বাঁধন, দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরিবার

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • বাঁধন, দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরিবার

বাঁধন, দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরিবার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাঁধন, দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরিবার, Blood bank, Dakshin Surma Gov. t College, Sylhet.

এপ্রিল  মাসের মাসিক প্রতিবেদন ১.০৪.২০২৫ থেকে ৩০.০২.২০২৫ পর্যন্ত মোট ১৪ ব্যাগ রক্ত জোগাড় করে দেয়া হয়েছে। এর মধ্যে, A+ =  ...
01/05/2025

এপ্রিল মাসের মাসিক প্রতিবেদন

১.০৪.২০২৫ থেকে ৩০.০২.২০২৫ পর্যন্ত মোট ১৪ ব্যাগ রক্ত জোগাড় করে দেয়া হয়েছে।

এর মধ্যে,

A+ = ২ ব্যাগ

B+ = ৭ ব্যাগ

O+ = ৩ ব্যাগ

Ab- = ১ ব্যাগ

A- = ১ ব্যাগ

এর মধ্যে,

এমএজি ওসমানী মেডিকেল = ৩ ব্যাগ

মুজিব জাহান রেডক্রিসেন্ট = ৩ ব্যাগ

নর্থইষ্ট মেডিকেল = ১ ব্যাগ

ইবনে সিনা হাসপাতাল = ৩ ব্যাগ

ওয়েসিস হসপিটাল = ৩ ব্যাগ

আল-হারামাইন হসপিটাল = ১ ব্যাগ

ছবির রক্তদাতা : আবিদা জান্নাত ডিগ্রী ২য় বর্ষ : বিবিএসশিক্ষাবর্ষ: ২০২২-২৩রক্তের গ্রুপ : এ পজিটিভ রক্তদান : ১ম রোগীর সমস্য...
01/05/2025

ছবির রক্তদাতা : আবিদা জান্নাত

ডিগ্রী ২য় বর্ষ : বিবিএস

শিক্ষাবর্ষ: ২০২২-২৩

রক্তের গ্রুপ : এ পজিটিভ

রক্তদান : ১ম

রোগীর সমস্যা : ক্যান্সার

রক্তদানের স্থান : নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল

রোগী রেফারেন্স : বাঁধন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ইউনিট

“একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন ”  বাঁধন দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরিবার সিলেট, বিভাগীয় জোন- ০৩ এর পক্ষ থে...
01/05/2025

“একের রক্ত অন্যের জীবন
রক্তই হোক আত্মার বাঁধন ”

বাঁধন দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরিবার সিলেট, বিভাগীয় জোন- ০৩ এর পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ নগরীর জিতু মিয়ার পয়েন্টে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করা হয়। আজকের কর্মসূচীতে ১০৪ জন পথচারীর বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়। আজকের ক্যাম্পেইনে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ ।

একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন ছবির রক্তদাতা : শ্রী অনিক চন্দ্র পার্থরক্তের গ্রুপ : ও পজিটিভ রক্তদান : দ্ব...
01/05/2025

একের রক্ত অন্যের জীবন
রক্তই হোক আত্মার বাঁধন

ছবির রক্তদাতা : শ্রী অনিক চন্দ্র পার্থ

রক্তের গ্রুপ : ও পজিটিভ

রক্তদান : দ্বিতীয়

রোগীর সমস্যা : রক্তশূন্যতা

রক্তদানের স্থান : মুজিব জাহান রেডক্রিসেন্ট

রোগী রেফারেন্স : Hussain

আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনে "বাঁধন দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরিবার" এর পক্ষ থেকে  গভীর শ্রদ্ধা জানাই সেই...
30/04/2025

আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনে "বাঁধন দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরিবার" এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই সেই সব শ্রমিক ভাই-বোনদের, যাদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলছে আমাদের সমাজ ও দেশ। শ্রম শুধু জীবিকা নয়, এটি মানবতার অঙ্গ। চলুন, শ্রমের মর্যাদা দিতে শিখি এবং শ্রমজীবী মানুষদের প্রতি সম্মান দেখাই।

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাঁধন”ছবির রক্তদাতা : আকরাম খান রক্তের গ্রুপ : ও পজিটিভ রক্তদান : ৩য় রোগীর সমস্...
30/04/2025

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাঁধন”

ছবির রক্তদাতা : আকরাম খান

রক্তের গ্রুপ : ও পজিটিভ

রক্তদান : ৩য়

রোগীর সমস্যা : কিডনি সমস্যা

রক্তদানের স্থান : উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

ছবির রক্তদাতা : হাসান আহমেদ রক্তের গ্রুপ : এবি নেগেটিভ রক্তদান : ২০ তম রোগীর সমস্যা : জরায়ু টিউমার রক্তদানের স্থান : ওয়ে...
29/04/2025

ছবির রক্তদাতা : হাসান আহমেদ

রক্তের গ্রুপ : এবি নেগেটিভ

রক্তদান : ২০ তম

রোগীর সমস্যা : জরায়ু টিউমার

রক্তদানের স্থান : ওয়েসিস হসপিটাল

29/04/2025

বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন)

বর্তমান কাঠামো:
৫৮টি জেলা
৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান
১৪৫টি ইউনিট
১৬টি জোন
১৪টি পরিবার

প্রকৃতি:
অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

লক্ষ্য ও উদ্দেশ্য:

*স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ।
*দুঃস্থ ও মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সরবরাহ।
*সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা।

স্লোগান:
"একের রক্ত অন্যের জীবন;
রক্তই হোক আত্মার বাঁধন।"

মূল কার্যক্রম:

*রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান।
*প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম।
*মানবিক ও সামাজিক সেবা প্রদান।

সাফল্য (ডিসেম্বর ২০২৪ পর্যন্ত):
মোট রক্ত সরবরাহ: ১০,৯৫,৪২৬ ব্যাগ
মোট রক্তের গ্রুপ নির্ণয়: ২২,৪০,৫৫১ জন।

ভবিষ্যৎ স্বপ্ন:
বাংলাদেশের প্রতিটি মানুষকে রক্তের গ্রুপ জানানো এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা।

আপনিও হতে পারেন একজন বাঁধনের রক্তদাতা ও কর্মী। মানবতার পাশে দাঁড়াই,জীবনের জন্য রক্ত দিই, ভালোবাসার বন্ধন গড়ি।

“একের রক্ত অন‍্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন”রক্তদাতা খুজুন সহজেই "BADHAN APP" এ।ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে।
22/04/2025

“একের রক্ত অন‍্যের জীবন
রক্তই হোক আত্মার বাঁধন”

রক্তদাতা খুজুন সহজেই "BADHAN APP" এ।
ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে।

একনজরে বাঁধনের ২৭ বছর..😍
20/04/2025

একনজরে বাঁধনের ২৭ বছর..😍

“একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন"তারিখ:১৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ। আজ দক্ষিণ সুরমা সরকারি কলেজে, বাঁধন দক্ষ...
19/04/2025

“একের রক্ত অন্যের জীবন
রক্তই হোক আত্মার বাঁধন"

তারিখ:১৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ।

আজ দক্ষিণ সুরমা সরকারি কলেজে, বাঁধন দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরিবার এর বাঁধনকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা "মীর নাইমুর রহমান নাইম" ভাই এবং বাঁধন বিভাগীয় জোন-৩ এর সহ সভাপতি মাহবুবুল আলম ভাই সহ অন্যান্য সদস্যরা।

আসসালামু আলাইকুম /আদাব।"একের রক্ত অন্যের জীবনরক্তই হোক আত্মার বাঁধন।"আজ ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রি. রোজ: শুক্রবার সকাল ১০:০০ ...
18/04/2025

আসসালামু আলাইকুম /আদাব।

"একের রক্ত অন্যের জীবন
রক্তই হোক আত্মার বাঁধন।"

আজ ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রি. রোজ: শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় বাঁধন,বিভাগীয় জোন-৩ কর্তৃক আয়োজিত "সাংগঠনিক কর্মশালা -২০২৫" মো: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক, বাঁধন,জোনাল কার্যকরী পরিষদ -২০২৫, বিভাগীয় জোন -৩ এর সঞ্চালনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

♦উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার স্যার,
পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।

♦আরও উপস্থিত ছিলেন,
প্রফেসর ড. মো. মেহেদী হাসান খান স্যার,
ডিন, ফ্যাকাল্টি অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।

প্রফেসর ড. মো. মাসুদুর রহমান
ডিপার্টমেন্ট অফ ক্রোপ বোটানি অ্যান্ড টি প্রোডাকশন অ্যান্ড টেকনোলজি,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট

মীর নাইমুর রহমান নাঈম
উপদেষ্টা, বাঁধন,কেন্দ্রীয় পরিষদ
উপস্থিত ছিলেন বাঁধন, কেন্দ্রীয় পরিষদের সভাপতি জনাব মো: শামীম আহমেদ গাজী

এছাড়াও বাঁধন, বিভাগীয় জোন -৩ এর আওতাধীন ইউনিটসমূহ, অন্যান্য পরিবারের সদস্যবৃন্দ, ছাত্র উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীগণ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জনাব সরকার মোহাম্মদ (এস.এম.) ফোরকান
সভাপতি, জোনাল কার্যকরী পরিষদ -২০২৫
বাঁধন,বিভাগীয় জোন-৩।

♦উক্ত অনুষ্ঠানে জুড়ে যা যা অনুষ্ঠিত হয়েছে
★আলোচনা সভা
★সাংগঠনিক কর্মশালা
★কর্মশালা শেষে বাঁধন সম্পর্কিত কুইজ এবং বাঁধন কর্মীদের মাঝে সার্টিফিকেট বিতরণ।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের আয়োজন সফল ও সার্থক হয়েছে।

Address

Dakshin Surma Gov. T College
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাঁধন, দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category