Friend Unani And Ayurbedic Harbal Care

Friend Unani And Ayurbedic Harbal Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Friend Unani And Ayurbedic Harbal Care, Medical and health, 18 Boshir Complex (2 floor), Sylhet.

09/06/2025
° ওভারিয়ান সিস্ট: নীরবতা ভাঙুন, জেনে রাখুন>হঠাৎ তীব্র পেটব্যথা??-মাসিক এলোমেলো??একা নন, বোন।সিস্ট একটা শব্দ নয়—এটা একজন ...
01/06/2025

° ওভারিয়ান সিস্ট: নীরবতা ভাঙুন, জেনে রাখুন

>হঠাৎ তীব্র পেটব্যথা??
-মাসিক এলোমেলো??
একা নন, বোন।
সিস্ট একটা শব্দ নয়—এটা একজন নারীর অজানা আতঙ্ক, নীরব যন্ত্রণা।

]জানেন কি,
√ বেশিরভাগ সিস্ট ক্ষতিকর নয়, মিলিয়ে যায় নিজে থেকেই।
‌‌√ কিন্তু কিছু সিস্ট হতে পারে বিপজ্জনক—যদি উপেক্ষা করেন, হারাতে পারেন ভবিষ্যতের সম্ভাবনাও।

🩺 সমাধান আছে, সচেতনতা লাগবে।

>ব্যথা হলে ওষুধ নয়—ডাক্তার দেখান
> হরমোন ভারসাম্য রাখতে পিল সহায়ক
> বড় বা জটিল সিস্ট হলে দীর্ঘদিন ঔষধ সেবন জরুরী।
> হঠাৎ ব্যথা, মাথা ঘোরা বা জ্বর হলে দেরি না করে পরামর্শ নিন৷

>মেয়েদের শরীর রহস্য নয় — বুঝে নেওয়ার অধিকার আমাদেরই। # জানান একজন নারীকে, রক্ষা হোক একটি ভবিষ্যৎ।

*** শেয়ার করুন — আজই সচেতনতা ছড়ান।

সেলুলাইটিস (Cellulitis)সাব কিউটিনাস টিস্যুর প্রদাহ কে সেলুলাইটিজম বলে। বিটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাস স্টেফাইলোকক্কাস এ...
28/04/2025

সেলুলাইটিস (Cellulitis)

সাব কিউটিনাস টিস্যুর প্রদাহ কে সেলুলাইটিজম বলে। বিটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাস স্টেফাইলোকক্কাস এবং ক্লোস্টিডিয়াম পায়জেনস দিয়ে যে ইনফেকশন হয় তাকে সেলুলাইটিস বলে।

স্থানঃ- চোখ, মুখ,পায়ের নিচের অংশ হাত অথবা শরীরের যে কোন জায়গায় হতে পারে।
লক্ষণঃ আক্রান্ত অংশ লাল হবে, ফুলে যাবে, চামড়া চক চক করবে, চাপ দিলে ব্যথা হবে, জ্বর থাকতে পারে।

24/04/2025

অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) হল ডিজেনারেটিভ বোন ডিজিজ, অর্থাৎ এই রোগে আক্রান্ত মানুষের জয়েন্টে মূলত সমস্যা দেখা দেয়। এই রোগে আক্রান্ত হলে জয়েন্টে ভীষণ ব্যাথা হয়। আক্রান্ত ব্যক্তিকে সাধারণ কাজকর্ম করতেও বেগ পেতে হয়।

👉 অস্টিওআর্থ্রাইটিস কেন হয়?

📌 জয়েন্টেকে ঘিরে থাকা কার্টিলেজ কোনও ব্যায়াম না করার জন্য নিজের ক্ষমতা হারাতে থাকে।

📌 মূলত জীবনযাত্রায় পরিবর্তন আসার জন্যই এই সমস্যা দেখা দিচ্ছে। এক্ষেত্রে দীর্ঘক্ষণ বসে থাকা, ওবেসিটির মতো বিষয়গুলি আপনার সমস্যা অনেকটাই বাড়িয়ে দেয়।

📌 খুব হাঁটাচলা, পরিশ্রম করলে, উবু হয়ে ঘর মোছা, ঝাড়ু দেওয়ার অভ্যাস থাকলে বা মাটিতে পা মুড়ে বসে রান্না, খাওয়াদাওয়া বেশি করলে মধ্যবয়সের পর অনেকের হাঁটু, কোমর এবং পায়ের হাড় ক্ষয়ে যেতে থাকে। হাড়ের মাঝখানে যে তরল থাকে সেটা শুকিয়ে যায়। ফলে হাড়ের ঘর্ষণে এই ক্ষয় হয়।

👉 কাদের হয় অস্টিওআর্থ্রাইটিস?

আগে অস্টিওআর্থ্রাইটিস সাধারণত বয়সকালেই দেখা যেত। তবে এখন সেই বয়সের বাঁধনে আর এই সমস্যাকে আটকে রাখা যাচ্ছে না। কারণ কম বয়সেও দেখা দিচ্ছে এই রোগ।

👉 কীভাবে হয় অস্টিওআর্থ্রাইটিস?

আমাদের দেহে স্বাভাবিক কর্মক্ষমতার জন্য জয়েন্টের স্বাভাবিক মুভেন্ট রাখতে সিনোভিয়াল ফ্লুইডের (Synovial Fluid) ভূমিকা অন্যতম। বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেহ এই সিনোভিয়াল ফ্লুইড উৎপাদনের কর্মক্ষমতা হারাতে থাকে। ফলে জয়েন্টের কার্টিলেজ ক্রমান্বয়ে শক্ত হয়ে ভাংতে আরম্ভ করে। এক পর্যায়ে হাড়ে হাড়ে ঘর্ষণ হতে থাকে ফলে জয়েন্টে ব্যথার সৃষ্টি হয় এবং ব্যথার তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে।

👉 কীভাবে মুক্তি পাবো অস্টিওআর্থ্রাইটিস থেকে?

✅ একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং নিয়মিত ব্যায়াম করা।
✅ ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করলে আপনার ব্যথা উপশম হবে ইনশাআল্লাহ।
✅ দৈনন্দিন কাজকর্ম সহজ করতে থেরাপি নেয়া যেতে পারে। এতে করে ব্যথা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে।
✅ Synovial Fluid তৈরী করে এমন খাবার বেশি করে খাওয়া।
যেমন: প্রচুর মাছ খাওয়া, ওমেগা-৩ আছে এমন খাবার খাওয়া, প্রচুর পানি পান করা।

আপনি কি চর্ম অথবা যৌন সমস্যায় ভুগছেন? প্রচলিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে ওষুদ খেয়েও ভালো হচ্ছে না? আপনার জন্যই “ন্যাচারাল এন্...
21/04/2025

আপনি কি চর্ম অথবা যৌন সমস্যায় ভুগছেন? প্রচলিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে ওষুদ খেয়েও ভালো হচ্ছে না? আপনার জন্যই “ন্যাচারাল এন্ড মডার্ন চিকিৎসাপদ্ধতির সমন্বয়ে” কাজ করছি আমরা।

শত শত রোগীর রোগমুক্তি আর তিন পুরুষের দীর্ঘ অভিজ্ঞতা ও গবেষণার ফসল আমাদের প্রতিষ্ঠান। এক্সপার্ট ফিজিশিয়ান, উন্নত ব্র্যান্ডস, হোমমেইড হার্বস আর মডার্ন ডায়াগনস্টিকসের সহযোগিতায় সঠিকভাবে রোগনির্ণয় করে এখানে সেবা প্রদান করা হয়।

আমাদের সেবাসমূহ:

* শ্বাল, ছলম, সিরোসিস, ব্রণ, মেছতা, শ্বেতী, বয়সের ছাপ ইত্যাদি যেকোনো স্কিন ডিজিজের সমাধান।
* ডায়াবেটিস, এ্যাজমা, ব্লাডপ্রেশার, হৃদরোগ,পেপটিক আলসার, অর্শ্ব, অতিরিক্ত ওজন কিংবা ওজনস্বল্পতা, জন্ডিস/লিভার সিরোসিসের সমাধান।
* অনিয়মিত মাসিক বা সাদ্রা স্রাব, নারী-পুরুষের যেকোনো যৌন সমস্যা, মহিলাদের স্তন ছোট-বড় করা, বন্ধ্যাত্ব, জরায়ু সমস্যা সহ বিবিধ রোগের চিকিৎসা করা হয়।

#চেম্বার:
ফ্রেন্ডস ইউনানী এন্ড আয়ুর্বেদিক হারবাল সেন্টার,
১৮-বশির কমপ্লেক্স (৩য় তলা),
বন্দর বাজার, সিলেট।
(হোটেল মজলিশের বিপরীতে)

পরামর্শ এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: 01739-102715

19/04/2025

গনোরিয়া বা প্রমেহ কি ?
(Gonohhroea)

প্রমেহ বা গনোরিয়া একটি অতি প্রবল সংক্রামক দুষ্ট ব্যাধি।
যে তিন জাতীয় সংক্রামক বিষ-সোরা, সিফিলিস ও সাইকোসিস সকল প্রকার জটিল পীড়া ও চিররোগের একমাত্র উৎপত্তিস্থল, তন্মধ্যে সাইকোসিস বিষ প্রমেহ বা গনোরিয়া বলিয়া গণ্য হইয়া থাকে। চলিত ভাষায় এই পীড়ার নাম ধাতের ব্যারাম। ইহা এক ধরণের ইনফেকটিভ ও প্রাদাহিক পীড়া। স্ত্রীলোক বা পুরুষদিগের প্রস্রাবনালীর
অভ্যন্তরস্থ শ্লৈষ্মিকঝিল্লীর প্রদাহ হইয়া তথা হইতে পূজবৎ স্রাব নিঃসৃত হইলে তাহাকে প্রমেহ বা গনোরিয়া বলে ।

পীড়ার কারণ- বিস্কুটাকার মাইক্রোকক্কাস গনোরিয়া বা গনোকক্কাস জীবাণু এই পীড়ার উৎপত্তির কারণ। ব্যাধিগ্রস্ত ব্যক্তির পূজ, শ্লেষ্মাময় আস্রাব মধ্যে এই জীবাণু একসাথে দুইটি করিয়া অবস্থান করে। ব্যধিগ্রস্ত ব্যক্তির সহিত সঙ্গমকালে অর্থাৎ আক্রান্ত স্ত্রীলোকের সহিত সঙ্গমে পুরুষ এবং আক্রান্ত পুরুষের সহিত সহবাসে স্ত্রীলোক এই ধরনের সুস্থ ব্যক্তির মূত্রনলী বা যোনীমধ্যস্থ শ্লৈষ্মিক ঝিল্লী উক্ত জীবাণু দ্বারা আক্রান্ত হইয়া প্রদাহিত হয়। পুরুষদের মূত্রনলীর ১ ইঞ্চি পশ্চাতে একটি গর্ত আছে এই গর্তের নাম ফসা-ন্যাভিকিউলারিস, এই স্থানেই প্রথম প্রমেহ পীড়া আরম্ভ
হয়। যদি এই সময় পীড়া চিকিৎসিত না হয় তাহা হইলে অল্পকাল মধ্যেই পূজক্ষরণ হইতে থাকে এবং পীড়া বিষ ক্রমশ উহার পশ্চাৎভাগে পরিচালিত হয় এবং তাহাতে
মূত্রনলী, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, প্রভৃতি যন্ত্রসমূহ আক্রান্ত হয় ।

পুরুষদিগের সর্বদা অপরিচ্ছন্ন রাখা, প্রস্রাবের বেগ ধারণ করা, অতিরিক্ত রৌদ্রে ভ্রমণ, দূষিত ও অপরিস্কৃত স্ত্রী সহবাস, স্ত্রী সহবাসের পর জননেন্দ্রিয় ধৌত না করা প্রভৃতিই পীড়ার উত্তেজক কারণ। দূষিত ধাতুস্রাব, লিউকোরিয়ার স্রাব, জরায়
ক্যাটার, অশক্ত প্রস্রাব, অতিরিক্ত পুরুষ সহবাস, প্রস্রাব দ্বার মধ্যে বাহ্য বস্তুর প্রবেশ ঠাণ্ডা লাগা, প্রভৃতি জন্য স্ত্রীলোকদের এই পীড়া হইতে পারে ।

পানি ভাঙলে কী করবেন? — করণীয় তালিকা১. নিশ্চিত হোন এটি প্রস্রাব নয়: • পানি ঘন, গন্ধহীন, রঙহীন হতে পারে (অনেকটা ডিমের সাদা...
18/04/2025

পানি ভাঙলে কী করবেন? — করণীয় তালিকা

১. নিশ্চিত হোন এটি প্রস্রাব নয়:
• পানি ঘন, গন্ধহীন, রঙহীন হতে পারে (অনেকটা ডিমের সাদা অংশের মতো)
• অটকানো যায় না, কাপড় ভিজে যায়
• যদি বুঝতে না পারেন, পরিষ্কার সাদা কাপড় পরে পর্যবেক্ষণ করুন

২. পানি ভাঙার সময়টি নোট করুন:
• ঠিক কখন পানি ভাঙলো তা লিখে রাখুন
• ডাক্তারের জন্য এটি গুরুত্বপূর্ণ তথ্য

৩. যদি পানি পরিষ্কার হয় ও ব্যথা না থাকে:
• প্যান্টি লাইনার বা পরিষ্কার কাপড় ব্যবহার করুন
• নিচের অংশ পরিষ্কার ও শুকনো রাখুন
• ৩-৬ ঘণ্টার মধ্যে ব্যথা শুরু না হলে হাসপাতালে যোগাযোগ করুন

৪. যদি পানি হলুদ, সবুজ বা লালচে হয়:
• তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান
• বাচ্চার প্রস্রাব বা রক্ত মিশ্রিত হলে বিপদ হতে পারে

৫. যদি জ্বর, তীব্র ব্যথা বা কাঁপুনি শুরু হয়:
• সংক্রমণের সম্ভাবনা — দেরি না করে হাসপাতালে যান

৬. গাড়ি/অ্যাম্বুলেন্স রেডি রাখুন:
• ব্যথা শুরু হলে যেন তাড়াতাড়ি যাওয়া যায়

৭. বেশি শুয়ে না থেকে আধশোয়া অবস্থায় থাকুন:
• যাতে cord (নাড়ি) নিচে না নেমে আসে



পানি ভাঙলে মনে রাখার কথা:
• ১ম বাচ্চা হলে: পানি ভাঙার ১২–২৪ ঘণ্টার মধ্যে ব্যথা আসতে পারে
• ২য় বা ৩য় বাচ্চা হলে: ব্যথা তাড়াতাড়ি শুরু হয়, তাই প্রস্তুত থাকুন
• কখনো ডেলিভারির সময় হতেই পারে, তাই বিলম্ব করবেন না



আপনার যদি আগে সিজার হয়ে থাকে, অথবা বাচ্চার নড়াচড়া বন্ধ/কম মনে হয় — তাহলে অবিলম্বে হাসপাতালে যান।

Address

18 Boshir Complex (2 Floor)
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friend Unani And Ayurbedic Harbal Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share