Dr.M.a Hannan -"General Physician"

Dr.M.a Hannan -"General Physician" MBBS,CMU,DMU (ULTRA)
PGT (Skin & VD,ENT)

28/09/2025

এক শিশু রুগীকে তার মা নিয়ে এলেন। অভিযোগ ছিল অনেকদিন ধরে শিশুটির নাক থেকে একপ্রকার দুর্গন্ধ বের হচ্ছে। এ নিয়ে তারা আগে আরও দুই-তিনজন ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন এবং প্রত্যেকের কাছ থেকেই দুই সপ্তাহের অ্যান্টিবায়োটিক কোর্স নিয়ে চিকিৎসা করেছিলেন। কিন্তু সমস্যাটির কোনো সমাধান হয়নি।

আমি যখন পরীক্ষা করলাম, তখন দেখা গেল নাকের ভিতরে আটকে আছে এক টুকরো তুলা! সেটি সরিয়ে নেওয়ার পরেই শিশুটি সম্পূর্ণ সুস্থ বোধ করছে।

**সতর্কতা**
১. **সব কিছুর জন্য অ্যান্টিবায়োটিক নয়:** ইনফেকশন ছাড়াও অন্য অনেক কারণেই এমন লক্ষণ দেখা দিতে পারে।
২. **শিশুদের ক্ষেত্রে সচেতনতা:** শিশুরা অনেক সময় নাক বা কানে ছোট জিনিস ঢুকিয়ে ফেলে, যা বাবা-মা প্রথমে টেরও পান না।
৩. **সঠিক পরীক্ষা:** সঠিক ডায়াগনোসিস ছাড়া চিকিৎসা রোগীকে সুস্থ করার বদলে শুধু সময়ক্ষেপণই করে।

**"আলহামদুলিল্লাহ!**  গত কয়েকদিন আগে একজন রোগী আমার চেম্বারে পেটে এমন ক্ষত ও চুলকানির সমস্যা নিয়ে আসেন। সঠিক চিকিৎসা ও...
25/09/2025

**"আলহামদুলিল্লাহ!**

গত কয়েকদিন আগে একজন রোগী আমার চেম্বারে পেটে এমন ক্ষত ও চুলকানির সমস্যা নিয়ে আসেন। সঠিক চিকিৎসা ও আল্লাহর রহমতে এখন তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

যেকোনো স্বাস্থ্য সমস্যায় বিশ্বস্ত চিকিৎসার জন্য আমি আছি আপনাদের পাশে। আল্লাহ সকলকে সুস্থতা দান করুন।

** #চর্মরোগ #সুস্থতা #ডাক্তার #আলহামদুলিল্লাহ"**

"এই শিশুটি কান চুলকানোর সময় কানে কটন বাড ঢুকিয়ে ফেলেছিল, অভিভাবকদের চিন্তার শেষ ছিল না! কিন্তু আল্লাহর রহমতে আমি কোন রকম...
19/09/2025

"এই শিশুটি কান চুলকানোর সময় কানে কটন বাড ঢুকিয়ে ফেলেছিল, অভিভাবকদের চিন্তার শেষ ছিল না! কিন্তু আল্লাহর রহমতে আমি কোন রকম ইনজুরি ছাড়াই সেটি সফলভাবে বের করে দিতে পেরেছি। বাচ্চারা এমন অসাবধানতা অনেক সময়ই করে থাকে, তাই সতর্ক থাকবেন।

#ডাক্তারের_কাজ #শিশুর_যত্ন #সচেতনতা"

এই রোগীটি আমার চেম্বারে পিঠে এমন ক্ষত ও   চুলকানোর সমস্যা নিয়ে আসে। চিকিৎসা দিয়ে ১ মাস পর ফলোআপে আসতে বলি। এখন  সম্পূর্ণ...
16/09/2025

এই রোগীটি আমার চেম্বারে পিঠে এমন ক্ষত ও চুলকানোর সমস্যা নিয়ে আসে। চিকিৎসা দিয়ে ১ মাস পর ফলোআপে আসতে বলি। এখন সম্পূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ।

13/09/2025

আজ একটা মজার কিন্তু সতর্কতামূলক অভিজ্ঞতা হল। স্কুলজীবনের বন্ধু হালিমের ছোট্ট মেয়েটার কানে ধান ঢুকে গিয়েছিল। বেশ অস্বস্তি আর ভয় পেয়েছিল ছোট্টটি। ভাগ্যিস, সেটা নিরাপদেই বের করে আনা গেল। এখন সে একদম ঠিক আছে।

---ধন্যবাদ, হালিম, আমার প্রতি আস্থা রাখার জন্য।

*** অনেক অভিভাবকই সমস্যায় পড়েন।শিশুর কান, নাক বা গলায় কোনো বস্তু ঢুকলে ঘরে চেষ্টা করার পরিবর্তে দ্রুত নিকটস্থ ডাক্তারের শরনাপন্ন হোন। নিজে চেষ্টা করলে সমস্যা বড় হয়ে যেতে পারে।***


"এই শিশুটি মুখে এরকম ক্ষত ও চুলকানোর সমস্যা  নিয়ে আমার কাছে এসেছিল। আল্লাহর রহমতে এবং সঠিক চিকিৎসার পর, এখন সে সম্পূর্ণ ...
10/09/2025

"এই শিশুটি মুখে এরকম ক্ষত ও চুলকানোর সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল। আল্লাহর রহমতে এবং সঠিক চিকিৎসার পর, এখন সে সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ!"

💙 #সুস্থতা #আলহামদুলিল্লাহ #শিশু_চিকিৎসা

"একটি ছোট শিশু কানে ধান ঢুকিয়ে ফেলেছিল, অভিভাবকদের চিন্তার শেষ ছিল না! কিন্তু আল্লাহর রহমতে আমি কোন রকম ইনজুরি ছাড়াই সেট...
07/09/2025

"একটি ছোট শিশু কানে ধান ঢুকিয়ে ফেলেছিল, অভিভাবকদের চিন্তার শেষ ছিল না! কিন্তু আল্লাহর রহমতে আমি কোন রকম ইনজুরি ছাড়াই সেটি সফলভাবে বের করে দিতে পেরেছি। বাচ্চারা এমন অসাবধানতা অনেক সময়ই করে থাকে, তাই সতর্ক থাকবেন।

#ডাক্তারের_কাজ #শিশুর_যত্ন #সচেতনতা"

"এই শিশুটি শরীরে এরকম ক্ষত ও চুলকানোর সমস্যা  নিয়ে আমার কাছে এসেছিল। আল্লাহর রহমতে এবং সঠিক চিকিৎসার পর, এখন সে সম্পূর্ণ...
03/09/2025

"এই শিশুটি শরীরে এরকম ক্ষত ও চুলকানোর সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল। আল্লাহর রহমতে এবং সঠিক চিকিৎসার পর, এখন সে সম্পূর্ণ সুস্থ্ হয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ!"

💙 #সুস্থতা #আলহামদুলিল্লাহ #শিশু_চিকিৎসা

স্কুল পড়ুয়া ৬ বছরের একটি ছেলে কান চুলকানোর সময় ভুলবশত পেন্সিলের বাইরের কাঠের অংশ  কানের মধ্যে চলে যায়। পরবর্তীতে আমার চে...
28/08/2025

স্কুল পড়ুয়া ৬ বছরের একটি ছেলে কান চুলকানোর সময় ভুলবশত পেন্সিলের বাইরের কাঠের অংশ কানের মধ্যে চলে যায়। পরবর্তীতে আমার চেম্বারে আসলে খুব সাবধানতার সাথে সেগুলো বের করে চিকিৎসা প্রদান করি।

--- এই ধরনের ঘটনা প্রায়শই দেখতে পাই। আজ আমার চেম্বারে ফজল নানা উপস্থিত হয়েছিলেন তার কানে আটকে যাওয়া কটন বাড নিয়ে। সতর্...
24/08/2025

--- এই ধরনের ঘটনা প্রায়শই দেখতে পাই। আজ আমার চেম্বারে ফজল নানা উপস্থিত হয়েছিলেন তার কানে আটকে যাওয়া কটন বাড নিয়ে। সতর্কতার সাথে পরীক্ষা করে আমি সেটি সফলভাবে অপসারণ করে দেই। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

**সতর্কতা** কান পরিষ্কারের জন্য কটন বাড ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। এটি (ইয়ারওয়াক্স) কান এর গভীরে ঠেলে দিতে পারে, যার ফলে কানে ব্যথা, ক্ষত ও শ্রবণশক্তি হ্রাস পেতে পারে।

**"আলহামদুলিল্লাহ!**  গত কয়েকদিন আগে একজন রোগী আমার চেম্বারে পায়ে এমন ক্ষত নিয়ে আসেন। সঠিক চিকিৎসা ও আল্লাহর রহমতে এখন...
20/08/2025

**"আলহামদুলিল্লাহ!**

গত কয়েকদিন আগে একজন রোগী আমার চেম্বারে পায়ে এমন ক্ষত নিয়ে আসেন। সঠিক চিকিৎসা ও আল্লাহর রহমতে এখন তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন। রোগীর সুস্থতা দেখে একজন ডাক্তার হিসেবে আমার আনন্দের শেষ নেই।

যেকোনো স্বাস্থ্য সমস্যায় বিশ্বস্ত চিকিৎসার জন্য আমি আছি আপনাদের পাশে। আল্লাহ সকলকে সুস্থতা দান করুন।

** #চর্মরোগ #সুস্থতা #ডাক্তার #আলহামদুলিল্লাহ"**

"একটি ছোট শিশু কানে মুড়ির দানা ঢুকিয়ে ফেলেছিল, অভিভাবকদের চিন্তার শেষ ছিল না! কিন্তু আল্লাহর রহমতে আমি কোন রকম ইনজুরি ছা...
12/08/2025

"একটি ছোট শিশু কানে মুড়ির দানা ঢুকিয়ে ফেলেছিল, অভিভাবকদের চিন্তার শেষ ছিল না! কিন্তু আল্লাহর রহমতে আমি কোন রকম ইনজুরি ছাড়াই সেটি সফলভাবে বের করে দিতে পেরেছি। বাচ্চারা এমন অসাবধানতা অনেক সময়ই করে থাকে, তাই সতর্ক থাকবেন। শিশুটিকে এখন সম্পূর্ণ সুস্থ দেখে খুব ভালো লাগছে! ❤️

#ডাক্তারের_কাজ #শিশুর_যত্ন #সচেতনতা"

Address

Jaintapur
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.M.a Hannan -"General Physician" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram