BURO Hospital

BURO Hospital BURO Hospital is an Initiative of BURO Bangladesh.

07/10/2025

জেনে নিন ঘাড় ব্যথা কমানোর সহজ উপায় !
বুরো হাসপাতালে আসুন, সেবা নিন, সুস্থ্য থাকুন

জরুরী প্রয়োজনে যোগাযোগঃ 01733220983



#বুরোহেলথকেয়ার
#বুরোহাসপাতাল

#ফিজিওথেরাপি

06/10/2025

আপনার স্বাস্থ্যের নির্ভরযোগ্য সঙ্গী
বুরো হাসপাতাল
রেজিস্ট্রিপাড়া, টাঙ্গাইল
যোগাযোগঃ 01733-220983
01318-230490

06/10/2025

ক্যালসিয়াম এর অভাবে হতে পারে যেসব রোগ

06/10/2025

বন্ধ্যাত্ব কি? বন্ধ্যাত্ব রোগের সমাধান নিয়ে কথা বলছেন

ডাঃ উম্মে নাজমিন ইসলাম
বন্ধ্যাত্ব, গাইনী, প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কপিক সার্জন
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ),
বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (প্রজনন ও বন্ধ্যাত্ব),
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বারঃ বুরো হাসপাতাল, রেজিস্ট্রিপাড়া, টাঙ্গাইল

যোগাযোগঃ 01733-220983
#বুরোহেলথকেয়ার
#বুরোহাসপাতাল

স্ট্রোককে বলা হয় নীরব ঘাতক। হঠাৎ করেই এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, স্ট্রোক হওয়ার দুই মাস আগেই শরীর ...
01/10/2025

স্ট্রোককে বলা হয় নীরব ঘাতক। হঠাৎ করেই এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, স্ট্রোক হওয়ার দুই মাস আগেই শরীর কিছু সতর্কবার্তা দিয়ে থাকে। যদি সময়মতো সেই সংকেতগুলো চিহ্নিত করে চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, তবে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব।

স্ট্রোকের আগাম ৬টি ইঙ্গিত হলো:

বারবার মাথা ঘোরা ও ভারসাম্য হারানো:
হঠাৎ মাথা ঘোরা, চোখ ঝাপসা হয়ে যাওয়া বা হাঁটার সময় ভারসাম্য হারানো মস্তিষ্কে রক্তপ্রবাহের সমস্যার লক্ষণ হতে পারে।

হাত-পা অসাড় হয়ে যাওয়া:
শরীরের এক পাশের হাত বা পা হঠাৎ অসাড় হয়ে যাওয়া বা দুর্বল লাগা স্ট্রোকের সম্ভাব্য সংকেত।

কথায় জড়তা ও অস্পষ্ট উচ্চারণ:
হঠাৎ কথা আটকে যাওয়া বা অস্পষ্ট উচ্চারণ মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হওয়ার ইঙ্গিত বহন করে।

দৃষ্টি ঝাপসা বা দ্বিগুণ দেখা:
এক চোখ বা দুই চোখেই হঠাৎ দৃষ্টি সমস্যা দেখা দিলে সেটি অবহেলা করা বিপজ্জনক।

তীব্র মাথাব্যথা:
কোনো কারণ ছাড়াই হঠাৎ তীব্র মাথাব্যথা শুরু হলে সেটি স্ট্রোকের আগাম সতর্কবার্তা হতে পারে।

ক্লান্তি ও বিভ্রান্তি:
শরীর অকারণে দুর্বল হয়ে পড়া, অস্বাভাবিক ক্লান্তি বা হঠাৎ স্মৃতিভ্রংশের মতো উপসর্গও স্ট্রোকের পূর্বাভাস হতে পারে।

করণীয়: বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান ও স্থূলতা স্ট্রোকের ঝুঁকি অনেক বাড়ায়।
তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা
নিয়মিত ব্যায়াম করা
ধূমপান ও মদ্যপান পরিহার করা
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি।

29/09/2025

আজ বিশ্ব হার্ট দিবস
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস। হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ হৃদয়ের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর এদিন বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।
বিশ্ব হার্ট দিবস । এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ন কথা বলেছেন .......
হৃদরোগ বিশেষজ্ঞ
ডা. দেবদুলাল দেবনাথ
কার্ডিওলজিস্ট
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাসাইল।

আজ বিশ্ব হার্ট দিবস। এই দিবস উপলক্ষে বুরো হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে একটি আলোচনা সভা অনুষ...
29/09/2025

আজ বিশ্ব হার্ট দিবস।

এই দিবস উপলক্ষে বুরো হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত্ব করেন ডাঃ সাঈদা খান, চেয়ারপার্রসন, বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন। স্বাগত বক্তব্য প্রদান করেন রাহেলা জাকির, পরিচালক, বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন ও হার্ট ভালো রাখায় কী কী করনীয় ও বর্জনীয় এ বিষয়ে বক্তব্য রাখেন ডাঃ দেব দুলাল দেবনাথ, কার্ডিওলজিস্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাসাইল।

সভায় উপস্থিত ছিলেন ডা. মোঃ আব্দুল কুদ্দুস পরিচালক, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, অধ্যাপক ডা. মোহাম্মদ আলী খান, সাবেক অধ্যক্ষ ও পরিচালক,টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল।
ডা. মুহাম্মদ মোখলেছুর রহমান (রেজিস্ট্রার-মেডিসিন, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল),

ডা. ফখরুল আমিন বাদল (সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ডা. মো. সাইফুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট, শিশু বিভাগ, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল।

25/09/2025

আজ বিশ্ব ফুসফুস দিবস
কথা বলছেন মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
ডাঃ মোঃ মোখলেছুর রহমান

25/09/2025
25/09/2025

বাইক এক্সিডেন্টে ডান হাত ও পা ভেঙ্গে যায় এলেঙ্গা এলাকার জাহিদুল ইসলামের।

বুরো হাসাতালে সি-আর্ম মেশিনের মাধ্যমে অপারেশন সম্পন্ন করা হয় অত্যন্ত দক্ষতার সাথে। সার্জন ছিলেন ডাঃ শ্যামল কান্তি সুতার।

বুরো হাসপাতালে আসুন, সেবা নিন, সুস্থ্য থাকুন
জরুরী প্রয়োজনে যোগাযোগঃ 01733-220983



#বুরোহেলথকেয়ার
#বুরোহাসপাতাল

25/09/2025

বুরো হাসপাতালে একসাথে ৩ নবজাতকের জন্ম। জন্মের পর ২টি শিশুর অবস্থা খারাপ ছিল। বুরো হাসপাতালের এনআইসিইউ সেবা (বিশেষ পরিচর্যা) নিয়ে ৩টি শিশুই সুস্থ্য আছে।

নবজাতক ত্রয়ী ও তাদের পরিবারের জন্য শুভকামনা রইল।

#বুরোহেলথকেয়ার
#বুরোহাসপাতাল

21/09/2025

বুরো হাসপাতালের এনআইসিইউ সেবা অনেক ভাল বলে অভিমত প্রকাশ করেছেন একজন সেবা গ্রহীতা

Send a message to learn more

Address

Registry Para
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when BURO Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category