Dr. Md. Ruhul Amin Bhuiyan

Dr. Md. Ruhul Amin Bhuiyan Dr. Md. Ruhul Amin Bhuiyan is a Cancer Specialist in Sylhet. He is an Assistant Professor, Oncology at North East Cancer Hospital, Sylhet.

He regularly provides treatment to his patients at North East Cancer Hospital, Sylhet.

18/09/2025

৭২ বছর বয়সী ফুসফুস ক্যান্সার আক্রান্ত এই রোগীর কেমোথেরাপি এবং রেডিওথেরাপি সম্পূর্ণ করার পর চমৎকার ফলাফল দেখা যাচ্ছে।

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।

স্বরযন্ত্রের ক্যান্সার আক্রান্ত এই রোগীর চিকিৎসা পরবর্তী চমৎকার ফলাফল দেখা যাচ্ছে। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।
17/09/2025

স্বরযন্ত্রের ক্যান্সার আক্রান্ত এই রোগীর চিকিৎসা পরবর্তী চমৎকার ফলাফল দেখা যাচ্ছে।

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।

14/09/2025

Superior Venacaval Obstruction (SVCO) ফুসফুস ক্যান্সারের একটি গুরুতর জটিলতা। বুকে থাকা বড় রক্তনালী টিউমারের কারণে চাপা পড়লে মুখ ফুলে যায় এবং শ্বাসকষ্ট হয়।

SVCO এর এই রোগীর কয়েকটি রেডিওথেরাপির পরে চমৎকার ফলাফল দেখা যাচ্ছে। সম্পূর্ণ রেডিওথেরাপি এখনো বাকি আছে।

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।

“হেড অ্যান্ড নেক ক্যান্সার” (মুখগহ্বর, জিহ্বা, গলা, কণ্ঠনালী, নাক ও সাইনাস) রোগীদের চিকিৎসার জন্য আধুনিক রেডিওথেরাপি আশী...
09/09/2025

“হেড অ্যান্ড নেক ক্যান্সার” (মুখগহ্বর, জিহ্বা, গলা, কণ্ঠনালী, নাক ও সাইনাস) রোগীদের চিকিৎসার জন্য আধুনিক রেডিওথেরাপি আশীর্বাদস্বরূপ। সঠিক পদ্ধতিতে প্রয়োগ করা হলে চমৎকার ফলাফল দেখা যায়।

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।

৮০ বছর বয়সী খাদ্যনালী ক্যান্সারের এই রোগীর অপারেশন করা যায়নি হৃদরোগের কারণে। রেডিওথেরাপির পর চমৎকার ফলাফল দেখা যাচ্ছে।...
06/09/2025

৮০ বছর বয়সী খাদ্যনালী ক্যান্সারের এই রোগীর অপারেশন করা যায়নি হৃদরোগের কারণে। রেডিওথেরাপির পর চমৎকার ফলাফল দেখা যাচ্ছে।

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।

04/09/2025

লিম্ফোমার এই রোগীটি ছিলো ভিন্ন। সবচেয়ে ভালো কেমোথেরাপি + টার্গেটেড থেরাপী পাওয়ার পরও কোনো ফলাফল হচ্ছিল না।

পরবর্তীতে রেডিওথেরাপি শুরু করা হয় এবং চমৎকার ফলাফল দেখা যাচ্ছে। এখনও অর্ধেক রেডিওথেরাপি বাকি।

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।

সাম্প্রতিক সময়ে হেড অ্যান্ড নেক ক্যান্সারের চিকিৎসা সম্পন্ন করা কিছু সফল কেসযদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় এবং স...
05/08/2025

সাম্প্রতিক সময়ে হেড অ্যান্ড নেক ক্যান্সারের চিকিৎসা সম্পন্ন করা কিছু সফল কেস

যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় এবং সঠিকভাবে চিকিৎসা প্রদান করা হয়, তাহলে হেড অ্যান্ড নেক ক্যান্সার থেকে সম্পূর্ণ সুস্থতা অর্জন সম্ভব।

এই ফলাফলগুলো আমাদের আশাবাদী করে তোলে এবং প্রমাণ করে যে সচেতনতা, সঠিক চিকিৎসা ও সমন্বিত ব্যবস্থাপনাই ক্যান্সার জয়ের চাবিকাঠি।

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।

মলদ্বার (Re**um) ক্যান্সার চিকিৎসায় আধুনিক রেডিওথেরাপির ম্যাজিক।স্টেজ ৩ ক্যান্সার চিকিৎসায় কেমো-রেডিওথেরাপির পর চমৎকার...
27/04/2025

মলদ্বার (Re**um) ক্যান্সার চিকিৎসায় আধুনিক রেডিওথেরাপির ম্যাজিক।
স্টেজ ৩ ক্যান্সার চিকিৎসায় কেমো-রেডিওথেরাপির পর চমৎকার ফলাফল দেখা যাচ্ছে।
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।

জরায়ু মুখের ক্যান্সার (Carcinoma Cervix) প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে সফলভাবে চিকিৎসা করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে উপসর...
21/03/2025

জরায়ু মুখের ক্যান্সার (Carcinoma Cervix) প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে সফলভাবে চিকিৎসা করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে উপসর্গহীনতা, সচেতনতার অভাব, রুটিন স্ক্রিনিং-এর অভাবে অনেক ক্ষেত্রেই এটি দেরিতে ধরা পড়ে, যার ফলে জটিলতা ও মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।
CT scan রিপোর্টে রেডিওথেরাপির (EBRT + ICRT) পরে চমৎকার ফলাফল দেখা যাচ্ছে।
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।

সিলেট বিভাগে মুখ ও গলার ক্যান্সার রোগী সবচেয়ে বেশি। কারণ অতিরিক্ত পান, সুপারি, জর্দা সেবন এবং ধূমপান। প্রারম্ভিক অবস্থা...
01/01/2025

সিলেট বিভাগে মুখ ও গলার ক্যান্সার রোগী সবচেয়ে বেশি। কারণ অতিরিক্ত পান, সুপারি, জর্দা সেবন এবং ধূমপান। প্রারম্ভিক অবস্থায় সনাক্ত হলে, আধুনিক চিকিৎসার মাধ্যমে অনেকাংশেই নিরাময়যোগ্য।

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।

ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ করার পর রোগীর এমন রিপোর্ট দেখলে চিকিৎসক হিসাবে মনটা ভালো হয়ে যায়।সকল প্রশংসা মহান আল্লাহ ...
29/12/2024

ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ করার পর রোগীর এমন রিপোর্ট দেখলে চিকিৎসক হিসাবে মনটা ভালো হয়ে যায়।

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।

হেড-নেক (গলার) ক্যান্সার প্রাথমিক পর্যায়ে সনাক্ত হলে শুধুমাত্র কেমো-রেডিওথেরাপির মাধ্যমে ভালো ফলাফল সম্ভব।সকল প্রশংসা ম...
25/12/2024

হেড-নেক (গলার) ক্যান্সার প্রাথমিক পর্যায়ে সনাক্ত হলে শুধুমাত্র কেমো-রেডিওথেরাপির মাধ্যমে ভালো ফলাফল সম্ভব।

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।

Address

North East Medical College And Hospital
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Ruhul Amin Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram