31/08/2024
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি একজন লেঃ কর্নেল পদমর্যাদার কর্মকর্তার খোলা চিঠি,
"মাননীয় সেনাপ্রধান,
আপনি একজন সজ্জন এবং সৎ ব্যক্তিত্ব। জাতির এই ক্লান্তিলগ্নে আপনি শেখ হাসিনার আত্মীয় হয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। জাতির শেষ আস্থার জায়গা সেনাবাহিনী আপনার নেতৃত্বে খুঁজে পেয়েছে মানুষের হারানো ভালোবাসা। একইসাথে এটা সর্বজনস্বীকৃত যে, এই সেনাবাহিনীর বেশ কিছু বিপদগামী ও অর্থ-ক্ষমতালোভী অফিসার র্যাব, ডিজিএফআই, এনএসআই এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে শেষ ১৬ বছর এই ফ্যাসিস্ট সরকারকে অবৈধ উপায়ে ক্ষমতায় টিকিয়ে রেখেছে।
সে কারণে বর্তমানে সেনাবাহিনীর সামগ্রিক অবস্থান নিয়ে আমার পদবীর উল্লেখযোগ্য সংখ্যক অফিসারের মনে বেশ কিছু প্রশ্ন, অত্যন্ত প্রাসঙ্গিকভাবে এসেছে:
১. সেনাবাহিনী ২০ জুলাই ডিপ্লয় হয়ে কেন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি? যদি আরও আগে দাঁড়াতো, তাহলে তো এত প্রাণহানি হতো না। ৫ আগস্ট কি আপনারা নিরুপায় এবং জুনিয়র অফিসার ও সৈনিকদের চাপে সাধারণ মানুষের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন?
২. জিয়াউল আহসান যে খুনি, এটা কি আমাদের এএসইউ/ডিজিএফআই/এমআই, ৫ আগস্টের আগে জানতো না? যদি না জেনে থাকে, তাহলে একদিনের মধ্যে এত কিছু কীভাবে জেনে গেল? আর জেনে থাকলে এই খুনি কিভাবে ২ তারকা জেনারেল পর্যন্ত আসতে পারলো?
৩. সেনাবাহিনীতে আরও অনেক এরকম খুনি অফিসার আছে, আমরা তাদের চিনি, এখনো তাদের ব্যাপারে আপনার অবস্থান পরিষ্কার হয়নি। যদি পরিষ্কার হতো, তাহলে মুজিব এবং তাবরেজ শামসের মতো অফিসাররাও এতদিন জিয়াউল আহসানের সাথে থাকতো।
৪. আপনি এখন অফিসারদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন, এটা খুবই ভালো বিষয়। কিন্তু গত ১৫ বছরে যখন অসংখ্য অফিসারদের 'বিএনপি-জামাত-স্বাধীনতার বিপক্ষ শক্তি', বলে পেশাদার-মেধাবী অফিসারদেরকে পদোন্নতি দেওয়া হতো না, তখন কি স্যার ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন বেশি ছিলোনা?
৫. জিয়াউল আহসানের মতো সেনাবাহিনীতে অন্তত ৭০ জন খুনি ও দুর্নীতিগ্রস্ত অফিসার রয়েছেন। এর মধ্যে একজনকে বাড়ি পাঠিয়েই কি আর্মির সংস্কার শেষ বলে আপনি মনে করেন? বাকিদের কি হবে? যারা সম্পূর্ণ পেনশন নিয়ে সকল সুযোগ-সুবিধা নিয়ে অবসরে গেছে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে?
৬. আকবর, মুজিব, জিয়াউল আহসান, সাইফুল আলম, তাবরেজ শামসের মতো উর্দি পরা পশুর দ্বারা যারা আর্মিতে এত বছর বঞ্চিত ও নিস্পেষিত হয়েছেন, তাদের ব্যাপারে আপনার অবস্থান এখনও অস্পষ্ট কেন?
৭. ব্রিগেডিয়ার আজমি একজন সেনা কর্মকর্তা হিসেবে 'আয়নাঘর'-এ আটক ছিলেন শেষ ৮ বছরের অধিক সময়। এই বিষয়টি কি আপনারা কেউ অবগত ছিলেন না? ব্রিগেডিয়ার আজমির হারানো বছরগুলো কীভাবে ফিরিয়ে দেবেন, এই প্রশ্ন কি যারা তাকে আটক রেখেছিল, তাদেরকে করেছেন (তাবরেজ শামস, সাইফুল আলম)?
৮. ২৫শে ফেব্রুয়ারি ২০০৯, পিলখানায় সংগঠিত নারকীয় হত্যাযজ্ঞের সাথে কারা এবং কোন সংগঠন জড়িত ছিলো। সেসকল বিস্তারিত তথ্য জাতিকে জানানোর সময় হয়েছে। আপনি কবে নাগাদ তা প্রকাশ করবেন এমন কিছু কি বিবেচনা করেছেন?
আপনাকে ধন্যবাদ স্যার।"
নাম প্রকাশে অনিচ্ছুক লেঃ কর্ণেল সাহেবের এই খোলা চিঠি দেশ মুক্তি বিপ্লব মঞ্চ থেকে প্রচার করা হলো।
কমান্ডার
দেশ মুক্তি বিপ্লব মঞ্চ
কেন্দ্রীয় কমান্ডার ফোরাম, ঢাকা।
#দেশমুক্তিবিপ্লবমঞ্চ #গণঅভ্যুত্থান #জনগণের_নিকট_জবাবদিহি_মূলক_সংবিধান_প্রণয়ন