আইয়ুব CHCP. Tangail

আইয়ুব CHCP. Tangail Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আইয়ুব CHCP. Tangail, Medical and health, Tangail Sadar upozila, Tangail.

টাঙ্গাইল সদর উপেজেলা স্বাস্থ্য কপ্লেক্সের উদ্যোগে, ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম। কাজের শেষে, বর্ষার বহমান যমুনা নদীর ছোট...
29/08/2023

টাঙ্গাইল সদর উপেজেলা স্বাস্থ্য কপ্লেক্সের উদ্যোগে, ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম।
কাজের শেষে, বর্ষার বহমান যমুনা নদীর ছোট্ট একটি চরে
আজকের সুন্দর একটি বিকেল। সাথে ছিলেন আমাদের টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ শরিফুল ইসলাম স্যার,
এবং আমার সহকর্মী বৃন্দ, আমার এলাকায় আসার জন্য সকলকেই শুভেচ্ছা।
29.08.2023 ইং তারিখ

১৭/০৮/২০২৩ তারিখে, চরপৌলী কমিউনিটি ক্লিনিক অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্রে  কফ সংগ্রহ করা হয় , আগত রোগীদের প্রাথমিক স্...
17/08/2023

১৭/০৮/২০২৩ তারিখে, চরপৌলী কমিউনিটি ক্লিনিক অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্রে কফ সংগ্রহ করা হয় , আগত রোগীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ে আলোচনা করা হয়।
দুই সপ্তাহের অধিক কাশি হলে বিনামূল্যে কমিউনিটি ক্লিনিকে কফ পরীক্ষা করুন।

হাসিকাশির মাধ্যমে যক্ষার জীবনু ও ছড়ায়,

যক্ষা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই, নিয়মিত ঔষধ খেলে যক্ষা ভালো হয়।
নিযে সুস্থ থাকুন আপনজনদের সুস্থ রাখুন।

মোঃ আইয়ুব CHCP, চরপৌলী কমিউনিটি ক্লিনিক, টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লে।

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে, চরপৌলি কমিউনিটি ক্লিনিক অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিশেষ স্বাস্থ্য সেবা।
15/08/2023

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে, চরপৌলি কমিউনিটি ক্লিনিক অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিশেষ স্বাস্থ্য সেবা।

14/08/2023

انا لله وانا اليه راجعون
হে আল্লাহ, তাফসীরে কুরআন হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী হুজুরকে জান্নাতুল মাকামা দান করুন।

১২-৮-২০২৩ ইং তারিখে, চরপৌলি  কমিউনিটি ক্লিনিক অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্র । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সদর,টাঙ্গাই...
12/08/2023

১২-৮-২০২৩ ইং তারিখে, চরপৌলি কমিউনিটি ক্লিনিক অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্র । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সদর,টাঙ্গাইল । কমিউনিটি ক্লিনিকে আগত রোগীদের প্রথমিক স্বাস্থ্য সেবা এবং বন্যত্র এলাকায় হওয়ায় স্বাস্থ্য জনসচেতনতা স্বাস্থ্য বিষয়ক, স্বাস্থ্য শিক্ষা ও ডায়রিয়া সম্পর্কে আলোচনা করা হয়।

ডায়রিয়া কী?

সাধারণত পরিপাকতন্ত্রে ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের ফলে ডায়রিয়া হয়ে থাকে। ডায়রিয়ার প্রধান কারণ হিসেবে রোটা ভাইরাসকে দায়ী করা হয়। এছাড়াও নোরো, ইন্টেরিক এডিনো, অস্ট্রো ও সাইটো মেগালো ভাইরাসও ডায়রিয়ার জন্য দায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ৩ বা তার বেশিবার পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলে।

ডায়রিয়ার কারণ?

দূষিত পানি পান করা, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশের খাবার বিশেষ করে রাস্তার পাশের খোলা জায়গার স্ট্রিট ফুড খাওয়া। নিয়মিত হাত পরিস্কার না করে অপরিস্কার হাতে খাওয়া, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষণ ইত্যাদি ডায়রিয়ার অন্যতম কারণ।
ডায়রিয়া হলে কখন চিকিৎসকের কাছে যাবেন?

একজন প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে নিম্নের অবস্থাগুলো দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। যেমন:

১. ডায়রিয়া দুই দিন ধরে চলছে এবং উন্নতি হওয়ার কোনো লক্ষণ না থাকলে।

২, শরীরে পানিশূন্যতা অনুভব করলে। নিজের মাঝে ক্লান্তিবোধ, ত্বক ও মুখ শুষ্ক হয়ে যাওয়া, গাঢ় রঙের প্রসাব, মনোযোগের ঘাটতি এবং মাথা ব্যথা হলে বুঝবেন আপনি পানি শূন্যতায় ভুগছেন।
৩. পেট বা মলদ্বারে গুরুতর ব্যথা অনুভব করলে।
৪. পাতলা পায়খানার সাথে রক্ত যাওয়া অথবা পায়খানার রঙ কালো হলে।
৫. শরীরে ১০২ ডিগ্রি ফরেনহাইট (৩৯ ডিগ্রি সেলসিয়াস) এর ওপরে জ্বর দেখা দিলে।
শিশুদের ডায়রিয়া হলে পানিশূন্যতায় খুব দ্রুত শিশুদের শরীরের অবস্থা খারাপের দিকে যেতে পারে। সেক্ষেত্রে শিশুদের মধ্যে ডায়রিয়ায় ২৪ ঘণ্টায় কোনো উন্নতি দেখা না দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ডায়রিয়া থেকে বাঁচতে যা করবেন?

১, ঘন ঘন হাত ধোয়া। যে কোন খাবার হাতে নেওয়ার আগে, হাঁচি, কাশি অথবা নাকে হাত দেবার পরেও হাত ধোয়া। হাত ধোয়ার ক্ষেত্রে সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য আপনার হাত একসাথে ঘষুন।

২. রাস্তার পাশের শরবত, পানি, যানবাহনে খোলা অবস্থায় বিক্রি হওয়া বিভিন্ন ফল, খাবার ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকা।

৩. যে খাবারটি খাচ্ছেন সেটি পচা-বাসি খাবার কিনা সে বিষয়ে সচেতন থাকা।
৪. বিশুদ্ধ পানি পান করছেন কিনা সে বিষয়ে খেয়াল রাখা।
৫. হাতের নখ কেটে সব সময় ছোট রাখার চেষ্টা করা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তারা যেহেতু বাইরে খেলাধুলা করে, ঘরের ছোট ছোট জিনিস হাতে নিয়ে মুখে দেয়।

৬. শিশুরা তাদের স্কুলের সামনে রাস্তার পাশে অপরিস্কার বা খোলা অবস্থায় তৈরি করা বিভিন্ন খাবার খাচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখা।

বিশ্বের ডায়রিয়া পরিস্থিতি নিয়ে ২০১৭ সালের আগস্টে যুক্তরাজ্যভিত্তিক জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেটের অনলাইন সংস্করণে ছাপা এক প্রবন্ধে বাংলাদেশে ২০০৫ থেকে ২০১৫ সালের তথ্য উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে ডায়রিয়াজনিত কারণে এখন বছরে ৫ বছরের কম বয়সী ৩ হাজার ৮২৬টি শিশু মারা যায়। আক্রান্ত হয় প্রতি লাখে ২৭৯টি শিশু। বছরে সব বয়সী মানুষের মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ৯৮২।

২০১৮ সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, বাংলাদেশে ডায়রিয়াজনিত কারণে মৃত্যুর সংখ্যা ৩১ হাজার ২৮ জন বা মোট মৃত্যুর ৪ শতাংশ। ডায়রিয়ায় মৃত্যু হারে বিশ্বের ৫৩ নম্বর অবস্থানে আছে বাংলাদেশ।
পরিশেষে: সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

মোঃ আইয়ুব CHCP, চরপৌলী কমিউনিটির ক্লিনিক
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর টাংগাইল।

চরপৌলি  কমিউনিটি ক্লিনিক অস্থায়ী  সাস্থ্য সেবা কেন্দ্র । কাকুয়া, সদর,টাঙ্গাইল ।আজ  ৮-৮-২০২৩ ইং, কমিউনিটি ক্লিনিকে  আগো...
08/08/2023

চরপৌলি কমিউনিটি ক্লিনিক অস্থায়ী সাস্থ্য সেবা কেন্দ্র । কাকুয়া, সদর,টাঙ্গাইল ।
আজ ৮-৮-২০২৩ ইং, কমিউনিটি ক্লিনিকে আগোতো রোগীদের চরঅঞ্চল বন্যাত্র এলাকার স্বাস্থ্য জনসচেতনতা স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য শিক্ষা আলোচনা করা হয়।

বন্যা ও বন্যা-পরবর্তী সময়ে মানুষের ক্ষেত্রে জ্বর-সর্দি, ডায়রিয়া, কলেরা, রক্ত আমাশয়, টাইফয়েড, প্যারাটাইফয়েড, ভাইরাল হেপাটাইটিস, পেটের পীড়া, কৃমির সংক্রমণ, চর্মরোগ, চোখের অসুখ প্রভৃতি সমস্যা মহামারি আকার ধারণ করে করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানুষের যেসব রোগ হয় তার প্রায় ৭০ শতাংশেরও বেশি রোগ আসে পশুপাখি থেকে। বাড়ির পোষা বিড়াল ও কুকুরও রোগ ছড়াতে পারে। ইঁদুর ও গবাদিপশুর মূত্র থেকে লেপটোস্পাইরোসিস এবং বিড়ালের পায়খানা থেকে টক্সোপ্লাজমোসিস হয়, যা গর্ভবতী নারীদের গর্ভপাত ঘটায়। কুকুর ও ইঁদুরের কামড়ে জলাতঙ্ক হতে পারে। পানি ও কাদার সংস্পর্শে হাতে ও পায়ের চামড়ায় চুলকানি ও ছত্রাকের আক্রমণ দেখা দেয়। বন্যা-পরবর্তী সময়ে কীটপতঙ্গের আধিক্য দেখা যায়। ফলে এসব কীটপতঙ্গ দ্বারা ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ও ডায়রিয়া হতে পারে
বন্যার সময় গবাদিপশুর সাধারণত আঘাতজনিত ক্ষত হয়, যেখানে মাছি বসে চর্মরোগ সৃষ্টি করে। এতে গরুর পানিশূন্যতা দেখা যায় এবং গরু পানি খেতে চায় না। এ ছাড়া গরুর খুরারোগ, গলাফোলা রোগ, তড়কা, বাদলা, লেপটোস্পাইরোসিস; হাঁস-মুরগির রানীক্ষেত এবং ছাগলের পিপিআর রোগের প্রাদুর্ভাব দেখা যায়। পরজীবী বা কৃমির আক্রমণ বেড়ে যায়। ভেড়ার লোম দীর্ঘক্ষণ ভেজা থাকায় চামড়ায় ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। গবাদিপশুর খাবারে ছত্রাক জন্মে খাবারের পুষ্টিমান ও স্বাদ কমিয়ে দেয় এবং কোনো কোনো ক্ষেত্রে গো-খাদ্যকে বিষাক্ত করে ফেলে, যা খেয়ে পশুর যকৃৎ নষ্ট হয়ে যায়। পানি ও কাদার সংস্পর্শে গবাদিপশুর পায়ে ক্ষত ও ফোড়া হয়। আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া বেশি জন্মানোর কারণে গবাদিপশুর নিউমোনিয়া ও ডায়রিয়া হতে পারে
পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে অবশ্যই সুপেয় পানির ব্যবস্থা করতে হবে এবং সব কাজে নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে হবে। বন্যার পানি বা বন্যায় তলিয়ে যাওয়া নলকূপ, কুয়া বা অন্য কোনো উৎসের পানি জীবাণু দ্বারা দূষিত থাকায় কোনো অবস্থাতেই এসব পানি দিয়ে হাত-মুখ ধোয়া, কুলি করা বা পান করা যাবে না। বন্যার পানিতে গোসল করা, কাপড়চোপড় ধোয়া, থালাবাসন পরিষ্কার করা চলবে না। যতটা সম্ভব বন্যার পানি এড়িয়ে চলতে হবে। গবাদিপশুর ক্ষেত্রেও এসব পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
বন্যার পানি ফুটিয়ে ব্যবহার করা উত্তম। এ ক্ষেত্রে একটি পরিষ্কার পাত্রে পানি সংগ্রহ করে প্রথমে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তলানি পড়লে ওপরের পরিষ্কার পানি আলাদা পাত্রে ঢেলে নিয়ে ফোটাতে হবে। তবে জ্বালানির সংকট থাকলে বা ফোটানো সম্ভব না হলে ক্লোরিনের মাধ্যমে পানি বিশুদ্ধ করা যায়। এ ক্ষেত্রে এক গ্যালন পানিতে এক কাপের চতুর্থাংশ ব্লিচিং পাউডার (বা ফিটকিরি ভালোভাবে মেশানোর পর ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এ ছাড়া ট্যাবলেটের মাধ্যমেও পানি বিশুদ্ধ করা যায়। এক লিটার পানিতে চার মিলিগ্রাম হ্যালোজেন ট্যাবলেট আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা রাখলে পানি বিশুদ্ধ হবে। তবে এতে অন্যান্য জীবাণু মরলেও অনেক ভাইরাস-জাতীয় জীবাণু মরে না। একমাত্র ফোটানোর ফলে ভাইরাস জীবাণু ধ্বংস হয়।
নলকূপের পানি ব্যবহার করতে চাইলে এ ক্ষেত্রে এক কলস পানিতে তিন-চার চা-চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে নলকূপের ভেতর এই পানি ঢেলে আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে। এরপর টানা আধা ঘণ্টা চেপে নলকূপের পানি বের করে ফেলে দিলে নলকূপের পানি খাওয়ার উপযোগী হবে। ব্লিচিং পাউডার পাওয়া না গেলে টানা এক ঘণ্টা চেপে টিউবওয়েলের পানি বের করে ফেলতে হবে।
অনেক মৃত প্রাণী পচে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশকে দূষিত করে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের জীবাণু ছড়িয়ে পড়ে। মৃতদেহ মাটির তিন মিটার নিচে পুঁতে ফেলতে হবে। খালি হাতে মৃতদেহ ধরা যাবে না। মানুষ ও গবাদি পশুপাখির মলমূত্র নিরাপদে সরিয়ে নিতে হবে। মলমূত্র ত্যাগের জন্য অস্থায়ী টয়লেট স্থাপন করা করা যেতে পারে। বন্যার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ফিটকিরি, মশার কয়েল, স্যালাইন, সাবান, ডেটল ও প্রয়োজনীয় ওষুধ সরকারি ও বেসরকারিভাবে সরবরাহ করা প্রয়োজন। এ জন্য প্রতিটি আশ্রয়কেন্দ্রে জনসচেতনতার পাশাপাশি মানুষ ও ভেটেরিনারি স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা প্রয়োজন।

বন্যার সময় সাপ ও ইঁদুর তাদের আবাস হারিয়ে শুকনো স্থানে মানুষ ও গবাদি পশুপাখির সঙ্গে অবস্থান নেয়। এ জন্য সাপ ও ইঁদুরে কাটার পরিমাণ বেড়ে যায়। বিষহীন সাপে কাটলে ভয়ের কিছু নেই। তবে বিষধর সাপে কাটলে সাপে কাটা স্থানের সামনে মোটা কাপড় বা গামছা বা রশি দিয়ে দিয়ে গিঁট দিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। হাসপাতালে জরুরি ভিত্তিতে অ্যান্টিভেনম এবং টিটেনাস প্রতিষেধক দিতে হবে। ইঁদুরে কাটলেও অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
পরিশেষে আমরা সকলের স্বাস্থ্য সচেতনতা অগ্রসর হই ,
এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করি।

মোঃ আইয়ুব আলী CHCP, চরপৌলী কমিউনিটি ক্লিনিক,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর, টাংগাইল ।

30/07/2023

বিশ্ব হেপাটাইটিস দিবস 2023 ইং
"One life One liver"

ঈদ মোবারক
28/06/2023

ঈদ মোবারক

আল্লাহু আকবার আল্লাহু আকবার লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার  ওয়া লিল্লাহিল হামদ
28/06/2023

আল্লাহু আকবার আল্লাহু আকবার লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার
ওয়া লিল্লাহিল হামদ

Address

Tangail Sadar Upozila
Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when আইয়ুব CHCP. Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram