Dr. SK Kabir Ahammed

Dr. SK Kabir Ahammed Medicine Specialist
Chest Disease Hospital in Sylhet
Ibn Sina Hospital in Sylhet
BMDC Reg. No. A - 45106

Managed by https://medi360.agency
(1)

হাই প্রেসারকে অবহেলা করছেন? সাবধান!আজকাল বয়স যাই হোক, অনেকেই হাই প্রেসারের সমস্যায় ভুগছেন। অফিসের চাপ, অস্বাস্থ্যকর খাবা...
21/08/2025

হাই প্রেসারকে অবহেলা করছেন? সাবধান!
আজকাল বয়স যাই হোক, অনেকেই হাই প্রেসারের সমস্যায় ভুগছেন। অফিসের চাপ, অস্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়ামের অভাব, অতিরিক্ত লবণ খাওয়া, মানসিক টেনশন এসবই রক্তচাপ বেড়ে যাওয়ার বড় কারণ।

👉 হাই প্রেসার দীর্ঘদিন নিয়ন্ত্রণে না রাখলে কী হতে পারে?

হৃদরোগ ও হার্ট অ্যাটাক
স্ট্রোক
কিডনি বিকল
চোখের সমস্যা ও দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া

⚠️ অর্থাৎ, একটি ছোট অবহেলা জীবনকে বড় ঝুঁকিতে ফেলতে পারে।

✅ তাই যা করতে হবেঃ

নিয়মিত রক্তচাপ মাপুন
লবণ কম খান
তেল-চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন
প্রতিদিন হাঁটুন বা হালকা ব্যায়াম করুন
মানসিক চাপ কমান

সবচেয়ে জরুরি → নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন

🩺 আপনার সুস্থতার জন্য আমরা আছি পাশে।

প্রতিদিনের স্বাভাবিক জীবন বাঁচাতে এখনই সচেতন হন।আজই সঠিক চিকিৎসা নিন – কারণ দেরি মানেই বিপদ!
19/08/2025

প্রতিদিনের স্বাভাবিক জীবন বাঁচাতে এখনই সচেতন হন।
আজই সঠিক চিকিৎসা নিন – কারণ দেরি মানেই বিপদ!

ডায়াবেটিস—একটি নীরব রোগ, যা ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে।প্রথম দিকে অনেকেই বুঝতেই পারেন না যে তাদের শরীরে ...
17/08/2025

ডায়াবেটিস—একটি নীরব রোগ, যা ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে।
প্রথম দিকে অনেকেই বুঝতেই পারেন না যে তাদের শরীরে ডায়াবেটিস বাসা বাঁধছে। ক্লান্তি, খিদে, বা ঘন ঘন প্রসাবের মতো সাধারণ বিষয়গুলোকে অনেকেই গুরুত্ব দেন না। কিন্তু এই ছোট ছোট পরিবর্তনগুলোই হতে পারে বড় সমস্যার আগাম সতর্কবার্তা।

👉 তাই সচেতন হোন, লক্ষণগুলো চিনে নিন, এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নিন।

বারবার মাইগ্রেনের ব্যথা কি আপনার জীবনকে কষ্টকর করে তুলছে?অনেক সময় আমরা ব্যথার কারণ না জেনেই শুধু ওষুধ খাই । আপনি যদি দীর...
14/08/2025

বারবার মাইগ্রেনের ব্যথা কি আপনার জীবনকে কষ্টকর করে তুলছে?
অনেক সময় আমরা ব্যথার কারণ না জেনেই শুধু ওষুধ খাই ।
আপনি যদি দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন, সময়মতো সঠিক চিকিৎসা নিন।

সারাদিনের ক্লান্তি, স্ট্রেস আর ব্যস্ততার চাপে কি মনে হচ্ছে শরীর আর মন দুটোই যেন অবসাদে ভরে গেছে?হাড়-পেশি দুর্বল হচ্ছে, ...
12/08/2025

সারাদিনের ক্লান্তি, স্ট্রেস আর ব্যস্ততার চাপে কি মনে হচ্ছে শরীর আর মন দুটোই যেন অবসাদে ভরে গেছে?
হাড়-পেশি দুর্বল হচ্ছে, ঘুম ঠিকমতো হচ্ছে না, মনে রাখার ক্ষমতাও কমে যাচ্ছে এমনটা কি আপনার সাথেও হচ্ছে?
সমাধান হতে পারে প্রতিদিনের সহজ এক অভ্যাস হাঁটা।

ভালো ঘুম, শক্তি, মানসিক প্রশান্তি, রোগ প্রতিরোধ সবই মিলবে নিয়মিত হাঁটার মাধ্যমে।
আজ থেকেই শুরু করুন সুস্থতার পথে এক সহজ পদক্ষেপ!

বুক ধড়ফড় করে, মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে? সতর্ক হোন!অনেকেই ভাবেন এই উপসর্গগুলো শুধু স্ট্রেস বা গ্যাসের কারণে হয়, কিন্তু...
10/08/2025

বুক ধড়ফড় করে, মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে? সতর্ক হোন!

অনেকেই ভাবেন এই উপসর্গগুলো শুধু স্ট্রেস বা গ্যাসের কারণে হয়, কিন্তু বাস্তবে এগুলো হৃদরোগ বা হার্ট অ্যাটাকের আগাম সংকেত হতে পারে।

✅ বুকের মাঝখানে চাপ বা জ্বালা
✅ হঠাৎ শ্বাসকষ্ট
✅ ঘাম, মাথা ঘোরা বা দুর্বল লাগা
✅ কাঁধ, বাহু, গলা বা চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়া

এমন লক্ষণগুলোকে কখনোই অবহেলা করবেন না। সময়মতো সঠিক পরীক্ষা ও চিকিৎসা না নিলে ঝুঁকি বাড়তে পারে।

💡 আপনার হার্টের স্বাস্থ্যের জন্য নিয়মিত চেকআপ এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বর্ষায় বাড়ে ঠান্ডা-কাশির ঝুঁকি!সতর্ক না থাকলে হতে পারে বড় অসুখে রূপ —তাই উপসর্গ দেখলেই দেরি না করে পরামর্শ নিন চিকিৎসকের...
08/08/2025

বর্ষায় বাড়ে ঠান্ডা-কাশির ঝুঁকি!
সতর্ক না থাকলে হতে পারে বড় অসুখে রূপ —
তাই উপসর্গ দেখলেই দেরি না করে পরামর্শ নিন চিকিৎসকের।
👨‍⚕️ গরম পানি, বিশ্রাম আর সময়মতো চেকআপ—এই তিনটিই আপনার সুরক্ষা!

❓আপনার কি নিচের যেকোনো একটি সমস্যা রয়েছে?🔹 গ্যাস্ট্রিক, পেট ব্যথা বা হজমে সমস্যা🔹 মাথা ব্যথা, শরীর দুর্বলতা, ঘন ঘন জ্বর🔹...
05/08/2025

❓আপনার কি নিচের যেকোনো একটি সমস্যা রয়েছে?

🔹 গ্যাস্ট্রিক, পেট ব্যথা বা হজমে সমস্যা
🔹 মাথা ব্যথা, শরীর দুর্বলতা, ঘন ঘন জ্বর
🔹 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা থাইরয়েড
🔹 বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, বুকে জ্বালাপোড়া
🔹 ঘুমের সমস্যা, ওজন হ্রাস বা মানসিক চাপ
🔹 কিডনি, লিভার বা হার্টের জটিলতা
🔹 ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা দীর্ঘমেয়াদি রোগ
🔹 জয়েন্ট পেইন, বাত, হাঁটুর ব্যথা বা পিঠে ব্যথা
🔹 হাত-পা ঝিমঝিম করা বা ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া

👉 তাহলে আপনার সুস্থতার জন্য একজন ভিজ্ঞ পরামর্শদাতা থাকা জরুরি।
জটিল হোক বা সাধারণ – অনেক সময় ছোট ভুল চিকিৎসাই হয়ে ওঠে বড় বিপদের কারণ।
তাই অভিজ্ঞ একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শই হতে পারে আপনার জন্য সবচেয়ে নিরাপদ পথ।

🩺 কখন মেডিসিন ডাক্তারের পরামর্শ নেবেন?অনেক সময় শরীরের কিছু সমস্যা আমরা অবহেলা করি ভাবি এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু সেই ...
02/08/2025

🩺 কখন মেডিসিন ডাক্তারের পরামর্শ নেবেন?
অনেক সময় শরীরের কিছু সমস্যা আমরা অবহেলা করি ভাবি এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু সেই ছোট সমস্যাগুলোই হয়ে উঠতে পারে বড় অসুখের শুরু।

👉 যেমনঃ

ঘন ঘন জ্বর বা সর্দি-কাশি

গ্যাস্ট্রিক বা বুক জ্বালা

জয়েন্টে ব্যথা, হাঁটুর সমস্যা বা ঘাড়ে টান

মাথা ব্যথা বা মাথা ঘোরা

হাত-পায়ে দুর্বলতা বা অবশ লাগা

ডায়াবেটিস, প্রেসার বা কোলেস্টেরলের সমস্যা

বা কোনো অস্পষ্ট বা দীর্ঘস্থায়ী উপসর্গ

✅ এসব সমস্যার পেছনে লুকিয়ে থাকতে পারে জটিল শারীরিক কারণ। তাই দেরি না করে একজন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

📍 চেম্বারঃ ইবনে সিনা হাসপাতাল, সোবহানীঘাট, সিলেট
🕓 সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা (শুক্রবার ছাড়া)
📞 অ্যাপয়েন্টমেন্টঃ 01711-705368

👨‍⚕️ আপনার সুস্থতা শুরু হোক সঠিক চিকিৎসা থেকে।

অনেকেই ভাবেন, ইচ্ছেমতো ওষুধ খেলেই সুস্থ হওয়া যায়।কিন্তু জানেন কি, নিজের মতো করে ওষুধ খাওয়া হতে পারে আপনার জীবনের বড় ভুল?...
30/07/2025

অনেকেই ভাবেন, ইচ্ছেমতো ওষুধ খেলেই সুস্থ হওয়া যায়।
কিন্তু জানেন কি, নিজের মতো করে ওষুধ খাওয়া হতে পারে আপনার জীবনের বড় ভুল?
একবার ভুল করলে তার খেসারত দিতে হয় বছরের পর বছর।

👉 আপনার বা আপনার প্রিয়জনের ওষুধ ব্যবহারে কোনো সন্দেহ থাকলে এখনই অভিজ্ঞদের পরামর্শ নিন।

চেম্বারঃ ইবনে সিনা হাসপাতাল, সোবহানীঘাট, সিলেট
অ্যাপয়েন্টমেন্টঃ ০১৭১১-৭০৫৩৬৮
সময়ঃ বিকেল ৪টা - রাত ৯টা (শুক্রবার ছাড়া প্রতিদিন)

সঠিক চিকিৎসা, নিরাপদ জীবন।

ঘুম ঠিকঠাক হয়, তবুও সারাদিন ক্লান্তি? 😴আপনি কি এমন সমস্যার মধ্যে আছেন—রাতভর ঘুমালেও সকালে উঠেই মনে হয়, যেন কিছুই ঘুমাননি...
22/07/2025

ঘুম ঠিকঠাক হয়, তবুও সারাদিন ক্লান্তি? 😴

আপনি কি এমন সমস্যার মধ্যে আছেন—
রাতভর ঘুমালেও সকালে উঠেই মনে হয়, যেন কিছুই ঘুমাননি?
অফিসে বসে কাজ করতে করতে চোখ বন্ধ হয়ে আসে?
মাথা ঝিমঝিম করে, শরীরে শক্তি থাকে না, মনেও যেন কোনো উদ্দীপনা নেই?

এই অনুভব কি প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে?

অনেকেই ভাবেন এটা সাময়িক—ভুল খাবার, একটু বেশি চাপ, বা বয়সের প্রভাব।
কিন্তু বাস্তবতা হলো, এই ধরনের ক্লান্তি শরীরের ভিতরে চলা নানা সমস্যার ইঙ্গিত দিতে পারে।
থাইরয়েড, ভিটামিন ঘাটতি, হরমোনের সমস্যা কিংবা ঘুমজনিত রোগ — যেকোনো কারণেই হতে পারে।

👉 তাই আর অবহেলা নয়। প্রতিদিনের ক্লান্তিকে স্বাভাবিক ভেবে বসে থাকবেন না।

জয়েন্টের ব্যথা কি আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে?হাঁটতে গেলে ব্যথা, বসে থাকলে ব্যথা, এমনকি ঘুম ভেঙে গেলেও মনে হয় হাড়ে-...
19/07/2025

জয়েন্টের ব্যথা কি আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে?
হাঁটতে গেলে ব্যথা, বসে থাকলে ব্যথা, এমনকি ঘুম ভেঙে গেলেও মনে হয় হাড়ে-জোড়ে ঝাঁকি লাগে?
অনেকেই ভাবেন বয়স হলে এমন হবেই—কিন্তু সত্যি হলো, সময়মতো সঠিক পরিচর্যা নিলে এই ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
চিকিৎসা ছাড়া ব্যথা দীর্ঘমেয়াদে ভয়াবহ হতে পারে। তাই দেরি না করে পরামর্শ নিন।

Address

Sylhet
Sylhet

Telephone

+8801717430372

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. SK Kabir Ahammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. SK Kabir Ahammed:

Share

Category