নাবা হোমিও ফার্মেসি Naba Homeo Pharmacy

নাবা হোমিও ফার্মেসি Naba Homeo Pharmacy মহিলা ও শিশুদের মহিলা চিকিৎসক দ্বারা রোগী দেখা হয়। যে কেউ সিরিয়াল নিয়ে সরাসরি রোগী দেখাতে পারবেন ইনশা আল্লাহ।

21/07/2025
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ২১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হোমিও চিকিৎসক ডা. রওশন জাহান।বি,এ; ডি,এই...
04/12/2024

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ২১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন

হোমিও চিকিৎসক ডা. রওশন জাহান।
বি,এ; ডি,এইচ,এম,এস (ঢাকা)

বর্তমানে নিজস্ব চেম্বার নাবা হোমিও ফার্মেসিতে নিয়মিত শিশু ও মহিলা রোগী দেখছেন।

আগামী ১৫ দিন পর্যন্ত শিশু ও মহিলা রোগীদের জন্য ভিজিট ফ্রি রাখা হয়েছে।

সিরিয়াল পেতে নিম্নের নাম্বারে কল দিন।

Call: +8801316445687

যে সকল রোগের চিকিৎসা করা হয়:

* চর্মরোগ, * টিউমার, * ব্রেস্ট টিউমার, * টনসিলাইটিস, * জন্ডিস, * কাটা ফোটা, * হাপানি, * আঁচিল, * কিডনি পাথর, * অনিয়মিত পিরিয়ড, * পাইলস, * বন্ধ্যাত্ব, * নাক-কান-গলা সহ মহিলা ও শিশুদের যাবতীয় নতুন-পুরাতন ও জটিল রোগের যত্ন সহকারে চিকিৎসা প্রদান করা হয়।

চেম্বারের ঠিকানা:
নাবা হোমিও ফার্মেসি
১৭৭/২, এতিম স্কুল রোড, বাগবাড়ি, সিলেট।


আলহামদুলিল্লাহ,আল্লাহ তায়ালা যেন সব সময় মানুষের সেবায় নিয়োজিত রাখেন।
29/05/2024

আলহামদুলিল্লাহ,আল্লাহ তায়ালা যেন সব সময় মানুষের সেবায় নিয়োজিত রাখেন।

21/05/2024

💙Location: ১৭৭/২, এতিম স্কুল রোড, বাগবাড়ি, সিলেট।

‘জনপ্রিয়তা বাড়ছে হোমিওপ্যাথিক চিকিৎসার' – শিরোনামে ২০১৫ সালে একটি খবর প্রকাশিত হয়৷ বলা হয়, গ্রামাঞ্চলে হোমিওপ্যাথিক চি...
21/05/2024

‘জনপ্রিয়তা বাড়ছে হোমিওপ্যাথিক চিকিৎসার' – শিরোনামে ২০১৫ সালে একটি খবর প্রকাশিত হয়৷ বলা হয়, গ্রামাঞ্চলে হোমিওপ্যাথিক চিকিৎসার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে৷

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আক্তার জাহান মিলি বলেছিলেন, নতুন আবিষ্কৃত রোগগুলোর কথা বাদ দিলে, পুরনো অনেক রোগই প্রায় পুরোপুরি নির্মূল সম্ভব হোমিওপ্যাথির মাধ্যমে, এর বিশেষত্ব এখানেই৷ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আশা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যাচ্ছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ ভাগ লোক হোমিওপ্যাথিক চিকিৎসা নেয়৷ এই গবেষণার গবেষক ডাক্তার জাহাঙ্গীর আলম বলছিলেন, ‘‘গত ১৫ বছরে এ দেশে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অন্তত চারগুণ৷''

হোমিওপ্যাথির কি পার্শ্বপ্রতিক্রিয়া আছে?মানুষের মধ্যে একটা বিশ্বাস রয়েছে যে, হোমিওপ্যাথি ওষুধের  কোনো পার্শ্বপ্রতিক্রিয়া...
20/05/2024

হোমিওপ্যাথির কি পার্শ্বপ্রতিক্রিয়া আছে?

মানুষের মধ্যে একটা বিশ্বাস রয়েছে যে, হোমিওপ্যাথি ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এ ধারণা বা বিশ্বাস কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা?

চিকিৎসাশাস্ত্রের ইতিহাস থেকে জানা যায়, হোমিওপ্যাথিতে ব্যবহৃত সব ওষুধ ওষুধি গাছ আর লতাপাতা থেকে তৈরি।

তাছাড়া এ চিকিৎসা শাস্ত্রের সব ওষুধ প্রতিটি সুস্থ মানবদেহে বারংবার পরীক্ষিত। হোমিওপ্যাথী চিকিৎসার বড় যে সুবিধা পাওয়া যায় তা হলো এই চিকিৎসায় রোগীর মধ্যে কোনো অপ্রত্যাশিত উপসর্গ দেখা দিলে বা রোগীর মধ্যে নতুন কোনো উপসর্গ তৈরি করতে চাইলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক তা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করতে পারে।

তাই সদ্যোজাত থেকে শুরু করে মৃত্যুপথযাত্রী এমনকি ক্যানসার রোগীর ক্ষেত্রেও হোমিওপ্যাথি চিকিৎসা এবং এর ওষুধ সম্পূর্ণ নিরাপদ।

~সময় টিভি

হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যান এ্যালোপ্যাথি চিকিৎসাশাস্ত্রে লেখাপড়া করে ডাক্তার হন এবং এ্...
18/05/2024

হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যান এ্যালোপ্যাথি চিকিৎসাশাস্ত্রে লেখাপড়া করে ডাক্তার হন এবং এ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনুযায়ী রোগীদের সেবা প্রদান করতেন। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি গবেষণা ও চিকিত্সার বইয়ের অনুবাদ করেছেন। গবেষণার এক পর্যায়ে তিনি এ্যালোপ্যাথিতে ক্ষতিকর সাইড এ্যাফেক্টের বিষয় দেখতে পান। এতে তিনি এলোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি পরিত্যাগ করেন। সাইড এ্যাফেক্টের কারণ নির্ণয়ের গবেষণার মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসার সূত্র আবিষ্কার হয়। পেরুভিয়ান কফি বা সিঙ্কোনা গাছের বাকল নিয়ে গবেষণা করতে করতে হোমিওপ্যাথিক চিকিৎসা উদ্ভব হয়। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ১৭৯০ সালে মানবদেহে পরীক্ষামূলক পদ্ধতির প্রয়োগ শুরু হয়।
~সময় নিউজ

Address

177/2 Etim School Road
Sylhet
3100

Opening Hours

Monday 16:00 - 20:00
Tuesday 16:00 - 20:00
Wednesday 16:00 - 20:00
Thursday 16:00 - 20:00
Saturday 16:00 - 20:00
Sunday 16:00 - 20:00

Telephone

+8801316445687

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাবা হোমিও ফার্মেসি Naba Homeo Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share