
13/10/2024
নির্জন পথে আমি হেঁটে যাই,
কিছুক্ষণ থামি বাতাসের ডাকে,
অচেনা সব গন্ধ মেখে,
প্রকৃতির সাথে মিশে যাই।
পায়ের নীচে শুকনো পাতা,
মাথার উপরে আকাশ ফাঁকা।
নীরবতায় হারিয়ে যায় স্বপ্নের ছোঁয়া,
অজানা গল্পে মন ভেসে যায় স্রোতচিহ্নহীন পথে।
তুমি আসবে বলে এই পথ ধরি,
দূর থেকে যেন তোমার ছায়া দেখি।
হৃদয়ের গভীরে এক আশা লুকিয়ে,
তোমার হাত ধরবো বলে আমি চলতে থাকি।
আলোর শেষ রেশ মুছে গেলে,
রাতের নীরবতা সবকিছু ঢেকে ফেলে।
আমি তখনও হাঁটি, অপেক্ষার কাঁটায়,
তুমি আসবে বলে, এই পথেই, কোনো একদিন।