25/06/2020
১)ব্লাড দিবার মতোন সক্ষমতা আপনার আছে কিন্তু আপনি ব্লাড দিতে ভয় পান বলে কাউকে ব্লাড দেন না।
আপনাকে বলছি
আপনি ব্লাড এর জন্য আমি ইশতিয়াক এর কাছে ফোন দিলে ব্লাড কালেক্ট করার চিন্তাও করবো না।
২)আপনারা অনেকেই ফোন দিয়ে বলেন এই ব্লাড টা ম্যানেজ করে দিন।
এটা আমার মান-সম্মান এর প্রশ্ন। এই ব্লাড না দিতে পারলে আমার সম্মান থাকে না ভাই।
আপনাকে বলছি,
কেন আপনি কি বলতে পারেন না, এটা রোগীর বাচা-মরার প্রশ্ন।
আপনার সম্মান আমার কাছে বড় নয়,আপনিও ফোন দিলে কোনো রেসপন্স পাবেন না।
৩)আপনারা অনেকেই জানেন আমি কোনো রাজনৈতিক দলের নেতাদের পা চাটা গোলাম না।
কোনো দলের দালালি করি না।
কোনো অসৎ লোক কে সৎ বলে চিল্লা-চিল্লি করি না।
অনেকেই আছেন ফোন দিয়ে বলেন আমার রাজনৈতিক অভিবাবক ব্লাড দিতেই হবে।
তাদের বলছি আপনার হয়তো ক্ষমতার লোভ আছে যেই টা আমার নেই।
আপনি ফোন দিলে ব্লাড ম্যানেজ করার চেষ্টাও করবো না।
৪)বর্তমানে বেশির ভাগ সন্তার সিজারের মাধ্যমে দুনিয়ায় আলো-বাতাস দেখে,
সিজারের জন্য রক্তদাতা প্রস্তুত রাখতে হয় সেটা যারা জানেন কিন্তু রক্তদাতা প্রস্তুত রাখেন নি তারা আমাকে ফোন দিলে কোনো রেসপন্স পাবেন না।
[বিঃদ্রঃ যারা জানে না তাদের ব্লাড এর ব্যাবস্থা করে দিবো ইনশাআল্লাহ।
৫)কোনো সেচ্ছাসেবী ভাই-বোন কে নিয়ে সমালোচনা করেন অথচ নিজে ব্লাড দেন না।এমন ব্যাক্তিকে বোঝানোর পরেও যদি আমার কোনো সেচ্ছাসেবী ভাই-বোন কে নিয়ে সমালোচনা করেন, আপনি ফোন দিলে কোনো রেসপন্স পাবেন না।
,
,
,
,
,
হয়তো অনেকেই ভাবছেন আমি অনেক দিন যাবত সেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছি বলে এই গুলো আমার অহংকার।
কিন্তু না।
,
,
আমি অতি ক্ষুদ্র একজন মানুষ।
ব্লাড নিয়ে কাজ করা আমার পেশা নয়,
এটা অসহায় এর পাশে দাড়ানোর নেশা।