24/11/2022
পরিবারকে খুঁজে পেতে চায় চট্রগ্রাম থেকে হারিয়ে যাওয়া শাহেনা বেগম
ছবিটিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম শাহেনা বেগম, যখন তার বয়স আট বছর ছবিটি তখনকার। চট্রগ্রাম শহরের কর্নেল হার্ট, পাহাড়তলী এলাকা থেকে আনুমানিক বাইশ-তেইশ বছর আগে সে হারিয়ে যায় যখন তার বয়স ছিলো আট কিংবা নয় বছর। তার ভাষ্যমতে যখন সে হারিয়ে যায় তখন তারা পাঁচ ভাইবোন ছিলো।
হারানো মেয়েটির নাম – শাহেনা বেগম�*বাবার নাম – মোমপুর আলী মিয়া�*মায়ের নাম- ফাতেমা বেগম�*হারিয়ে যায়- চট্রগ্রাম শহরের কর্নেল হার্ট, পাহাড়তলী এলাকা থেকে�* হারিয়ে যাওয়ার সময় তারা পাঁচ ভাই বোন ছিলো।�* বড় ভাই – সাজু
* বড় বোন – দিলদারা�* সেঝো সে নিজেই�* ছোট ভাই – রাজু�* ছোট বোন – মিনা�কেউ যদি খোঁজ পেয়ে থাকেন তাহলে হারানো ব্যক্তির সাথে বর্তমান যোগাযোগের ঠিকানা-�* ২ নং রোড হাতিমবাগ, শিবগঞ্জ।
*থানা- শাহপরান (রাঃ)�*জেলা – সিলেট�* বিভাগ – সিলেট�* মোবাইল – 01731547150, 01790547139
আজ বাইশ-তেইশ বছর পরও সে তার পরিবারকে ফিরে পাওয়ার জন্য হৈন্যে হয়ে ঘুরছে। আজ তার সংসার আছে, স্বামী আর সন্তান নিয়ে হাজারও সুখের ভিতর সে বাস করছে। কিন্তু তার মনের অসুখ কিছুতেই সারছে না। আর তার মনের অসুখ হলো তার পরিবার। ভাবছেন এত ইনফরমেশন জানা সত্বেও কেন তিনি তার পরিবারকে ফিরে পাচ্ছে না!!
তিনি বলেন, প্রত্যেক দিনের বেলা অক্লান্ত পরিশ্রম করে আমি রাতে ফুপিয়ে কাঁদতাম পরিবারকে হারানোর শোকে।মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। মনে পড়ে আদরের ভাই বোনদের কথা। মাঝে মাঝে ঘুমানোর আগে আল্লাহর কাছে প্রার্থনা করতাম “হে আল্লাহ, আমার জীবনে যা ঘটেছে সব যেন দুঃস্বপ্ন হয়। সকালবেলা ঘুম থেকে উঠে যেন দেখি আমি আমার মায়ের কোলে শুয়ে আছি। কিন্তু না বাস্তবতা যে বড়ই নিষ্ঠুর, আমার যেমন জীবন তেমনই রয়েই গেছে। বিয়ের পরে ভেবেছিলাম আমি হয়ত স্বামীর সাহায্য নিয়ে আমি আমার পরিবারকে খুঁজে পাবো।মিথ্যে বলবো না, আমার স্বামী আমাকে সাহায্য করেছিলো। আমার স্বামী আমাকে নিয়ে গিয়েছিলো যে জায়গা থেকে আমি হারিয়ে যাই সেখানে। কিন্তু দূর্ভাগ্যবশত আমরা সেখানে অনেক খুঁজা-খুজির পরও আমার পরিবারকে খুঁজে পাইনি।
হারিয়ে যাওয়া মানুষটির আর্তনাদ ভরা কথন। উনি যখন ওনার হয়ে আমাকে ওনার স্টোরি লিখতে বলেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। সকলের কাছে আমার আর্জি, যদি কেউ ওনার ডিটেলস দেখে ওনাকে বা ওনার পরিবারকে চিনে থাকেন তবে দয়া করে ওনাকে ওনার পরিবারকে খুঁজে পেতে সাহায্য করুন।
সবাইকে শেয়ার করে দেন একজন আরেকজনকে দেখার সুযোগ করে দেন।