মামুন এন্ড মাহিম ভেটেরিনারি মেডিসিন

  • Home
  • Bangladesh
  • Tangail
  • মামুন এন্ড মাহিম ভেটেরিনারি মেডিসিন

মামুন এন্ড মাহিম ভেটেরিনারি মেডিসিন ডিলার - ইয়ন জেনেটিক্স, সখিপুর-বাসাইল

সিমেনের জন্য যোগাযোগ - 01716389327

Fertisol Vet Bolus | ফার্টিসল ভেট বোলাসTrace minerals, vitamins & probiotics.সকল প্রকার ভিটামিন মিনারেলের ঘাটটি পূরন করে...
22/08/2025

Fertisol Vet Bolus | ফার্টিসল ভেট বোলাস
Trace minerals, vitamins & probiotics.

সকল প্রকার ভিটামিন মিনারেলের ঘাটটি পূরন করে, সাময়িক বন্ধ্যাত্ব দূর করে হিটে আনতে সহযোগিতা করে।
সাইলেন্ট হিট প্রতিরোধ অত্যান্ত কার্যকরী।

ঘাস হতে পারে গবাদী প্রানীর মৃত্যূর কারন-বৃষ্টিতে ভেজা ঘাসে বিষক্রিয়া হওয়ার সম্ভবনা থাকে, বিশেষ করে যদি ঘাসগুলোতে অতিরিক্...
12/08/2025

ঘাস হতে পারে গবাদী প্রানীর মৃত্যূর কারন-

বৃষ্টিতে ভেজা ঘাসে বিষক্রিয়া হওয়ার সম্ভবনা থাকে, বিশেষ করে যদি ঘাসগুলোতে অতিরিক্ত নাইট্রেট জমা হয়ে থাকে। এটি গরুর জন্য ক্ষতিকর হতে পারে।
বৃষ্টির পর ঘাসে বিষক্রিয়ার কয়েকটি কারণ হতে পারে:
ছত্রাক বা ফাঙ্গাস:
বৃষ্টির পর ঘাসে ছত্রাক জন্মাতে পারে, যা গরুর জন্য ক্ষতিকর হতে পারে।
নাইট্রেট বিষক্রিয়া:
দীর্ঘ খরার পর বৃষ্টি হলে, কিছু ঘাসে (যেমন শামা, ভুরো, হেলেঞ্চা, গেমা) নাইট্রেট নামক বিষাক্ত যৌগ জমা হতে পারে, যা গরুর জন্য ক্ষতিকর।
বিষাক্ত উদ্ভিদ:
বৃষ্টির সময় বা পরে ঘাসের মধ্যে বিষাক্ত উদ্ভিদ মিশে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পর মাঠে হঠাৎ করে বেড়ে ওঠা ঘাস (যেমন শামা, ভুরো, হেলেঞ্চা, গেমা) পরিপক্ক না হওয়া পর্যন্ত বা কিছুদিন না খাওয়ানোর পরামর্শ দিয়েছেন, কারণ এগুলোতে অতিরিক্ত নাইট্রেট যৌগ জমা হতে পারে।

প্রসব পরবর্তী দূর্বলতা এবং গর্ভফুল বের হওয়ার জন্য শক্তি যোগায়। বিস্তারিত বক্সের গায়ে লিখা আছে।
04/08/2025

প্রসব পরবর্তী দূর্বলতা এবং গর্ভফুল বের হওয়ার জন্য শক্তি যোগায়।
বিস্তারিত বক্সের গায়ে লিখা আছে।

Bovine Pregnancy Test Kit গরুর প্রেগনেন্সি টেস্ট কিট পাচ্ছেন এখন আপনার হাতের নাগালে
17/04/2025

Bovine Pregnancy Test Kit
গরুর প্রেগনেন্সি টেস্ট কিট পাচ্ছেন এখন আপনার হাতের নাগালে

🐄 গরুর জন্য ব্রয়লার ফিড কেন ক্ষতিকর? 🐓গরু ও মুরগির খাদ্য এবং হজম প্রক্রিয়া ভিন্ন হওয়ার কারণে ব্রয়লার ফিড গরুর জন্য মার...
19/03/2025

🐄 গরুর জন্য ব্রয়লার ফিড কেন ক্ষতিকর? 🐓

গরু ও মুরগির খাদ্য এবং হজম প্রক্রিয়া ভিন্ন হওয়ার কারণে ব্রয়লার ফিড গরুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। নিচে কারণগুলো দেওয়া হলো:

1️⃣ প্রোটিন ও এনার্জির পার্থক্য: মুরগির খাবারে উচ্চ প্রোটিন ও এনার্জি থাকে। যা মুরগির জন্য প্রযোজ্য হলেও গরুর জন্য ক্ষতিকারক।

গরুকে ব্রয়লার ফিড খাওয়ালে গরুর শরীরে প্রচুর পরিমানে মেটাবলিক হিট তৈরী হয়, যা গরুর শরীরে প্রচুর তাপ ও অতিরিক্ত চর্বি সৃষ্টি করে, এতে গরুর হিটস্ট্রোক ও হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে।

এছাড়াও এতে গরুর দেহকোষে অপ্রয়োজনীয় পানি উৎপন্ন হয় যা মাংসের গুণগতমান নষ্ট করে।

2️⃣ হজম প্রক্রিয়ার বৈচিত্র্য: মুরগির পেট এক চেম্বার বিশিষ্ট। আর গরুর পেট চার চেম্বার বিশিষ্ট।
মুরগির খাদ্যে স্টার্চ বা দানাদার উপাদান বেশি থাকে যা মুরগির জন্য সহজে হজমযোগ্য হলেও গরুর জন্য নয়। গরুর পেটে সহজে হজমযোগ্য হচ্ছে ফাইবার জাতীয় খাদ্য।

তাই ব্রয়লার ফিডে থাকা স্টার্চ গরুর পেটে হজম না হয়ে অতিরিক্ত এসিড তৈরী করে।
এজন্যই গরুর গ্যাস, বদহজম, ব্লট এবং পেট ফাঁপার মতো নানান সমস্যা দেখা যায়।

মুরগির খাবার গরুর জন্য নয়!

নিরাপদভাবে গরু মোটাতাজাকরণে ও ভালো মাংস উৎপাদনের জন্য আপনার গরুকে গরুর জন্য উপযুক্ত ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করুন এবং সকলকে এ বিষয়ে সতর্ক করুন।

#ফিড #মিটমোর

 #উন্নত_জেনেটিক্স_আপনি_কোন_পথে?কোন নির্দিষ্ট পরিমান(20 লিঃ) দুধের 100 টা গাভিতে 100%, 100 টা ভিন্ন ভিন্ন বুলের সিমেন দিল...
19/03/2025

#উন্নত_জেনেটিক্স_আপনি_কোন_পথে?
কোন নির্দিষ্ট পরিমান(20 লিঃ) দুধের 100 টা গাভিতে 100%, 100 টা ভিন্ন ভিন্ন বুলের সিমেন দিলে আনুমানিক 50 টা ষাঁড় ও 50 টা বকনা হবে!এই 50 টা বকনার দুধ কি সমান হবে?সব 100% বুলের Milk adding Capacity, PTA Milk , Predicted transmission ability সম্ভাব্য দুধ হস্তান্তর সক্ষমতা,কখনো এক হবে না, ভিন্নতা থাকবে
!! অন্য দিকে হলস্টিন হল শীত প্রধান দেশের গরু,এদেশের weather conditions উঞ্চ ও আর্দ্র আবহাওয়ায় কোন কোন বুল মিল্ক Add / যোগ করতে পারছে তা রিসার্চ করে বের করতে হবে। কোন কোন 100% হয়তো বকনাতে মায়ের 20-25 লিটার ক্রস করতেই পারবে না!! কোন বুল মায়ের দুধকে ক্রস করতে পারে তা আপনাকে সহজে কেউ বলবে না!! কারন সবাই তাদের সব বুলের সিমেন বিক্রির জন্য অপ্রমাণিত ভাবে দৌড়ঝাঁপ করছেন,মাঠে নেমেছেন!! মানে ম্যারাথন দৌড় দিয়ে শেষে, কার দম থাকে তা চেক করতে হবে!! America, Canada, Netherlands,Australia কোন দেশের বুল এ দেশে ভাল করছে তার ডেটা এখনো কেউ দিচ্ছেন না!!USA 70 লিঃ বুল এখানে কত দিবে?? ডেনমার্কের বুলের ফলাফল কেমন?কোন সূত্রে এটা কমবে?? এসব জিজ্ঞাসা করলে সবাই চুপসে যাবে!কেউ কিছুই বলবেন না;সেটা আপনাকে বুঝতে হবে!!
আন্তর্জাতিক কোম্পানির;ABS ও শুধু মিল্ক এড/বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়!! Co , #গৃহযুদ্ধের Co , , এ সব বুল গুলো হলস্টিনের সব Adavaced বৈশিষ্ট্য /Traits গুলোকে Balance ভাবে প্রকাশ করতে পারে।
বুল দিয়ে শুধু দুধ বৃদ্ধি করলেই হবে না, Fertility index,Daughter pregnancy rate বকনার প্রজনন সক্ষমতা, Livability বা Tolerance, মিল্ক ফিভার ইস্যু/ Somatic Cell Scores, , Milk fat % ও Protein % , , , এসব দেখতে হবে। , Body size/ Stature +/- বড় না ছোট হবে? খাবার বেশী খাবে নাকি Saved করবে??দুধের ফ্যাট % চেক করে এদেশে খামারিদের দুধের দাম দেওয়া হয়!তাই এখানে মিল্ক ফ্যাট 3.7 নাকি 4.9 এটা খোঁজে দেখতে হবে। Economical profitable farming করতে হবে।বিশাল বড় বডি,অনেক খাবার খায়,কম দুধ দেয়, তাহলে লাভ হবে না! তাই পরবর্তী প্রজন্মের বডি সাইজ ও এসব আগেই বুল থেকে জেনে নিতে হবে।
, বেশী হলে খারাপ, ম্যাষ্টাইটিস বেশী হবে,তখন দুধ বেশী দিয়ে কি করবেন? নেগেটিভ হলে বেশী দিয়ে কি করবেন??
তবে TPI বেশী হলেই বুল ভাল হবে এমন কোন গ্যারান্টি নাই!
#আমেরিকাতে এই সব বুলের মা 60 লিটার দূধ দিয়ে থাকলেও এইটা বাংলাদেশ অতি গরম ও আর্দ্র পরিবেশে 10 নাকি 20 লিটার কম দিবে এ গুলো স্টাডি করা জুরুরী, পরীক্ষা চলছে।
পরিবর্তিত পরিবেশে দুধের জীন গুলো কেমন আচরন করছে,কোন বুল ভাল ফলাফল তা একে অপরের কাছ থেকে জেনে নিবেন!!
গ্রীষ্মকালের তিন মাস আপনার গাভি গুলোকে গরম থেকে বাঁচাতে উঁচু ও খোলামেলা সেড করুন!!
গাভি গুলোর শুধু জাত উন্নত হলে হবে না, সুষম দানাদার ও পুষ্ঠির চাহিদা পূরন করতে ঘাস চাষ করুন।
গত কয়েক বছরে অসংখ্য #জেনোমিক টেষ্টেট বুল ঢুকছে,এ ছাড়া দেশে নামে বেনামে অনেক 100% বুল আছে! এখানে কোনটা ভাল করবে বলা কঠিন।তাই সতর্কতার সাথে কৃত্রিম প্রজনন করতে হবে।এ বিষয়ে আপনার consultants এর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারেন। গ্রুপে ব্যক্তিগত প্রশ্ন না করাই ভাল;কে কি খাবার খেয়েছে বা কি সিমেন ব্যবহার করেছে সেটা একান্ত ই তার নিজের বিষয়!! We need more ...for breed development.....but we have very less.....most of the crossed bulls are not up to the top of the Rank...there are pros and cons.....
Shoaieb Hossain.
ধন্যবাদ।।

17/03/2025
ফুসিড-ভেট বোলাসফিউরোসেমাইড বিপি ২ গ্রামউপাদানপ্রতিটি বোলাস-এ আছে ফিউরোসেমাইড বিপি ২ গ্রাম।কার্যপদ্ধতিফিউরোসেমাইড সোডিয়াম...
05/03/2025

ফুসিড-ভেট বোলাস

ফিউরোসেমাইড বিপি ২ গ্রাম

উপাদান

প্রতিটি বোলাস-এ আছে ফিউরোসেমাইড বিপি ২ গ্রাম।

কার্যপদ্ধতি

ফিউরোসেমাইড সোডিয়াম পুনঃশোষণ প্রক্রিয়ার কার্যকারিতা হ্রাস করার মাধ্যমে মূত্রের পরিমাণ বৃদ্ধি করে। ফলে শরীর হতে পানি বের হয়ে যায়।

নির্দেশনা

অ্যাসাইটিস, ওলানে পানি জমা, পালমোনারি কনজেশন, বৃক্কের অকার্যকারিতা, তীব্র নন-ইনফ্লাম্যাটরি টিস্যু ইডেমা ইত্যাদি ক্ষেত্রে নিদের্শিত। এছাড়াও মূত্রের প্রবাহ বৃদ্ধির মাধ্যমে বিষ বা মাত্রাতিরিক্ত ঔষধ শরীর থেকে বের করে দিতে সহায়তা করে।

প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি

শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।

গরু : প্রতিদিন প্রতিটি প্রাণিকে ১ টি করে বোলাস।

কুকুর: ২-৪ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসাবে দিনে ১-৩ বার।

বিড়াল: ১-২ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসাবে দিনে ১-২ বার।

পোল্ট্রি: ০.৫-১ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসাবে।

বোলাস সরাসরি অথবা গুড়া করে প্রয়োজনীয় পরিমান খাবার/পানিতে মিশিয়ে খাওয়ানো যায়।

অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

প্রতিনির্দেশনা

ফিউরোসেমাইড এর প্রতি সংবেদনশীল প্রাণিতে প্রতিনির্দেশিত।

পার্শ্ব-প্রতিক্রিয়া

এলকালোসিস, ইউরিক এসিড জমা হওয়া এবং কিছু ক্ষেত্রে গাউট, হাইপারগ্লাইসেমিয়া ও গ্লাইকোসুরিয়া হতে পারে।

প্রত্যাহারকাল

মাংস ও দুধ: ২ দিন, ডিম: জানা যায়নি।

গর্ভাবস্থায় ও দুগ্ধদানকালীন ব্যবহার

গর্ভাবস্থায় ও দুগ্ধদানকালে নিরাপদে ব্যবহার করা যেতে পারে। তারপরও, গর্ভাবস্থায় ও দুগ্ধদানকালীন সময়ের ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করতে হবে।

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০° সে. তাপমাত্রার নিচে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

সরবরাহ

প্রতিটি বাক্সে ৫ × ৪ টি বোলাস ব্লিস্টারে সরবরাহ করা হয়।

শুধুমাত্র প্রাণী চিকিৎসায় ব্যবহারের জন্য

✅স্থান পরিবর্তন✅মামুন এন্ড মাহিম ভেটেরিনারি মেডিসিন কর্ণার এখন ২০০ গজ পুর্বে UCB ব্যাংক এর পাশে।
04/03/2025

✅স্থান পরিবর্তন✅

মামুন এন্ড মাহিম ভেটেরিনারি মেডিসিন কর্ণার এখন ২০০ গজ পুর্বে UCB ব্যাংক এর পাশে।

Address

Tangail
1950

Alerts

Be the first to know and let us send you an email when মামুন এন্ড মাহিম ভেটেরিনারি মেডিসিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram