONITE 30 - পায়খানা করার আগে পেটে ব্যথা।

C/C
​শিশুদের অর্শ (HEMORRHOIDS OF CHILDREN)

​কারণ: কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা।
​চিকিৎসা:
​ACONITE 30 - পায়খানা করার সময় জ্বালা, রক্তপাত।
​PULSATILLA 30 - পায়খানা করার পর ব্যথা।
​NUXVOMICA 30 - কোষ্ঠকাঠিন্যের সাথে অর্শ।
​GRAPHITES 30 - মলদ্বারে জ্বালা, চুলকানি।
​SULPHUR 30 - পায়খানা করার পর মলদ্বারে ব্যথা, জ্বালা।

C/C
​শিশুদের আর্টিকেরিয়া বা আমবাত। (URTICARIA OF CHILDREN)

​কারণ: খাবারের এলার্জি, অতিরিক্ত গরম, ঠান্ডা।
​চিকিৎসা:
​APIS 30 - হঠাৎ করে শরীরে লাল, ফোলা দাগ দেখা গেলে।
​CAUSTICUM 30 - চুলকানি, জ্বালা, রাতে বেশি হয়।
​NUXVOMICA 30 - খাবারের এলার্জি, বদহজম।


C/C
​শিশুদের ডায়ারিয়া (RHACHITIS, RICKETS)

​কারণ: দুর্বলতা, ভিটামিন ডি'র অভাব।
​চিকিৎসা:
​CALCAREA PHOS 30 - শরীরের দুর্বলতা, হাড়ের গঠন দুর্বল হলে।
​SILICEA 30 - শরীরের দুর্বলতা, দাঁত উঠতে দেরি হলে।
​NUXVOMICA 30 - হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য।

C/C
​শিশুদের হেঁচকি (HICCOUGH OF CHILDREN)

​কারণ: অতিরিক্ত খাওয়া, পেট ভরা থাকা।
​চিকিৎসা:
​IGNESIA AMARA 30 - হেঁচকি, পেট ব্যথা, দুর্বলতা।
​NUXVOMICA 30 - বদহজম, পেট ব্যথা, হেঁচকি।
​MAGNESIA PHOS 6X - হেঁচকি, পেট ব্যথা,


C/C
​শিশুদের কৃমি (WORMS OF CHILDREN)

​কারণ: অস্বাস্থ্যকর খাবার, দুর্বলতা।
​চিকিৎসা:
​ARSENICUM ALBUM 30 - বমি, পাতলা পায়খানা, পেটে ব্যথা।
​CALCAREA PHOS 30 - দুর্বলতা, পেটে ব্যথা।
​NUXVOMICA 30 - বদহজম, পেটে ব্যথা, বমি।
​MERCURIUS SOLUBILIS 30 - পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা।
​CHINA 30 - পেটে ব্যথা, দুর্বলতা, বমি।
​TAENENIA 6X - কৃমি, পেটে ব্যথা।

নোট:-হোমিওপ্যাথিক চিকিৎসা যেহেতু রোগীর চিকিৎসা করে রোগের নয়, তাই ব্যক্তি বেধে এবং লক্ষন বেধে চিকিৎসা এবং শক্তি পরিবর্তন হওয়া স্বাভাবিক।

হাকীম জামিল আহমদ
দি হলিস্টিক হেলথ কেয়ার এন্ড হিজামা সেন্টার. সুরইঘাটবাজার.কানাইঘাট.সিলেট।
01728-375075
তারিখ ২০-৮-২০২৫ খৃষ্টাব্দ

09/08/2025

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hakim Jamil Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram