Dr. Iftekhar

Dr. Iftekhar DR. MD. IFTEKHARUL ISLAM, MBBS (DMC), BCS (Health), MS (ENT)
Junior Consultant,
Dhaka Medical College Hospital. Doctors Chamber

05/05/2025
তিন বছরের ছোট্ট এই বাবু এসেছিল গত এক মাস যাবত সে খেতে পারে না।এক মাস আগে কিছু একটা গিলে ফেলেছে এমন সন্দেহে পেটের এক্সরে ...
03/05/2025

তিন বছরের ছোট্ট এই বাবু এসেছিল গত এক মাস যাবত সে খেতে পারে না।এক মাস আগে কিছু একটা গিলে ফেলেছে এমন সন্দেহে পেটের এক্সরে করা হয়।কিছু ধরা পরে না।তারপর একমাস যাবত চলে কবিরাজি ঝাড়ফুক।অবস্থার উন্নতি না হওয়ায় আমাদের কাছে আসে।এক্সরে করে পাই কিছু একটা গলায় আটকে আছে।কিন্তু ঝামেলা হচ্ছে এটা খাদ্যনালী ফুটো করে শ্বাসনালি কেও ছিদ্র করে ফেলে।পরবর্তীতে অপারেশন এর মাধ্যমে বের করি।চলে কিছুদিন নাকে নলের সাহায্যে খাবার। আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ।আলহামদুলিল্লাহ।।

আলহামদুলিল্লাহ। প্রতি শনি, রবি, সোম ও মঙ্গলবার পাবেন Omnicare এ বিকাল ৫ টা থেকে রাত আটটা পর্যন্ত।
24/04/2025

আলহামদুলিল্লাহ। প্রতি শনি, রবি, সোম ও মঙ্গলবার পাবেন Omnicare এ বিকাল ৫ টা থেকে রাত আটটা পর্যন্ত।

অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডে এ নিয়মিত চেম্বার করছেন-

নাক, কান ,গলা ও হেড-নেক সার্জারী
ডাঃ মোঃ ইফতেখারুল ইসলাম

🚨 অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কল করুনঃ
☎️ 09666642273, 01761 901 900

ঠিকানাঃ ২২০/এ, বেগম রোকেয়া সরনি শেওড়াপাড়া, ঢাকা- ১২০৭।
শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন (পিলার নাম্বার -৩২৪) এর পূর্ব পাশে।

03/04/2025

আসসালামু আলাইকুম। সকলকে ঈদের শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার এবং শুক্রবার চিকিৎসা সেবা প্রদান করছি। আপনার যে কোন ইএনটি সমস্যায় চলে আসুন রেজা মমতাজ হাসপাতাল, কুমুদিনী কলেজ গেট, টাংগাইলে। ধন্যবাদ।

আমাদের কাছে এসেছিলেন মাথার ক্যান্সার নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।আমরা তার ক্যান্সার এর অংশ অপারেশন এর মাধ্যমে ফেলে ...
15/03/2025

আমাদের কাছে এসেছিলেন মাথার ক্যান্সার নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।আমরা তার ক্যান্সার এর অংশ অপারেশন এর মাধ্যমে ফেলে দিয়ে পা থেকে চামড়া এনে প্রতিস্থাপন করে দেই।বর্তমানে তিনি সুস্থ আছেন এবং পরবর্তী চিকিৎসার জন্য অপেক্ষা করছেন।আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

(ছবি অনুমতিক্রমে দেয়া হয়েছে।)

May Allah give us the strength.
14/03/2025

May Allah give us the strength.

Keep smiling.
03/10/2024

Keep smiling.

03/10/2024

শুভ সকাল।

আপনি কখন টনসিল অপারেশন করাবেন?

‌১. যদি বছরে সাত বারের বেশি বা প্রতি দুই বছর পাঁচ বারের বেশি বা প্রতি তিন বছর তিন বারের বেশি টনসিলাইটিস বা টনসিল আক্রান্ত হয়।

২. টনসিল গ্রন্থির নীচে যদি পুজ হয়ে যায় বা পেরি টনসিলার এবসেস হয়।

৩. টনসিল যদি এত বড় হয় যা খাদ্য গ্রহণে বাধা বা শ্বাসকষ্ট এর কারন হয়।

৪. টনসিল গ্রন্থিতে যদি পাথর হয় যা মুখে দুর্গন্ধ তৈরি করে।

৫. যদি ক্যান্সার এর কোন লক্ষ্মণ দেখা দেয়।

মুখ হা করে টনসিল দেখা গেলেই তা ফেলে দেয়া যাবে না।শরীরের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। কাজেই আপনি কোন সমস্যা বোধ করলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। কোন অবস্থাতেই অন্য কারো ভয় ভীতিতে প্রভাবিত হবেন না।

রাতে শোবার পূর্বে ভালো ব্রাশ পেস্ট দিয়ে দাত ব্রাশ করুন। মুখের যত্ন নিন। সুস্থ থাকুন।

Address

Tangail

Telephone

+8801712187033

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Iftekhar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Iftekhar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category