H.M.U Shakil

H.M.U Shakil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from H.M.U Shakil, Sylhet.

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা জনাব উবায়দুল্লাহ ফারুক সাহেব দাঃ বাঃ আমার চেম্বারে চিকিৎসা সেব...
29/07/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা জনাব উবায়দুল্লাহ ফারুক সাহেব দাঃ বাঃ আমার চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করতে আসছিলেন।

তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস রোগে রোগাক্রান্ত৷ এছাড়া কিছুদিন যাবৎ বেক পেইন ও নি-পেইনে ভূগছেন৷ আর এ জন্যে তিনি আমার প্রতিষ্ঠানে আসছিলেন৷

মূলত,তাঁর পরিবার পরিজন অনেকে আমার চিকিৎসা সেবা নিয়ে,আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।

হুজুরের যথেষ্ট আপ্যায়ন করতে না পেরে দুঃখিত।

দোআ করি, আল্লাহ যেনো হুজুর কে দ্রুত পুর্ণ সুস্থতা আর দীর্ঘ জীবন দান করেন। আর আমাকে মানুষের চিকিৎসা সেবায় দীর্ঘ দিন নিয়োজিত রাখেন৷ আমিন

🟢 সবধরনের বাত, ব্যথা ও জয়েন্ট সমস্যার পার্শপ্রতিক্রিয়া মুক্ত প্রাকৃতিক সমাধান পেতে চলে আসুন  চেম্বারে কিংবা মেসেজ  করুন...
14/07/2025

🟢 সবধরনের বাত, ব্যথা ও জয়েন্ট সমস্যার পার্শপ্রতিক্রিয়া মুক্ত প্রাকৃতিক সমাধান পেতে চলে আসুন চেম্বারে কিংবা মেসেজ করুন আমাদের ইনবক্সে।

29/06/2025
কোন ভি’টামিনের অভাবে অতিরিক্ত ঘাম ঝরে, জেনে নিনতীব্র গরম অথবা বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলে ঘাম হওয়া স্বাভাবিক। সাধ...
13/06/2025

কোন ভি’টামিনের অভাবে অতিরিক্ত ঘাম ঝরে, জেনে নিন
তীব্র গরম অথবা বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলে ঘাম হওয়া স্বাভাবিক। সাধারণত ঘামের মাধ্যমে শরীরে জমা টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যায়। কিন্তু ঘাম বের হওয়ারও একটা মাত্রা থাকতে হয়। অকারণে অস্বাভাবিক হারে ঘাম হলে তা জটিল কোনো রোগের উপসর্গ বলে ধরে নেওয়া হয়।
শিশু বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অতিরিক্ত ঘামঝরার পেছনে ভিটামিন ডি–এর ঘাটতি একটি সম্ভাব্য কারণ হতে পারে, বিশেষ করে মাথায় ঘাম বেশি হলে। তবে ভিটামিন ডি ঘাটতির অন্যতম লক্ষণ হিসেবে নবজাতকদের ক্ষেত্রে মাথায় অতিরিক্ত ঘামকে ধরা হয়।
এছাড়া, ভিটামিন বি–এর অভাব (বিশেষ করে বি১ বা থায়ামিন) থেকেও অতিরিক্ত ঘাম হতে পারে, কারণ এটি স্নায়ুতন্ত্রের কার্যক্রমে প্রভাব ফেলে। আবার
ভয়, উদ্বেগ বা আতঙ্ক থেকেও অনেক সময়ে ঘাম হয়। তবে চিকিৎসকেরা বলছেন, শরীরে ভিটামিন ডি-এর অভাব হলেই এই উপসর্গটি প্রকট হয়ে ওঠে।
অতিরিক্ত ঘাম ছাড়া এই ভিটামনের অভাবে আর কী কী লক্ষণ প্রকাশ পায়?
হাড়ের ক্ষয়
হাড় মজবুত ও শক্তিশালী রাখতে প্রয়োজন পর্যাপ্ত ক্যালসিয়াম। যার জোগান দেয় ভিটামিন ডি। তবে শরীরে ভিটামিন ডি-র ঘাটতি থাকলে ক্যালসিয়ামের অভাবে হাড় ভিতর থেকে ক্ষয়ে যেতে থাকে।
অত্যধিক ক্লান্তি
শরীরে ভিটামিন ডি-র অভাবে ঘটলে সব সময়ে একটা ক্লান্তি ঘিরে থাকে। অতি অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ার প্রবণতা দেখা যায়।
ওজন বৃদ্ধি
হু হু করে ওজন বাড়ার একটি বড় কারণ কিন্তু হতে পারে ভিটামিন ডি-র ঘাটতি। শরীরে পরিমাণ মতো ভিটামিন ডি-র অভাব ঘটলে বাড়তে পারে ওজন।
চুল পড়া
মূলত পর্যাপ্ত পুষ্টির অভাবেই চুল পড়ে। কিন্তু চুল পড়ার আরও একটি কারণ হলো ভিটামিন ডি-র ঘাটতি। ভিটামিন ডি চুল ভালো রাখতে ব্যাপক সাহায্য করে। ফলে শরীরে ভিটামিন ডি যদি কোনো কারণে কমে যায়, তার একটি লক্ষণ হতে পারে চুল ঝরা।
ক্ষত শুকোতে দেরি হওয়া
ভিটামিন ডি শরীরের যেকোনো ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে। দীর্ঘদিন ধরে যদি কোনো ক্ষতস্থান না শুকোয়, তা হলে ধরে নেওয়া যেতে পারে শরীরে ভিটামিন ডি-র ঘাটতি তৈরি হয়েছে।
তবে ভিটামিনের ঘাটতি ছাড়াও অতিরিক্ত ঘাম হতে পারে নানা কারণে—যেমন হরমোনজনিত সমস্যা, ইনফেকশন, মানসিক চাপ বা হাইপারহাইড্রোসিস।

° ওভারিয়ান সিস্ট: নীরবতা ভাঙুন, জেনে রাখুন>হঠাৎ তীব্র পেটব্যথা??-মাসিক এলোমেলো??একা নন, বোন।সিস্ট একটা শব্দ নয়—এটা একজন ...
01/06/2025

° ওভারিয়ান সিস্ট: নীরবতা ভাঙুন, জেনে রাখুন

>হঠাৎ তীব্র পেটব্যথা??
-মাসিক এলোমেলো??
একা নন, বোন।
সিস্ট একটা শব্দ নয়—এটা একজন নারীর অজানা আতঙ্ক, নীরব যন্ত্রণা।

]জানেন কি,
√ বেশিরভাগ সিস্ট ক্ষতিকর নয়, মিলিয়ে যায় নিজে থেকেই।
‌‌√ কিন্তু কিছু সিস্ট হতে পারে বিপজ্জনক—যদি উপেক্ষা করেন, হারাতে পারেন ভবিষ্যতের সম্ভাবনাও।

🩺 সমাধান আছে, সচেতনতা লাগবে।

>ব্যথা হলে ওষুধ নয়—ডাক্তার দেখান
> হরমোন ভারসাম্য রাখতে পিল সহায়ক
> বড় বা জটিল সিস্ট হলে দীর্ঘদিন ঔষধ সেবন জরুরী।
> হঠাৎ ব্যথা, মাথা ঘোরা বা জ্বর হলে দেরি না করে পরামর্শ নিন৷

>মেয়েদের শরীর রহস্য নয় — বুঝে নেওয়ার অধিকার আমাদেরই। # জানান একজন নারীকে, রক্ষা হোক একটি ভবিষ্যৎ।

*** শেয়ার করুন — আজই সচেতনতা ছড়ান।

✅ জরায়ু টিউমার এর কারণ ও লক্ষণ সূমহ:----------অনেক সময় গাত্রে বা জরায়ু গহ্বরে নানা ধরনের টিউমার সৃষ্টি হতে পারে। এর আ...
08/05/2025

✅ জরায়ু টিউমার এর কারণ ও লক্ষণ সূমহ:
----------
অনেক সময় গাত্রে বা জরায়ু গহ্বরে নানা ধরনের টিউমার সৃষ্টি হতে পারে। এর আকার মটরকলই থেকে আধা কেজি পর্যন্ত এবং এক সাথে ৮-১০টি পর্যন্ত হতে পারে। কোনো কোনো টিউমার থেকে পুঁজ রক্ত বের হতে পারে আবার কোনো কোনো টিউমার থেকে এ জাতীয় স্রাব নাও হতে পারে। একে Fibroma Myoma/Fibroid Myoma বলে।

কারণ :
সঠিক কারণ জানা যায়নি তবে নিম্নের কারণগুলো অনেক ক্ষেত্রেই এর সৃষ্টির জন্য দায়ী।
যেমন-
১. যে কোনো বয়সেই হতে পারে, তবে ৩০-৪৫ এর মধ্যে বেশি হয়। ২. বন্ধ্যা, এক সন্তানবিশিষ্টদের বেশি হয়।

৩. জরায়ু পেশির ওপর অনবরত চাপ পড়া, জোর পড়া।
৪. বংশগত কারণ।
৫. হাইপার আসট্রিনিজম।

লক্ষণ :
১. বহুদিন স্থায়ী ঋতু, পেট কেটে ফেলার ন্যায় বেদনা, কাটা বর্ণের প্রদর স্রাব। অতি দুর্গন্ধযুক্ত প্রদর হয়।
২. শীর্ণতা, তৎসহ যথেষ্ট ক্ষুধা ও পিপাসা।
৩. জরায়ুতে জারাকর বেদনা,পেট ফাঁপা, মূত্ররোধ।

৪. প্রচুর পরিমাণে বহু দিন স্থায়ী ঋতু স্রাব
৫. ফুসকুড়ির মতো টিউমার, সঙ্গমকালে বেদনা।
৬. অত্যধিক শিরা স্ফীত, ঋতুস্রাবের পর প্রচুর ঘাম।
৭. ঋতুর আগে ও পরে প্রচুর কালো দুর্গন্ধযুক্ত স্রাব।
৮. জরায়ুর মধ্যস্থ সৌত্রিক টিউমার হতে রক্ত স্রাব তৎসহ পিটে বেদনা। প্রাথমিক অবস্থা থেকেই লক্ষণ দেখে চিকিৎসা নিলে এ সমস্যা থেকে আরোগ্য লাভ করা যায়।

আপনি কি চর্ম অথবা যৌন সমস্যায় ভুগছেন? প্রচলিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে ওষুদ খেয়েও ভালো হচ্ছে না? আপনার জন্যই “ন্যাচারাল এন্...
21/04/2025

আপনি কি চর্ম অথবা যৌন সমস্যায় ভুগছেন? প্রচলিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে ওষুদ খেয়েও ভালো হচ্ছে না? আপনার জন্যই “ন্যাচারাল এন্ড মডার্ন চিকিৎসাপদ্ধতির সমন্বয়ে” কাজ করছি আমরা।

শত শত রোগীর রোগমুক্তি আর তিন পুরুষের দীর্ঘ অভিজ্ঞতা ও গবেষণার ফসল আমাদের প্রতিষ্ঠান। এক্সপার্ট ফিজিশিয়ান, উন্নত ব্র্যান্ডস, হোমমেইড হার্বস আর মডার্ন ডায়াগনস্টিকসের সহযোগিতায় সঠিকভাবে রোগনির্ণয় করে এখানে সেবা প্রদান করা হয়।

আমাদের সেবাসমূহ:

* শ্বাল, ছলম, সিরোসিস, ব্রণ, মেছতা, শ্বেতী, বয়সের ছাপ ইত্যাদি যেকোনো স্কিন ডিজিজের সমাধান।
* ডায়াবেটিস, এ্যাজমা, ব্লাডপ্রেশার, হৃদরোগ,পেপটিক আলসার, অর্শ্ব, অতিরিক্ত ওজন কিংবা ওজনস্বল্পতা, জন্ডিস/লিভার সিরোসিসের সমাধান।
* অনিয়মিত মাসিক বা সাদ্রা স্রাব, নারী-পুরুষের যেকোনো যৌন সমস্যা, মহিলাদের স্তন ছোট-বড় করা, বন্ধ্যাত্ব, জরায়ু সমস্যা সহ বিবিধ রোগের চিকিৎসা করা হয়।

#চেম্বার:
ফ্রেন্ডস ইউনানী এন্ড আয়ুর্বেদিক হারবাল সেন্টার,
১৮-বশির কমপ্লেক্স (৩য় তলা),
বন্দর বাজার, সিলেট।
(হোটেল মজলিশের বিপরীতে)

পরামর্শ এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: 01739-102715

পানি ভাঙলে কী করবেন? — করণীয় তালিকা১. নিশ্চিত হোন এটি প্রস্রাব নয়: • পানি ঘন, গন্ধহীন, রঙহীন হতে পারে (অনেকটা ডিমের সাদা...
18/04/2025

পানি ভাঙলে কী করবেন? — করণীয় তালিকা

১. নিশ্চিত হোন এটি প্রস্রাব নয়:
• পানি ঘন, গন্ধহীন, রঙহীন হতে পারে (অনেকটা ডিমের সাদা অংশের মতো)
• অটকানো যায় না, কাপড় ভিজে যায়
• যদি বুঝতে না পারেন, পরিষ্কার সাদা কাপড় পরে পর্যবেক্ষণ করুন

২. পানি ভাঙার সময়টি নোট করুন:
• ঠিক কখন পানি ভাঙলো তা লিখে রাখুন
• ডাক্তারের জন্য এটি গুরুত্বপূর্ণ তথ্য

৩. যদি পানি পরিষ্কার হয় ও ব্যথা না থাকে:
• প্যান্টি লাইনার বা পরিষ্কার কাপড় ব্যবহার করুন
• নিচের অংশ পরিষ্কার ও শুকনো রাখুন
• ৩-৬ ঘণ্টার মধ্যে ব্যথা শুরু না হলে হাসপাতালে যোগাযোগ করুন

৪. যদি পানি হলুদ, সবুজ বা লালচে হয়:
• তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান
• বাচ্চার প্রস্রাব বা রক্ত মিশ্রিত হলে বিপদ হতে পারে

৫. যদি জ্বর, তীব্র ব্যথা বা কাঁপুনি শুরু হয়:
• সংক্রমণের সম্ভাবনা — দেরি না করে হাসপাতালে যান

৬. গাড়ি/অ্যাম্বুলেন্স রেডি রাখুন:
• ব্যথা শুরু হলে যেন তাড়াতাড়ি যাওয়া যায়

৭. বেশি শুয়ে না থেকে আধশোয়া অবস্থায় থাকুন:
• যাতে cord (নাড়ি) নিচে না নেমে আসে



পানি ভাঙলে মনে রাখার কথা:
• ১ম বাচ্চা হলে: পানি ভাঙার ১২–২৪ ঘণ্টার মধ্যে ব্যথা আসতে পারে
• ২য় বা ৩য় বাচ্চা হলে: ব্যথা তাড়াতাড়ি শুরু হয়, তাই প্রস্তুত থাকুন
• কখনো ডেলিভারির সময় হতেই পারে, তাই বিলম্ব করবেন না



আপনার যদি আগে সিজার হয়ে থাকে, অথবা বাচ্চার নড়াচড়া বন্ধ/কম মনে হয় — তাহলে অবিলম্বে হাসপাতালে যান।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when H.M.U Shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share