NURSE ATIK HASAN

NURSE ATIK HASAN নার্সিং সম্পর্কে সকল আপডেট জানতে ফলো করুন আমার এই পেইজটি 👨‍⚕️🩺🩺💉💊

📍 মৃত্যু কী জিনিস, সেটা বুঝে উঠার বয়স হবার আগেই মরে যাওয়ার চেয়ে কষ্টকর কিছু নাই।😓💔
21/07/2025

📍 মৃত্যু কী জিনিস, সেটা বুঝে উঠার বয়স হবার আগেই মরে যাওয়ার চেয়ে কষ্টকর কিছু নাই।😓💔

21/07/2025

📍 ঢাকায় স্লোগান দিয়ে দিয়ে রক্ত খুজতেছেন স্বেচ্ছাসেবীরা।🥺💔

📍 রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত লাগবে।

1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4. কুয়েত মৈত্রী হাসপাতাল
5. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
6. মনসুরআলী মেডিকেল কলেজ

🔴 দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।🙏

🔴 সবাই শেয়ার করে জানিয়ে দিন রক্তদাতাদের।🙏

📍খুঁজে পেতে সাহায্য করুন!🥺🙏📍বেশি বেশি শেয়ার করুন!🥺🙏
21/07/2025

📍খুঁজে পেতে সাহায্য করুন!🥺🙏
📍বেশি বেশি শেয়ার করুন!🥺🙏

📍 রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত লাগতে পারে। 1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট2. কুর্মিটোলা জেনারেল ...
21/07/2025

📍 রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত লাগতে পারে।

1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4. কুয়েত মৈত্রী হাসপাতাল
5. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
6. মনসুরআলী মেডিকেল কলেজ

🔴 দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।🙏

🔴 সবাই শেয়ার করে জানিয়ে দিন রক্তদাতাদের।🙏

📍একটি যুদ্ধবিমান আর তারপর সবকিছু থমকে গেল!🥺💔🔴 মেট্রোরেল ডিপোর পাশের মাইলস্টোন স্কুলটি প্রতিদিনের মতো আজও ছিলো শিশুদের কো...
21/07/2025

📍একটি যুদ্ধবিমান আর তারপর সবকিছু থমকে গেল!🥺💔

🔴 মেট্রোরেল ডিপোর পাশের মাইলস্টোন স্কুলটি প্রতিদিনের মতো আজও ছিলো শিশুদের কোলাহলে মুখরিত। পাঠদানের একপর্যায়ে হঠাৎ আকাশ যেন ফেটে পড়লো। কয়েক সেকেন্ডের মধ্যেই সব স্বপ্ন, সব হাসি, সব জীবনের কোলাহল থেমে গেলো...
স্কুল ভবনের উপর আছড়ে পড়লো একটি যুদ্ধবিমান!

🔴 আহ! কি ভয়াবহ দৃশ্য ছিল তা!
শিক্ষকের হাতে বই, শিশুর হাতে খাতা—সব মিলেমিশে ধ্বংসস্তূপে পরিণত হলো।
চোখের সামনে পুড়ে যাওয়া ব্যাগ, রক্তমাখা ইউনিফর্ম, ভাঙা বেঞ্চ—কেউই আর আগের মতো নেই। 😭

যাদের আমরা সকালবেলা আদরে স্কুলে পাঠিয়েছিলাম, বিকেলে সেই প্রিয় মুখগুলো ফিরলো না আর...
কে বুঝবে একজন মা’র বুকের ধ্বনি?
কে জানবে বাবার নিঃশব্দ কান্না?

এই শোক কি সহ্য করা যায়?
এই মৃত্যু কি শুধু দুর্ঘটনা? নাকি আমাদের ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি।

🔴শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সেই নিষ্পাপ শিশুদের প্রতি,
যাদের স্বপ্ন থেমে গেলো আগুন আর ধোঁয়ার মাঝে...🕊️😓💔

21/07/2025

ট্রেনিং বিমান দু-র্ঘ-ট-না-র পরের একটা ছবি দিচ্ছি ক-মে-ন্ট বক্সে,দুর্বল হৃদয়ের মানুষ না দেখার অনুরোধ।🙏🥺😣

21/07/2025

যার হারায় সে বুঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্টদায়ক 😞
আল্লাহ সবাইকে রক্ষা করুন 🤲
pray for

18/07/2025

📍মেনশন করুন আপনার সেই ফ্রেন্ড কে যে সব সময় ছুটি নেওয়ার জন্য বাহানা খুঁজে।😂🙂

17/07/2025

📍আমার ভুলের জন্য যখন আমার সঙ্গে সঙ্গে Incharge ও বকা খায়।🥴🙂

17/07/2025

📍সারারাত ধরে Reels দেখার পর মাত্র দুই ঘন্টা ঘুমিয়ে পরেরদিন Morning Duty তে এসে আমি।😴🥱

- সবাই পেইজটা Follow দিবেন NURSE ATIK HASAN ইনশাআল্লাহ উপকৃত হবেন।

📍 তৃতীয় মাইগ্রেশনের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি:-👇🔴 সরকারি প্রতিষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর...
16/07/2025

📍 তৃতীয় মাইগ্রেশনের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি:-👇

🔴 সরকারি প্রতিষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৩য় মাইগ্রেশনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন আহবান করা যাচ্ছে। অনলাইনে আবেদন ২২/০৭/২০২৫ খ্রিঃ দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত।

🔴 মাইগ্রেশনের জন্য আবেদন প্রক্রিয়াঃ

ক) ভর্তিকৃত প্রতিষ্ঠানের গোপনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাটাবেসে (bncdb.bnmc.gov.bd) প্রবেশ করে Student Management অপশনে প্রবেশ করে Student Migration Application অংশে ক্লিক করতে হবে।

(খ) পরবর্তী ধাপে ভর্তিকৃত শিক্ষার্থীর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করলে ফরমে প্রবেশ করে সর্বোচ্চ চারটি প্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়া যাবে, প্রতিষ্ঠান পছন্দক্রমের ক্ষেত্রে কোডঃ ১০১-১২৩ বিএসসি ইন নার্সিং, কোডঃ ২০১-২৪৯ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও কোডঃ ৩০১-৩৬২ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের প্রতিষ্ঠান।

(গ) চারটি প্রতিষ্ঠান পছন্দক্রম ও Priority দিয়ে সাবমিট করলে ফরম প্রিন্ট হবে যা অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সীলমোহরসহ প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। অনলাইনে আবেদনকৃত শিক্ষার্থী মাইগ্রেশনের জন্য আবেদন চূড়ান্ত বলে বিবেচিত হবে।

(ঘ) মাইগ্রেশনের আসন বরাদ্দের ক্ষেত্রে আবেদনে প্রদত্ত কোড অনুযায়ী কোর্স ও প্রতিষ্ঠান মেধাক্রমের ভিত্তিতে নির্ধারণ করা হবে, এ ক্ষেত্রে প্রার্থী অনলাইনে আবেদন ভুল করলে যদি মাইগ্রেশনের জন্য সুযোগপ্রাপ্ত হয় অবশ্যই নতুন নির্ধারিত প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

- সবাই পেইজটা Follow দিবেন NURSE ATIK HASAN ইনশাআল্লাহ উপকৃত হবেন।

📍 সরকারি প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের ২য় মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা হতে ভর্তির জন্য ফলাফল।👇🔴এতদ্বারা সকলের অবগতি...
16/07/2025

📍 সরকারি প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের ২য় মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা হতে ভর্তির জন্য ফলাফল।👇

🔴এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে মেধাক্রম ও পছন্দ অনুসারে ২য় মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা হতে ভর্তির জন্য নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হলো।

মাইগ্রেশনের জন্য নির্বাচিত প্রার্থীগণ বিএনএমসি'র ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল অংশে সফটওয়্যারের মাধ্যমে প্রকাশিত বিস্তারিত ফলাফল দেখতে পাবেন। সেখানে প্রদত্ত Go Application Print Copy বাটনে ক্লিক করে ভর্তির ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নতুন ভাবে নির্ধারিত প্রতিষ্ঠানে ভর্তির ফরম প্রিন্ট করে ২২ জুলাই ২০২৫ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীগণকে ১৯/০৫/২০২৫ খ্রিঃ, বিএনএমসি/প্রশা-৩৪ (অংশ-৫)/২০২৫-৮১৮ নং স্মারকে বর্ণিত নিয়মাবলি অনুসরণপূর্বক নির্ধারিত প্রতিষ্ঠানে ২২ জুলাই ২০২৫ তারিখের মধ্যে ভর্তি হতে হবে। ভর্তি সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য কাউন্সিলের কম্পিউটার অপারেটর জনাব আব্দুর রহিম মিয়ার (০১৫৫০৬৯৯৩০০) মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

- সবাই পেইজটা Follow দিবেন NURSE ATIK HASAN ইনশাআল্লাহ উপকৃত হবেন।

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when NURSE ATIK HASAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share