Red Blood-লাল রক্ত

Red Blood-লাল রক্ত Be a donner , be a hero . Official page of Red Blood Organization , Sylhet, Bangladesh Together, we can ensure that every life counts.

𝐑𝐞𝐝 𝐁𝐥𝐨𝐨𝐝: THE UNIVERSE OF HUMANITY

✦ About Us
Red Blood is a dedicated blood donation organization committed to saving lives by connecting volunteers with those in need of blood. Founded by the visionary Jamil Hasan, Red Blood operates with a singular mission: to ensure that no one suffers due to a shortage of blood. Through the tireless efforts of our volunteers and the leadership of our dedicated team, we strive to make a positive impact on communities everywhere.

★ Our Founder
Jamil Hasan, the founder of Red Blood, envisioned an organization where compassionate individuals could come together to make a significant difference. His leadership and dedication have been the driving force behind Red Blood, inspiring countless volunteers to join the cause and donate blood.

★ Our Team
Managing the Red Blood team is Mirjan Hosen Miraz, whose exceptional organizational skills and commitment ensure that our operations run smoothly. Under his guidance, the team coordinates blood donation drives, manages volunteer activities, and ensures that all logistical aspects are handled efficiently.

➤ What We Do
- Blood Donation Drives: We organize regular blood donation camps and drives in various locations, making it convenient for donors to participate.
- Volunteer Coordination: Our team works tirelessly to recruit, train, and manage volunteers who are passionate about donating blood.
- Awareness Campaigns: We run campaigns to educate the public about the importance of blood donation and dispel myths and misconceptions.
- Support and Care: We provide support to donors and recipients, ensuring a safe and positive donation experience. Join Us
Whether you’re a first-time donor or a seasoned volunteer, your contribution is invaluable. Join us in our mission to save lives and be a part of a community dedicated to making a difference. https://beacons.ai/redblood

For more information on how to donate or volunteer, visit our website or contact us directly.

❝মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য❞আজ আছি, কাল নাও থাকতে পারি। আজ শরীরে রক্ত আছে, কাল নাও থাকতে পারে। তাই যতদিন শরীরে...
06/11/2025

❝মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য❞

আজ আছি, কাল নাও থাকতে পারি। আজ শরীরে রক্ত আছে, কাল নাও থাকতে পারে। তাই যতদিন শরীরে প্রাণ ও রক্ত আছে, ততদিন আসহায় মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব।
হয়তো রক্তদানের ক্ষণিক সময়টুকু আমাদের জীবনের শেষ হতে পারে, কিন্তু মৃত্যুর পর আল্লাহর সামনে অন্তত এতটুকু বলতে পারব—
“আমি আমার শরীরের রক্ত দিয়ে এক মুমূর্ষু মানুষকে বাঁচানোর চেষ্টা করেছি।”

মানবতার ডাকে সাড়া দিয়ে আজ, ৬ নভেম্বর ২০২৫,
রেড ব্লাড-এর স্বেচ্ছাসেবক সাবিহা জান্নাত ম্যাম তৃতীয় বারের মতো 🆎➕ লাল ভালোবাসা দান করেছেন।

ম্যামের এই মহৎ ও মানবিক কাজের জন্য রেড ব্লাড পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানাই। ❤️
ডোনার ও রোগীর দ্রুত সুস্থতা কামনা করছি। 🤍🤲

02/11/2025

২রা নভেম্বর
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস।
সকল রক্তদাতা স্বেচ্ছাসেবক ও শুভ্যানুধ্যায়ীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

26/10/2025

Assalamu alaikum our Red Hero's

Red Youth Associate 2025 is Loading............. 🩸

🩸 “রক্তদান একটি মহান অবদান, এটি আমাদের ব্যক্তিগত সুখের উপর ভারি দায়িত্ব প্রদান করে।” – মহাত্মা গান্ধীযেখানে আজ মানবতার ...
24/09/2025

🩸 “রক্তদান একটি মহান অবদান, এটি আমাদের ব্যক্তিগত সুখের উপর ভারি দায়িত্ব প্রদান করে।” – মহাত্মা গান্ধী

যেখানে আজ মানবতার মূল্য অনেকটা ম্লান, সবাই অর্থের পিছনে দৌড়ায়, সেখানে আজও রক্তদাতা নিঃস্বার্থভাবে নিজের শরীর থেকে রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচাতে সহযোগিতা করছেন। 🌍❤️

আলহামদুলিল্লাহ!
মানবতার এই মহান ডাকে সাড়া দিয়ে আমাদের রেড ব্লাড পরিবারের প্রিয় সানোয়ার ভাই আজ ৯ম বারের মতো একজন মুমূর্ষু রোগীকে 🆎➕ রক্ত উপহার দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। 🩸🤲

রোগীর সুস্থতার জন্য এবং রক্তদানের এই মহৎ কার্যক্রমের জন্য সবাই দোয়া করবেন। 🌸🤗

আপনার এই অসাধারণ কাজের জন্য রেড ব্লাড সিলেট পরিবার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম ভালোবাসা। ❤️🎉

“মানুষের আসল শক্তি প্রকাশ পায় তখনই, যখন সে অন্যের জীবন বাঁচাতে হাত বাড়িয়ে দেয়।” 🤝🕊️আজকের পৃথিবীতে যেখানে মানবতার মূল্য প...
26/08/2025

“মানুষের আসল শক্তি প্রকাশ পায় তখনই, যখন সে অন্যের জীবন বাঁচাতে হাত বাড়িয়ে দেয়।” 🤝🕊️

আজকের পৃথিবীতে যেখানে মানবতার মূল্য প্রায় বিস্মৃত, সবাই যখন শুধু অর্থ আর স্বার্থের পিছনে ছুটে চলে—সেখানে এখনো কিছু মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে অন্যের জন্য নিজের রক্ত বিলিয়ে দেন। ❤️

আলহামদুলিল্লাহ, মানবতার এই মহৎ ডাকে সাড়া দিয়েছেন আমাদের রেড ব্লাড পরিবারের প্রিয় শুভাকাঙ্ক্ষী রুকন স্যার। তিনি একজন মুমূর্ষু রোগীকে উপহার দিয়েছেন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ—⭕➕ 🩸 লাল ভালোবাসা।

আসুন আমরা সবাই রোগীর সুস্থতার জন্য দোয়া করি, আর রক্তদানের এই পবিত্র কাজের প্রতি সম্মান জানাই। 🤲💖

🙏 রেড ব্লাড সিলেট পরিবারের পক্ষ থেকে রুকন স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত রক্তিম ভালোবাসা। ❤️🎉

🎉 শুভ জন্মদিন, মির্জান হোসেন মিরাজ স্যার! 🎉"Red Blood" পরিবারের প্রিয় সভাপতি হিসেবে আপনার নেতৃত্ব, আন্তরিকতা এবং মানবসে...
07/08/2025

🎉 শুভ জন্মদিন, মির্জান হোসেন মিরাজ স্যার! 🎉

"Red Blood" পরিবারের প্রিয় সভাপতি হিসেবে আপনার নেতৃত্ব, আন্তরিকতা এবং মানবসেবার প্রতি অঙ্গীকার আমাদের সবার অনুপ্রেরণা। আপনার জন্মদিনে আমরা কামনা করি—আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও সাফল্যে ভরপুর।

আপনার প্রতিটি দিন হোক রক্তদানের মতো মহৎ কাজের উদাহরণ।
আলোকিত হোক আপনার পথচলা, সমৃদ্ধ হোক Red Blood-এর ভবিষ্যৎ আপনার হাত ধরে।

শুভ জন্মদিন আবারও! অনেক ভালোবাসা ও শুভকামনা। ❤️🎂🥳

— আপনার
Red Blood পরিবার

রক্তদান একটি মহান অবদান, এটি আমাদের ব্যক্তিগত সুখের উপর ভারি দায়িত্ব প্রদান করে।  ( মাহাত্মা গান্ধী )যেখানে বর্তমানে মা...
07/08/2025

রক্তদান একটি মহান অবদান, এটি আমাদের ব্যক্তিগত সুখের উপর ভারি দায়িত্ব প্রদান করে। ( মাহাত্মা গান্ধী )

যেখানে বর্তমানে মানবতার কোনো মূল্য নেই সবাই অর্থের পিছনে দৌড়ায়, সেখানে আজও রক্তদাতা নিঃস্বার্থভাবে নিজের শরীর থেকে রক্ত দিয়ে অন্য একজন মানুষের জীবন বাচাতে সহযোগীতা করেন ||

আলহামদুলিল্লাহ মানবতার ডাকে সাড়া দিলেন আমাদের রেড ব্লাড পরিবারের সিনিয়র সদস্য প্রিয় Kamrul Islam Shaju ভাই একজন মুমূর্ষু রোগীকে 🆎➕ লাল ভালোবাসা উপহার দিলেন || সবাই রোগী ও রক্তদানের জন্য দোয়া করবেন 🤗🤲

আপনার এই মহৎ কাজের জন্য রেড ব্লাড সিলেটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম ভালোবাসা || ❤️🎉

"৫ আগস্ট – ইতিহাসের অমর প্রেরণার দিন,যেদিন রক্ত আর সাহসে লেখা হয়েছিল গণতন্ত্রের নতুন অধ্যায়।" ✊🇧🇩এই দিনটি আমাদের মনে করি...
05/08/2025

"৫ আগস্ট – ইতিহাসের অমর প্রেরণার দিন,
যেদিন রক্ত আর সাহসে লেখা হয়েছিল গণতন্ত্রের নতুন অধ্যায়।" ✊🇧🇩
এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্রের জন্য সংগ্রাম কেবল কোনো স্লোগান নয়, বরং রক্তে লেখা এক বাস্তবতা। ৫ আগস্ট সেই দিন, যেদিন ছাত্র-জনতার সাহসিকতায় কেঁপে উঠেছিল স্বৈরশাসনের ভিত্তি। অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল তারা, আর তাদের আত্মত্যাগে রক্তিম হয়েছিল আমাদের ইতিহাস।

এই দিন শুধু স্মরণের নয়, নতুন প্রজন্মের জন্য সংগ্রামের অনুপ্রেরণা। শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রকে টিকিয়ে রাখা, অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর হওয়া – এটাই ৫ আগস্টের শিক্ষা।

আসুন, আমরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং অঙ্গীকার করি —
স্বৈরশাসন নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।

#আগস্ট_৫
#শহীদদের_প্রতি_শ্রদ্ধা
#স্বৈরাচার_নিপাত_যাক #গণতন্ত্র_মুক্তি

📢 প্রিয় স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা,আপনাদের জন্য রয়েছে এক দারুণ সুসংবাদ!🩸🎯 রেড ব্লাড সিলেট  এর সহযোগিতায় আমাদের এই অঙ্গ সং...
03/08/2025

📢 প্রিয় স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা,
আপনাদের জন্য রয়েছে এক দারুণ সুসংবাদ!

🩸🎯 রেড ব্লাড সিলেট এর সহযোগিতায় আমাদের এই অঙ্গ সংগঠন " RED SKILLS " আয়োজন করতে যাচ্ছে —
"রক্তদানের সচেতনতা ও স্বাস্থ্যবিষয়ক অনলাইন অনলাইনভিত্তিক কুইজ প্রতিযোগিতা ২০২৫!"

রক্তদানের গুরুত্ব ও স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে আয়োজিত এই বিশেষ কুইজ প্রতিযোগিতায় অংশ নিন।
নিজের জ্ঞান যাচাই করুন এবং আরও সমৃদ্ধ করুন!

অংশগ্রহণের নিয়ম:
👉 নিচের লিংকে দেওয়া তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন এবং কুইজে অংশগ্রহণ করুন।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc3St9zhzWFYm0CYCIhcdSl2qj9AddfrebLgFMU04rT8t4XKg/viewform?usp=header

🏆📜পুরস্কার:
বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট।

চলুন, রক্তদানের মহৎ বার্তা ছড়িয়ে দিই এবং স্বাস্থ্যবিষয়ক জ্ঞানে আরও সমৃদ্ধ হই।

#রেড_জ্ঞানের_যুদ্ধ

#স্বেচ্ছাসেবক_প্রতিযোগিতা
#রক্তদান_সচেতনতা
#স্বাস্থ্য_ও_জ্ঞান

"🎉 Happy Birthday to Redwan Ahmed Nadim - Chief of Finance Management at Red Blood-লাল রক্ত  🤍🎂 On this special day, the...
27/07/2025

"🎉 Happy Birthday to Redwan Ahmed Nadim - Chief of Finance Management at Red Blood-লাল রক্ত 🤍🎂

On this special day, the entire Red Blood family sends you warm wishes. ❤️ Your unwavering dedication and incredible contributions as a donor collector and accountant inspire us all and make a significant impact on the lives of many. 🌟

May your life be filled with endless happiness, love and success. 🎁💫 May this new chapter bring countless opportunities to fulfill your dreams and make a bigger difference in the world. ⭐

We are proud to have someone as hardworking and compassionate as you on our team. Keep shining brightly and spreading positivity wherever you go! 🌹

Have a great birthday celebration! 🥳 Best wishes for your bright future! 🥂

Best regards,
Makrup || OPE

21/07/2025

রেড এলাট 🛑🛑
উত্তরায় বিমান দুর্ঘটনা

উত্তরা মাইলস্টোন-এর বিমান দুর্ঘটনায় প্রচুর পরিমাণে ব্লাড ডোনার লাগতে পারে। ডোনার রা প্লিজ আগায় আসবেন। আল্লাহ সহায় হোক।

💢ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
💢কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
💢উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
💢কুয়েত মৈত্রী হাসপাতাল
💢উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
💢মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।

২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে Redblood & redheart এর...
10/07/2025

২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে Redblood & redheart এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মানুষের অসাধ্য কিছুই নেই। একাগ্রতা, অধ্যবসায় এবং পরিশ্রম যে কোনো অসাধ্যকে সাধন করতে সহায়তা করতে পারে। স্বপ্ন আবারো বাস্তব হবে।

তোমরা যারা যে কোনো কারণেই হোক উত্তীর্ণ হতে পারনি, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে চেষ্টা করলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা এ বাধা অতিক্রম করে ভালো ফল অর্জন করতে পারবে।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Red Blood-লাল রক্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category