Dr. Shamim Ara Sultana

Dr. Shamim Ara Sultana MBBS (SUST)
BCS (Health)
DDV (BSMMU)
Skin and VD Specialist
Dermatosurgeon
Upozila health complex, Beanibazar

Beauty of dermatosurgery
30/07/2025

Beauty of dermatosurgery

এখন থেকে সপ্তাহে ২ দিন আছি ইন-শা- আল্লাহ বিয়ানীবাজারে
10/02/2025

এখন থেকে সপ্তাহে ২ দিন আছি ইন-শা- আল্লাহ বিয়ানীবাজারে

01/02/2025

চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার হল স্টেরয়েড ক্রিম, এই ক্রিমের সুনির্দিষ্ট ব্যবহার যেমন একদিকে জীবন রক্ষাকারী তেমনি এর নিয়ন্ত্রণহীন ব্যবহার মানুষের জন্য চরম ভুগান্তির।আমাদের গ্রামের নারীদের ব্রনের চিকিৎসার জন্য কে বা কারা মাথায় ঢুকিয়ে দিয়েছে যে এর চিকিৎসায় এই ক্রিম ব্যবহার করা যায়, যার ফলশ্রুতিতে পটেন্ট স্টেরয়েডের মত ক্রিম তারা দেদারসে মুখে মাখতেছে। এতে একদিকে যেমন ব্রন কমতেছে না অন্য দিকে ত্বক হারাচ্ছে তার উজ্জ্বলতা। আমি আজকে একজন কে জিজ্ঞেস করছিলাম আপনি মুখে কী ক্রিম ব্যবহার করেন উনি আমাকে অবাক করে দিয়ে বের করে দেখালেন ডারমাসল নামে একটা ক্রিম, এটাই নাকি উনার ময়েশ্চারাইজার। তাই কোন মলম আপনার সুন্দর ত্বকে ব্যবহারের আগে যাচাই বাচাই করে নিবেন।

30/01/2025

আমাদের এশিয়ান উপমহাদেশে ভাত, চিনি, রুটি ইত্যাদি প্রতিদিন খাবারের তালিকায় থাকার ফলে নারী পুরুষ সবার মাঝে ডায়াবেটিস এর প্রবনতা দিনে দিনে বাড়ছে।ইদানীং রোগীদের জিজ্ঞেস করলে বলে আমার তো ডায়াবেটিস নেই, এইতো সেদিন পরীক্ষা করলাম,অথচ দেখা যায় একসাথে দুই তিনটা চর্ম রোগ দীর্ঘদিন দিন ধরে বয়ে বেড়াচ্ছে, এবং মজার কথা হল এদের মধ্যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের হার বেশি। তাই যখনই দেখবেন আপনার চম' রোগ দীর্ঘমেয়াদী হচ্ছে জেনে নিন আপনার রক্তের ডায়াবেটিসের মাত্রা।

26/01/2025

একটা সময় ছিল চর্ম রোগীরা মনে করত সব সমস্যার সমাধান হল মলম, আপনার কাছে আসছি একটা মলম দেন, লাগাব আর এক অলৌকিক বলে রোগ সেরে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে আর মলমের অধিক ব্যবহারের ফলে ঔষধ যেমন হারিয়েছে কার্যকারিতা তেমনি জীবাণুরা হয়েছে শক্তিশালী। তাই মলম লাগানোর সাথে সাথে জেনে নিন কিভাবে লাগাবেন, কত দিন লাগাবেন,কী কী লাগানো যাবে, কী কী লাগানো যাবে না, খাবারে কোন নিষেধাজ্ঞা আছে কিনা।

25/01/2025

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shamim Ara Sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category