19/03/2025
#উন্নত_জেনেটিক্স_আপনি_কোন_পথে?
কোন নির্দিষ্ট পরিমান(20 লিঃ) দুধের 100 টা গাভিতে 100%, 100 টা ভিন্ন ভিন্ন বুলের সিমেন দিলে আনুমানিক 50 টা ষাঁড় ও 50 টা বকনা হবে!এই 50 টা বকনার দুধ কি সমান হবে?সব 100% বুলের Milk adding Capacity, PTA Milk , Predicted transmission ability সম্ভাব্য দুধ হস্তান্তর সক্ষমতা,কখনো এক হবে না, ভিন্নতা থাকবে
!! অন্য দিকে হলস্টিন হল শীত প্রধান দেশের গরু,এদেশের weather conditions উঞ্চ ও আর্দ্র আবহাওয়ায় কোন কোন বুল মিল্ক Add / যোগ করতে পারছে তা রিসার্চ করে বের করতে হবে। কোন কোন 100% হয়তো বকনাতে মায়ের 20-25 লিটার ক্রস করতেই পারবে না!! কোন বুল মায়ের দুধকে ক্রস করতে পারে তা আপনাকে সহজে কেউ বলবে না!! কারন সবাই তাদের সব বুলের সিমেন বিক্রির জন্য অপ্রমাণিত ভাবে দৌড়ঝাঁপ করছেন,মাঠে নেমেছেন!! মানে ম্যারাথন দৌড় দিয়ে শেষে, কার দম থাকে তা চেক করতে হবে!! America, Canada, Netherlands,Australia কোন দেশের বুল এ দেশে ভাল করছে তার ডেটা এখনো কেউ দিচ্ছেন না!!USA 70 লিঃ বুল এখানে কত দিবে?? ডেনমার্কের বুলের ফলাফল কেমন?কোন সূত্রে এটা কমবে?? এসব জিজ্ঞাসা করলে সবাই চুপসে যাবে!কেউ কিছুই বলবেন না;সেটা আপনাকে বুঝতে হবে!!
আন্তর্জাতিক কোম্পানির;ABS ও শুধু মিল্ক এড/বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়!! Co , #গৃহযুদ্ধের Co , , এ সব বুল গুলো হলস্টিনের সব Adavaced বৈশিষ্ট্য /Traits গুলোকে Balance ভাবে প্রকাশ করতে পারে।
বুল দিয়ে শুধু দুধ বৃদ্ধি করলেই হবে না, Fertility index,Daughter pregnancy rate বকনার প্রজনন সক্ষমতা, Livability বা Tolerance, মিল্ক ফিভার ইস্যু/ Somatic Cell Scores, , Milk fat % ও Protein % , , , এসব দেখতে হবে। , Body size/ Stature +/- বড় না ছোট হবে? খাবার বেশী খাবে নাকি Saved করবে??দুধের ফ্যাট % চেক করে এদেশে খামারিদের দুধের দাম দেওয়া হয়!তাই এখানে মিল্ক ফ্যাট 3.7 নাকি 4.9 এটা খোঁজে দেখতে হবে। Economical profitable farming করতে হবে।বিশাল বড় বডি,অনেক খাবার খায়,কম দুধ দেয়, তাহলে লাভ হবে না! তাই পরবর্তী প্রজন্মের বডি সাইজ ও এসব আগেই বুল থেকে জেনে নিতে হবে।
, বেশী হলে খারাপ, ম্যাষ্টাইটিস বেশী হবে,তখন দুধ বেশী দিয়ে কি করবেন? নেগেটিভ হলে বেশী দিয়ে কি করবেন??
তবে TPI বেশী হলেই বুল ভাল হবে এমন কোন গ্যারান্টি নাই!
#আমেরিকাতে এই সব বুলের মা 60 লিটার দূধ দিয়ে থাকলেও এইটা বাংলাদেশ অতি গরম ও আর্দ্র পরিবেশে 10 নাকি 20 লিটার কম দিবে এ গুলো স্টাডি করা জুরুরী, পরীক্ষা চলছে।
পরিবর্তিত পরিবেশে দুধের জীন গুলো কেমন আচরন করছে,কোন বুল ভাল ফলাফল তা একে অপরের কাছ থেকে জেনে নিবেন!!
গ্রীষ্মকালের তিন মাস আপনার গাভি গুলোকে গরম থেকে বাঁচাতে উঁচু ও খোলামেলা সেড করুন!!
গাভি গুলোর শুধু জাত উন্নত হলে হবে না, সুষম দানাদার ও পুষ্ঠির চাহিদা পূরন করতে ঘাস চাষ করুন।
গত কয়েক বছরে অসংখ্য #জেনোমিক টেষ্টেট বুল ঢুকছে,এ ছাড়া দেশে নামে বেনামে অনেক 100% বুল আছে! এখানে কোনটা ভাল করবে বলা কঠিন।তাই সতর্কতার সাথে কৃত্রিম প্রজনন করতে হবে।এ বিষয়ে আপনার consultants এর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারেন। গ্রুপে ব্যক্তিগত প্রশ্ন না করাই ভাল;কে কি খাবার খেয়েছে বা কি সিমেন ব্যবহার করেছে সেটা একান্ত ই তার নিজের বিষয়!! We need more ...for breed development.....but we have very less.....most of the crossed bulls are not up to the top of the Rank...there are pros and cons.....
Shoaieb Hossain.
ধন্যবাদ।।