28/09/2025
এক শিশু রুগীকে তার মা নিয়ে এলেন। অভিযোগ ছিল অনেকদিন ধরে শিশুটির নাক থেকে একপ্রকার দুর্গন্ধ বের হচ্ছে। এ নিয়ে তারা আগে আরও দুই-তিনজন ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন এবং প্রত্যেকের কাছ থেকেই দুই সপ্তাহের অ্যান্টিবায়োটিক কোর্স নিয়ে চিকিৎসা করেছিলেন। কিন্তু সমস্যাটির কোনো সমাধান হয়নি।
আমি যখন পরীক্ষা করলাম, তখন দেখা গেল নাকের ভিতরে আটকে আছে এক টুকরো তুলা! সেটি সরিয়ে নেওয়ার পরেই শিশুটি সম্পূর্ণ সুস্থ বোধ করছে।
**সতর্কতা**
১. **সব কিছুর জন্য অ্যান্টিবায়োটিক নয়:** ইনফেকশন ছাড়াও অন্য অনেক কারণেই এমন লক্ষণ দেখা দিতে পারে।
২. **শিশুদের ক্ষেত্রে সচেতনতা:** শিশুরা অনেক সময় নাক বা কানে ছোট জিনিস ঢুকিয়ে ফেলে, যা বাবা-মা প্রথমে টেরও পান না।
৩. **সঠিক পরীক্ষা:** সঠিক ডায়াগনোসিস ছাড়া চিকিৎসা রোগীকে সুস্থ করার বদলে শুধু সময়ক্ষেপণই করে।