নাসুহা ফার্মা

  • Home
  • নাসুহা ফার্মা

নাসুহা ফার্মা সততার প্রতিশ্রুতি নয়, নিশ্চয়তা

10/04/2025

মানুষের অপ্রাপ্তি মানুষকে বড় করে তোলে, মানুষের দুঃখ কষ্ট মানুষকে ম্যাচিউর করে।
মানুষের অবহেলা মানুষকে মানসিক ভাবে শক্তিশালী করে তোলে।

বড় হতে হলে, ম্যাচিউর হতে হলে, মানসিক ভাবে শক্তিশালী হতে হলে অপ্রাপ্তি, অপূর্নতা, অবহেলা, দুঃখ, কষ্ট, হতাশা এবং অভাব মানুষের জীবনে থাকাটা খুবই জরুরী।

দু চার রাত নিঃসঙ্গ হয়ে কেঁদে কেঁদে চোখ লাল না করলে, বিষন্নতা নিয়ে দু চারটা রাত না ঘুমিয়ে কাটালে,
ক্ষুধার্ত হয়ে দু একটা দুপুর পায়ে হেটে পথে পথে না ঘুরলে, অবহেলায় নিজের কাছে নিজের অস্তিত্ব সংকট ধরা না পরলে, জীবন সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি বাড়েনা।

বড় হওয়া, ম্যাচিউর হওয়া, মানসিক ভাবে দৃঢ় এবং শক্তিশালী হওয়া এতটা সহজ নয়।❤️‍🩹🌸

৪০ বছর পর থেকে শরীরে বিভিন্ন রোগ অজান্তে বাসা বাঁধতে শুরু করে,, এই জন্য যে সকল মেডিকেল টেস্ট করা জরুরী। প্রতিবছরে কমপক্ষ...
06/04/2025

৪০ বছর পর থেকে শরীরে বিভিন্ন রোগ অজান্তে বাসা বাঁধতে শুরু করে,,
এই জন্য যে সকল মেডিকেল টেস্ট করা জরুরী।
প্রতিবছরে কমপক্ষে একবার পরীক্ষা করা ভালো।

(১).কোলেস্টেরল পরীক্ষা করতে হবে।
যেমন-Lipid Profile.

(২).রক্তের ডায়াবেটিস আছে কিনা জানতে হবে।
যেমন-GTT.

(৩). থাইরয়েডের পরীক্ষা করতে হবে।
যেমন-TSH.

(৪).কিডনির ফাংশান টেস্ট করতে হবে।
যেমন-S.Creatinine.

(৫).লিভার ফাংশন ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে হবে।
যেমন-S.BILIRUBIN, SGPT, SGOT.

(৬).রক্তে কোন রোগ আছে কিনা তা পরীক্ষা করতে হবে
যেমন-CBC.

(৭).প্রোস্টেট নির্দিষ্ট এন্টিজেন পরীক্ষা করতে হবে।
যেমন-PSA.

(৮).উচ্চ রক্তচাপের পরীক্ষা করতে হবে।
যেমন-ECG.

(৯). পেটের ভিতরে যে কোন সমস্যা থাকলে পরীক্ষা করতে পারেন। যেমন-USG OF WHOLE ABDOMEN.

(১০). বুকের যেকোন সমস্যার জন্য করতে পারেন।
যেমন-X-RAY CHEST P/A VIEW.

(১১). প্রস্রাবের যে কোন সমস্যার জন্য করতে পারেন।
যেমন-URINE RE/ME.

17/10/2023

প্রায় সিলেটী ৯৯% মানুষের মাথায় এখন খালি অটাউ ঘুরপাক খার
★ দশ লাখ।
★ ছৌদ্দ লাখ।
★ ফায়তিশ লাখ।
★ ভিসা ওইলে টেখা।
★ প্রোসেসিং ও আশি হাজার যাইবো।
★ ফইনচাশ হাজার তোমার খাগজ বানানিত লাগি জিবো।
★ সতরো হাজার এম্বেসি ফিস।
★ লন্ডন খাম নাই অন্যবায় দেখরাম।
★ জ্বী ওয় সামনর মাসর চপ্পান্ন তারিখ ফ্লাইট।
★ আমি ফচ্চিশ দিরাম তাইর ফ্যামিলিয়ে দিরা দশ।
★ নুলুস্তা আইচ্চে এম্বেসি ডেইট ফাইরাম না।
★ ই ট্রাভেলসর ইতার উফরে বিশ্বাস নাই। ইতার একটাউ ভিসা ওইছে না।
★ ওমুক ট্রাভেলসর ওতার যতো ভিসা ওর।
★ মাথায় খাম খরের না কিতা খরতাম।
★ আর খইয়ো না ভাই ওইয়া ও ওর না।
★ আগে রেবা স্টুডেন্ট ভিসা সহজ আছিল এখন খটিন ওইগেছে।
★ ফুরি মিলাও টেখা কোন ফ্যাক্ট নায়।
★ কন্ট্রাক্ট মেরেজ।
★ না বা ডাইরেক্ট বিয়া খরি যাইরাম।
★ দালালে পাসপোর্ট দের না।
★ ফাইল জমা দিছি দেখি কিতা ওয়।

আর কিতা কিতা রইছে আফনারা খাইন আর ফাররাম না।😀😂
copy

সাংবাদিক-সংগঠক আজিজুল হক মানিক আর নেই...সিলেট সিটি করপোরেশনের ২ বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর, দৈনিক জালালাবাদ-এর সাবে...
27/07/2023

সাংবাদিক-সংগঠক আজিজুল হক মানিক আর নেই...

সিলেট সিটি করপোরেশনের ২ বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর, দৈনিক জালালাবাদ-এর সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও মদন মোহন কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক, নিবেদিতপ্রাণ সমাজসেবী ও বিশিষ্ট সংগঠক আজিজুল হক মানিক আজ বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা'জিউন।
বেশ কিছুদিন যাবৎ তিনি শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি । সেইসাথে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

Address


Opening Hours

Monday 08:00 - 01:00
Tuesday 08:00 - 01:00
Wednesday 08:00 - 01:00
Thursday 08:00 - 01:00
Friday 08:00 - 12:00
14:00 - 01:00
Saturday 08:00 - 01:00
Sunday 08:00 - 01:00

Telephone

+8801720504757

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাসুহা ফার্মা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share