দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার

দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার তাবিজ কবজ ও শিরক কুফর মুক্ত সম্পূর্ণ কোরআন হাদীস ভিত্তিক চিকিৎসা কেন্দ্র

24/09/2025

ছোট্ট এই মাসুম বাচ্চাটিও যাদুর ভয়ংকর থাবা থেকে রেহাই পেলনা 😭
আল্লাহ তাআ'লা সব যাদুকর, জ্বিন শয়তানদের ধ্বংস করুন, আমীন।

রুকইয়াহ হোম সার্ভিস
২৪/৯/২৫

Raqi Sulaiman
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার

#রুকইয়াহ #তিব্বে_নববী

18/09/2025

আয়-উপার্জনে বাধা এবং একের পর এক শারীরিক মানসিক সমস্যা লেগে থাকার পিছনে থাকতে পারে বদনজর ও জ্বিন যাদুর মতো অদৃশ্য শক্তির প্রভাব।

এমনই সমস্যায় জর্জরিত এক ভাই আমাদের সেন্টারে এসে একটি মাত্র রুকইয়াহ সেশন নিয়ে নিজের মধ্যে আশ্চর্য পরিবর্তন পেয়ে তার অনুভূতি শেয়ার করতে এসেছিলেন আমাদের সেন্টারে — শুনে নিন সম্মানিত পেশেন্টের অভিজ্ঞতা তার নিজ মুখেই...
________________________________________________

তাবিজ কবজ ও শিরক কুফরি থেকে দূরে থাকুন, নিজ ঈমানের হেফাজত করুন। রুকইয়াহ করুন, সুস্থ জীবন উপভোগ করুন।

যেখানে কবিরাজ থেমে যায়, সেখান থেকেই শুরু হয় রুকইয়াহ'র কার্যকারিতা।
জ্বিন যাদু ও শারীরিক মানসিক যেকোনো সমস্যার জন্য রুকইয়াহ খুবই কার্যকরী চিকিৎসা।এখানে নেই কোনো তাবিজ কবজ, নেই শিরক কুফরের দুর্গন্ধ।
এই পদ্ধতিতেই চিকিৎসা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও আসলাফগন।

রুকইয়াহ সাধারণত যে সমস্যাগুলোর জন্য করা হয়:

✅ জ্বিনের আছর ও যাদুটোনা
✅ বদনজর ও হাসাদ (হিংসা)
✅ ওয়াসওয়াসা (মনের অসঙ্গত চিন্তা)
✅ বিয়ে বা সন্তান না হওয়ার সমস্যা
✅ স্বামী-স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি
✅ শারীরিক ও মানসিক অসুস্থতা
✅ আয়-উন্নতিতে বাধা

আমাদের চিকিৎসা পদ্ধতি:

আমরা তাবিজ-কবচ ও শিরক কুফর মুক্ত সম্পুর্ন কোরআন হাদীস ভিত্তিক সমস্যা সমাধানের একটি কার্যকরী পদ্ধতি অনুসরণ করি। প্রথমে সমস্যা নির্ণয়ের জন্য রুকইয়াহ সিম্পটমস ডায়াগনোসিস করে সরাসরি বা ভিডিও কলের মাধ্যমে একটি রুকইয়াহ সেশন নেওয়া হয়। এরপর কোরআনি প্রেসক্রিপশন দেওয়া হয়।অর্থাৎ, সমস্যা অনুযায়ী কোরআন হাদীস থেকে বিশেষ কিছু আয়াত, দোয়া ও আমল বাতলে দেওয়া হয়, যা নিয়ম অনুযায়ী নিয়মিত কিছু দিন পর্যন্ত করলেই আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে যায়।

আমাদের সেবায় যা যা থাকছে:
☞ সমস্যা নির্ণয়ের জন্য রুকইয়াহ সিম্পটমস ডায়াগনোসিস
☞ সরাসরি বা ভিডিও কলের মাধ্যমে রুকইয়াহ সেশন
☞ লাইফ টাইম হোয়াটসঅ্যাপ সাপোর্ট

তাই আর দেরি কিসের?!
অভিজ্ঞ রাক্বীর তত্ত্বাবধানে রুকইয়াহ করতে এখনই যোগাযোগ করুন। আপনার সমস্যার বিস্তারিত এক মেসেজে লিখে ইনবক্স করুন বা কল করুন
হোয়াটসঅ্যাপ: 01939-615799

আমাদের প্রতিষ্ঠান:
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
ঠিকানা:
শায়েস্তাগঞ্জ পুরান বাজার হবিগঞ্জ সিলেট
প্রতিষ্ঠাতা পরিচালক:
Raqi Sulaiman

________________________________________________

#রুকইয়াহ #কোরআনি_চিকিৎসা #দোআ #আমল #দোয়া

28/08/2025
আলহামদুলিল্লাহ চিকিৎসার মাত্র ২৫ দিনেই এ সুসংবাদ জানালেন আমার এক পেশেন্টের হাজবেন্ড। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লা...
18/08/2025

আলহামদুলিল্লাহ
চিকিৎসার মাত্র ২৫ দিনেই এ সুসংবাদ জানালেন আমার এক পেশেন্টের হাজবেন্ড। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ।
সবাই দোয়া করবেন। সহজ ও সুন্দর ভাবে যেনো তার আগমন হয়।

17/08/2025

প্রায়ই শরীর ভার থাকা, শরীরে পিন দিয়ে কেউ যেনো খোঁচাচ্ছে এমন অনুভব হওয়া যাদু আক্রান্ত হওয়ার লক্ষণ

16/08/2025

রুকইয়াহ করার মাত্র ১৫ দিনেই নিজের মধ্যে আশ্চর্য পরিবর্তন পেয়ে এই মুরব্বি তার অনুভূতি শেয়ার করতে এসেছিলেন আমাদের সেন্টারে — শুনে নিন সম্মানিত পেশেন্টের অভিজ্ঞতা তার নিজ মুখেই...
________________________________________________

তাবিজ কবজ ও শিরক কুফরি থেকে দূরে থাকুন, নিজ ঈমানের হেফাজত করুন। রুকইয়াহ করুন, সুস্থ জীবন উপভোগ করুন।

যেখানে কবিরাজ থেমে যায়, সেখান থেকেই শুরু হয় রুকইয়াহ'র কার্যকারিতা।
জ্বিন যাদু ও শারীরিক মানসিক যেকোনো সমস্যার জন্য রুকইয়াহ খুবই কার্যকরী চিকিৎসা।এখানে নেই কোনো তাবিজ কবজ, নেই শিরক কুফরের দুর্গন্ধ।
এই পদ্ধতিতেই চিকিৎসা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও আসলাফগন।

রুকইয়াহ সাধারণত যে সমস্যাগুলোর জন্য করা হয়:

✅ জ্বিনের আছর ও যাদুটোনা
✅ বদনজর ও হাসাদ (হিংসা)
✅ ওয়াসওয়াসা (মনের অসঙ্গত চিন্তা)
✅ বিয়ে বা সন্তান না হওয়ার সমস্যা
✅ স্বামী-স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি
✅ শারীরিক ও মানসিক অসুস্থতা
✅ আয়-উন্নতিতে বাধা

আমাদের চিকিৎসা পদ্ধতি:

আমরা তাবিজ-কবচ ও শিরক কুফর মুক্ত সম্পুর্ন কোরআন হাদীস ভিত্তিক সমস্যা সমাধানের একটি কার্যকরী পদ্ধতি অনুসরণ করি। প্রথমে সমস্যা নির্ণয়ের জন্য রুকইয়াহ সিম্পটমস ডায়াগনোসিস করে সরাসরি বা ভিডিও কলের মাধ্যমে একটি রুকইয়াহ সেশন নেওয়া হয়। এরপর কোরআনি প্রেসক্রিপশন দেওয়া হয়।অর্থাৎ, সমস্যা অনুযায়ী কোরআন হাদীস থেকে বিশেষ কিছু আয়াত, দোয়া ও আমল বাতলে দেওয়া হয়, যা নিয়ম অনুযায়ী নিয়মিত কিছু দিন পর্যন্ত করলেই আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে যায়।

আমাদের সেবায় যা যা থাকছে:
☞ সমস্যা নির্ণয়ের জন্য রুকইয়াহ সিম্পটমস ডায়াগনোসিস
☞ সরাসরি বা ভিডিও কলের মাধ্যমে রুকইয়াহ সেশন
☞ লাইফ টাইম হোয়াটসঅ্যাপ সাপোর্ট

তাই আর দেরি কিসের?!
অভিজ্ঞ রাক্বীর তত্ত্বাবধানে রুকইয়াহ করতে এখনই যোগাযোগ করুন। আপনার সমস্যার বিস্তারিত এক মেসেজে লিখে ইনবক্স করুন বা কল করুন
হোয়াটসঅ্যাপ: 01939-615799

আমাদের প্রতিষ্ঠান:
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
ঠিকানা:
শায়েস্তাগঞ্জ পুরান বাজার হবিগঞ্জ সিলেট
প্রতিষ্ঠাতা পরিচালক:
Raqi Sulaiman

#রুকইয়াহ #কোরআনি_চিকিৎসা #দোআ #আমল #দোয়া

15/08/2025

আপনার বদনজর বা জ্বিন যাদুর কোনো সমস্যা আছে কিনা যাচাই করুন!

পবিত্র অবস্থায়, একটি নিরিবিলি ও পবিত্র স্থানে হেলান ছাড়া সোজা হয়ে বসুন। সমস্ত শরীরকে শিথিল করে দিন এবং চোখ বন্ধ করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তিলাওয়াতটি শুনুন।

শোনার সময় শরীরের যেকোনো অস্বাভাবিক রিয়্যাকশন, গরম, ঠান্ডা, ব্যথা, কাঁপুনি, অস্থিরতা, বমি ভাব, ঘুম ঘুম ভাব, কান্না, ইত্যাদি হলে কমেন্ট করে জানান।
📵 (অনুগ্রহ করে লাইভ চলাকালে কেউ কল করবেন না)

দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
📍 শায়েস্তাগঞ্জ পুরান বাজার, হবিগঞ্জ, সিলেট
💻 অনলাইন ও অফলাইন—উভয়ভাবে সেবা প্রদান করা হয়।

একজন রাক্বী কতোটা রিস্ক নিয়ে একজন পেশেন্টের রুকইয়াহ করেন মানুষ তা বুঝে না। তারা শুধু বুঝে হুজুর ফুঁ দেয় আর টাকা নেয়Raqi ...
14/08/2025

একজন রাক্বী কতোটা রিস্ক নিয়ে একজন পেশেন্টের রুকইয়াহ করেন মানুষ তা বুঝে না। তারা শুধু বুঝে হুজুর ফুঁ দেয় আর টাকা নেয়

Raqi Sulaiman
প্রতিষ্ঠাতা পরিচালক
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
শায়েস্তাগঞ্জ পুরান বাজার হবিগঞ্জ সিলেট
(অনলাইন অফলাইন দুভাবেই সেবা দেওয়া হয়)

আলহামদুলিল্লাহ আরো একজন বোন রুকইয়াহ এবং পাশাপাশি মেডিকেল ট্রিটমেন্ট গ্রহণ করার মাধ্যমে আল্লাহর রহমতে কনসিভ তথা গর্ভধারণ ...
13/08/2025

আলহামদুলিল্লাহ
আরো একজন বোন রুকইয়াহ এবং পাশাপাশি মেডিকেল ট্রিটমেন্ট গ্রহণ করার মাধ্যমে আল্লাহর রহমতে কনসিভ তথা গর্ভধারণ করেছেন। আল্লাহর লক্ষকোটি শোকরিয়া আলহামদুলিল্লাহ। তিনি দীর্ঘদিন ধরে গর্ভধারণের চেষ্টা করেও সফল হচ্ছিলেন না। ডাক্তারি চিকিৎসা ও ঔষধ চলছিল, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসছিল না। এরপর তিনি মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি রুকইয়াহ শুরু করলেন। মাত্র কিছু সময়ের মধ্যেই, আলহামদুলিল্লাহ, তিনি গর্ভধারণ করেন।

এ অভিজ্ঞতা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার—রুকইয়াহ শুধু কোনো বিকল্প চিকিৎসা নয়, বরং এটি অন্য চিকিৎসার কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে। এর কারণ তাত্ত্বিকভাবে কয়েকভাবে ব্যাখ্যা করা যায়:

1. আত্মিক বাধা দূরীকরণ
অনেক সময় রোগ বা সমস্যা শুধু শারীরিক কারণে নয়, বরং অদৃশ্য আত্মিক প্রভাব (যেমন যাদু, নজর, জ্বিনের প্রভাব) থেকেও হয়। এসব প্রভাব শরীরের স্বাভাবিক সুস্থতার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। রুকইয়াহ সেই বাধাগুলো আল্লাহর ইচ্ছায় দূর করে দেয়, ফলে শারীরিক চিকিৎসা সহজে কাজ করতে পারে।

2. মানসিক প্রশান্তি ও ইতিবাচক শক্তি
চিকিৎসা গ্রহণের সময় মানসিক চাপ ও হতাশা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। রুকইয়াহর মাধ্যমে কুরআনের আয়াত তিলাওয়াত বা শোনার ফলে রোগীর মন শান্ত হয়, আল্লাহর উপর ভরসা দৃঢ় হয়—যা চিকিৎসার সাড়া পাওয়ার সম্ভাবনা বাড়ায়।

3. আল্লাহর শিফার দ্বার উন্মুক্ত করা
আল্লাহই শিফা দানকারী। মেডিকেল চিকিৎসা শুধু একটি মাধ্যম, আর রুকইয়াহ সেই শিফার দরজায় সরাসরি কড়া নাড়া। ফলে উভয় মাধ্যম একসাথে চললে ফল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়।

4. বাধাহীন চিকিৎসা প্রক্রিয়া
যদি কোনো অদৃশ্য ক্ষতি চিকিৎসার কার্যক্ষমতা রোধ করে, তাহলে রুকইয়াহ সেই বাধা দূর করে চিকিৎসাকে পূর্ণ কার্যকর করে তোলে।

উপসংহার:
রুকইয়াহ করা মানে চিকিৎসা বাদ দেয়া নয়—বরং চিকিৎসাকে আরো কার্যকর করার জন্য আত্মিক সাপোর্ট যোগ করা। ঠিক যেমন একজন কৃষক ভালো বীজ বপন করেন (চিকিৎসা), কিন্তু একই সাথে মাটি থেকে আগাছা পরিষ্কারও করেন (রুকইয়াহ)। দুটো একসাথে হলে ফলাফল আলহামদুলিল্লাহ আরও সুন্দর হয়।

জ্বিন যাদু বদনজর ও বিভিন্ন শারীরিক মানসিক সমস্যার জন্য রুকইয়াহ তথা কোরআনি চিকিৎসা নিতে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করুন 01939-615799

Raqi Sulaiman
প্রতিষ্ঠাতা পরিচালক
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
ঠিকানা: শায়েস্তাগঞ্জ পুরান বাজার হবিগঞ্জ সিলেট
(অনলাইন অফলাইন দুভাবেই সেবা দেওয়া হয়)

আলহামদুলিল্লাহ। শরীয়তে এদের বিধান এমনই। ক*ত*ল। এদেশে শরীয়া থাকলে এদের শাস্তি এমনই হতো।
11/08/2025

আলহামদুলিল্লাহ। শরীয়তে এদের বিধান এমনই। ক*ত*ল। এদেশে শরীয়া থাকলে এদের শাস্তি এমনই হতো।

Address

Shaistaganj Puran Bazar, Habiganj
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram