md siam vlogs

md siam vlogs ইসলামের পথে আলোর সন্ধানে

With Hafizur Rahman Iqbal – I just got recognized as one of their top fans! 🎉
11/09/2025

With Hafizur Rahman Iqbal – I just got recognized as one of their top fans! 🎉

তাই বলি বেশি বারাবাড়ি ভালোনা
06/09/2025

তাই বলি বেশি বারাবাড়ি ভালোনা

06/09/2025

🇧🇩

27/08/2025

Alhamdulillah

16/07/2025
02/07/2025

এটাই বাস্তবতা #বাংলাদেশ❤️

28/05/2025

💖ভালোবাসায় বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতোটা লড়াই করে।

সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আঁধারে রাস্তার দু'পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত,মাথার ওপর নেই ছাঁদ।

যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে এসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়।

মেয়ে না-হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না-হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের (প্রচলিত ভাষা হিজড়া) মানুষের দিকে তাকাও, যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে।

যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী,ধোঁকাবাজ মনে হয় (কিছু কিছু মেয়েরা এমনও হয়), তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয় নি।

যদি পুরুষ বলতে দেহ লোভী, মেয়ে বাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিয়ো, যার ছোঁয়ায় নেই কোনো লালসা আছে শুধু মায়া, মমতা, স্নেহ। যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।

নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী, এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।
🤲আমিন 🤲

27/05/2025

আপনার আদরের সন্তানের উপর দুষ্ট'জ্বিনের ছায়া পরেছে কিনা কিভাবে বুঝবেন। যদি ইতিমধ্যে আক্রান্ত হয়ে পরে সেক্ষেত্রে কিভাবে চিকিৎসা করবেন।

বেশিরভাগ ছোট বাচ্চারা জ্বীন-যাদুতে আক্রান্ত হয়ে থাকে মা-বাবার যদি জ্বীন-যাদুর সমস্যা থাকে সেখান থেকে সমস্যায় আক্রান্ত হয় "মাউরুস" বংশপরম্পরায় আসা প্যারানরমাল সমস্যা।
অন্যন্য ৮/১০ টি বাচ্চাদের মত আপনার সন্তানটিও ছিল উৎফুল্ল,হাসিখুশি মিষ্টি। মাশা-আল্লাহ, চক্ষুশীতলকারী সন্তান ছিল। বারাকাল্লাহ

★ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে উঠা অথবা কান্না করে উঠা ঘুম থেকে।

★আযান শোনলে ভয় পাওয়া কান্না করা।

★খাওয়াদাওয়া কমে যাওয়া একেবারে খেতে না চাওয়া।

★ দিনদিন বেয়াদবের মত আচরণ করা বড়দের কথা না শোনা।
★অতিরিক্ত হাইপার হয়ে যাওয়া।

★ একা এক রুম থেকে অন্যরুমে যেতে ভয় পাওয়া।

★ বিশেষ করে মায়ের কথা না শোনা (মায়ের সমস্যা থাকলে এরকম হয়) মাকে অতিরিক্ত বিরক্ত করা, যার কারণে ঘড়ের কাজকর্ম করতে না পারা।

★ সালাতে(নামাজে) দাড়ালে বাচ্চার যেকোনো বাহানায় বিরক্ত করা।

★ আজেবাজে স্বপ্ন দেখে ঘুম ভেংগে যাওয়া।

★ অস্বাভাবিক আচরণ করা বিহেভিয়ার করা।

---------------------------------------------------------------------------
চিকিৎসা যেভাবে করবেন।

৫/১০ লিটার পানি নিবেন,অলিভয়েল তেল নিবেন একটি সাথে মধু, কালোজিরা নিবেন।

দুরুদ শরীফ পড়বেন ৩ বার

সুরা ফাতেহা পড়বেন ৭ বার।
সুরা বাকারা পড়বেন ১ - ৫ আয়াত পর্যন্ত।
সুরা তাকাসুর পরবেন ৩ বার।
সুরা ইখলাস ৩ বার।
সুরা ফালাক ৩ বার।
সুরা নাস ৩ বার।
দুরুদ শরীফ ৩ বার।


১১ বার পড়বেন।

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণঃ বিসমিল্লা-হিল লাযী লা- ইয়াদুর্‌রু মা‘আ ইসমিহী শাইউন ফিল আরদি ওয়া লা- ফিস সামা-ই, ওয়া হুআস সামীউল আলীম।

অর্থঃ “আল্লাহর নামে (আরম্ভ করছি), যাঁর নামের সাথে জমিনে বা আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না।”

পানি+তেল+মধু+কালোজিরা মধ্যে ফু দিবেন তারপর এগুলা ব্যবহার করাবেন।

পানি খাওয়াবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে।
মধু+কালোজিরা সকালে খাওয়াবেন।

তেল রাতে এবং গোসলের আগে শরীরে দিয়ে দিবেন।
এভাবে ১১ দিন করবেন।
ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে।

31/03/2025
05/01/2025

ا لحم ل الله رب العلمين

আমাদের দেশের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর ইউনুস।
05/09/2024

আমাদের দেশের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর ইউনুস।

Address

Ghatail
Tangail
1980

Website

Alerts

Be the first to know and let us send you an email when md siam vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram