18/04/2025
আসসালামু আলাইকুম /আদাব।
"একের রক্ত অন্যের জীবন
রক্তই হোক আত্মার বাঁধন।"
আজ ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রি. রোজ: শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় বাঁধন,বিভাগীয় জোন-৩ কর্তৃক আয়োজিত "সাংগঠনিক কর্মশালা -২০২৫" মো: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক, বাঁধন,জোনাল কার্যকরী পরিষদ -২০২৫, বিভাগীয় জোন -৩ এর সঞ্চালনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
♦উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার স্যার,
পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।
♦আরও উপস্থিত ছিলেন,
প্রফেসর ড. মো. মেহেদী হাসান খান স্যার,
ডিন, ফ্যাকাল্টি অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।
প্রফেসর ড. মো. মাসুদুর রহমান
ডিপার্টমেন্ট অফ ক্রোপ বোটানি অ্যান্ড টি প্রোডাকশন অ্যান্ড টেকনোলজি,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট
মীর নাইমুর রহমান নাঈম
উপদেষ্টা, বাঁধন,কেন্দ্রীয় পরিষদ
উপস্থিত ছিলেন বাঁধন, কেন্দ্রীয় পরিষদের সভাপতি জনাব মো: শামীম আহমেদ গাজী
এছাড়াও বাঁধন, বিভাগীয় জোন -৩ এর আওতাধীন ইউনিটসমূহ, অন্যান্য পরিবারের সদস্যবৃন্দ, ছাত্র উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীগণ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জনাব সরকার মোহাম্মদ (এস.এম.) ফোরকান
সভাপতি, জোনাল কার্যকরী পরিষদ -২০২৫
বাঁধন,বিভাগীয় জোন-৩।
♦উক্ত অনুষ্ঠানে জুড়ে যা যা অনুষ্ঠিত হয়েছে
★আলোচনা সভা
★সাংগঠনিক কর্মশালা
★কর্মশালা শেষে বাঁধন সম্পর্কিত কুইজ এবং বাঁধন কর্মীদের মাঝে সার্টিফিকেট বিতরণ।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের আয়োজন সফল ও সার্থক হয়েছে।