10/04/2025
মানুষের অপ্রাপ্তি মানুষকে বড় করে তোলে, মানুষের দুঃখ কষ্ট মানুষকে ম্যাচিউর করে।
মানুষের অবহেলা মানুষকে মানসিক ভাবে শক্তিশালী করে তোলে।
বড় হতে হলে, ম্যাচিউর হতে হলে, মানসিক ভাবে শক্তিশালী হতে হলে অপ্রাপ্তি, অপূর্নতা, অবহেলা, দুঃখ, কষ্ট, হতাশা এবং অভাব মানুষের জীবনে থাকাটা খুবই জরুরী।
দু চার রাত নিঃসঙ্গ হয়ে কেঁদে কেঁদে চোখ লাল না করলে, বিষন্নতা নিয়ে দু চারটা রাত না ঘুমিয়ে কাটালে,
ক্ষুধার্ত হয়ে দু একটা দুপুর পায়ে হেটে পথে পথে না ঘুরলে, অবহেলায় নিজের কাছে নিজের অস্তিত্ব সংকট ধরা না পরলে, জীবন সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি বাড়েনা।
বড় হওয়া, ম্যাচিউর হওয়া, মানসিক ভাবে দৃঢ় এবং শক্তিশালী হওয়া এতটা সহজ নয়।❤️🩹🌸